উচ্চ-মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ( Set- 3 ) ( Higher Secondary ) HS Political Science Suggestion 2024।। মডেল প্রশ্ন
উচ্চ-মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ( Set- 3 ) ( Higher Secondary ) HS Political Science Suggestion 2024।। মডেল প্রশ্ন
SET -III
PART-A
1. নিম্নলিখিত প্রশ্নগুলির
উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 8x5=40
(i) জাতীয় স্বার্থের শ্রেণিবিভাজন করো। জাতীয় স্বার্থরক্ষার উপায়গুলি আলোচনা করো।
অথবা, বিশ্বায়নের প্রকৃতি ও ফলাফল আলোচনা
করো।
(i) মার্কসের রাষ্ট্র ও বিপ্লব সংক্রান্ত তত্ত্ব সম্পর্কে আলোচনা করো।
অথবা, সংশোধনমূলক উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি
আলোচনা করো।
(ii) ভারতের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো।
(iv) ভারতীয় পার্লামেন্টের গুরুত্বপূর্ণ ক্ষমতাগুলি আলোচনা করো।
(v) ভারতের অঙ্গরাজ্যের হাইকোর্টের ক্ষমতা এবং কার্যাবলি আলোচনা করো।
অথবা, ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলি
সংক্ষেপে আলোচনা করো।
PART-B
1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1 x 24 = 24
(i) ঠান্ডা যুদ্ধে কারা মহাশক্তিধর রাষ্ট্র ছিল? – (a ব্রিটেন-মার্কিন যুক্তরাষ্ট্র, (b) মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন, (c) সোভিয়েত ইউনিয়ন-জার্মানি (d) সোভিয়েত ইউনিয়ন-চিন।
(ii) 'সল্ট-1 স্বাক্ষরিত হয়েছিল – (a) 1972 সালে, (b) 1963 সালে, (c) 1968 সালে (d) 1973 সালে।
(ii) তেহেরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল – (a) 1999 সালে, (b) 2012 সালে, (c) 2009 সালে, (d) 2007 সালে।
(iv) ঠান্ডা যুদ্ধের একটি মূল কারণ হল – a) বিশ্ব দারিদ্র্য, (b) জাতিপুঞ্জের ভূমিকা, (c) মতাদর্শগত বিরোধ, (d) এর কোনোটিই নয়।
(v) SAARC প্রতিষ্ঠিত হয়েছিল – (a) 1985 সালে, (b) 1995 সালে, (c) 1992 সালে, (d) 1990 সালে।
(vi) ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছিল। - (a) 1999 সালে, (b) 1998 সালে, (c) 1995 সালে, (d) 1997 সালে।
(vii) জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে_ (a) 39নং ধারায়, (b) 99নং ধারায় (c) প্রস্তাবনায়, (d) 111নং ধারায়।
,(viii) “বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা' হল – (a) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, (b) সাধারণ সভা , (c) নিরাপত্তা পরিষদ, (d) অছিপরিষদ।
(ix) নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যসংখ্যা হল - (a) 10, (b) 5, (c) 8, (d) 9।
(x) জাতিপুঞ্জের মহাসচিবের রাজনৈতিক ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে - (a) 39 নং ধারায়, (b) 99 নং ধারায়, (c) 42 নং ধারায়, (d) 88 নং ধারায়।
(xi) মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে প্রতিটি অঙ্গরাজ্য থেকে প্রতিনিধি নির্বাচিত হন – (a) 3 জন, (b) 2 জন, (c) 5 জন, (d) 4 জন।
(xii) আমলাতন্ত্রের প্রধান কাজ হল - (a) সরকারের নীতিসমূহের রূপায়ণ, (b) আইন প্রণয়ন (c) সংবিধানের ব্যাখ্যা, d) এদের সবকটিই ঠিক
(xii) ব্রিটেনের নিয়মতান্ত্রিক শাসক হলেন – (a) প্রধানমন্ত্রী, (b) স্পিকার, (c) রাজা/রানি, (d) লর্ড চ্যান্সেলার।
(xiv) ___________ ধরনের সরকারের ক্ষেত্রে আইনসভার উচ্চকক্ষটি আবশ্যক। -(a) এককেন্দ্রিক, (b) যুক্তরাষ্ট্রীয়, (c) রাষ্ট্রপতিশাসিত, (d) সংসদীয়।
(xv) আইনসভা কর্তৃক বিচারপতিরা নির্বাচিত হন – (a) গ্রেট ব্রিটেনে (b) মার্কিন যুক্তরাষ্ট্রে, (c) ভারতে. (d) সুইটজারল্যান্ডে।
xvi)
মার্কিন রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের_________ প্রধান। – (a) সাংবিধানিক, (b) প্রকৃত (c) সাংবিধানিক ও প্রকৃত, (d) কোনোটিই নয়।
(xvii) ভারতের উপরাষ্ট্রপতি সভাপতিত্ব করেন – (a) লোকসভাতে, (b) রাজ্যসভাতে (c) রাজ্যসভা ও লোকসভা উভয় ক্ষেত্রেই, (d) রাজ্যসভা ও লোকসভা কোনোক্ষেত্রেই নয়।
(xviii) ভারতে কেন্দ্রীয় মন্ত্রীসভার স্বাভাবিক কার্যকালের মেয়াদ হল________ বছর। - (a) 4. (b) 5, (c) 6. (d) 7।
(xix) ভারতের রাজ্যসভার সদস্যসংখ্যা __________ জন। - (a) 250, (b) 260, (c ) 275, (d) 280।
(xx) ভারতের লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হন – (a) রাষ্ট্রপতির দ্বারা, (b) প্রধানমন্ত্রীর দ্বারা, (c) লোকসভার সদস্যদের দ্বারা (d) লোকসভা ও রাজ্যসভার সদস্যদের দ্বারা
(Xxi) পশ্চিমবঙ্গের জেলা পরিষদগুলিতে প্রতিটি ব্লক থেকে কতজন সদস্য জনগণের দ্বারা নির্বাচিত হন। - (a) 2 জন, (b) 3 জন, (c) 4 জন, (d) 5 জন।
(xii) ন্যায় পঞ্চায়েত গঠিত হয়__________ জন সদস্য নিয়ে। – (a) 4, (b) 6. (c) 5. (d) 101।
(xii) পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয় – (a) 1947 সালে, (b) 1973 সালে, (c) 1977 সালে, (d) এর কোনোটিই নয়।
(xxiv) বর্তমানে কলকাতা পৌরনিগমে কাউন্সিলারের সংখ্যা হল ________ জন। - (a) 141, (b) 142 (c) 145, (d) 150।
2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়ঃ 1x16-16
(i) জোটনিরপেক্ষতার মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্কপ্রসূত?
