Geography(General)- Population Geography- Suggestions -Part-8 -Answer প্রশ্নঃ পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির গতি-প্রকৃতির একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। Suggestion for 6th Semester of Calcutta University under CBCS System
Calcutta University || CBCS System || All Semester Suggestions
Geography(General)- Population Geography- Suggestions -Part-8 -Answer
প্রশ্নঃ পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির গতি-প্রকৃতির একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।
Suggestion for 6th Semester of Calcutta University under CBCS System
Population Geography
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূগোল সাজেশন ( উত্তরসহ )
BA ( General 6th Semester )
আরো দেখো ....
6th Semester Geography(General) Suggestions ( 2020 ) Calcutta University
Population Geography (General) - 6th Semester
জনসংখ্যা ভূগোল
Population Geography
////////🌸🌸🌸🌸🌸🌸🌸//////////
প্রশ্নঃ পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির গতি-প্রকৃতির একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।
////////🌷🌷🌷🌷🌷🌷🌷//////////
উত্তরঃ
উত্তর:
আজ থেকে প্রায় ১০ লক্ষ বছর পূর্বে পৃথিবীতে আদিম মানুষের আবির্ভাব হলেও আধুনিক মানুষ মাত্র ১ লক্ষ বছর আগে পৃথিবীতে আবির্ভূত হয়েছে। তবে প্রাথমিক অবস্থায় তেমন কোনো তথ্য না থাকায় সেই সময়কার জনসংখ্যা বৃদ্ধির প্রকৃতি তেমন ভাবে জানা যায় নি। তবে আদমসুমারি চালু হওয়ার ফলে আধুনিকযুগের তথ্যাবলি পুঙ্খানুপুঙ্খ জানা গেলেও পূর্বের জনসংখ্যা সংক্রান্ত তথ্য বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুমান করা হয়। প্রাথমিক অবস্থায় জনসংখ্যা বৃদ্ধির হার খুবই কম থাকলেও সভ্যতার উন্নতির সাথে সাথে জনসংখ্যা বৃদ্ধির হার দ্রুত বৃদ্ধি পেতে থাকে এবং বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার, বা জনসংখ্যা এতটাই বেড়েছে, জনসংখ্যাবিদ্গণ একে 'জনসংখ্যা বিস্ফোরণ' অ্যাখ্যা দিয়েছেন। পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধিকে কয়েকটি পর্যায়ে ভাগ করে আলোচনা করা হল
🎯ক) প্রাগৈতিহাসিক যুগ (১০,০০০ খ্রিস্ট পূর্বাব্দ থেকে ৬,০০০ খ্রিস্ট পূর্বাব্দ): ভৌগোলিকদের অনুমান অনুযায়ী ১০, ০০০ খ্রীষ্ট পূর্বাব্দে পৃথিবীর মোট জনসংখ্যা ছিল মাত্র ৫৩.২ লক্ষ। এই সময় প্রাকৃতিক প্রতিকুলতা, অনাহার, মহামারি ইত্যাদি কারণে জনসংখ্যার বৃদ্ধি ছিল সীমিত। খ্রিস্টপূর্ব ৬০০০ বছরে জনসংখ্যা ১০ কোটিতে পৌছায়। এই সময়ের মধ্যে মানুষ তার উৎস্যভূমি আফ্রিকা থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। এই সময়কালে মানুষ শিকার ও বনজঙ্গল থেকে ফলমূল সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে।
🎯খ) নব্যপ্রস্তর যুগ (৬০০০ খ্রিস্ট পূর্বাব্দ থেকে ১ খ্রিস্টাব্দ পর্যন্ত):অধ্যাপক উইলকক্স (W.F. Wilcox) এর মতে এই সময়েই মানুষ কৃষিকাজ করতে শেখে, ধীরে ধীরে স্থায়ী বসতি গড়ে তোলে। এর ফলে এই সময় জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে থাকে। ৬০০০ বছরে জনসংখ্যা প্রায় ১৫ কোটি থেকে বেড়ে ১ খ্রিস্টাব্দে হয় ২৫ কোটি। এই সময় জনসংখ্যা বৃদ্ধির গড় হার ছিল ০.৬%। গ) ঐতিহাসিক যুগ (১ খ্রিস্টাব্দ থেকে ১৬৫০ খ্রিস্টাব্দ)। এই সময়কালে বিশ্ব ব্যাপী জনবসতি দ্রুত বিস্তার লাভ করে। কৃষিকাজের পাশাপাশি পশুপালন এমনকি অর্থনৈতিক আদানপ্রদানও শুরু হয়। পৃথিবীর কোনো কোনো অঞ্চলে শহরও গড়ে উঠেছিল, তবে এই সময় জনসংখ্যা বৃদ্ধির হার অনেকটাই কমে যায়। এই সময় জনসংখ্যা বৃদ্ধির গড় হার ছিল মাত্র ০.০৭%। ১৪০০ সালে জনসংখ্যা ছিল ৪০ কোটি এবং ১৬৫০ সালে জনসংখ্যা হয় ৫৪ কোটিতে।
