মনীষীদের বাণী || মনীষীদের বানী || অনুপ্রেরনামূলক বানী || মহান বাণী, মনীষীদের বাণী সুপ্রভাত , শিক্ষামূলক বাণী , মনীষীদের বাণী নারী সম্পর্কে ,
" শিরদার তো সর্দার", মাথা দিতে পারো তো নেতা হবে ।
- স্বামী বিবেকানন্দ
আরো দেখোঃ
🌸🌸জীবন পরিবর্তনকারী 🌻🌺
<<<<<<<<<<>>>>>>>>>>>>
👉👉 স্বামী বিবেকানন্দের বানী Click Here
👉👉 চানক্যের বানী Click Here
👉👉গৌতম বুদ্ধের বানী Click Here
👉👉অনুপ্রেরনা মূলক বানী Click Here
👉👉গীতার সফলতার বানী Click Here
<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
" শিরদার তো সর্দার", মাথা দিতে পারো তো নেতা হবে ।
- স্বামী বিবেকানন্দ
>>>>>>>>>>>>>>>>>>>
**************************
“স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত
তােমাকে স্বপ্ন দেখতে হবে
আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখ
স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা
তােমাকে ঘুমাতে দেয় না।”
>>>>>>>>>>>>>>>>>>>
**************************
🌷🌹🌸🌺🌾🍁🌸🍂🌷🌼
“নিজের ওপর বিশ্বাস রাখো
তোমার দ্বারাই সব সম্ভব
জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না।
এই সংকল্প নিয়ে এগিয়ে যাও
তুমি সাফল্য পাবেই।”
>>>>>>>>>>>>>>>>>>>
**************************
**************************
স্বামী বিবেকানন্দের বানী
🌷🌹🌸🌺🌾🍁🌸🍂🌷🌼
নিজেরা কিছু করে না এবং অপরে কিছু করিতে গেলে ঠাট্টা করে উড়িয়ে দেয়—এই দোষেই আমাদের জাতের সর্বনাশ হইয়াছে। হৃদয়হীনতা উদ্যমহীনতা সকল দুঃখের কারণ। অতএব ঐ দুইটি পরিত্যাগ করিবে।
>>>>>>>>>>>>>>>>>>>
**************************
🌷🌹🌸🌺🌾🍁🌸🍂🌷🌼
মেয়েদের পূজা করেই সব জাত বড় হয়েছে। যে দেশে, যে জাতে মেয়েদের পূজা নেই, সেই দেশ—সে জাত কখনও বড় হতে পারেনি, কস্মিন্ কালে পারবেও না। তোদের জাতের যে এত অধঃপতন ঘটেছে, তার প্রধান কারণ এই-সব শক্তিমূর্তির অবমাননা করা।
>>>>>>>>>>>>>>>>>>>
**************************
🌷🌹🌸🌺🌾🍁🌸🍂🌷🌼
যিনি হুকুম তামিল করতে জানেন, তিনিই হুকুম করতে জানেন। প্রথমে আজ্ঞাবহতা শিক্ষা কর। .আমরা সকলেই হম্বড়া তাতে কখনও কাজ হয় না। মহা উদ্যম, মহা সাহস, মহা বীর্য এবং সকলের আগে মহতী আজ্ঞাবহতা—এই সকল গুণ ব্যক্তিগত ও জাতিগত উন্নতির একমাত্র উপায়।
>>>>>>>>>>>>>>>>>>>
**************************
🌷🌹🌸🌺🌾🍁🌸🍂🌷🌼
অন্ন। অন্ন। যে ভগবান এখানে আমাকে অন্ন দিতে পারেন না, তিনি যে আমাকে স্বর্গে অনন্ত সুখে রাখবেন—এ আমি বিশ্বাস করি না।
>>>>>>>>>>>>>>>>>>>
**************************
🌷🌹🌸🌺🌾🍁🌸🍂🌷🌼
অগ্নি যেমন একখণ্ড চকমকিতে নিহিত থাকে, জ্ঞান তেমনি মনের মধ্যেই রহিয়াছে, উদ্দীপক কারণটি যেন ঘর্ষণ, জ্ঞানাগ্নিকে প্রকাশ করিয়া দেয়।
>>>>>>>>>>>>>>>>>>>
**************************
🌷🌹🌸🌺🌾🍁🌸🍂🌷🌼
কোন ব্যক্তির বিশ্বাস নষ্ট করিবার চেষ্টা করিও না। যদি পারো তবে তাহাকে কিছু ভাল জিনিস দাও। যদি পারো তবে মানুষ যেখানে আছে, সেখান হইতে তাহাকে একটু উপরে তুলিয়া দাও। ইহাই কর, কিন্তু মানুষের যাহা আছে, তাহা নষ্ট করিও না।
>>>>>>>>>>>>>>>>>>>
**************************
🌷🌹🌸🌺🌾🍁🌸🍂🌷🌼
খালি বইপড়া শিক্ষা হইলে চলিবে না। যাহাতে চরিত্রগঠন হয়, মনের শক্তি বাড়ে, বুদ্ধির বিকাশ হয়, নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে—এই রকম শিক্ষা চাই। ঐ রকম শিক্ষা পাইলে মেয়েদের সমস্যা মেয়েরা আপনারাই সমাধান করিবে।
>>>>>>>>>>>>>>>>>>>
**************************
No comments