Header Ads

Header ADS

Madhyamik History 2021 Suggestion || Model Questions Set || Online Mock test

Madhyamik History 2021 Suggestion || Model Questions Set || Online Mock test 



সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম কী ?

জীবন স্মৃতি
সত্তর বৎসর
জীবনের ঝরাপাতা
An Unknown India

Ans: জীবনের ঝরাপাতা 

বিপিন চন্দ্র পালের আত্মজীবনীর নাম কী ?

জীবন স্মৃতি
সত্তর বৎসর
জীবনের ঝরাপাতা
An Unknown India

Ans:সত্তর বৎসর

বিধবা বিবাহের প্রচলন করেন -

রাজা রামমোহন রায়
রবীন্দ্রনাথ ঠাকুর
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মধুসুদন গুপ্ত

Ans:ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

সতীদাহ প্রথা রোধ করেন -

রাজা রামমোহন রায়
রবীন্দ্রনাথ ঠাকুর
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মধুসুদন গুপ্ত

Ans:রাজা রামমোহন রায়

কলিকাতা মেডিক্যাল কলেজে প্রথম শবব্যবচ্ছেদ করেন -

রাজা রামমোহন রায়
রবীন্দ্রনাথ ঠাকুর
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মধুসুদন গুপ্ত

Ans:মধুসুদন গুপ্ত

জীবন স্মৃতি গ্রন্থের রচয়িতা হলেন -

রাজা রামমোহন রায়
রবীন্দ্রনাথ ঠাকুর
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মধুসুদন গুপ্ত

Ans:রবীন্দ্রনাথ ঠাকুর

"বামাবোধিনী" পত্রিকার সম্পাদক হলেন -

হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়
হরিনাথ মজুমদার
কাজী নজরুল ইসলাম
উমেশ্চন্দ্র দত্ত

Ans:হরিনাথ মজুমদার

কাঙাল হরিনাথের প্রকৃত নাম কী?

হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়
হরিচরণ মজুমদার
কাজী নজরুল ইসলাম
উমেশ্চন্দ্র দত্ত

Ans:হরিচরণ মজুমদার

"হিন্দু প্যাট্রিয়ট" পত্রিকার সম্পাদক হলেন -

হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়
হরিনাথ মজুমদার
কাজী নজরুল ইসলাম
উমেশ্চন্দ্র দত্ত

Ans:হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়

ভারতবর্ষে প্রথম মহিলা গ্র্যাজুয়েট হলেন -

কাদম্বিনী গাঙ্গুলী
লীলা নাগ
সরলা দেবী চৌধুরানী
কল্পনা দত্ত

Ans:কাদম্বিনী গাঙ্গুলী

লক্ষীর ভান্ডার প্রতিষ্ঠা করেন -

কাদম্বিনী গাঙ্গুলী
লীলা নাগ
সরলা দেবী চৌধুরানী
কল্পনা দত্ত

Ans:সরলা দেবী চৌধুরানী

লক্ষীর ভান্ডার প্রতিষ্ঠা করেন -

কাদম্বিনী গাঙ্গুলী
লীলা নাগ
সরলা দেবী চৌধুরানী
কল্পনা দত্ত

Ans:

স্কুল বুক সোসাইটি’ প্রতিষ্ঠা করেন
 
(ক) রাধাকান্ত দেব
(খ) রামমোহন রায়
(গ) ডেভিড হেয়ার
(ঘ) ড্রিঙ্কওয়াটার বেথুন

Ans:ডেভিড হেয়ার

বেথুন স্কুল কে প্রতিষ্ঠা করেন?

(ক) রাধাকান্ত দেব
(খ) রামমোহন রায়
(গ) ডেভিড হেয়ার
(ঘ) ড্রিঙ্কওয়াটার বেথুন

Ans:ড্রিঙ্কওয়াটার বেথুন

হুতোম পেঁচার নকশা’ রচনা করেন-

(ক) কালীপ্রসন্ন সিংহ
(খ) রাজা রামমোহন রায়
(গ) হরিচরণ মজুমদার
(ঘ) দীনবন্ধু মিত্র

Ans:কালীপ্রসন্ন সিংহ

কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন

(খ) লর্ড ক্যানিং
(গ) ডেভিড হেয়ার
(ক) জেমস উইলিয়াম কোলভিল
(ঘ) মন্টফোর্ড ব্রামলি

Ans:জেমস উইলিয়াম কোলভিল

কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন?

