উচ্চ-মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ( Set- 6) ( Higher Secondary ) HS Political Science Suggestion 2024।। মডেল প্রশ্ন
Political Science
SET-6
PART-A (Marks-40)
1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর
দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 8x5=40
(i)
আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে
পার্থক্য আলোচনা করো।
অথবা, বিশ্বায়ন বলতে কী বোঝো? রাষ্ট্রীয় সার্বভৌমত্বের
ওপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো।
(ii) উদারনীতিবাদের
মূল সূত্রগুলি ব্যাখ্যা করো
(iii)
আধুনিক রাষ্ট্রে বিচার বিভাগের ভূমিকা লেখো। বিচার বিভাগের স্বাধীনতার শর্তাবলি বিশ্লেষণ
করো।
অথবা, দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি
দাও।
(iv)
রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা সম্পর্কে আলোচনা করো।
(v)
পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলি আলোচনা করো। অথবা, পশ্চিমবঙ্গ
বিধানসভার গঠন ও কার্যাবলি সংক্ষেপে আলোচনা করো।
PART - B (Marks 40)
1. প্রতিটি প্রশ্নের
বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 1 X24 = 24
(i) অর্থবিল উত্থাপন করা যায়- (a) কেবলমাত্র রাজ্যসভায়,
(b) কেবলমাত্র লোকসভায়, (c) রাজ্যসভা ও লোকসভা উভয়কক্ষে, (d) এর কোনোটিই নয়।
(ii) সংসদের যুগ্ম অধিবেশন আহ্বান করেন- (a) প্রধানমন্ত্রী, (b) আইনমন্ত্রী, (c) সংসদ বিষয়ক
মন্ত্রী, (d) রাষ্ট্রপতি।
(iii) স্বায়ত্তশাসনের লক্ষ্য- (a) কেন্দ্রীকরণ, (b) রাজনীতিকরণ, (c) বিকেন্দ্রীকরণ,
(d) সামাজিকীকরণ।
(iv) ঠান্ডা লড়াইকে 'গরম শাস্তি' বলেছেন – (a) রেমন্ড (b) বার্নেট,
(c) ফ্র্যাঙ্কেল, (d) ফ্রিডম্যান।
(v) 'টুম্যান ডকট্রিন' ঘোষিত হয় - (a) 1945 সালের 2 মার্চ,
(b) 1946 সালের 12 মার্চ, (c) 1947 সালের 12 মার্চ, (d) 1948 সালের 12 মার্চ।
(vi) পশ্চিমবঙ্গে সর্বপ্রথম পঞ্চায়েত আইন প্রণীত হয় – (a) 1952 সালে, (b) 1954 সালে,
(c) 1953 সালে, (d) 1957 সালে।
(vii) পররাষ্ট্রনীতি বলতে একটি রাষ্ট্র বৈদেশিক ব্যাপারে যেসব কার্যকলাপ
সম্পাদন করেছে এবং বৈদেশিক ক্ষেত্রে যা করতে চাইছে, তার সমষ্টিকে বোঝায়। - বলেছেন (a) চার্লস বার্টন,
(b) শ্লেইচার, (c) জোসেফ ফ্র্যাঙ্কেল, (d) হার্টম্যান।
(viii) 'গুজরাল নীতি' (Gujral doctrine)-র প্রবক্তা- (a) মনমোহন সিং, (b) পি ভি নরসিমহা
রাও, (c) বিশ্ব প্রতাপ সিং, (d) ইন্দ্রকুমার গুজরাল।
(ix) ক্যাবিনেটে সভাপতিত্ব করেন – (a) রাজ্যপাল, (b) প্রধানমন্ত্রী,
