উচ্চ-মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ( Set- 1 ) ( Higher Secondary ) HS Political ScienceSuggestion 2023।। মডেল প্রশ্ন
SET -1
PART-A
8+5=40
1. নিম্নলিখিত প্রগুলির উত্তর দাও: (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় )
(i) আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো? আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী ?
অথবা, জাতীয় ক্ষমতার মূল উপাদানগুলি আলোচনা করো।
(ii) গান্ধির রাজনৈতিক দর্শনের মূল সুত্রগুলি আলোচনা করো।
(iii) ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতার বিবরণ দাও। অথবা, ভারতের প্রধানমন্ত্রীর ভূমিকা ব্যাখ্যা করো।
(iv) লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলি আলোচনা করো।
(v) ভারতের সুপ্রিমকোর্টের গঠন ও কার্যাবলি আলোচনা করো।
অথবা, ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলি আলোচনা করো।
PART-B
1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ
1x24=24
(1) 'ঠাণ্ডা যুদ্ধকে 'গরম শাস্ত্রি বলে চিহ্নিত করেছেন – (a) চার্চিল, (b) বার্নেট, (c) ট্রুম্যান (d) ম্যান।
(ii) ____________ এর দশকে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে। – (a) 1930. (b) 1980, (c) 1960 (d) 1990.
(iii) জোটনিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় - (a) বান্দুং, (b) বেলগ্রেড, (c) কলম্বো, (d) নিউইয়র্ক
(iv) ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য হল - (a) শিক্ষার প্রসার, (b) অন্য রাষ্ট্রকে অধীনে আনা, (c) গাশীল নীতির অনুসরণ, (d) কোনোটিই নয়।
(v) 'সার্ক'-এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল - (a) 1983 সালে, (b) 1984 সালে, (c) 1985 সালে, (d) 1990 সালে।
(vi) কাশ্মীর সমস্যা সমাধানের জন্য পাকিস্তানের সলো ভারত সিমলা চুক্তি সম্পাদন__________ করেছিল- (a) 1965, (b) 1971, (c) 1972 (d) 1975।
(vii) ভিটো প্রদান ক্ষমতা আছে কেবলমাত্র –(a) সাধারণ সভার, (b) আন্তর্জাতিক আদালতের, (c) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের, (d) অছি পরিষদের।
(viii) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হল - (a) 4. (b) 5, (c) 6, (d) 15।
(ix) জাতিপুঞ্জের প্রধান প্রশাসক হলেন - (a) মহাসচিব, (b) সাধারণ সভার সভাপতি, (c) আন্তর্জাতিক আদালতের প্রধান বিচারপতি, (d) কেউই নন।
(x) আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির মোট সংখ্যা হল- (a) 10 (b) 15 জন, (c) 20 . (d) 25
(xi) ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির প্রবন্ধা হলেন- (a) মতে, (b) হবস, (c) মার্কস, (d) হেগেল।
(xii) এককক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন – (a) হ্যারল্ড ল্যাস্কি, (b) লর্ড ব্রাইস (c) জন স্টুয়ার্ট মিল, (d) হেনরি মেইন।
(xiii) ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ ঘটেছে – (a) ব্রিটেনে, (b) পাকিস্তানে, (c) নেপালে,
(xiv) সরকারের কার্যাবলিকে মূলত__________ ভাগে ভাগ করা যায়। - (a) দুই (b) তিন (c) চার. (d) পাঁচ।
(xv) মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম হল - - (a) লোকসভা, (b) রাজ্যসভা, (c) সিনেট, (d) জনপ্রতিনিধি সভা।
(xvi) ব্রিটেনের আইনসভার নিম্নকক্ষের নাম হল – (a) পর্ডসভা, (b) কমন্সসভা, (c) সিনেট, (d) জনপ্রতিনিধি সভা।
(xvi) ভারতের নিয়মতান্ত্রিক শাসক হলেন – (a) রাষ্ট্রপতি, (b) প্রধানমন্ত্রী, (c) স্পিকার, (d) সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি।
(viii) ভারতের রাষ্ট্রপতি সংবিধানের ____________ নং ধারা অনুসারে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন - (a) 352. (b) 356. (c) 360, (d) কোনোটিই নয়।
(xix) : রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্য মনোনীত করতে পারেন? – (a) 2 জন, (b) 4 জন, (c) 6 জন, (d) 12 জন।
(xx) সাধারণ কার্যকালের মেয়াদ হল- (a) 4 বছর, (b) 5 বছর, (c) 6 বছর, (d) 7 বছর।
(xxi) গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস্যসংখ্যা – (a) 10 জন, (b) 15 . (c) 20 জন, (d) 30 জন।
( xxii) জেলা পরিষদের মুখ্য পার্থিকারী হলেন- (a) প্রধান, (b) সভাপতি, (c) সভাধিপতি, (d) কেউই নন।
(xxiii) গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকালের মেয়াদ হল - (a) 5 (b) 6 (c) 7 . (d) 9 বছর।
(xxiv) পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় - (a) মন্ত্রী, (b) সভাপতি, (c) কাউন্সিলার, (d) ম্যাজিস্ট্রেট। উত্তর দাও (বিষয় প্রসগুলি লক্ষণীয়)।
2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি- সংক্ষিপ্ত উত্তর দাওঃ
1x16=16
(i) ঠাণ্ডা যুদ্ধ বলতে কী বোঝ।
(ii) কত সালে 'পঞ্চশীল নীতি' প্রথম ঘোষণা করা হয়?