(খ) লর্ড ক্যানিং
(গ) ওয়েলসলি
(ক) জেমস উইলিয়াম কোলভিল
(ঘ) মন্টফোর্ড ব্রামলি

Ans:ওয়েলসলি

ভারতে ‘পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকার্টা’ বলা হয়

(খ) মেকলে মিনিটসকে
(ক) উডের ডেসপ্যাচকে
(গ) চার্টার আইনকে
(ঘ) বেন্টিঙ্কের ঘোষণাকে

Ans:(ক) উডের ডেসপ্যাচকে

নীলদর্পণ’ নাটকটির লেখক হলেন-

(খ) মধুসূদন দত্ত
(ঘ) হরিশচন্দ্র মুখার্জী
(গ) জেমস্ লঙ
(ক) দীনবন্ধু মিত্র

Ans:দীনবন্ধু মিত্র

নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদ করেন-

(ক) দীনবন্ধু মিত্র
(খ) রেভারেন্ড লর্ড
(গ) মাইকেল মধুসূদন দত্ত
(ঘ) কালীপ্রসন্ন সিংহ

Ans:রেভারেন্ড লর্ড

নব্যবঙ্গ গোষ্ঠীর প্রবক্তা কে?

(ক) দীনবন্ধু মিত্র
(খ) রেভারেন্ড লর্ড
(গ) মাইকেল মধুসূদন দত্ত
ডিরোজিও

Ans:ডিরোজিও

ব্রাক্ষ্মসমাজ প্রতিষ্ঠা করেন

(ক) কেশবচন্দ্র সেন
(খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(গ) রামমোহন রায়
(ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

Ans:রামমোহন রায়

রামকৃয় মিশন কে প্রতিষ্ঠা করেন?

(ক) কেশবচন্দ্র সেন
(খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(গ) স্বামী বিবেকানন্দ
(ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

Ans:(গ) স্বামী বিবেকানন্দ

"বর্তমান ভারত " গ্রন্থটি কার লেখা -

(ক) কেশবচন্দ্র সেন
(খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(গ) স্বামী বিবেকানন্দ
(ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

Ans:(গ) স্বামী বিবেকানন্দ

মেকলে মিনিটস’ প্রকাশিত হয়

(ক) ১৮৩৩ খ্রিস্টাব্দে
(খ) ১৮১৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮২৩ খ্রিস্টাব্দে
(গ) ১৮৩৫ খ্রিস্টাব্দে

Ans:১৮৩৫ খ্রিস্টাব্দে

‘উডের ডেসপ্যাচ’ প্রকাশিত হয়

(ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৪ খ্রিস্টাব্দে
(গ) ১৮৫৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৫৩ খ্রিস্টাব্দে

Ans:১৮৫৪ খ্রিস্টাব্দে

কলিকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়

(ক) ১৮৩৫ খ্রিস্টাব্দে
(খ) ১৮৩৬ খ্রিস্টাব্দে
(গ) ১৮৩৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৫৬ খ্রিস্টাব্দে

Ans:১৮৩৫ খ্রিস্টাব্দে

কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?

(ক) ১৮৩৫ খ্রিস্টাব্দে
(খ) ১৮৩৬ খ্রিস্টাব্দে
(গ) ১৮৩৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৫৭ খ্রিস্টাব্দে

Ans:১৮৫৭ খ্রিস্টাব্দে

কত খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়?

(ক) ১৮৩৫ খ্রিস্টাব্দে
(খ) ১৮৩৬ খ্রিস্টাব্দে
(গ) ১৮১৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৫৬ খ্রিস্টাব্দে

Ans:১৮৩৫ খ্রিস্টাব্দে

নববিধান প্রতিষ্ঠা করেন

(ক) রামমোহন
(খ) বিদ্যাসাগর
(গ) কেশবচন্দ্র
(ঘ) দেবেন্দ্রনাথ

Ans:কেশবচন্দ্র


) ব্রিটিশ ভারতে মোট কতগুলি অরণ্য আইন পাশ হয়েছিল?

👉 তিনটি-1865, 1878 1927 খ্রিস্টাব্দে।

) ভারতে কবে প্রথম অরণ্য আইন পাশ হয়?

👉 1865 খ্রিস্টাব্দে।

)1865 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে কয় ভাগে ভাগ করা হয়েছিল?

👉 তিন ভাগে (সংরক্ষিত অরণ্য, সুরক্ষিত অরণ্য, গ্রামীণ অরণ্য)

) 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে কয় ভাগে ভাগ করা হয়েছিল?

👉তিন ভাগে(সংরক্ষিত অরণ্য, সুরক্ষিত অরণ্য, গ্রামীণ অরণ্য)

)কবে কার নেতৃত্বে প্রথম চুয়াড় বিদ্রোহ সংঘটিত হয়েছিল?

