Header Ads

Header ADS

Compulsory Bengali ( রেকর্ড - ছোট গল্প ) ব্যাখ্যামূলক প্রশ্ন ( আবশ্যিক বাংলা ) Suggestion for 6th Semester of Calcutta University under CBCS System Compulsory Bengali Suggestions( BA General ) with Answer

Compulsory Bengali   ( রেকর্ড - ছোট গল্প  ) ব্যাখ্যামূলক প্রশ্ন  (  আবশ্যিক বাংলা )   Suggestion for 6th  Semester of Calcutta University under CBCS System Compulsory Bengali Suggestions( BA General ) with Answer

ছোটলোক Compulsory Bengali  ( ছোট গল্প ) (  আবশ্যিক বাংলা )   System Compulsory Bengali Suggestions( BA General ) with Answer

BA 6th Semester Compulsory Bengali Suggestions(BA 6TH SEMESTER আবশ্যিক বাংলা সাজেশন ) –  প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই BA 6th Semester Compulsory Bengali Suggestions(BA 6TH SEMESTER আবশ্যিক বাংলা সাজেশন ) Answer গুলি আগামী  BA 6TH SEMESTER আবশ্যিক বাংলা সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা BA 6TH SEMESTER আবশ্যিক বাংলা পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারেন। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভবনা আছে।

*******************************

ছোট গল্প 


রেকর্ড 


ব্যাখ্যামূলক প্রশ্ন (প্রতিটির মান ১০)

প্রশ্ন ঃ একটি রেকর্ডকে অবলম্বন করে লেখক যে সত্যে উপনীত হলেন তা ‘রেকর্ড’ গল্পটি বিশ্লেষণ করে বুঝিয়ে দাও।


উত্তর : আধুনিক বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় নারায়ণ গঙ্গোপাধ্যায়ের স্বচ্ছন্দ পদচারণা। পাঠকমনে একাধারে মুগ্ধতা ও সমীহ জাগায়। এহেন বক্তব্য তার ছোটগল্পের জগৎ সম্পর্কে অতিমাত্রায় সত্য। তার ছোটগল্পের পটভূমি হিসাবে উঠে এসেছে – “বাংলাদেশের মাঠঘাট তাহার অবারিত দিগন্ত, তাহার ধানক্ষেত। তাহার বনতুলসী ঝাড়, তাহার শরতের সোনা ঝরানো আকাশ, ডুয়ার্স তরাই-এর গভীর অরণ্যচঞ্চল রনজ্যোৎস্না, ইতিহাসের ধূসর অতীত ও গভীর রোমান্টিকতা...।”

নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সাহিত্যিক সত্তার একটি লক্ষ্যণীয় দিক তাঁর রোমান্টিক চেতনা। সেইসঙ্গে সুদৃঢ়ভাবে যুক্ত হয়েছিল কালচেতনা। সমকালীন ভারতবর্ষের রাজনৈতিক অস্থিরপরিমণ্ডল তাঁর যুক্তিবিবেচনায় সমৃদ্ধ মনোজগতকে গভীরভাবে প্রভাবিত করেছিল। শুধু রাজনৈতিক ক্ষেত্রটিই নয়, সেইসঙ্গে অঙ্গাঙ্গীভাবে মিশে থাকা আর্থসামাজিক প্রতিকূল পরিবেশের চাপে বিষয়টি অসহায় শ্রেণির করুণ অবস্থা সম্পর্কেও তাঁর সচেতনতা লক্ষ্যণীয়। কোনো বিষয়ে রাজনৈতিক মতাদর্শকে ঘিরে তার বাহ্যিক সক্রিয়তা লক্ষ্য করা না গেলেও রচনার মধ্যে অন্তরের অস্থিরতা আভাসিত হয়েছে। এরই ফলে স্বাধীনতা সংগ্রাম বা সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম তার গল্পগুলির বিষয়বস্তু হয়ে উঠেছে।

আলোচ্য গল্পের বিষয়বস্তু একটি রেকর্ডকে কেন্দ্র করে গড়ে উঠেছে যার মধ্যে ধ্বনিত এক বিশেষ সুর। কলকাতার চোরাবাজার থেকে লেখক একদিন একটি রেকর্ড পছন্দ করেন। লেখকের অনুরোধে দোকানদার সেটি বাজালে অদ্ভুত ধরনের বাজনা ও গান শ্রুতিগোচর হল। সেই সুর তিনি কখনও না-শুনলেও মনে হল যেন চেনা। কিন্তু দোকানের মালিককে প্রশ্ন করেও এর ভাষা বা প্রাপ্তির মূল উৎস সম্পর্কে লেখক কিছু জানতে পারলেন না। বাড়িতে | এনে বাজানোর পরে লেখকের স্ত্রী করুণারও সুরটা চেনা চেনা মনে হল। তারা কখনও খাসিয়াদের নাচ, কখনও নাগাদের ঢাকের আওয়াজ, কখনও মানভূমের ছৌনাচের গুরু গুরু | নাগরার আওয়াজের সঙ্গে সুরটার মিল খুঁজে পেলেন। এমনও মনে হল 82-9 overline f অগাস্ট আন্দোলনের সময় বালুরঘাটের অন্ধকার সাঁওতাল গ্রামগুলি থেকে নাগরা টিকারায় এরূপ রোল উঠত। একদিন করুণা তার পাশ্চাত্য সংগীতে পারদর্শিনী বান্ধবী আইভিকে সুরটি শোনালেন। তিনি প্রথমে কিছুই বুঝতে পারলেন না, পরে বললেন সেটি সুইজারল্যান্ডের বিবাহ উৎসবের গান।

