Geography Mock Test || ভূগোল মক টেস্ট ।। ভারতের সম্পদ
আরো দেখো -
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
Madhyamik Life Science || মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ||
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম ?
a) মহারষ্ট্র
b) উত্তর প্রদেশ
c) পশ্চিমবঙ্গ
d) কর্ণাটক
কফি উৎপাদনে কোন রাজ্য প্রথম ?
a) মহারষ্ট্র
b) উত্তর প্রদেশ
c) পশ্চিমবঙ্গ
d) কর্ণাটক
মিলেট উৎপাদনে কোন রাজ্য প্রথম ?
a) মহারষ্ট্র
b) উত্তর প্রদেশ
c) পশ্চিমবঙ্গ
d) কর্ণাটক
ভারতের কোথায় ধান গবেষনা কেন্দ্র আছে
a) দিল্লীর পুসায়
b) ওড়িষ্যার কটক
c) কর্নাটকের চিকমাগালুর
d) রাজস্থানের যোধপুর
ভারতের কোথায় কফি গবেষনা কেন্দ্র আছে ?
a) দিল্লীর পুসায়
b) ওড়িষ্যার কটক
c) কর্নাটকের চিকমাগালুর
d) রাজস্থানের যোধপুর
ভারতের কোথায় মৃত্তিকা গবেষনা কেন্দ্র আছে ?
a) দিল্লীর পুসায়
b) ওড়িষ্যার কটক
c) কর্নাটকের চিকমাগালুর
d) রাজস্থানের যোধপুর
ভারতের কোথায় গম গবেষনা কেন্দ্র আছে ?
a) দিল্লীর পুসায়
b) ওড়িষ্যার কটক
c) কর্নাটকের চিকমাগালুর
d) রাজস্থানের যোধপুর
কাকে ভারতের ম্যানচেস্টার বলে ?
a) আমেদাবাদ কে
b) কানপুর কে
c) কোয়াম্বাটুর
d) দিল্লী
কাকে দক্ষিন ভারতের ম্যানচেস্টার বলে ?
a) আমেদাবাদ কে
b) কানপুর কে
c) কোয়াম্বাটুর
d) দিল্লী
কাকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলে ?
a) আমেদাবাদ কে
b) কানপুর কে
c) কোয়াম্বাটুর
d) দিল্লী
ভারতের কোন শহরকে সিলিকন ভ্যালি বলে ?
a) ব্যাঙ্গালুরু
b) কলিকাতা
c) মুম্বাই
d) নাগপুর
ভারতের কোন শহরকে "সিটি অফ জয়" বলে ?
a) ব্যাঙ্গালুরু
b) কলিকাতা
c) মুম্বাই
d) নাগপুর
ভারতের কোন শহরকে "কমলালেবুর শহর " বলে ?
a) ব্যাঙ্গালুরু
b) কলিকাতা
c) মুম্বাই
d) নাগপুর
কোন শহরকে "ভারতের প্রবেশ দ্বার " বলে ?
a) ব্যাঙ্গালুরু
b) কলিকাতা
c) মুম্বাই
d) নাগপুর
ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কোনটি ?
a) কুলটি
b) ভিলাই
c) জামসেদপুর
d) দুর্গাপুর
কাকে ভারতের রাঢ় বলে ?
a) কুলটি
b) ভিলাই
c) জামসেদপুর
d) দুর্গাপুর
কোন মৃত্তিকায় কার্পাস তুলা ভালো হয় ?
a) ল্যাটারাইট মৃত্তিকা
b) দোয়াশ মৃত্তিকা
c) রেগুর মৃত্তিকা
d) বেলে মৃত্তিকা
নীচের কোন মৃত্তিকার রঙ লাল ?
a) ল্যাটারাইট মৃত্তিকা
b) দোয়াশ মৃত্তিকা
c) রেগুর মৃত্তিকা
d) বেলে মৃত্তিকা
নীচের কোন তিনটি ফসলকে একত্রে মিলেট বলে ?
a) চা , কফি , চিনি
b) ধান , গম ,যব
c) তিল , সড়িষা , বাদাম
d) জোয়ার , বজরা , রাগি
নীচের কোন জায়গাটিতে পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে উঠেছে ?
a) আমেদাবাদ
b) কানপুর
c) হলদিয়া
d) জয়পুর
কোন শহরকে ভারতের "গোলাপি শহর " বলে ?
a) আমেদাবাদ
b) কানপুর
c) হলদিয়া
d) জয়পুর
1.
ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত রয়েছে তা হল-
কর্কটক্রান্তিরেখা
2.
প্রদত্ত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়?-অন্ধ্রপ্রদেশ
3.
