Header Ads

Header ADS

Physical science || ভৌত বিজ্ঞান ও পরিবেশ ||অধ্যায় - ১ ( পরিবেশের জন্য ভাবনা ) || Madhymik Suggestion 2021

Physical science || ভৌত বিজ্ঞান ও পরিবেশ  ||অধ্যায় - ১  ( পরিবেশের জন্য ভাবনা   ) || Madhymik Suggestion 2021 //  মাধ্যমিক পরীক্ষা ২০২১ // মাধ্যমিক সাজেশন ২০২১ //Physical Science Suggestion // মাধ্যমিক ভৌত বিজ্ঞান // Madhyamik Physical Science   বর্তমানে আমরা সবাই


ভৌত বিজ্ঞান 

অধ্যায় - ১ ( পরিবেশের জন্য ভাবনা ) 

Madhymik Suggestion 2021 //  মাধ্যমিক পরীক্ষা ২০২১ // মাধ্যমিক সাজেশন ২০২১ //Physical Science Suggestion // মাধ্যমিক ভৌত বিজ্ঞান // Madhyamik Physical Science 

বর্তমানে আমরা সবাই বিজ্ঞানের যুগে বসবাস করছি। বিজ্ঞান ও প্রযুক্তির ছোঁয়ায় আমরা এখন সবাই আধুনিক হয়েছি , আমাদের দেশের সমস্ত বিষয় ধিরে ধিরে ডিজিটাল হচ্ছে । ব্যাঙ্কিং ব্যবস্থা , যোগাযোগ ব্যবস্থা , চিকিৎসা ব্যবস্থা , ব্যবসা বানিজ্য সবই । পিছিয়ে নেই শিক্ষা ব্যবস্থাও । যুগের সঙ্গে তাল মিলিয়ে সেই পূরনো শিক্ষা ব্যবস্থাও এখন নিজেকে সম্পূর্ন ভাবে সজিয়েছে ডিজিটাল ভাবে । সরকারের বিভিন্ন শিক্ষা পোর্টালের মাধ্যমে  চলছে ডিজিটাল পড়াশোনা । 

তাই  আমাদের নবীন শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আমরাও এই প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থাকে আরো বেশি সমৃদ্ধ করার জন্য চেষ্টা করছি । 

এখানে Online এর মাধ্যমে মাধ্যমিক / উচ্চ-মাধ্যমিক / স্নাতক (সাধারন ) স্তরের সমস্ত বিষয়ের জরুরী Note  ও সেই সঙ্গে নিজের অগ্রগতি পরীক্ষা করার জন্য প্রতি অধ্যায়ের শেষে , Online  পরীক্ষার ব্যাবস্থাও থাকবে । 

যার সাহায্যে শিক্ষার্থী  নিজের অগ্রগতি নিজেই যাচাই করতে পারবে । 


বিষয় - ভৌত বিজ্ঞান 

Subject - Physical Science

অধ্যায় - ১ ( পরিবেশের জন্য ভাবনা ) 

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নত্তর 

Online Practice এর জন্য এখানে Click করো


MCQ type প্রশ্ন ( মান - ১ )


মিথেন হাইড্রেট থেকে পাওয়া যায়
a. হাইড্রোজেন গ্যাস 
b. মিথেন গ্যাস 
c. বায়োগ্যাস 
d. অ্যাসিটিলিন গ্যাস   
                               
Ans.[b] মিথেন গ্যাস

2. বায়ুর প্রধান গ্যাসীয় উপাদান হল

a. নাইট্রোজেন ও হাইড্রোজেন
 b. অক্সিজেন ও হাইড্রোজেন
c. নাইট্রোজেন ও অক্সিজেন 
d. অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড
                          