শেষপর্যন্ত লেখকের এক-ভূপর্যটক বন্ধু রহস্যের সমাধান করলেন। তাঁর কাছ থেকেই জানা গেল, এটি ইউরোপের এক ছোটোদেশের মুক্তিযোদ্ধাদের গান। খুব গোপনে তৈরি, | বিক্রি এবং সামান্য সংখ্যায় বিলি হয়েছিল। তার প্রত্যেকটি শিল্পী ন্যাৎসীদের রাইফেলের গুলিতে প্রাণ দিয়েছেন। হিটলারের গোয়েন্দাদের দাবি ছিল এর প্রত্যেকটি কপি’র অরিজিনাল তারা ধ্বংস করেছে। অথচ এর রেকর্ড পাওয়া গেল কলকাতায়। যখন রাস্তায় চলমান প্রতিবাদের | শোভাযাত্রা, পুলিশের লাঠিচালনা, টিয়ারগ্যাস নিক্ষেপ — সমস্ত কিছু মিলেমিশে তৈরি হয়েছে এক বিশেষ ধ্বনি, যেন ক্রোধের ঝোড়ো গর্জন। তখন সুরটা আর অচেনা বলে মনে হয়নি। | ব্রহ্মপুত্রের বর্ষামাদল, নাগা-পাহাড়ের ঢাক, ছৌনাচের নাগর, বালুরঘাটের রাত্রি কাঁপানো টিকাকার - আওয়াজ, মার্কাস স্কোয়ারের বাঘের ডাক আর আজকের এই ঘা-খাওয়া মিছিল । একসঙ্গে মিশে এই সুরটাকে সৃষ্টি করেছে। সব

‘রেকর্ড’-কে একটি ভাবাশ্রয়ী গল্প হিসাবে উল্লেখ করা যায়। কোনো একটি রচনাকে গল্পের অবয়ব দিতে গেলে যেটুকু ঘটনাবিন্যাস প্রয়োজন শুধু সেইটুকু ঘটনা আছে। নতুবা বাহ্যিক অর্থকে ছাড়িয়ে অন্তর্নিহিত ভাবসমৃদ্ধিতে এর পূর্ণতা অনস্বীকার্য। রেকর্ড-এর সুর শুনে লেখক ও লেখক-পত্নী অদ্ভুত ভাবানুভূতির দ্বারা আচ্ছন্ন হয়েছেন। নানা জাগতিক বিষয়বস্তু বা পরিবেশের উপস্থিতি এই অনুভূতিকে আরও গাঢ় করে তুলেছে – সে অনুভূতি ভ্রমন প্রবল তেমনি তীব্র ও গম্ভীর। এই ভাবের প্রতিষ্ঠায় যখন রেকর্ডের সংগীতে ন্যাৎসী বিরোধী আত্মবিসর্জনকারী প্রতিবাদী সুর কলকাতার রাস্তায় আক্রান্ত ছাত্র মিছিলের সংগ্রামী দূরের সঙ্গে মিশে যায় তখন এর সর্বজনীনতা পাঠকমনে এক গভীর মানবিক অনুভূতি ও উপলব্ধির সঞ্চার করে। গল্পের সমাপ্তিতে লেখক জানালেন “দেশে দেশে কালে কালে এ সুর এক। জানতুম আমরাও এ সুরকে জানতুম, ঘুমন্ত রক্তের মধ্যে তলিয়ে ছিল বলেই এতদিন চিনতে পারিনি।”

তাই-ই হয়, অভ্যস্ত জীবনের গতানুগতিকায় বিস্মিত হতে হয়। এগিয়ে চলার স্পৃহা ভোঁতা হয়ে যায়। উপলব্ধির সুদৃঢ় ভিত্তি কিন্তু জীবনের মহান সত্যকে জানার আকাঙ্ক্ষা যদি মরে না যায় তবে সামান্য অনুকূল পরিবেশই তাকে জাগ্রত করতে পারে। যেমন হয়েছে লেখক ও তাঁর পত্নীর মধ্যে। তাদের উপলব্ধির ক্ষমতা খোঁজার আগ্রহ আপন সত্তার মধ্যে প্রতিবাদী শক্তির জাগরণ ঘটানোর মধ্যে দিয়ে উদ্ভাসিত হল সেই চিরকালীন এক মহান সত্য, যা চিরকালই সত্যের প্রতিষ্ঠায় দৃঢ়, দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।


********************************

 





**** যদি কোন ভুল থেকে থাকে তবে তা   Typing mistake এর জন্য ।   আমাদের  comment   করে জানান  আমরা তা সংশোধন করে দেবার চেষ্টা করবো ****

বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক  বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET  প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় । 

তাই এই সবের কথা মাথায় রেখে আমরা  বাংলার শিক্ষা  e-Portal  এর সাহায্যে   সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে  Online Exam   Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো । 

এখানে মাধ্যমিকের মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ  , উচ্চ-মাধ্যমিক এর   ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর  ) বাংলা  , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত ,  ইতিহাস ,  , স্নাতক ( জেনারেল )  কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education ,  প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online  পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে । 

Calcutta University  Under CBCS ( system ) , Semester (II) Education General  , BA 2nd Semester ( Education General ) Suggestions . HS Education suggestion , উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান ,  

 


No comments

Featured Post

Semester 2 History Suggestions - Questions Set-1 -স্নাতক ইতিহাস || History General Semester 2 - || History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System

   History  Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System  History   Suggestions( BA General )  with Answer  Semester...

Powered by Blogger.