Header Ads

Header ADS

History Mock Test ||Online Mock Test || সংঘবদ্ধতার গোরার কথা : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ ||মাধ্যমিকপরীক্ষা || WBBSE Online Exam Practice set

 

History  Mock Test ||Online Mock Test || সংঘবদ্ধতার গোরার কথা : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ ||মাধ্যমিকপরীক্ষা || WBBSE Online Exam Practice set

ইতিহাস

সংঘবদ্ধতার গোরার কথা : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

মাধ্যমিক পরীক্ষা ২০২১ // মাধ্যমিক সাজেশন ২০২১ 

বন্দেমাতরমসংগীতটি নেওয়া হয়েছে

() “গোরাথেকে

() বর্তমান ভারত থেকে

() ‘আনন্দমঠথেকে

() ‘জীবনস্মৃতি থেকে

রবীন্দ্রনাথেরগোরা' উপন্যাসটি প্রকাশিত হয়

) ১৯০৫ খ্রিস্টাব্দে

() ১৯০৬ খ্রিস্টাব্দে

() ১৯১০ খ্রিস্টাব্দে

() ১৯১১ খ্রিস্টাব্দে

ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান

 () ভারত সভা

() জমিদার সভা

() জাতীয় কংগ্রেস

() বঙ্গভাষা প্রকাশিকা সভা

আনন্দমঠ উপন্যাসে লেখক কোন সময়ের কথা তুলে ধরেছেন?

a)   মহাবিদ্রোহ

b)   সাঁওতাল বিদ্রহ

c)   কোল বিদ্রোহ

d)   সন্ন্যাসী ফকির বিদ্রোহের সময়কাল

কোন্ গ্রন্থটিস্বদেশপ্রেমের গীতানামে পরিচিত?

a)   আনন্দমঠ

b)   বর্তমান ভারত

c)   গোরা

d)   সত্তর বৎসর

এনফিল্ড রাইফেলের টোটা কীভাবে ব্যবহার করতে হত?

a)   হাতে ছিঁড়ে

b)   প্যাকেট খুলে

c)   দাঁতে কেটে

সরাসরি

কেবন্দেমাতরমসংগীতটির সুর দেন?

a)   রবীন্দ্রনাথ ঠাকুর

b)   যদু ভট্ট

c)   তারকনাথ পালিত

d)   বজেন্দ্র শীল

ভারতের প্রথম ভাইসরয় কে?

a)   লর্ড ক্যানিং

b)   লর্ড রিপনের

c)   লর্ড কার্জন

d)   লর্ড বেন্টিঙ্ক

কোন বিদ্রোহে এনফিল্ড রাইফেলে টোটার প্রচলন বিদ্রোহের প্রধান কারণ হিসেবে উঠে আসে?

() সাঁওতাল বিদ্রোহে

() কোল বিদ্রোহে

() সিপাহী বিদ্রোহে

() মুন্ডা বিদ্রোহে

মহাবিদ্রোহকে ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধবলেছেন

() সুভাষচন্দ্র বসু

() সাভারকার

() রমেশচন্দ্র

() সুরেন্দ্রনাথ

বর্তমান ভারতগ্রন্থটির লেখক হলেন

() স্বামী বিবেকানন্দ

() রবীন্দ্রনাথ ঠাকুর

() অরবিন্দ ঘোষ

() বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

ভারতমাতাছবিটির স্রষ্টা

() অবনীন্দ্রনাথ ঠাকুর

() রবীন্দ্রনাথ ঠাকুর

() গগনেন্দ্রনাথ ঠাকুর

() নন্দলাল বসু

হিন্দুমেলার উদ্দেশ্য ছিল

) ব্রিটিশবিরোধী আন্দোলন সংগঠিত করা

() হিন্দুধর্মের সংস্কার সাধন

() দেশজ শিল্পের প্রসার

() জাতীয়তাবাদী ভাবধারার প্রসার

বিবৃতি : শিক্ষিত বাঙালি সমাজ মহাবিদ্রোহকে স্বাগত জানায়নি

ব্যাখ্যা : তারা বিদ্রোহীদের স্বার্থের সঙ্গে নিজেদের স্বার্থের কোনো যোগ খুঁজে পায়নি।

ব্যাখ্যা : তারা বিদ্রোহের মধ্যে প্রাক্-ব্রিটিশ যুগের নৈরাজ্যময় অবস্থার পুনরাবির্ভাবের সম্ভাবনা দেখেছিল।

