Header Ads

Header ADS

Online Mock test || Physical Science || madhyamik || Radio Activity || ভৌত বিজ্ঞান

Online Mock test || Physical Science || madhyamik || Radio Activity ||   ভৌত বিজ্ঞান

Online Mock test || Physical Science || madhyamik || Radio Activity || ভৌত বিজ্ঞান পরমানুর নিউক্লিয়াস । 


v  নিচের কোনটি তেজস্ক্রিয়

 

a)   ফসফরাস

b)   ইউরেনিয়াম

c)   নাইট্রোজেন

v  তেজস্ক্রিয়তার এস আই একক কী ?

 

a)   বেকারেল

b)   রাদার্ফোড

c)   ওহম

v  জীবাশ্মের বয়স নির্নয় করতে কোন তেজস্ক্রিয় ব্যবহার করা হয় ?

 

a)   তেজস্ক্রিয় ফসফরা

b)   তেজস্ক্রিয় কোবাল্ট

c)   তেজস্ক্রিয় কার্বন

v  তেজস্ক্রিয় রশ্মি কয় ধরনের

 

a)   ধরনের

b)   ধরনের

c)   ধরনের

v  কোন তেজস্ক্রিয় রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি ?

 

a)   আলফা

b)   বিটা

c)   গামা

v  নিচের কোন তেজস্ক্রিয় রশ্মিটির তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ?

 

a)   আলফা

b)   বিটা

c)   গামা

v  নিচের কোন তেজস্ক্রিয় রশ্মিটির ভর সবচেয়ে বেশি ?

 

a)   আলফা

b)   বিটা

c)   গামা

v  নক্ষত্রের মধ্যে কোন নিউক্লীয় বিক্রিয়া ঘটে থাকে ?

 

a)   নিউক্লিয় বিভাজন

b)   ্নিউক্লীয় সংজোজন

c)   রাসায়নিক বিক্রিয়া

v  কোন পরমানু থেকে একটি আলফা কনা নির্গত হলে পরমানুর ভরের কী পরিবর্তন হবে

 

a)   ভর চার একক হ্রাস পাবে

b)   একক হ্রাস পাবে

c)   চার একক বৃদ্ধি পাবে

v  কোন পরমানু থেকে একটি বিটা কনা নির্গত হলে পরমানুর আধানের কী পরিবর্তন হবে

 

a)   ভর চার একক হ্রাস পাবে

b)   একক বৃদ্ধি পাবে

c)   চার একক বৃদ্ধি পাবে

v  তেজস্ক্রিয় রশ্মি পরমানুর কোন অংশ থেকে নির্গত হয় ?

a)   পরমানুর কক্ষপথ থেকে

b)   পরমানুর বাইরে থেকে

c)   পরমানুর নিউক্লিয়াস থেকে

v  বিটা রশ্মি পরমানুর কোন অংশ থেকে নির্গত হয় ?

 

a)   পরমানুর কক্ষপথ থেকে

b)   পরমানুর বাইরে থেকে

c)   পরমানুর নিউক্লিয়াস থেকে

v  নিউক্লীয় রিয়াক্টরে কোন বিক্রিয়া ঘটে ?

a)   রাস্যনিক বিক্রিয়া

b)   নিক্লীয় বিভাজন

c)   নিউক্লীয় সংযোজন

v  কোন বিক্রিয়াকে Chain Reaction বলে ?

 

a)   রাস্যনিক বিক্রিয়া

b)   নিক্লীয় বিভাজন

c)   নিউক্লীয় সংযোজন

v  কোন বিক্রিয়াকে Chain Reaction বলে ?

 

a)   রাস্যনিক বিক্রিয়া

b)   নিক্লীয় বিভাজন

c)   নিউক্লীয় সংযোজন

v  পারমানবিক বোমায় কোন বিক্রিয়া ঘটানো হয় ?

 

a)   রাস্যনিক বিক্রিয়া

b)   নিক্লীয় বিভাজন

c)   নিউক্লীয় সংযোজন

v  কোন বিক্রিয়াটিতে অধিক তাপশক্তি উৎপন্ন হয় ?

 

a)   রাস্যনিক বিক্রিয়া

b)   নিক্লীয় বিভাজন

c)   নিউক্লীয় সংযোজন

v  কবে হিরোসীমস তে পারমানবিক বোম ফেলা হয়ে ছিল ?

 

a)   আগস্ট

b)   আগস্ট

c)   ২৬ শে এপ্রিল

v  কবে নাগাসাকি তে পারমানবিক বোম ফেলা হয়ে ছিল ?