Ans.[c] নাইট্রোজেন ও অক্সিজেন

3. বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়

a. ট্রপোস্ফিয়ার 
b. স্ট্রাটোস্ফিয়ার 
c. মেসোস্ফিয়ার 
d. থার্মোস্ফিয়ার      
                              
Ans.[d] থার্মোস্ফিয়ার

4. প্রধান গ্রিনহাউস গ্যাসটি হল

a. মিথেন
 b. কার্বন ডাইঅক্সাইড
c. নাইট্রাস অক্সাইড 
d. ক্লোরোফ্লুরো কার্বন  
                                                           
Ans.[b] কার্বন ডাইঅক্সাইড

5. একটি অপ্রচলিত শক্তির উৎস হল

a. কেরোসিন 
b. বায়োগ্যাস 
c. ডিজেল 
d. পেট্রোল    
                                                            
Ans.[b] বায়োগ্যাস

6. কোনটি জীবাশ্ম জ্বালানি নয়

a. কয়লা 
b. ডিজেল
 c. সৌরশক্তি 
d. পেট্রোল   
                                                                   
Ans.[c] সৌরশক্তি

7. প্রতি কিলোমিটার ওপরে উঠলে বায়ুর উষ্ণতা কমে প্রায়

a. 5°C করে
 b. 5.5°C করে
 c. 6°C করে 
d. 6.5°C করে 
                                                 
Ans.[d] 6.5°C করে

8. সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে

a. ট্রপোস্ফিয়ার
 b. থার্মোস্ফিয়ার 
c. ওজোনস্ফিয়ার 
d. ম্যাগনেটোস্ফিয়ার 
                            
Ans.[c] ওজোনস্ফিয়ার

 

শূন্যস্থান পূরণ করো:                                                                                                       (মান - 1)

1. ওজোন গ্যাসের সংকেত ________।                                                                           
Ans.[O3]

2. বায়ুর জলীয় বাষ্পের উৎস বিভিন্ন________।                                                            
Ans.[জলাশয়]

3. বায়ুমণ্ডলের________স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়।                                      
Ans.[আয়নোস্ফিয়ার]

4. রাতের বেলায়________বায়ু প্রবাহিত হয় ।                                                                
Ans.[স্থল]

5. অক্সিজেনের অণু অতিবেগুনি রশ্মির________কণার দ্বারা বিয়োজিত হয়।                      
Ans.[ফোটোন]

6. রেফ্রিজারেটারে________জৈব দ্রাবক রূপে ব্যবহৃত হয়।                                            
Ans.[ক্লোরোফ্লুরোকার্বন]

7. অতিবেগুনি রশ্মির প্রভাবে মানুষের________ক্যানসার হয়।                                         
Ans.[ত্বক] 

8. বায়ুশক্তিকে কাজে লাগিয়ে বায়ুকলে________উৎপাদন করা হয়।                                   
Ans.[বিদ্যুৎ]

9. বায়োগ্যাস রান্নার কাজে গ্যাসীয়________রূপে ব্যবহৃত হয়।                                         
Ans.[জ্বালানি]

10. সূর্য থেকে তাপ________পদ্ধতিতে পৃথিবীতে আসে।                                                   
Ans.[বিকিরণ]

11. জোয়ারভাটার সময় জলস্রোতকে কাজে লাগিয়ে ________উৎপন্ন করা হয়।                   
Ans.[বিদ্যুৎ]

          

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:                                                                   (মান - 1)

1. কলকাতা ও দার্জিলিংয়ের মধ্যে কোন জায়গায় উষ্ণতা অপেক্ষাকৃত কম?

Ans. কলকাতা অপেক্ষা দাৰ্জিলিংয়ের উষ্ণতা কম।

2. বায়ুমণ্ডলের প্রধান উপাদান কী কী?

Ans. অক্সিজেন ও নাইট্রোজেন।

3. বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলে?

Ans. স্ট্রাটোস্ফিয়ারকে।

4.  ওজনস্ফিয়ারের প্রধান কাজ কী?

Ans. সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করা।

5. বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?

Ans. আয়নোস্ফিয়ার স্তর থেকে।

6.  গোবর গ্যাস বা বায়োগ্যাসের উপাদান কী?

Ans. মিথেন (60%) এবং কার্বন ডাই অক্সাইড (40%)।

7. সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে?

