Header Ads

Header ADS

Madhyamik Suggestion 2021 || মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২১ ।| সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর ( মান-২ ) || Part - 1

 Madhyamik Suggestion 2021 ||  মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২১ ।|  সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর ( মান-২ ) ||   

Part - 1 



 প্রাকৃতিক ভূগোল 

ভারতের প্রাকৃতিক পরিবেশ

 

Ø  দুন কাকে বলে ?

উত্তরঃ-  উত্তরাখন্ডে শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝে যে উপত্যকা রয়েছে তাকে দুন বলে । যেমন – দেরাদুন ।

Ø  তাল কাকে বলে ?

উত্তরঃ- কুমায়ুন হিমালয়ের হিমবাহের ক্ষয়কার্যের মাধ্যমে সৃষ্ট হ্রদ গুলিকে স্থানীয় ভাষায় তাল  বলে । যেমন ভীমতাল , নৈনি তাল  প্রভৃতি ।

Ø  ভাঙ্গার কাকে বলে ?   

উত্তরঃ- উচ্চগঙ্গা অববাহিকার নবীন পলিগঠিত  সমভুমি অঞ্চলকে ভাঙ্গার বলে । এই অঞ্চল উর্বর ও এখানে বন্যার প্রকোপ কম থাকায় এই অঞ্চল কৃষির উপযোগী * পাঞ্জাবে এই অঞ্চল ধায়া নামে পরিচিত ।

Ø  ভাবর কাকে বলে ?

উত্তরঃ- শিবালিক পর্বতের পাদপদেশে যে নুড়ি , পাথর দ্বারা অনুর্বর ভুমি দেখা যায় তাকে ভাবর বলে ।

Ø  তরাই কাকে বলে ?

উত্তরঃ- হিমালয়ের পাদদেশ থেকে প্রায় ১৫ থেকে ৩০ কিমি প্রশস্থ যে স্যাঁতস্যাঁতে ভুমিভাগ আছে তাকে তরাই বলে ।

Ø  ভুর কাকে বলে ?

উত্তরঃ- উত্তরের সমভুমি অঞ্চলের পশ্চিমে মাঝে মাঝে যে ছোট ছোট বালিয়াড়ি দেখা যায় তা ভুর নামে পরিচিত

Ø  ময়দান ও মালনাদ কি ?

উত্তরঃ- কর্নাটকের পশ্চিমে উঁচু নিচু ঢেউ খেলানো ভুমিরুপকে মালনাদ  বলে ।     কর্নাটকের পুর্বদিকের প্রায় সমতল ভুমিভাগকে  ময়দান বলে ।   

Ø  মেঘালয় মালভুমি বলতে কি বোঝো ?

উত্তরঃ- মেঘালয় প্রদেশে অবস্থিত গারো , খাসী ও জয়ন্তিয়া পাহাড়ি অঞ্চল নিয়ে এই মালভুমিটি গঠিত হয়েছে । এটি আসলে দক্ষিন্যাত্য মালভুমির বিচ্ছিন্ন অংশ ।

Ø  ছোটনাগপুর মালভুমি কী ?  

সমগ্র ঝারখন্ড ,পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের কিছু অংশ , ও রাজমহল পাহাড় নিয়ে গঠিত মালভুমিকে ছোটনাগপুর মালভুমি বলা হয় ।

Ø  ডেক্যানট্র্যাপ কাকে বলে ?

উত্তরঃ- দক্ষিন্যাত্যের মালভুমির উত্তর পশ্চিম অংশটি বায়ু , বৃষ্টি  প্রভৃতির ক্ষয় কার্যের ফলে সিঁড়ির মতো ধাপের সৃষ্টি করেছে । তাই এই অঞ্চলটিকে ডেকানট্র্যাপ বলে ।

Ø  গিরিপথ কাকে বলে ?

উত্তরঃ- দুটি পর্বতের মাঝে যে সংকীর্ন প্রাকৃতিক পথ থাকে তাকে গিরি পথ বলে । যেমন – নাথুলা , রোটাং

Ø  কয়াল কাকে বলে ?