👉 1768,-69 খ্রিস্টাব্দে ধলভূমের রাজা জগন্নাথ সিংহের নেতৃত্বে।

) 1798-99 খ্রিস্টাব্দে সংঘটিত চুয়াড় বিদ্রোহের দ্বিতীয় পর্যায়ে কারা নেতৃত্ব দিয়েছিল?

👉 দুর্জন সিংহ, অচল সিংহ, মাধব সিংহ প্রমুখ।

) মেদিনীপুর, বাঁকুড়া ধলভূমের স্থানীয় জমিদারদের অধীনে রক্ষী বাহিনীর কাজ করে জীবিকা নির্বাহকারী চুয়াড়দের কি বলা হতো?

👉পাইক।

)জঙ্গলমহল জেলা কবে গঠিত হয়?

👉1800 খ্রিস্টাব্দে।

)কোন কোন অঞ্চল নিয়ে জঙ্গলমহল জেলা গঠিত হয়েছিল?

👉 মেদিনীপুর, বাঁকুড়া,মানভূম বীরভূম প্রভৃতি।

১০)) গোবর্ধন দিকপতি কোন বিদ্রোহের নেতা ছিলেন?

👉 চুয়াড় বিদ্রোহের।

১১)) চুয়ার শব্দের অর্থ কি?

👉 দুর্বৃত্ত নীচজাতি।

১২)মেদিনীপুরের লক্ষীবাঈ কাকে বলা হয়?

👉 রানী শিরোমণি।

১৩) ভারতে বন বিভাগ বা ফরেস্ট ডিপার্টমেন্ট কবে স্থাপিত হয়?

👉 1864 খ্রিস্টাব্দে।

১৪) ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের প্রধান উদ্যোক্তা কে ছিলেন?

👉ডায়াট্রিক ব্রান্ডিস।

১৫)ডায়াট্রিক ব্রান্ডিস কে ছিলেন?

👉 জার্মান বন বিশেষজ্ঞ।

১৬) কোন শব্দ থেকে চুয়ার শব্দের উৎপত্তি হয়েছে?

👉চার।

১৭) বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে কবে প্রবর্তন করেন?

👉1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস।

১৮) পাইক বা সৈনিকের কাজ করে চুয়াররা বেতনের পরিবর্তে যে নিষ্কর জমি ভোগ করত, তাকে কি বলা হয়?

👉 পাইকান।

১৯) ভারতের প্রথম ফরেস্ট ইন্সপেক্টর কে ছিলেন?

👉ডায়াট্রিক ব্রান্ডিস।

২০) রিজার্ভ ফরেস্ট অ্যাক্ট বা সংরক্ষিত অরণ্য আইন কবে পাস হয়?

👉 1878 খ্রিস্টাব্দে।

২১) কবে কার নেতৃত্বে রংপুর বিদ্রোহের সূচনা হয়?

👉 1783 খ্রিস্টাব্দের 18 জানুয়ারি, নুরুলুদ্দিন।

২২) কোন গ্রামে রংপুর বিদ্রোহের সূচনা হয়?

👉তেপা গ্রামে।

২৩) রংপুর বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখ?

👉 নুরুলুদ্দিন, নন্দরাম, সুফদিল, ধীরাজরঞ্জন প্রমূখ।

২৪) কার বিরুদ্ধে রংপুর বিদ্রোহ সংঘটিত হয়েছিল?

👉 দিনাজপুর রংপুরের ইজারাদার দেবী সিং এর বিরুদ্ধে।

 

 

২৫) রংপুর বিদ্রোহীরা কাকে তাদের নবাব বলে ঘোষণা করেছিলেন?

👉 দর্জি নারায়ন।






**** যদি কোন ভুল থেকে থাকে তবে তা   Typing mistake এর জন্য ।   আমাদের  comment   করে জানান  আমরা তা সংশোধন করে দেবার চেষ্টা করবো ****

বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক  বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET  প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় । 

তাই এই সবের কথা মাথায় রেখে আমরা  বাংলার শিক্ষা  e-Portal  এর সাহায্যে   সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে  Online Exam   Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো । 

এখানে মাধ্যমিকের মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ  , উচ্চ-মাধ্যমিক এর   ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর  ) বাংলা  , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত ,  ইতিহাস ,  , স্নাতক ( জেনারেল )  কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education ,  প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online  পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে । 


No comments

Featured Post

Semester 2 History Suggestions - Questions Set-1 -স্নাতক ইতিহাস || History General Semester 2 - || History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System

   History  Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System  History   Suggestions( BA General )  with Answer  Semester...

Powered by Blogger.