🎯ঘ) আধুনিক যুগ (১৬৫০ খ্রিস্টাব্দ থোক বর্তমান পর্যন্ত) : ইংল্যান্ডে শিল্প বিপ্লবের পর সারা বিশ্বজুড়ে সভ্যতার উন্নয়নের হার দ্রুত বৃদ্ধি পায়, ফলে জনসংখ্যাও দ্রুত বৃদ্ধি পায়। ১৩০০ থেকে ১৬৫০ খ্রিস্টাব্দের মধ্যে জনসংখ্যা যেখানে ১০ কোটি বৃদ্ধি পেয়েছিল সেখানে ১৬৫০ থেকে ১৭০০ খ্রিস্টাব্দ অর্থাৎ মাত্র ৫০ বছরে জনসংখ্যা প্রায় ৭ কোটি বৃদ্ধি পেয়ে ৫৪ কোটি থেকে ৬১ কোটিতে পৌঁছায়।
🎯১৭০০-১৮০০ খ্রিস্টাব্দ : এই সময়ে জনসংখ্যা ৬১ কোটি থেকে বৃদ্ধি পেয়ে ৯০.৬০ কোটি হয়, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ০.৪৯%।
🎯১৮০০-১৯০০ খ্রিস্টাব্দ: এই সময়ে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে ১৯০০ খ্রিস্টাব্দে মোট জনসংখ্যা দাঁড়ায় ১৬০ কোটিতে। ১৮৫০ সালে জনসংখ্যা ছিল ১১৭.১০ কোটি, অর্থাৎ এই সময়ে শেষ ৫০ বছরে প্রায় ৪৪ কোটি জনসংখ্যা বৃদ্ধি পায়। অর্থাৎ এই ১০০ বছরে প্রায় ০.৭৭% হারে জনসংখ্যা বৃদ্ধি পায়। ১৯৫০ খ্রিস্টাব্দ । এই সময়ে জনসংখ্যা হয়েছিল ২৪৮.৬০ কোটি, অর্থাৎ মাত্র ৫০ বছরে ৮৮.৬ কোটি বৃদ্ধি পায়। এবং জনসংখ্যা বৃদ্ধির হার ১.১০%।
🎯২০০১ খ্রিস্টাব্দ : শেষ আদমসুমারি অনুযায়ী পৃথিবীর জনসংখ্যা হয় ৬১৪.৮১ কোটি। অর্থাৎ জনসংখ্যা সবচেয়ে দ্রুত বৃদ্ধি 2 পায় এই ৫০ বছরে এবং মাত্র ৫০ বছরে ৩৬৬.৮ কোটি জনসংখ্যা বৃদ্ধি পায় অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির গড় হার হয় ২.৯৫%। বর্তমান অবস্থা : জনসচেতনতা বৃদ্ধি, চিকিৎসা ব্যবস্থার উন্নতি, দম্পতি পিছ সন্তানের সংখ্যা হ্রাস প্রভৃতি কারণে বিগত ৮-৯ বছরে বিশ্বব্যাপী জনসংখ্যা বৃদ্ধির হার সামান্য হ্রাস পেয়েছে। ২০১০ সাল নাগাদ জনসংখ্যা প্রায় ৬৮০ কোটিতে দাঁড়াবে। ভবিষ্যৎ অবস্থা : জন্মহার হ্রাস, দম্পতির মানসিকতার পরিবর্তন, চিকিৎসার ব্যাপক উন্নয়ন প্রভৃতি কারণে বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পেলেও ২০২৫ সাল নাগাদ জনসংখ্যা প্রায় ৮০০ কোটি এবং ২০৫০ সাল নাগাদ ৯০০ কোটিতে পৌঁছাবে।
=======@@@@@======
==========================
🌸🌹🌹🌸//////*******///////🌼🌺🌿🌿
আরো দেখো ....
🌸🌹🌹🌸//////*******///////🌼🌺🌿🌿
↩ Semester 6
Geography (General) (General) সাজেশন ( Part-1 )
🌸🌹🌹🌸//////*******///////🌼🌺🌿🌿
আরো দেখো ....
🌸🌹🌹🌸//////*******///////🌼🌺🌿🌿
TAG:- 6th semester, BA 6th Semester, BA general, Geography(General) ,BA Geography(General) Suggestions,
তথ্য সংগ্রহঃ BA-6th-Semester-6-Geography-General-Suggestions
Calcutta University Under CBCS ( system ) , Semester (VI) Geography(General) General Paper DSE-B2 , BA 6th Semester ( Geography(General) General ) Suggestions . BA Geography(General) suggestion , CBCS Geography(General) Suggestions
বাকি প্রশ্নের উত্তর শীঘ্রই Publish করা হবে
**** যদি কোন ভুল থেকে থাকে তবে তা Typing mistake এর জন্য । আমাদের comment করে জানান আমরা তা সংশোধন করে দেবার চেষ্টা করবো ****
বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় ।
তাই এই সবের কথা মাথায় রেখে আমরা বাংলার শিক্ষা e-Portal এর সাহায্যে সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে Online Exam Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো ।
এখানে মাধ্যমিকের , মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ , উচ্চ-মাধ্যমিক এর ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর ) বাংলা , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত , ইতিহাস , , স্নাতক ( জেনারেল ) কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education , প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে ।
Calcutta University Under CBCS ( system ) , Semester (VI) Geography(General) General , BA 6th Semester ( Geography(General) General ) Suggestions .
No comments