চানক্যের বানী || মনীষীদের বানী || অনুপ্রেরনামূলক বানী || মহান বাণী, মনীষীদের বাণী সুপ্রভাত , শিক্ষামূলক বাণী , মনীষীদের বাণী নারী সম্পর্কে
মহান বাণী, মনীষীদের বাণী সুপ্রভাত , শিক্ষামূলক বাণী , মনীষীদের বাণী নারী সম্পর্কে , ইসলামী , মনীষীদের বাণী , ভারতীয় মনীষীদের বাণী , মনীষীদের বাণী pdf , বিখ্যাত বাঙালি মনীষীদের বাণী
মনীষীদের বাণী নারী সম্পর্কে, মনীষীদের বাণী শিক্ষা সম্পর্কে , বিখ্যাত মনীষীদের বাণী; মনীষীদের বাণী কথা, মনীষীদের বাণী বাংলা , মনীষীদের বাণী english , মনীষীদের বাণী pdf ,মনীষীদের বাণী ইংরেজি,মনীষীদের বাণী ছবি
চানক্যের বানী
(১)
🌷🌸🌹🌺🌻🌼
****************
কোকিলানাং স্বরো রূপম্ নারী রূপং পতিব্রতম্।
বিদ্যা রূপং কুরূপাণাং ক্ষমা রূপং তপস্বিনাম্৷৷
কোকিলের কণ্ঠস্বরই তার রূপ, নারীর রূপ হলো পাতিব্রত্য; কুৎসিত পুরুষের রূপ হলো বিদ্যা এবং তপস্বীদের রূপ হলো ক্ষমা।
🌿🌿🌾🌾🌽🌽🍃🍃
★★★★★★★★★★★★★★★
(২)
🌷🌸🌹🌺🌻🌼
****************
ন চ বিদ্যাসমো বৰ্দ্ধন চ ব্যাধিসমো রিপুঃ।
ন চাপত্যসমঃ স্নেহো ন চ দৈবাৎ পরং বলম্ ॥
বিদ্যার মতো বন্ধু নেই, রোগের সমান শত্রু নেই। পুত্রস্নেহের সমান স্নেহ নেই, দৈবের চেয়ে শ্রেষ্ঠ বল নেই।
🌿🌿🌾🌾🌽🌽🍃🍃
★★★★★★★★★★★★★★★
(৩)
🌷🌸🌹🌺🌻🌼
***************
মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লোষ্ট্রবৎ। আত্মবৎ সর্বভূতেষু যঃ পশ্যতি স পণ্ডিতঃ॥
যিনি পরস্ত্রীকে মাতৃসম, পরের জিনিসকে মাটির ঢেলার সমান অকিঞ্চিৎকর এবং সকল প্রাণীকে আত্মসম বিবেচনা করেন তিনিই প্রকৃত পণ্ডিত।
🌿🌿🌾🌾🌽🌽🍃🍃
★★★★★★★★★★★★★★★
(৪)
🌷🌸🌹🌺🌻🌼
****************
অর্থনাশং মনস্তাপং গৃহে দুশ্চরিতানি চ।
বঞ্চনঞ্চাপমানঞ্চ মতিমান ন প্ৰকাশয়েত্॥
প্রাজ্ঞ ব্যক্তি অর্থক্ষয়, মনোকষ্ট, গৃহের অনাচার, বঞ্চনা এবং অপমানের কথা কখনও অন্যের কাছে প্রকাশ করবে না।
🌿🌿🌾🌾🌽🌽🍃🍃
★★★★★★★★★★★★★★★
(১)
🌷👧👩🤰👸👰💃🌼
****************
ন কশ্চিৎ কস্যচিন্মিত্রং ন কশ্চিৎ কস্যচিদ্রিপুঃ।
কারণেন হি জানাতি মিত্রানি চ রিপুংস্তথা।
এমনি এমনি কেউ কারো বন্ধু বা শত্রু হয় না। কারণবশতই মানুষ মানুষের শত্রু বা মিত্র হয়ে থাকে।
🌿🌿🌾🌾🌽🌽🍃🍃
★★★★★★★★★★★★★★★
(২)
🌷👧👩👸👰💃🌼
****************
বিদ্বত্ত্বঞ্চ নৃপতৃঞ্চ নৈব তুল্যং কদাচন।
