Madhyamik Life Science ||মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ || Madhyamik Suggestions ২০২১ || মাধ্যমিক সাজেশন ২০২১
মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ
জীব জগতের নিয়ন্ত্রণ ও সারাপ্রদান
পরীক্ষার শুরুর জন্য Start Mock Test Clcik করুন
প্রত্যেক প্রশ্নের জন্য সময় 15 সেকেন্ড সময় পাওয়া যাবে
Quiz Result
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Percentage:
কিছু গুরুত্বপূর্ন প্রশ্ন ও তার উত্তর
বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর : (মান - 1)
1. উদ্ভিদের মূলের চলন সাধারণত কোন দিকে হয় ?
a.
আলোর দিকে b. অভিকর্ষের অনুকুলে c. অভিকর্ষের প্রতিকুলে d. জলের প্রতিকূলে
ans.[b] অভিকর্ষে অনুকুলে হয়
2. উদ্ভিদের কোন অঙ্গের চলন জলের অনুকূলে ঘটে ?
a.
কাণ্ড b. মূল c. পাতা d.
আকর্ষ
ans.[b] মূল
3. উত্তেজনায় জীবের সাড়া দেওয়ার ধর্মকে বলে
a.
উদ্দীপনা b. সংবেদনশীলতা c. উত্তেজিতা d. সহনশীলতা
ans.[c] উত্তেজিতা
4. সূর্যমুখী ফুল আলোকের তীব্রতায় ফোটে, এটি কী প্রকারের চলন ?
a.
ফোটোট্রপিক b. ফোটোন্যাস্টিক c. থার্মোন্যাস্টিক d. নিকটিন্যাস্টিক
ans.[b] ফোটোন্যাস্টিক
5. নীচের কোনটি মাছের জোড় পাখনা ?
a.
পৃষ্ঠ পাখনা b. পায়ু পাখনা c. বক্ষ পাখনা d. পুচ্ছ পাখনা
ans.[c] বক্ষ পাখনা
6. মাছকে জলে ডুবাতে ও ভাসাতে সাহায্য করে কোন অঙ্গ ?
a.
পেশি b. পাখনা c. পটকা d.
লঘুমস্তিস্ক
ans.[c] পটকা
7. পায়রার ডানায় বড়ো পালকের (রেমিজেস) সংখ্যা কটি ?
a.
23 টি b. 12 টি c. 10 টি
d. 22 টি
ans.[a] 23টি
8. প্যারামিসিয়ামের গমন অঙ্গ হল
a.
ক্ষণপদ b. সিলিয়া c. ফ্লাজেলা
d. কর্ষিকা
ans.[b] সিলিয়া
9. জীবের স্বেচ্ছায় স্থান পরিবর্তন করাকে বলে
a.
চলন b. সঞ্চালন c. গমন d.
চলন ও গমন।
ans.[c] গমন
10. সিলিয়ারি গতি দেখা যায়
a.
প্যারামিসিয়ামে b. অ্যামিবায় c. ইউগ্লিনাতে d. কেঁচোতে
ans.[a]প্যারামিসিয়ামে
11. মায়োটোম পেশি গমনে সাহায্য করে কোন্ প্রাণীটিতে ?
a.
ব্যাং b. সাপ c. কেঁচো d.
মাছ
ans.[d] মাছ
12. বল ও সকেট সন্ধির উদাহরণ হল
a.
হাঁটু সন্ধি b. কনুই সন্ধি c. ঊরু সন্ধি d. করোটির অস্থি সন্ধি
ans.[c] ঊরুসন্ধি
13. হাতের বাইসেপস পেশি হল
a.
ফ্লেক্সর পেশি b. এক্সটেনসর পেশি c. অ্যাবডাক্টর পেশি d. অ্যাডাক্টর পেশি
ans.[a] ফ্লেক্সর পেশি
14. কোনটি রোটেটর পেশি ?
a.