(c) রাষ্ট্রপতি, (d) সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি।
(x) রাজ্যসভায় সদস্য পদপ্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে- (a) 25 বছর, (b) 34 বছর,
(c) 36 বছর, (d) 30 বছর।
(xi) গ্রাম পঞ্চায়েতের সদস্যগণ পদত্যাগপত্র জমা দেন - (a) মহকুমা শাসককে, (b) প্রধানকে,
(c) ব্লক উন্নয়ন আধিকারিককে, (d) জেলাশাসককে।
(xii) হলটি পররাষ্ট্রনীতির উদ্দেশ্যগুলিকে ভাগ করেছেন – (a) তিনভাগে, (b) চারভাগে,
(c) পাঁচভাগে, (d) দুইভাগে।
(xiii) ভারতীয় বিচারব্যবস্থায় বিরোধ নিষ্পত্তির এক অভিনব প্রতিষ্ঠান
কী ? -
(a) সুপ্রিমকোর্ট, (b) হাইকোর্ট, (c) লোক আদালত, (d) জেলা আদালত।
(xiv) সুপ্রিমকোর্টের বিচারপতিদের পদচ্যুত করা যায় – (a) ইমপিচমেন্ট পদ্ধতিতে,
(b) কোরাম পদ্ধতিতে (c) ভিটো পদ্ধতিতে, (d) কোটা পদ্ধতিতে।
(xv) আন্তর্জাতিক বিচারালয়ের বিচারের এলাকা হল – (a) তিনটি, (b) চারটি, (c) পাঁচটি,
(d) ছয়টি।
(xvi) সর্বমোট কতজন বিচারপতি নিয়ে সুপ্রিমকোর্ট গঠিত হয়? – (a) 7 জন, (b) 13 জন, (c)
25 জন, (d) 31 জন।
(xvii) ভিটো ক্ষমতাহীন সদস্যসংখ্যা নিরাপত্তা পরিষদে কতজন ? - (a] পাঁচ জন, (b) দশ জন,
(c) পনেরো জন, (d) আঠারো জন।
(xviii) মার্শাল পরিকল্পনা ঘোষণা করেন- (a) জর্জ মার্শাল, (b) ট্রুম্যান,
(c) কোফি আন্নান, (d) লিপম্যান ।
(xix) মৌলিক অধিকার জারি করার ক্ষেত্রে সুপ্রিমকোর্ট কতগুলি লেখ জারি করে?
– (a)
তিনটি, (b) চারটি, (c) পাঁচটি, (d) সাতটি।
(xx) বরো কমিটি গঠিত হয়- (a)
10/12 টি ওয়ার্ড নিয়ে, (b) 8/10 টি ওয়ার্ড নিয়ে, (c) 11/12 টি ওয়ার্ড নিয়ে,
(d) 13/14টি ওয়ার্ড নিয়ে।
(xi) সুপ্রিমকোর্টের বিচারপতিগণ নিযুক্ত হন – (a) জনগণ কর্তৃক, (b) রাষ্ট্রপতি
কর্তৃক, (c) পার্লামেন্ট কর্তৃক, (d) প্রধানমন্ত্রী কর্তৃক।
(xii) রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত মামলার মীমাংসার
ক্ষমতা কার আছে? -(a) পার্লামেন্টের, (b) সুপ্রিমকোর্টের,
(c) হাইকোর্টের, (d) বিশেষ আদালতের।
(xii) সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হতে পারে শুধু – (a) সার্বভৌম রাষ্ট্র, (b) ব্যক্তি,
(c) আঞলিক গোষ্ঠী, (d) সেবা প্রতিষ্ঠানসমূহ।
(xxiv) সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হলেন - (a) সভাপতি, (b) আন্তর্জাতিক
বিচারালয়ের প্রধান বিচারপতি, (c) মার্কিন রাষ্ট্রপতি, (d) মহাসচিব।
2. নিম্নলিখিত
প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও (রিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1x16=16
(i) ইয়াল্টা সম্মেলন
কবে অনুষ্ঠিত হয়?
(ii) UNESCO-র কেন্দ্রীয়
কার্যালয় কোথায় অবস্থিত?
