Header Ads

Header ADS

ENVIRONMENTAL Studies online exam || CU Online Examination || EVS Under CBCS ||

  ENVIRONMENTAL Studies online exam || CU Online Examination || EVS Under CBCS || 

পরিবেশ বিদ্যা


ENVIRONMENTAL Studies online exam || CU Online Examination || EVS Under CBCS ||


Online পরীক্ষা দেওয়ার জন্য এখানে ক্লিক করুন >> 👉👉👉  Online Exam 

https://forms.gle/eVNf8MJT723hY4uv8


EVS Part - (3)

Environmental Science

1.     নিম্ন লিখিত  কোনটি গ্রীন হাঊস গ্যাস নয় ?

a)     মিথেন

b)    কার্বন ডাই অক্সাইড ।

c)    নাইট্রোজেন ।

d)    নাইট্রাস অক্সাইড ।

উঃ- c)  নাইট্রোজেন

 

2.     ‘চিপকো আন্দোলন’ শুরু করেছিলেন কে ?

A.     মেধা পাটেকর ।

B.    সুন্দরলাল বহুগুনা  

C.    কীরণ বেদী ।

D.   মহশ্বেতা দেবী

উঃ- B.সুন্দরলাল বহুগুনা 

 

3.    ভোপাল গ্যাস দূর্ঘটনার জন্য দায়ী গ্যাসটি কী ?

a)    মিথেন

b)    মিথাইল আইসোসায়ানেট ।

c)    ফসজেন ।

d)    নাইট্রাস অক্সাইড ।

উঃ- b)মিথাইল আইসোসায়ানেট ।

 

4.    ভারতের কোন অরন্যে সিংহ পাওয়া যায়  ?

A.    কাজিরাঙ্গা অরণ্যে

B.    সুন্দর বন

C.    জলদা পাড়া অরণ্যে ।

D.   গির অরণ্যে  ।

উঃ- D. গির অরণ্যে  ।

 

5.    কাকে কোষের শক্তি ঘর বলা হয়   ?

a)    মাইট্রোকনড্রিয়াকে

b)    নিউক্লিয়াসকে

c)    লাইসোজোম কে ।

d)    সেন্ট্রোজোম  ।

উঃ- a)  মাইট্রোকনড্রিয়াকে

 

6.    ডেঙ্গু রোগের বাহক হল  ?

a)    স্ত্রী অ্যানোফিলিস মশা

b)    গৃহ মাছি

c)    এডিস মশা

d)    কিউলেক্স মশা

উঃ- c)  এডিস মশা

7.    CNG এর সম্পূর্ন নাম কী   ?

a)     Common Natural Gas

b)    Compressed Natural Gas

c)    Certified National Gas

d)    Complex Neutralized Gas 

উঃ- b)   Compressed Natural Gas

 

8.    ‘সবুজ বিপ্লব’ – নীচের কোনটির সঙ্গে যুক্ত  ?

a)    কৃষি

b)    রেশম চাষ

c)    মৎস চাষ

d)    মৌ-পালন

উঃ- a) কৃষি

 

9.    ‘পরিবেশ দিবস পালিত হয় নিচের কোন দিনটিতে ?

A.    ৭ ই এপ্রিল

B.    ৫ ই জুন

C.    ১১ ই ডিসেম্বর

D.   ৫ ই জুলাই

উঃ- B. ৫ ই জুন

 

10. ‘ভার্মি কম্পোস্ট তৈরী হয় কীসের সাহায্যে ?

a)    পিঁপড়ে

b)    মৌমাছি

c)    মাছি

d)    কেঁচো

উঃ- d)  কেঁচো

 

11. ‘আর্টেজীয় কূপের সঙ্গে সম্পর্কিত কোনটি ?

a)    বৃষ্টির জল

b)    ভূ-গর্ভস্থ জল

c)    নদীর জল

d)    সমুদ্রের জল

উঃ- b)  ভূ-গর্ভস্থ জল

12. ভারতবর্ষে হটস্পটের সংখ্যা কটি  ?

a)    চারটি

b)    পাঁচ টি

c)    ছয়টি

d)    সাতটি

উঃ- a) চারটি

 

13. বৃহত্তম ওজোন হোল যে মহাদেশের উপর হয়েছে  -

a)    আফ্রিকা

b)    আমেরিকা

c)    এশিয়া

d)    আন্টার্টিকা

উঃ- d)  আন্টার্টিকা

 

14. ফুলের পরাগরেনু নিম্নলিখিত কোনটির কারন  -

a)    টাইফয়েড

b)    ম্যলেরিয়া

c)    অ্যালার্জী

d)    যক্ষ্মা

উঃ- c)  অ্যালার্জী

 

15. বায়ু মন্ডলের অধিকাংশ বাতাস যে অঞ্চলে থাকে তা হল-

a.    ট্রপোস্ফিয়ার

b.    স্ট্যাটোস্ফিয়ার

c.     মেসোস্ফিয়ার

d.    থার্মোস্ফিয়ার

উঃ- e) ট্রপোস্ফিয়ার

 

16. সুন্দরবনে প্রচুর পরিমানে পাওয়া যায় -

a.    জেরোফাইট

b.    জিরাফ

c.     ম্যানগ্রোভ

d.    ঘাস 

উঃ- c. ম্যানগ্রোভ

 

17. নীচের মধ্যে কোনটি অচিরাচরিত শক্তির উৎস  -

a.    নিউক্লীয় শক্তি

b.    বায়ুশক্তি

c.     জীবাশ্ম জ্বালানী 

d.    কোনোটি নয়

উঃ- b. বায়ুশক্তি

 

18. “ অরন্যের অধিকার” বইটি লিখেছেন   -

a.    বিভূতিভূষন বন্দ্যোপাধ্যয়

b.    সুনীল গঙ্গোপাধ্যয়

c.     সুকুমার রায়

d.    মহাশ্বেতা দেবী

উঃ-  d. মহাশ্বেতা দেবী

 

19. “ ত্বকের ক্যানসার সৃষ্টির প্রধান কারন হল    -

a)    গ্রীনহাউস এফেক্ট

b)    U-V  রশ্মি  

c)    অ্যাসিড বৃষ্টি  

d)    উপরের কোনোটিই নয়

উঃ-  b)      U-V  রশ্মি 

 

20. “ ওজোন ছিদ্র প্রতিকার সংক্রান্ত আলোচনা চক্রটি হল     -

a.    মন্ট্রিল প্রোটোকল

b.    স্টকহোম সন্মেলন

c.     বসুন্ধরা সন্মেলন

d.    টরেন্টো ওয়ার্ল্ড সন্মেলন  

উঃ-  a. মন্ট্রিল প্রোটোকল


Try it Yourself 


বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক  বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET  প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় । 

তাই এই সবের কথা মাথায় রেখে আমরা  বাংলার শিক্ষা  e-Portal  এর সাহায্যে   সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে  Online Exam   Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো । 

এখানে মাধ্যমিকের মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ  , উচ্চ-মাধ্যমিক এর   ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর  ) বাংলা  , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত ,  ইতিহাস ,  , স্নাতক ( জেনারেল )  কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education ,  প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online  পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে । 

Calcutta University  Under CBCS ( system ) , Compulsory  ENVS . 

 

No comments

Featured Post

Semester 2 History Suggestions - Questions Set-1 -স্নাতক ইতিহাস || History General Semester 2 - || History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System

   History  Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System  History   Suggestions( BA General )  with Answer  Semester...

Powered by Blogger.