Header Ads

Header ADS

Life Science ( Circulation ) || জীবন বিজ্ঞান ( সংবহন পদ্ধতী ) || madhymik Suggestion

 Life Science ( Circulation ) || জীবন বিজ্ঞান ( সংবহন পদ্ধতী ) || madhymik Suggestion 

Life Science ( Circulation ) || জীবন বিজ্ঞান ( সংবহন পদ্ধতী ) || madhymik Suggestion


Online Quiz Practice 

Quiz  শুরু করার জন্য  Start Quiz  এ click করো 

প্রত্যেক প্রশ্নের জন্য সময় 15 সেকেন্ড সময় পাওয়া যাবে

সংবহন
Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:




-      সংবহন পদ্ধতী          -

-

1)   মানুষের হৃদপিন্ডের আবরনীর নাম কী ?  -    পেরিকার্ডিয়াম

2)   কোন রক্তবাহ শুদ্ধ রক্ত বহন করে ?                           ধমনী

3)   কোন রক্তবাহে কপাটিকা থাকে ?                               শীরায়

4)   মানুষের হৃদপিন্ডে প্রকষ্ঠের সংখ্যা কটি ?                  চারটি

5)   কোন শিরা শুদ্ধ রক্ত বহন করে ?                                ফুসফুসীয় শিরা

6)   কোন ধমনী অশুদ্ধ রক্ত বহন করে ?                          ফুসফুসীয় ধমনী

7)   রক্তে কীসের উপস্থিতির জন্য রক্তের রঙ লাল ?        হিমোগ্লোবিন

8)   কোন রক্ত কনিকা শ্বাস বায়ু পরিবহন করে ? লোহিত রক্তকনীকা

9)    কোন রক্ত কনিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ?  অনুচক্রীকা

10)  লোহিত রক্ত কনীকার আয়ুষ্কাল কত ?                                  ১২০ দিন

11)  কিসের অভাবে অ্যানিমিয়া রোগ হয় ?                      লোহিত রক্তকনিকা

12)  কাকে হৃদপিণ্ডদের ছন্দ নিয়ামক বলে ?                   SA নোড কে

13)  বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে কোন কপাটিকা থাকে  ?  - দ্বি-পত্র কপাটিকা

14)  ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে কোন কপাটিকা থাকে  ?  -ত্রি-পত্র কপাটিকা

15)  কোন রক্তবাহের মাধ্যমে রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে ?      - মহা ধমনী

16)  কোন পদার্থের জন্য রক্তবাহের মধ্যে রক্ত জমাট বাঁধে না ? – হেপারিন

17)  কোন রক্ত কনিকা জীবানু ধ্বংস করতে সাহায্য করে ? – শ্বেত রক্ত কণিকা

18)  মানুষের সংবহন পদ্ধতী কোন প্রকারের ?  -             বদ্ধ সংবহন পদ্ধতী

19)  রক্তের মধ্যে উপস্থিত একটি প্রোটিনের নাম লেখো ? –        অ্যালবুমিন

20)  রক্তের মধ্যে অবস্থিত একটি রঞ্জক পদার্থের নাম লেখো ? –            বিলিরুবিন

21)  শিরা ও ধমনীর সংযোগ স্থলে যে সুক্ষ্ম রক্তবাহ থাকে তাকে বলে -  জালক

22)  লোহিত রক্ত কনিকা কোথা থেকে উৎপন্ন হয় ?  -    অস্থিমজ্জা ।

23)  সার্বিকা দাতা বলা হয় কোন গ্রুপের রক্তকে ? -          ‘O’  গ্রুপের রক্ত ।

24)  সার্বিক গ্রহিতা বলা হয় কোন গ্রুপের রক্তকে ?       ‘AB’  গ্রুপের রক্ত ।

25)  কে সর্ব প্রথম রক্তের শ্রেনী বিভাগ করেন ?  - ল্যান্ড স্টেইনার ।

26)  কোন শ্বেত-রক্ত কনিকা হেপারিন নিঃসরন করে ?               বেসোফিল ।

27)  কোন শ্বেত রক্তকনীকা অ্যালার্জী প্রতিরোধ করে ?  - ইওসিনোফিল ( হিস্টামিন নিঃসরন করে )

28)  মানুষের রক্তে রক্তরসের পরিমান কত ?  - ৫৫ শতাংশ ।

29)  শ্বেতরক্ত কনিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে কি রোগ হয় ? লিউকিমিয়া বা ব্লাড ক্যানসার ।

30)  রক্ত তঞ্চনে কোন খনিজ পদার্থটি সাহায্য করে ?  - ক্যালশিয়াম ( Ca ) .

31)  অস্থি সন্ধিতে কোন তরল থাকে ?  - সাইনভিয়াল তরল ।

32)  কিসের উপস্থিতির জন্য চিংড়ির রক্ত নীলাভ ?  - হিমোসায়ানিন ।

33)  মস্তিস্কের অভ্যান্তরে কন তরল থাকে ?  সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ( CSF )

34)  কোন রঞ্জকের উপস্থিতিতে রক্তের রঙ লাল হয় ?  -  হিমগ্লোবিন ।

35)  হৃদপিন্ডের সংকোচনকে কী বলে ?  - সিস্টোল ।

 

-          পার্থক্য নির্নয় করঃ     -

a)     শিরা ও ধমনী

b)    রক্ত ও লসিকা

c)    মুক্ত সংবহন ও বদ্ধ  সংবহন

d)    লোহিত রক্ত কনিকা , শ্বেত রক্ত কনিকা ও অনুচক্রিকা ।

 

-            নীচের প্রশ্ন গুলির সংক্ষিপ্ত উত্তর দাও      -

1)    মানব সংবহন তন্ত্রের প্রধান উপাদান গুলি কি কি ?

2)    মানব দেহের বিভিন্ন প্রকার দেহ তরলের সংক্ষিপ্ত বিবরন দাও ।

3)    রক্তের বিভিন্ন উপাদান গুলি ছকের মাধ্যমে লেখো ।

4)    রক্তের  ABO  পদ্ধতী বলতে কী বোঝ ?

5)    সার্বিক দাতা ও সার্বিক গ্রহীতা বলতে কী বোঝ ?

6)    রক্ত তঞ্চনের বিভিন্ন পর্যায় গুলি লেখো ।

7)    মানুষের  রক্ত সঞ্চালন পদ্ধতী ছকের মাধ্যমে দেখাও ।

8)    মানব হৃদপিন্ডের লম্বচ্ছেদের একটি চিত্র অঙ্কন কর ও নিম্ন লিখিত অংশ গুলি চিহ্নিত কর

[ মহা ধমনী , ফুসফুসীয় ধমনী , উর্ধ- মহাশিরা , দ্বিপত্র কপাটিকা , অন্ত নিলয় পর্দা , বাম ও ডান অলিন্দ  ] 


No comments

Featured Post

Semester 2 History Suggestions - Questions Set-1 -স্নাতক ইতিহাস || History General Semester 2 - || History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System

   History  Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System  History   Suggestions( BA General )  with Answer  Semester...

Powered by Blogger.