 

1.   আগস্ট

2.   আগস্ট

3.   ২৬ শে এপ্রিল

 

 

1. একটি তেজস্ক্রিয় মৌল হল

 

a. লেড b. রেডন c. আর্গন কি d. বেরিয়া                                                                         

Ans.[d] বেরিয়াম

 

2. প্রতিটি  -কণার আধান হল

 

a. +2 একক  b. +1 একক c. 1 একক d. +4 একক                                                        

Ans.[c] 1 একক

 

3. প্রতিটি -কণার ভর হল

 

a. 4 একক b. 2 একক c. 1 একক d. শূন্য                                                                        

Ans.[d] শূন্য

 

4. নীচের কোনটির ভেদনক্ষমতা সবচেয়ে বেশি

 

a.  -রশ্মির b.  -রশ্বির c.  রশ্মির d. আলোক রশ্মি                                                      

Ans.[c]  রশ্মির

 

5. ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত হয়

 

a. তেজস্ক্রিয় কোবাল্ট b. তেজস্ক্রিয় সোডিয়াম

 

c. ইউরেনিয়াম d. রেডিয়োকার্বন                                                                                     

Ans.[d] রেডিয়ো কার্বন

 

6. নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটে

 

a. পারমাণবিক বোমাতে b. পৃথিবীর অভ্যন্তরে c. সূর্যে d. ওজোন গ্যাস প্রস্তুতিতে                     

Ans.[c] সূর্যে

 

 

 

শূন্যস্থান পূরণ করো:                                                                                                       (মান - 1)

 

1.  রশ্মি ________ তড়িদাধান যুক্ত কণার সমষ্টি।                                                      

Ans.[ধনাত্মক]

 

2. -রশ্মির আধান ________                                                                                   

Ans.[শূন্য]

 

3. প্রতিটি ________ কণার ভর 4 একক।                                                                      

Ans.[আলফা]

 

4. ইউরেনিয়ামোত্তর সকল মৌলই ________

Ans.[তেজস্ক্রিয়]

 

5.              ________                                                                        

Ans.

 

6. জীবাশ্মের বয়স নির্ণয় করতে ব্যবহার করা হয় ________ কার্বন।                                

Ans.[রেডিয়ো]

 

7. নিউক্লিয় বিভাজনে প্রচুর পরিমাণে ________ নির্গত হয়।                                            

Ans.[শক্তি]

 

 

 

সত্য বা মিথ্যা নির্বাচন করো:                                                                                    (মান - 1)

 

1. তেজস্ক্রিয় মৌল থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। [T]

 

2. -রশ্মি এক প্রকার তড়িচুম্বকীয় তরঙ্গ।   [T]

 

3. -রশ্মি ধনাত্মক তড়িদাধান কণিকা দ্বারা গঠিত।            [F]

 

4. নিউক্লিয় বিভাজনের ফলে প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। [T]

 

5. -রশ্নি রেজস্ক্রিয় রশি নয়।        [F]

 

6. প্রতিটি -কণার ভর 2 একক এবং আধান +2 একক।       [F]

 

7. আলফা রশ্মির ভেদন ক্ষমতা গামা রশ্মির ভেদনক্ষমতা অপেক্ষা কম।           [T]

 

8. হার্টের ক্রিয়াকৌশল জানার জন্য তেজস্ত্ৰিয় আয়োডিন ব্যবহৃত হয়। [T]

 

 

 

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:                                                                                 (মান - 1)

 

1. একটি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো।

 

Ans. ইউরেনিয়াম।

 

2. তেজস্ক্রিয় মৌল কাকে বলে ?

 

Ans. যেসব মৌল থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় তাদের তেজস্ক্রিয় মৌল বলে।

 

3. আলফা কণিকার আধানের প্রকৃতি কী ?

 

Ans. আলফা কণিকার আধান ধনাত্মক।

 

4. -রশ্মির প্রকৃতি কী ?

 

Ans. -রশ্মি অতি ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎচুম্বকীয় তরঙ্গ।

 

5. প্রতিটি -কণার ভর কত ?

 

Ans. -1 একক বা 4.8  10-10 esu

 

6. -রশ্মির আধান কত ?

 

Ans. -রশ্মির আধান শূন্য।

 

7. ,  -রশ্মির মধ্যে কোনটির ভেদনক্ষমতা সবচেয়ে কম ?

 

Ans. -রশ্বির ভেদনক্ষমতা সবচেয়ে কম।

 

. ,  -রশ্মির উৎপত্তিস্থল কী ?

 

Ans. পরমাণুর নিউক্লিয়াস।

 

9. নিউক্লিয় সংযোজনের একটি উদাহরণ দাও।

 

Ans. চারটি হাইড্রোজেন কেন্দ্ৰক যুক্ত হয়ে একটি হিলিয়াম কেন্দ্ৰক দুটি পজিট্রন গঠিত হয়।

 

 শক্তি

 

10. কুরি কীসের একক ?

 

Ans. তেজস্ক্রিয়তা পরিমাপের একক কুরি।

 

11. আলফা কণার সংকেত কী ?

 

Ans.

 

12. -রশ্মির ভেদনক্ষমতা   রশ্মির ভেদনক্ষমতা তুলনা করো।

 

Ans. -রশ্বির ভেদন ক্ষমতা  রশ্মির চেয়ে 100 গুণ বেশি।

 

13. নিউক্লিয় বিভাজনের একটি উদাহরণ দাও।

 

Ans.                    (শক্তি)

 

14. নিউক্লিয় বিভাজনে আঘাতকারী কণা হিসেবে কী ব্যবহার করা হয় এবং কেন ?

 

Ans. নিউট্রন  ব্যবহার করা হয় হয় কারণ এটি নিউক্লিয়াসের আধান কর্তৃক বিকর্ষিত হয়না।

 


No comments

Featured Post

Semester 2 History Suggestions - Questions Set-1 -স্নাতক ইতিহাস || History General Semester 2 - || History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System

   History  Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System  History   Suggestions( BA General )  with Answer  Semester...

Powered by Blogger.