Ans. বিকিরণ পদ্ধতিতে।

8. কলকাতা ও দার্জিলিংয়ের মধ্যে কোন জায়গাতে বায়ুর চাপ কম হয়?

Ans. দার্জিলিংয়ে।

 

9. সমুদ্র বায়ু কখন প্রবাহিত হয়?

Ans. দিনের বেলায়।

10. ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল কেন বলা হয়?

Ans. মেঘ, ঝড়, বৃষ্টি প্রভৃতি আবহাওয়াগত বায়বীয় গোলযোগ এই স্তরে ঘটে বলে ক্ষুদ্ধমণ্ডল বলা হয়।

11. বায়ুমণ্ডলের গ্রিন হাউস গ্যাস হ্রাস করার একটি উপায় উল্লেখ করো।

Ans. বনভূমি সংরক্ষণ ও নতুন বনভূমি সৃষ্টি।

12. স্থলবায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়?

Ans. স্থলভাগ থেকে সমুদ্রের দিকে।

13. নাইট্রোজেন ঘটিত একটি যৌগের নাম লেখো যা ওজোন স্তর ধ্বংসে সহায়তা করে?

Ans. নাইট্রোজেন ডাইঅক্সাইড।

14. ক্লোরোফ্লুরোকার্বনের একটি গুরুত্বপূর্ণ ব্যবহার উল্লেখ করো।

Ans. জৈব দ্রাবকরূপে রেফ্রিজারেটর ও বাতানুকূল যন্ত্রে ব্যবহার করা হয়।

15. ওজোন স্তরের প্রধান ভূমিকা কী?

Ans. সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করা।

16. একটি প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম লেখো।

Ans. কার্বন ডাই অক্সাইড।

17. প্রাকৃতিক গ্যাসের উপাদান কী?

Ans. মিথেন (প্রধান), ইথেন ও প্রোপেন।

18. কোন জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি?

Ans. পেট্রোল।

19.জীবাশ্ম জ্বালানির দহনে উৎপন্ন হয় এমন দুটি বায়ু দূষক গ্যাসের নাম

Ans. কার্বন ডাইঅক্সাইড ও কার্বন মনোক্সাইড।

20. সৌরকোশ কী কাজে ব্যবহৃত হয়?

Ans. সূর্যের আলোকশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করতে ব্যবহার করা হয়।

21. সোলার হিটারের একটি ব্যবহার উল্লেখ করো।

Ans. জল গরম করতে সোলার হিটার ব্যবহার করা হয় ।

22. দুটি অপুনর্ভব শক্তি উৎসের নাম লেখো।

Ans. সৌরশক্তি, বায়ুশক্তি।

23. LPG-এর পুরো কথাটি কী?

Ans. লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস (Liquified Petroleum Gas)।

24. CFC-এর পুরো কথাটি কী?

Ans. ক্লোরোফ্লুরো কার্বন।                                            

 



বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক  বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET  প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় । 

তাই এই সবের কথা মাথায় রেখে আমরা  বাংলার শিক্ষা  e-Portal  এর সাহায্যে   সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে  Online Exam   Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো । 

এখানে মাধ্যমিকের মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ  , উচ্চ-মাধ্যমিক এর   ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর  ) বাংলা  , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত ,  ইতিহাস ,  , স্নাতক ( জেনারেল )  কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education ,  প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online  পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে । 

madhyamik physical science suggestion 2021 pdf // madhyamik physical science book pdf // madhyamik physical science question paper 2020 // madhyamik physical science question paper 2020 pdf// madhyamik physical science suggestion 2020//madhyamik physical science question paper 2020 pdf download // madhyamik physical science question paper 2020 in english // madhyamik physical science question 2020 pdf

No comments

Featured Post

Semester 2 History Suggestions - Questions Set-1 -স্নাতক ইতিহাস || History General Semester 2 - || History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System

   History  Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System  History   Suggestions( BA General )  with Answer  Semester...

Powered by Blogger.