অথবা, সাধারণ সভায় কতজন সভাপতি ও কতজন সহসভাপতি থাকে?
(ii) মন্ত্রীসভার
যৌথ দায়িত্বশীলতা কী ?
(iv) নিরাপত্তা
পরিষদের কোন্ কোন্ দেশ ভিটো প্রয়োগ করতে পারে ?
(v)
রাষ্ট্রপতি কখন অর্ডিন্যান্স জারি করতে পারে?
অথবা, রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান
কে?
(vi)
জেলা পরিষদের দুটি আয়ের উৎস লেখো।
অথবা, পৌরসভার কার্যকালের মেয়াদ কত বছর?
(vii) 'আইনের যথাবিহিত
পদ্ধতি' কাকে বলে ?
(viii)
সার্কের দুটি সদস্য রাষ্ট্রের নাম করো।
(ix)
ভারতের পররাষ্ট্রনীতির দুটি বৈশিষ্ট্য লেখো ।
অথবা, সিমলা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
(x) NAM-এর পুরো
কথাটি কী?
(xi)
ভারতের জোটনিরপেক্ষতা কী ধরনের জোটনিরপেক্ষতা?
অথবা, দুটি জোটনিরপেক্ষ রাষ্ট্রের নাম করো।
(xii)
পডাম সম্মেলনে যোগদানকারী যে-কোনো দুজন নেতার নাম লেখো।
(xii)
‘বন্দি প্রত্যক্ষীকরণ' লেখ জারির প্রশ্নে সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের মধ্যে পার্থক্য
কী?
অথবা, সুপ্রিমকোর্ট ও
হাইকোর্টের বিচারপতিদের বেতন কোথা থেকে দেওয়া হয়?
(xiv) বিশ্বের প্রথম
আন্তর্জাতিক সংগঠন কী ?
(xv) গ্রামীণ স্বায়ত্তশাসন
ব্যবস্থার সর্বোচ্চ ও সর্বনিম্ন ধাপ কী?
অথবা, গ্রাম সভা কাকে
বলে ?
(xvi) পুবে তাকাও
নীতির রূপকার কে?
অথবা, সার্কের প্রধান
উদ্দেশ্য কী?
------------------ 🌸-------------------
------------------ 🌸-------------------
এই সাজেশন ( HS Political Science Suggestion 2024 | উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৪ ) গুলো উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা 2024 (HS Political Science 2024 / HS Political Science Class 12th / HS Political Science Pariksha 2024 ) এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Banglarshiksa.in এর পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক (দ্বাদশ শ্রেণী) রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (HS Political Science Suggestion 2024 PDF Download / West Bengal Banglar Shiksa - HS Political Science Suggestion 2024 / WB HS Class 12th Political Science Suggestion 2024) দেওয়া হল । আশা করবো এই সাজেশন ছাত্রছাত্রীদের উপকারে লাগবে । ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৪ ( HS Political Science Suggestion 2024 ) / দ্বাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৪ (Class 12th Political Science Suggestion 2024 ) - HS Political Science Suggestion 2024) সফল হবে।
তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই পোস্টটি( উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন২০২৪ || HS Political Science Suggestions 2024 ) সম্পূর্ন দেখার জন্য । আশা করি তোমাদের মূল্যবান সময় দিয়ে এই পোষ্টটি ( উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন২০২৪ || HS Political Science Suggestions 2024 ) পড়ে তোমরা নতুন কিছু শিখতে পেরেছো । যদি তোমাদের অন্য কোনো বিষয়ের কোন রকম Suggestions বা গুরুত্বপূর্ন প্রশ্নের উত্তর এর প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই আমদের Comment করে জানাও । আমরা যত শীঘ্র পারবো তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো । অন্য যে কোন বিষয়ের প্রশ্ন বা Suggestion জানার জন্য আমাদের website www.banglarshiksa.in follow করো ।
No comments