(ii) বর্তমানে জোটনিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করো।
(iii) দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা' বলতে তুমি কী বোঝো? অথবা, 'দাতীত' বলতে কী বোঝো?
((iv) পররাষ্ট্রনীতির সংজ্ঞা দাও।
(v) পররাষ্ট্রনীতির যে-কোনো একটি উদ্দেশ্য লেখো।
অথবা, ভারতের পররাষ্ট্রনীতির যে-কোনো একটি
বৈশিষ্ট্য লেখো।
(vi) SAARC-এর পুরো কথাটি লেখো।
(vii) সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কটি ধারা আছে ?
অথবা, নিরাপত্তা পরিষদের যে-কোনো একটি স্থায়ী সদস্যের
নাম
লেখো।
(viii) সম্মিলিত জাতিপুঞ্জের কটি অঙ্গ আছে?
(ix) সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্রগুলি সাধারণ সভায় কতজন প্রতিনিধি প্রেরণ করতে পারে?
অথবা, আন্তর্জাতিক আদালতের সদস্যসংখ্যা কত?
(x) অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো।
(xi) বিচার বিভাগ কীভাবে মৌলিক অধিকারের রক্ষাকর্তা হিসেবে কাজ করে।
অথবা, একক-পরিচালক ও বহু-পরিচালকবিশিষ্ট শাসকের
মধ্যে একটি পার্থক্য লেখো।
(xii) রাজনৈতিক প্রশাসক বলতে কী বোঝো?
অথবা, সংসদীয় শাসনব্যবস্থায় আইনসভার দ্বারা
শাসন বিভাগকে নিয়ন্ত্রণের একটি উপায় লেখো।
(xiii) ভারতের প্রধানমন্ত্রীর যে-কোনো একটি কাজ উল্লেখ করো।
(xiv) ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের যে-কোনো একটি স্বেচ্ছাধীন ক্ষমতা উল্লেখ করো।
অথবা, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন?
(xv) গ্রাম সভা কাদের নিয়ে গঠিত হয়? অথবা, গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয়?
(vi) পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির একটি আয়ের উৎস উল্লেখ করো।
এই সাজেশন ( HS Political Science Suggestion 2024 | উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৪ ) গুলো উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা 2024 (HS Political Science 2024 / HS Political Science Class 12th / HS Political Science Pariksha 2024 ) এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Banglarshiksa.in এর পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক (দ্বাদশ শ্রেণী) রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (HS Political Science Suggestion 2024 PDF Download / West Bengal Banglar Shiksa - HS Political Science Suggestion 2024 / WB HS Class 12th Political Science Suggestion 2024) দেওয়া হল । আশা করবো এই সাজেশন ছাত্রছাত্রীদের উপকারে লাগবে । ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৪ ( HS Political Science Suggestion 2024 ) / দ্বাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৪ (Class 12th Political Science Suggestion 2024 ) - HS Political Science Suggestion 2024) সফল হবে।
তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই পোস্টটি( উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন২০২৪ || HS Political Science Suggestions 2024 ) সম্পূর্ন দেখার জন্য । আশা করি তোমাদের মূল্যবান সময় দিয়ে এই পোষ্টটি ( উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন২০২৪ || HS Political Science Suggestions 2024 ) পড়ে তোমরা নতুন কিছু শিখতে পেরেছো । যদি তোমাদের অন্য কোনো বিষয়ের কোন রকম Suggestions বা গুরুত্বপূর্ন প্রশ্নের উত্তর এর প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই আমদের Comment করে জানাও । আমরা যত শীঘ্র পারবো তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো । অন্য যে কোন বিষয়ের প্রশ্ন বা Suggestion জানার জন্য আমাদের website www.banglarshiksa.in follow করো ।
No comments