উত্তরঃ- দক্ষিন পশ্চিম ভারতে অবস্থিত তিনদিক স্থলবেষ্টিত সমুদ্রের লবনাক্ত উপহ্রদকে কয়াল বলে । যেমন – ভোম্বনাদ কয়াল ।

Ø  লেগুন কাকে বলে ?

উত্তরঃ- দক্ষিন ভারতের সমুদ্র উপকুল সংলগ্ন লবনাক্ত হ্রদ বা জলাশয় গুলিকে  লেগুন বলে । যেমন - চিল্কা ।

Ø  অন্তর্বাহিনী নদী কাকে বলে ?

উত্তরঃ- যে সব নদীর গতিপথ কোন দেশ বা মহাদেশের মধ্যেই সীমাবদ্ধ – অর্থাৎ যে সব নদী কোন দেশের উচ্চভুমি বা জলাশয় থেকে উৎপত্তি লাভকরে সেই দেশের ই কোনো জলাশয়ে পতিত হয় বা স্থলভাগেই বিলীন হয়ে যায় তাকে অন্তর্বাহিনী নদী বলে । যেমন – ভারতের লুনী নদী ।

Ø  ভারতের সর্বোচ্চ জলপ্রপাতটির নাম কী ? এটি কোন নদীর গতিপথে অবস্থিত ?

উত্তরঃ- ভারতের সর্বোচ্চ জলপ্রপাতটি হল “যোগ বা গেরসোপ্পা জলপ্রপাত” । এটি সরাবতী নদীর গতিপথে অবস্থিত ।

 

Ø  আম্রবৃষ্টি কাকে বলে?

উত্তরঃ- গ্রীষ্মকালে দক্ষিণ ভারতের তামিলনাড়ু, আন্ধ্রাপ্রদেশ ও কর্ণাটক রাজ্যে ঘূর্ণিবায়ুর প্রভাবে বজ্রবিদ্যুৎসহ যে বৃষ্টিপাত হয় তাকে ‘আম্রবৃষ্টি’ বলে। এই বৃষ্টিপাতের প্রভাবে এই অঞ্চলে আমের ফলন ভালো হয়। এ ছাড়া এই বৃষ্টিপাতের ফলে কর্ণাটক রাজ্যে কফি চাষের সুবিধা হওয়ায় একে চেরি ব্লসম বলে।

Ø  লু কী?  

উত্তরঃ- গরমকালে উত্তর ভারতের রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি অংশে দিনের বেলায় অত্যাধিক শুল্ক ও উষ্ণবায়ু শোঁ শোঁ করে প্রচন্ড বেগে প্রবাহিত হয়, তাকে লু বলে।

Ø  আঁধি কাকে বলে?

উত্তরঃ- রাজস্থান মরুভূমি অঞ্চলে গীষ্মকালে যে ধূলিঝড় হয়, স্থানীয় ভাষায় তাকে আঁধি বলে। এই ঝড়ে বৃষ্টি হয় না বলে প্রচুর ধুলো বালি ওড়ে। তাবে এই ঝড়ে উষ্ণতা কিছুটা কমে।

Ø  মৌসুমি বিস্ফোরণ কী?

উত্তরঃ- গ্রীষ্মকালের শেষের দিকে উত্তর-পশ্চিম ভারতে গভীর নিম্নচাপের সৃষ্টি হলে আরব সাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আকস্মিকভাবে পশ্চিম ভারতে প্রবেশ করে। জলীয় বাষ্পপূর্ণ এই বায়ুপ্রবাহ পশ্চিমঘাট পর্বতে বাধা পেয়ে দক্ষিণ-পশ্চিম ভারতের মালাবার উপকূলে হঠাৎ প্রবল বৃষ্টিপাতের মধ্যে দিয়ে ভারতে বর্ষাকালের সূচনা করে, তাই একে মৌসুমি বিস্ফোরণ বলে।

Ø  বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে?