পাইরিফরমিস পেশি b. ফ্রেক্সর পেশি c. ডেলটয়েড পেশি d. মায়োটোম পেশি
ans.[a] পাইরিফরমিস পেশি
15. উদ্ভিদ হরমোনের প্রধান কাজ হল
a. কোশে কোশে রাসায়নিক সমন্বয় সাধন করা b. কাণ্ডের বৃদ্ধি ঘটানো
c.
মূলের বৃদ্ধি ঘটানো d. ফলের বিকাশ ঘটানো
ans.[a] কোশে কোশে রাসায়নিক সমন্বয় সাধন করা
16. ফুল ফোটাতে সাহায্য করে কোন প্রকল্পিত হরমোন ?
a.
ইথিলিন b. ফ্লোরিজেন c. কাইনিন
d. অক্সিন
ans.[b] ফ্লোরিজেন
17. উদ্ভিদের কোন অঙ্গ কম ঘনত্বের অক্সিনে অনুভূতিশীল ?
a.
মূল b. পাতা c.কাণ্ড d.ফল
ans.[b] মূল
18. উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় কোন হরমোন ?
a.
কাইনিন b. অক্সিন c. জিব্বেরেলিন
d. ইথিলিন
ans.[c] জিব্বেরেলিন
19. মাতৃদুগ্ধ ক্ষরণে সহায়তা করে কোন্ হরমোন ?
a.
LTH b.STH c. ACTH d. GTH
ans.[a] LTH
20. তারারন্ধ্রকে বিস্ফারিত করে কোন হরমোন ?
a.
অ্যাড্রিনালিন b. নন-অ্যাড্রিনালিন c. ইনসুলিন d. থাইরক্সিন
ans.[a] অ্যাড্রিনালিন
21. স্ত্রীলোকদের স্তনগ্রন্দ্বির বিকাশ ঘটায় কোন হৱমোন ?
a.
STH b. থাইরক্সিন c. ইস্ট্রোজেন d. প্রোজেস্টেরন
ans.[d] প্রোজেস্টেরন
22. উদ্ভিদের জরা রোগ এবং ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিহত করে কোন্ হরমোন ?
a.
সাইটোকাইনিন b. জিব্বেরেলিন c. কৃত্রিম অক্সিন d. কৃত্রিম জিব্বেরেলিন
ans.[a] সাইটোকাইনিন
23. পত্রমোচন বিলম্বিত করে কোন্ হরমোন ?
a.
অক্সিন b. জিব্বেরেলিন c. কাইনিন d. ইথিলিন
ans.[c] কাইনিন
24. গলগণ্ড বা গয়টার রোগ হয় কোন হরমোনের অধিক ক্ষরণে ?
a.
STH b. TSH c. থাইরক্সিন d. অ্যাড্রিনালিন
ans.[b] TSH
25.নীচের কোনটি নিউরোট্রান্সমিটার নয় ?
a.
অ্যাড্রিনালিন b. নন-অ্যাড্রিনালিন c. অ্যাসিটাইলকোলিন d. STH
ans.[d] STH
26. একটি স্টেরয়েডধর্মী হরমোন হল
a.
থাইরক্সিন b. ইনসুলিন c. টেস্টোস্টেরন d. অ্যাড্যিনালিন
ans.[c] টেস্টোস্টেরন
27. কোন গ্রন্থিকে মাস্টার গ্র্যান্ড বা প্রভুগ্রন্থি বলে ?
a.অগ্ন্যাশয় b. থাইরয়েড c. পিটুইটারি
d. পিনিয়াল বডি
ans.[c] পিটুইটারি
28. নিম্নলিখিত কোন হরমোন কম নিঃসৃত হলে ডায়বেটিস ইনসিপিডাস রোগ হয় ?
a.