ভারতের রাজ্য পুর্নগঠনের মূল ভিত্তি ছিল-ভাষা
4.
আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান-সপ্তম
5.
আয়তনের ভিত্তিতে ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম-রাজস্থান
6.
স্বাধীন ভারতে প্রথম গঠিত ভাষাভিত্তিক রাজ্যটি হল- অন্ধ্রপ্রদেশ
7.
ভারত ও পাকিস্থানের সীমার নির্দেশ করে-র্যাডক্লিফ লাইন
8.
ভারত ও চিনের মধ্যে অবস্থিত সীমারেখার নাম-ম্যাকমোহন লাইন
9.
ভারতের উত্তরতম স্থান হল-ইন্দিরা কল
10.
ভারতের নবীনতম রাজ্যটি হল-তেলেঙ্গানা অথবা, তেলেঙ্গানা ভারতের নবীনতম রাজ্য ( শুদ্ধ/অসুদ্ধ)
11.
বর্তমান ভারতের মোট অঙ্গরাজ্যের সংখ্যা-28টি
12.
অন্ধ্রপ্রদেশের পূর্বদিকে অবস্থিত-বঙ্গোপসাগর
13.
ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য হল-গোয়া
14.
ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল-লাক্ষাদ্বীপ
15.
মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে-কোঙ্কন উপকূল বলে
16.
আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ-গুরুশিখর
17.
শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখন্ড
সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে, তাকে বলে-ভাবর
18.
ভারতে অবস্থিত হিমাদ্রি
হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হল-কাঞ্চনজঙ্ঘা
19.
মালাবার উপকূলে বালিয়াড়িকে বলে-থেরিস
20.
দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গটি হল-আনাইমুদি
21.
ভারতের বৃহত্তম ‘কয়াল’-এর উদাহরণ হল-ভেমবানাদ
22.
গঙ্গা নদীর উৎস হল-গঙ্গোত্রী হিমাবাহ
23.
ভারতের একটি অন্তর্বাহিনী নদী-লুনি
24.
ভারতের যে নদী মোহনায় কোনো বদ্বীপ নেই সেটি হল-নর্মদা
25.
গোমতী নদীর তীরে অবস্থিত শহরটি হল-লখনউ
26.
ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হল-প্যাংগং হ্রদ
27.
গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম-কোলেরু
28.
ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরকল্পনা হল-ভাকরা-নাঙ্গাল
29.
শিবসমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত-কাবেরী নদীতে
30. পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেচখাল-মেদিনীপুর খাল
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
আরো দেখো -
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
Madhyamik Life Science || মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ||
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
31.
ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে , সেটি হল-কূপ
ও নলকূপ
32.
ভারতের সর্বপ্রথম কার্যকারী নদী পরিকল্পনা-দামোদর
33.
দামোদর বহুমূখী নদী পরিকল্পনা যে নদী পরিকল্পনা অনুকরণে করা
হয় তা হল-টেনেসি
34.
জলাশয়ের মাধ্যমে জলসেচ বহু প্রচলিত-দক্ষিণ ভারতে
35.
হিরাকুন্দ নদী পরিকল্পনা যে নদীর ওপর অবস্থিত তা হল- মহানদী
36.
উত্তর ভারতের নদনদী নিত্যবহ হওয়ার কারণ হল-নদীগুলি বরফগলা
জলে ও বৃষ্টির জলে পুষ্ট
37.
উত্তর-পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায়, তা হল-আঁধি
38.
ভারতে ‘পশ্চিমি ঝঞ্ঝা’-এর প্রাদুর্ভাব দেখা যায়-শীতকালে
39.
আম্রবৃষ্টি দেখা যায়-দক্ষিণ ভারতে
40.
ভারতে শীতকালে প্রবাহিত প্রধান বায়ুটি হল-শীতল ও শুষ্ক উত্তর-পূর্ব
41.
ভারতে অধিকাংশ বৃষ্টিপাত হয় যে পদ্ধতিতে তা হল-শৈলোৎক্ষেপ
42.
ভারতের কৃষ্ণমৃত্তিকা সৃষ্টি হয়েছে-ব্যাসল্ট শিলা থেকে
43.
ভারতে সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে আছে-লোহিত মৃত্তিকা
44.
ভারতের মৃত্তিকা গবেষণাগারটি অবস্থিত-ভোপালে
45.
ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল-ফালিচাষ
46.
ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় নিম্নলিখিত কোন অঞ্চলে-পশ্চিমঘাট
পর্বতের পশ্চিম ঢাল
47.
নদীতীরের নবীন পলিমাটিকে বলে-খাদার
48.