(iii) কত সালে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়।
অথবা, চার্চিল কোন সালে ফুলটন বক্তৃতা নিয়েছিলেন?
(iv) "পঞ্চশীল নীতি' কে প্রথম ঘোষণা করেছিলেন।
(iv) সার্কের একটি সীমাবন্ধতা উল্লেখ করো।
অথবা, সার্কের একটি উদ্দেশ্য উল্লেখ করো।
(vi) সার্কের যে-কোনো চারটি সদস্যরাষ্ট্রের নাম লেখো।
(vii) সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানটির নাম কী?
অথবা, সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হওয়ার সময়ে সদস্যরাষ্ট্রের সংখ্যা উল্লেখ করো।
(iX) শাস্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাবটি কোন সালে গৃহীত হয় ?
(x) নিরাপত্ত পরিষদের একটি দুর্বলতা উল্লেখ করো
(x) আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত?
(xi) এককক্ষবিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি দাও।
অথবা, দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও।
(xii) 'দ্য স্পিরিট অব লজ' গ্রন্থটির রচয়িতার নাম উল্লেখ করো। *
(xiii) ভারতের উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন।
অথবা, ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ কী?
(xvi) ভারতের প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন।
(xv) গ্রাম সংসদের প্রধান কাজ কী?
অথবা, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কটি স্তর।
(xvii) গ্রাম পঞ্চায়েতের যে-কোনো দুটি আয়ের উৎস উল্লেখ করো।
অথবা, জেলা পরিষদের যে-কোনো দুটি স্থায়ী কমিটির নাম উল্লেখ করো
------------------ 🌸-------------------
------------------ 🌸-------------------
এই সাজেশন ( HS Political ScienceSuggestion 2023 | উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৩) গুলো উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা 2023 (HS Political Science 2022 / HS Political ScienceClass 12th / HS Political SciencePariksha 2023 ) এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Banglarshiksa.in এর পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক (দ্বাদশ শ্রেণী) রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (HS Political ScienceSuggestion 2023 PDF Download / West Bengal Banglar Shiksa - HS Political ScienceSuggestion 2023 / WB HS Class 12th Political ScienceSuggestion 2023) দেওয়া হল । আশা করবো এই সাজেশন ছাত্রছাত্রীদের উপকারে লাগবে । ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৩ ( HS Political ScienceSuggestion 2022 ) / দ্বাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৩(Class 12th Political ScienceSuggestion 2023 ) - HS Political ScienceSuggestion 2023) সফল হবে।
তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই পোস্টটি( উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন২০২৩ || HS Political Science Suggestions 2023 ) সম্পূর্ন দেখার জন্য । আশা করি তোমাদের মূল্যবান সময় দিয়ে এই পোষ্টটি ( উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন২০২৩ || HS Political Science Suggestions 2023 ) পড়ে তোমরা নতুন কিছু শিখতে পেরেছো । যদি তোমাদের অন্য কোনো বিষয়ের কোন রকম Suggestions বা গুরুত্বপূর্ন প্রশ্নের উত্তর এর প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই আমদের Comment করে জানাও । আমরা যত শীঘ্র পারবো তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো । অন্য যে কোন বিষয়ের প্রশ্ন বা Suggestion জানার জন্য আমাদের website www.banglarshiksa.in follow করো ।
No comments