ACTH b.STH c. ADH d. GTH
ans.[c] ADH
29. যে নিউরোন দিয়ে গ্রাহক থেকে উদ্দীপনা কেন্দ্রে যায় তাকে কী বলে ?
a.সংজ্ঞাবহ নিউরোন b.আজ্ঞাবহ নিউরোন
c.সহযোগী নিউরোন d.কোনোটিই ঠিক নয়
ans.[a] সংজ্ঞাবহ নিউরোন
27. স্নায়ুকোশের কোন অংশকে নিউরোসাইটন বলে ?
a.অ্যাক্সনকে b.ডেনড্রনকে c.কোশদেহকে
d.সমগ্র স্নায়ুকোশকে
ans.[c] কোশদেহকে
28. একটি আজ্ঞাবহ স্নায়ুর নাম হল
a.অপটিক b.অকিউলোমোটর c.ভেগাস d.অলফ্যাক্টরি
ans.[b] অকিউলোমোটর
29. আমাদের হাসি-কান্না, ক্ষুধা-তৃষ্ণা ইত্যাদি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন্ অংশ ?
a.থ্যালামাস b.হাইপোথ্যালামাস c.গুরুমস্তিষ্ক
d.লঘুমস্তিষ্ক
ans.[b] হাইপোথ্যালামাস
30. দূরের বস্তু দেখার সময় লেন্স
a.মোটা হয় b.পুরু হয় c.পাতলা
হয় d.কোনোটিই ঠিক নয়
ans.[c] পাতলা হয়
31.মানুষের দৃষ্টি হল
a.একনেত্র b.দ্বিনেত্র c.উভয় d.
কোনোটিই নয়
ans.[b] দ্বিনেত্র
32. ব্যাং এর দৃষ্টি হল
a.একনেত্র b.দ্বিনেত্র c.উভয় d.কোনোটিই নয়
ans.[a] একনেত্র
33. অর্জিত প্রতিবর্তের ব্যাখ্যা দিয়েছেন কোন্ বিজ্ঞানী ?
a.স্যার নিউটন b.আইভ্যান প্যাভলভ c. ড.খোরানা d.জগদীশ চন্দ্র বোস
ans.[b] আইভ্যান প্যাভলভ
34. ক্রোধ ও লজ্জা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ ?
a.
লঘুমস্তিষ্ক b.গুরুমস্তিষ্ক c.থ্যালামাস d.হাইপোথ্যালামাস
ans.[c] থ্যালামাস
35. লোভনীয় খাদ্যের দর্শনে লালা ক্ষরণ হয়, এটি নিয়ন্ত্রণ করে
a.গুরুমস্তিষ্ক b.লঘুমস্তিষ্ক c.সুষুম্নাশীর্ষক
d.সুষুম্নাকাণ্ড
ans.[d] সুষুম্নাকাণ্ড
36. নিউরোসিলের মধ্যে যে তরল থাকে তাকে বলে
a.হিমোলিম্ফ b.লসিকা c.সেরিব্রোস্পাইনাল
তরল d.নিউরোহিউমর
ans.[c] সেরিব্রোস্পাইনাল তরল
37. চক্ষুর বাইরের দিকের স্বচ্ছ স্তরটি হল
a.স্ক্লেরা b.কোরয়েড c.রেটিনা d.কর্নিয়া
ans.[a] স্ক্লেরা
38. একটি লোকাল হরমোন হল
a.
থাইরক্সিন b. অ্যাড্রিনালিন c. টেস্টোস্টেরন d. ইনসুলিন
ans.[c] টেস্টোস্টেরন
39. ফ্ল্যাজেলা কোন প্রাণীর গমন অঙ্গ ?
a.
আরশোলা b. মাছ c. ইউগ্লিনা
d. প্যারামিসিয়াম
ans.[c] ইউগ্লিনা
40. মানুষের অক্ষিগোলকের যে অংশটি আলোকসুবেদী
a.
কোরয়েড b. ক্লেরা c. কর্নিয়া
d. রেটিনা
ans.[d] রেটিনা
No comments