জলধারণ ক্ষমতা বেশি-রেগুর
49.
চন্দন গাছ জন্মায়-পর্ণমোচী অরণ্যে
50.
একটি পর্ণমোচী বৃক্ষের উদাহরণ হল-মেহগিনি
51.
ভারতের ক্রেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্রটি অবস্থিত-দেরাদুনে
52.
ভারতের প্রধান ধান গবেষণা কেন্দ্রটি অবস্থিত-কটকে
53.
ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল-মহারাষ্ট্র
54.
হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল-পাঞ্জাব
55.
হেক্টর প্রতি চা উৎপাদন সর্বাধিক হয় যে রাজ্যে তা হল- কর্ণাটক
56.
কফি উৎপাদনে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল- কর্ণাটক
57.
একটি জায়িদ ফসলের উদাহরণ-আউশ ধান
58.
সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয়-ইক্ষু চাষে
59.
ভারতে চা-এর গবেষণাগার আছে-অসমের জোড়হাটে
60.
গম হল একটি-রবি শস্য
61.
ভারতের সর্বাধিক প্রচলিত কৃষিপদ্ধতি হল-নিবিড় কৃষি
62.
ভারতের বৃহত্তম সরকারি লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র- ভিলাই
63.
ভারতের একটি বিকেন্দ্রীভূত শিল্পের উদাহরণ হল-পাট শিল্প
64.
পশ্চিমবঙ্গে প্রট্রোকেমক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত-হলদিয়ায়
65.
ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কারখানা গড়ে উঠেছে- সালেমে
66.
ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্রটি অবস্থিত- গুরগাঁও-
এ
67.
লৌহ- ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হল- আকরিক লৌহ
68.
ভারতের প্রথম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র হল-ট্রম্বে
69.
পেট্রো-রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল -ন্যাপথা
70.
ভারতের স্বাধীনতার পূর্বে-জামশেদপুর লৌহ -ইস্পাত শিল্প স্থাপিত
হয়েছিল
71.
‘উদীয়মান শিল্প’ বলা হয় কোন শিল্পকে?- পেট্রোরসায়ন শিল্পকে
72.
শিকড় আলগা শিল্প হল- কার্পাস
73.
‘দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার’ বলা হয়-কোয়েম্বাটোরকে
74.
কোন শহরকে ‘ভারতের ডেট্রয়েট’ বলা হয়-চেন্নাইকে
75.
ভারতের আদমশুমারি করা হয় প্রতি-10 বছর অন্তর
76. ভারতের জনঘনত্ব
-382 জন প্রতি বর্গকিমি
77. 2011 সালের আদমশুমারি
অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হল-বিহার
78. ভারতের সর্বাপেক্ষা
কম জনঘনত্বযুক্ত রাজ্য-অরুণাচল প্রদেশ
79. মহানগরের ন্যূনতম
লোকসংখ্যা হল-10 লক্ষের বেশি
80. কোনো পৌর এলাকার
ন্যূনতম জনসংখ্যা হল-5000 জন
81. ভারতের বৃহত্তম মহানগরটি
হল-মুম্বাই
82. ভারতের সবচেয়ে জনবহুল
শহর হল-মুম্বাই
83. পশ্চিমবঙ্গের -শিলিগুড়ি
শহরকে ‘উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার’ বলা হয়
84. সর্বাধিক সাক্ষরতাযুক্ত
রাজ্য হল-কেরালা
85. বর্তমানে ভারতে মেগাসিটির
সংখ্যা-3টি
86. ভারতের ‘স্মার্ট
সিটি’ হিসেবে মনোনীত হয়েছে-দিল্লি
87. পশ্চিম উপকূলে স্বাভাবিক
পোতাশ্রয়যুক্ত বন্দরের সংখ্যা বেশি হওয়ার কারণ হল-ভগ্ন উপকূল এর আধিক্য
88.
পার্বত্য অঞ্চলের রেলপথ যোগযোগ কম হওয়ার কারণ হল-উচ্চ ঢালবিশিষ্ট
ভূপ্রকৃতি
89.
‘সোনালি চতুর্ভূজ’ দ্বারা যুক্ত-মুম্বাই-দিল্লি-চেন্নাই-কলকাতা
90.
ভারতের ব্যস্ততম সড়কপথটি হল-NH-2
91.
‘উন্নয়নের জীবনরেখা’ নামে পরিচিত-জলপথ
92.
উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারীকে যুক্ত করার জন্য
দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম হয়েছে-উত্তর-দক্ষিণ করিডর
93.
স্বল্প দূরত্বের পরিবহণের উপযোগী পথটি হল-সড়কপথ
No comments