স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান্ সৰ্বত্ৰ পূজ্যতে৷৷
পাণ্ডিত্য ও রাজত্ব কখনোই সমান হতে পারে না। কারণ রাজা কেবলমাত্র নিজের রাজ্যেই সম্মান পান কিন্তু কি স্বদেশে কি বিদেশে বিদ্বানের সম্মান সর্বত্র।
🌿🌿🌾🌾🌽🌽🍃🍃
★★★★★★★★★★★★★★★
(৩)
🌷👧👩🤰👸👰💃🌼
****************
পণ্ডিতে চ গুণাঃ সর্বে মূর্খে দোষা হি কেবলম্।
তস্মান্মুখসহস্রেভ্যঃ প্রাজ্ঞ একো বিশিষ্যতে৷৷
বিদ্বান সকল গুণের আধার আর মূর্খজনের শুধুই দোষ। তাই সহস্র মূর্খের চেয়ে একজন বিদ্বানই শ্রেষ্ঠ।
🌿🌿🌾🌾🌽🌽🍃🍃
★★★★★★★★★★★★★★★
(৪)
👧👩🤰👸👰💃
****************
****************
রূপযৌবনসম্পন্না বিশালকুলসম্ভবাঃ।
বিদ্যাহীনা ন শোভন্তে নির্গন্ধা ইব কিংশুকাঃ॥
যে পুরুষ উচ্চ বংশে জাত ও রূপবান হয়েও বিদ্যাহীন সে গন্ধহীন কিংশুক ফুলের মতোই শোভা পায় না।
🌿🌿🌾🌾🌽🌽🍃🍃
★★★★★★★★★★★★★★★
(৫)
🌷🌸🌹🌺🌻🌼
👧👩🤰👸👰💃
****************
আদর্শ নারীচরিত্রগুলি ছাত্রীদের সামনে সর্বদা ধরে উচ্চ ত্যাগরূপ ব্রতে তাদের অনুরাগ জন্মে দিতে হবে। সীতা, সাবিত্রী, দময়ন্তী, লীলাবতী, খনা, মীরা—এঁদের জীবনচরিত্র মেয়েদের বুঝিয়ে দিয়ে তাদের নিজেদের জীবন ঐরূপে গঠিত করতে হবে।
🌿🌿🌾🌾🌽🌽🍃🍃
★★★★★★★★★★★★★★★
(৬)
👧👧👩🤰👸👰💃
****************
তোমরা মেয়েদের নিন্দাই কর; কিন্তু তাহাদের উন্নতির জন্য কি করিয়াছ বল দেখি? স্মৃতি-কৃতি লিখিয়া, নিয়ম-নীতিতে বদ্ধ করিয়া এদেশের পুরুষেরা মেয়েদের একেবারে পুত্র উৎপাদনের যন্ত্র-মাত্র করিয়া তুলিয়াছে। মহামায়ার সাক্ষাৎ প্রতিমা এই সকল মেয়েদের না তুলিলে বুঝি তোমাদের আর কোন উপায়াত্তর আছে? কোন্ শাস্ত্রে এমন কথা আছে যে, মেয়েরা জ্ঞান-ভক্তির অধিকারিণী হইবে না?
🌿🌿🌾🌾🌽🌽🍃🍃
★★★★★★★★★★★★★★★
TAG LINE: মহান বাণী, মনীষীদের বাণী সুপ্রভাত , শিক্ষামূলক বাণী , মনীষীদের বাণী নারী সম্পর্কে , ইসলামী , মনীষীদের বাণী , ভারতীয় মনীষীদের বাণী , মনীষীদের বাণী pdf , বিখ্যাত বাঙালি মনীষীদের বাণী
মনীষীদের বাণী নারী সম্পর্কে, মনীষীদের বাণী শিক্ষা সম্পর্কে , বিখ্যাত মনীষীদের বাণী; মনীষীদের বাণী কথা, মনীষীদের বাণী বাংলা , মনীষীদের বাণী english , মনীষীদের বাণী pdf ,মনীষীদের বাণী ইংরেজি,মনীষীদের বাণী ছবি
No comments