ব্যাখ্যা : তারা ইংরেজদের প্রতি অনুগত থাকতে চেয়েছিল।

বিবৃতি : উনিশ শতককে সভাসমিতির যুগ বলা হয়।

ব্যাখ্যা : উনিশ শতকে ভারতে বিভিন্ন রাজনৈতিক সভাসমিতি গড়ে ওঠে।

ব্যাখ্যা : . অনিল বসু উনিশ শতককেসভাসমিতির যুগ বলে অভিহিত করেছেন।

ব্যাখ্যা : উনিশ শতকের সভাসমিতির মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য ছিল জাতীয় কংগ্রেস।

বিবৃতি : গগনেন্দ্রনাথ ঠাকুর চিত্রশিল্পের এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছিলেন।

ব্যাখ্যা : তিনি সমকালীন সমাজ সময়ের ছবি আঁকেন।

ব্যাখ্যা : তিনি বাস্তবধর্মী ছবি আঁকার প্রতি মনোনিবেশ করেন।

ব্যাখ্যা : তিনি সমকালীন নানান অসংহতিকে ব্যঙ্গচিত্রের মাধ্যমে তুলে ধরেন।

বিবৃতি : ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহে দেশীয় সিপাহীরা বিদ্রোহ করে।

ব্যাখ্যা ১।ইংরেজরা দেশীয় সিপাহীদের ওপর অকথ্য অত্যাচার

ব্যাখ্যা ২। দেশীয় সিপাহীদের সঙ্গে ইংরেজরা বৈষম্যমূলক আচরণ।

ব্যাখ্যা ; দেশীয় সিপাহীরা বিনা বেতনে কাজ করতে বাধ্য হত।

 

 

**//// *** Model Practice Set ( full Marks -30 ) ***//// ***

ইতিহাস

তৃতীয়  অধ্যায়

পূর্ণমান – ৩০                           সময় – 1 ঘন্টা  

 

(ক) নীচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাওঃ(১০টি)

1) কোন উপন্যাসে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের উল্লেখ পাওয়া যায় ?

2) নীলদর্পন নাটকটির রচয়িতা কে ?

3) কত খ্রীঃ অরন্য আইন পাশ হয় ?

4)  কে নিজেকে ধরতীআবা বলে পরিচয় দেন ?

5)  ওয়াহাবি কথার অর্থ কী ?

6) দামিন-ই-কোহ কথার অর্থ কী ?

7) কত সালে সাঁওতাল বিদ্রোহ হয়েছিলো ?

8)  চুয়াড় বিদ্রোহের একজন নেতার নাম লেখো ।

9) কে মেদনীপুরের লক্ষিবাই নামে পরিচিত ?

10) দিকু কাদের বলা হত ?   

11) কে বাংলার নানাসাহেব নামে পরিচিত ?

 

(খ) নীচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাওঃ(৫টি)

 

১)  চুয়াড় বিদ্রোহের দুটি কারন লেখো ।

২) মুন্ডা বিদ্রোহের দুটি বৈশিষ্ট লেখো ।

৩) খুৎকাঠি প্রথা কী ?

৪) বেচারাম ও কেনারাম বলতে কী বোঝ ।

৫) সিধু ও কানু কে ছিলেন ? আধিবাসী বিদ্রোহে তাদের ভুমিকা লেখো ।

৬) নীল চাষীরা কেন নীলচাষ করতে আগ্রহী ছিলেন না

 

(গ) টীকা লেখো ( ২ টি -মান-২.৫  )

ক ) ওয়াহাবি আন্দোলোন

খ) তিতুমীর

গ) বিরসা মুন্ডা

ঘ) কোল বিদ্রোহ / ভিল বিদ্রোহ

ঙ) ফরাজি আন্দোলোন

ঘ) নীচের প্রশ্ন গুলির উত্তর দাওঃ ( ২ টি -মান ৫ )

 

১)  সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারনগুলি আলোচোনা করো ।

২) সাঁওতাল /চুয়াড় বিদ্রোহের বৈশিষ্ট আলোচনা করো ।

৩) নীল বিদ্রোহের কারন গুলি সংক্ষেপে লেখো ।

৪) অরন্য আইনে কী কী বলা হয়েছিলো ।

 

 


No comments

Featured Post

Semester 2 History Suggestions - Questions Set-1 -স্নাতক ইতিহাস || History General Semester 2 - || History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System

   History  Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System  History   Suggestions( BA General )  with Answer  Semester...

Powered by Blogger.