উত্তরঃ- ভারতের অধিকাংশ বৃষ্টিপাত পাহাড়ে বাধা পেয়ে হয়। জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন পাহাড়ে বাধা পায়, তা কিছুটা উপরে উঠে শীতল হয়ে বৃষ্টিপাত ঘটায়। কিন্তু এই বায়ু যখন পাহাড়ের উল্টোদিকের ঢালে পৌঁছায় তখন সেখানে বৃষ্টিপাত কম হয়। বিপরীত পাশের পাহাড়ের এই ঢাল বা অনুবাত ঢাল অঞ্চলকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলেযেমন- ভারতের পশ্চিমঘাট পর্বতের পূর্বঘাট এবং মেঘালয়ের গার, খাসি, জয়ন্তির পাহাড়ের উত্তর ঢাল হল বৃষ্টিচ্ছায় অঞ্চল।

Ø  পশ্চিমি ঝঞ্ঝা বলতে কী বোঝ?

উত্তরঃ- শীতকালে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বহন করে নিয়ে আসা দুর্বল নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের প্রভাবে উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের শীতকালীন রোদ ঝলমলে আবহাওয়া বিঘ্নিত হয় এবং মাঝে মাঝে এই অঞ্চলে হালকা বৃষ্টিপাত ও পার্বত্য অঞ্চলে তুষারপাত হয়। ২৫ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে পশ্চিম থেকে পূর্ব দিকে ধেয়ে আসা এই ঘূর্ণবাতকেই পশ্চিমি ঝঞ্ঝা বলা হয়।

Ø  এল নিনো কী?

উত্তরঃ- স্পেনীয় শব্দ ‘এল নিনো’এর অর্থ দুষ্টু ছেলে। সাধারণত খ্রিস্টমাসের সময় এই উষ্ণ স্রোত আবির্ভাব হত বলে স্পেনীয় আদিবাসীগণ একে ‘শিশু খ্রিস্ট’ নামে অবিহিত করে। এল নিনো হল দক্ষিণ প্রশান্ত মহাসাগরে চিলির উপকূলে মাঝে মাঝে দেখা দেওয়া অস্থির ও অনির্দিষ্ট প্রকৃতির দক্ষিণ্মুখী উষ্ণ স্রোত। প্রত্যেক চার থেকে সাত বছর অন্তর এল নিনোর আগমন ঘটে।

Ø  লা নিনো কী ?  

উত্তরঃ- ‘লা নিনো’ শব্দটি ‘এল নিনো’ এর স্ত্রী প্রতিরূপকে বোঝায়।

প্রশান্ত মহাসাগরের মধ্য এবং পূর্ব ক্রান্তীয় অঞ্চলে লা নিনো দেখা যায়। এটি একটি শক্তিশালী বাণিজ্য বায়ু এবং এর উষ্ণতা কম। প্রত্যেক ৩ থেকে ৭ বছর অন্তর লা নিনোর আবির্ভাব ঘটে।   


**** যদি কোন ভুল থেকে থাকে তবে তা   Typing mistake এর জন্য ।   আমাদের  comment   করে জানান  আমরা তা সংশোধন করে দেবার চেষ্টা করবো ****


বর্তমান মাধ্যমিক শিক্ষা  ব্যবস্থায় ভূগোল  একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক  বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET  প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় । 

তাই এই সবের কথা মাথায় রেখে আমরা  বাংলার শিক্ষা  e-Portal  এর সাহায্যে   সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে  Online Exam   Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো । 

এখানে মাধ্যমিকের মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ  , উচ্চ-মাধ্যমিক এর   ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর  ) বাংলা  , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত ,  ইতিহাস ,  , স্নাতক ( জেনারেল )  কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education ,  প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online  পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে । 

মাধ্যমিক ভূগোল , ভূগোল সাজেশন 2021 , Madhymik Suggestion 2021 ,

 

No comments

Featured Post

Semester 2 History Suggestions - Questions Set-1 -স্নাতক ইতিহাস || History General Semester 2 - || History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System

   History  Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System  History   Suggestions( BA General )  with Answer  Semester...

Powered by Blogger.