Header Ads

Header ADS

ENVIRONMENTAL Studies online exam || CU Online Examination || EVS Under CBCS ||

   ENVIRONMENTAL Studies online exam || CU Online Examination || EVS Under CBCS || 

পরিবেশ বিদ্যা

ENVIRONMENTAL Studies online exam || CU Online Examination || EVS Under CBCS ||    পরিবেশ বিদ্যা    ENVIRONMENTAL Studies online exam || CU Online Examination || EVS Under CBCS ||   Online পরীক্ষা দেওয়ার জন্য এখানে ক্লিক করুন >> 👉👉👉  Online Exam  https://forms.gle/eVNf8MJT723hY4uv8  EVS Part - (3)


Online পরীক্ষা দেওয়ার জন্য এখানে ক্লিক করুন >> 👉👉👉  Online Exam https://forms.gle/eVNf8MJT723hY4uv8

EVS Part - (4)

Environmental Science

A Sample Questions set

Set -4

1.    পেট্রোল গাড়ি থেকে সর্বপেক্ষা গুরুত্বপূর্ন  বায়ু দূষক গ্যাসটি হল – 

উঃ ) – কার্বন মনো অক্সাইড

2.    মরুভুমিতে জন্মানো উদ্ভিদদের বলে -        

  উঃ ) জেরোফাইট

3.    একটি প্রজাতি কোনো নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ থাকলে তাকে বলে –  

উঃ ) এনডেমিক

4.    জলে উপস্থিত যে দূষকের জন্য ব্লু-বেবি সিনড্রোম দেখা যায় সেটি হল-  

উঃ )নাইট্রেট ।

5.    একটি নবীকর যোগ্য শক্তি হল –        

উঃ ) সৌর শক্তি , বায়ু শক্তি

6.    নাইট্রোজেন আবদ্ধ কারী ব্যকটেরিয়া হলও- 

উঃ ) রাইজোবিয়াম ।

7.    পরিবেশের সমস্যা মোকাবিলা করার জন্য পশ্চিমবঙ্গের হাইকোর্টের কোনটি কাজ করে ?           

  উঃ ) গ্রীন বেঞ্চ ।

8.    কোনো স্থানের উপরিভাগের লেখাচিত্রের বর্ননাকে বলা হয় -         

  উঃ ) টোপোসিল ।

9.    চেরনোবিল কোন দূষনের সঙ্গে সম্পর্কিত ?

উঃ ) তেজস্ক্রিয় দূষন ।

10. ফ্লাই অ্যাশ কোথা থেকে সৃষ্টি হয়  ?    

উঃ ) থার্মাল পাওয়ার প্লান্ট ।

11. B.O.D  মাপা হয় কীসের নমুনার ক্ষেত্রে ?     

উঃ ) জলের ।

12. ভারতের কোন রাজ্যের জন ঘনত্ব  সর্বাধিক ?     

      উঃ ) বিহার ।

13. কবে ভারতে পরিবেশ সংরক্ষন আইন চালু হয় ?       

উঃ ) ১৯৮৬ সালে ।

14. অরন্য সঙ্ক্রান্ত বিভুতিভূষন বন্দ্যোপাধ্যয়ের  লেখা বইটির নাম কী ?             

উঃ ) আরন্যক ।

15. মার্শ গ্যাস পাওয়া যায় সাধারনত কথা থেকে ?           

উঃ ) জলাভুমি থেকে ।

16. ‘রামসার’ কথাটি কীসের সঙ্গে সম্পর্কিত ?    

উঃ ) জলাভুমি ।

17. মুক্তভাবে ভাসমান আনবিক্ষনীক জীবদের কী বলা হয় ?     

উঃ ) প্লাঙ্কটন ।

18. মোটর গাড়ি থেকে নির্গত ধাতব বায়ু দূষক কোনটি ?           

উঃ ) সীসা ।

19. সেলিম আলি কী জন্য বিখ্যাত ?         

উঃ ) পক্ষী বিশারদ হিসাবে ।

20. ট্রপোস্ফিয়ারের ভূপৃষ্ঠ থেকে উচ্চতা কত ?    

উঃ ) ০-১৫ কিমি ।

21. গাছকে জড়িয়ে ধরে যে পরিবেশ আন্দলন হয়েছিলো তার নাম কী ?          

উঃ ) চিপকো আন্দোলন ।

22. কোন যন্ত্রের সাহায্যে বাতাসের আদ্রতা মাপা হয় ?    

উঃ ) হাইগ্রোমিটার ।

23. একটি সর্বভুক প্রানীর উদাহরন দাও ।            

উঃ )মানুষ । আরশোলা ।

24. কোন পরিবেশ সন্মেলনে অ্যাজেন্ডা -২১ গৃহিত হয় ?           

উঃ ) রিও -ডি – জেনেরিও তে বসুন্ধরা সন্মেলন ।

25. IUCN  এর পুরো নাম কী ?      

 উঃ )  International Union for Conservation of Nature

26. অতিরিক্ত পুষ্টি সম্পন্ন জলাশয়কে কী বলা হয় ?       

উঃ ) ইউট্রোফিক ।

27. কীসের পরিমান বৃদ্ধি পাওয়ার জন্য ওজোন গহ্বর সৃষ্টি হচ্ছে ?         

উঃ ) ক্লোরোফ্লুরো কার্বন (CFC )

28. বাতাসে SPM  মাপতে ব্যবহার করা হয় কোন যন্ত্র ? 

উঃ ) হাই-ভলিউম – স্যাম্পলার ।

29. ‘সর্দার সরোবর ‘ বাঁধ কোথায় অবস্থিত ?        

উঃ ) মধ্যপ্রদেশ ।

30. পশ্চিমবঙ্গের আড়াবাড়ী মডেল বিখ্যাত কিসের জন্য ?        

উঃ ) যৌথ বন ব্যবস্থাপনা ।


 বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক  বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET  প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় । 

তাই এই সবের কথা মাথায় রেখে আমরা  বাংলার শিক্ষা  e-Portal  এর সাহায্যে   সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে  Online Exam   Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো । 

এখানে মাধ্যমিকের মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ  , উচ্চ-মাধ্যমিক এর   ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর  ) বাংলা  , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত ,  ইতিহাস ,  , স্নাতক ( জেনারেল )  কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education ,  প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online  পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে । 

Calcutta University  Under CBCS ( system ) , Compulsory  ENVS . environmental studies online exam msbte

environmental studies mcq with answer pdf || online test on environment || evs online test

|| environmental studies objective questions and answers, pdf

msbte environmental studies mcq with answers pdf

environment mock test in bengali 

online classes for ugc net environmental science ||cu exam net

No comments

Featured Post

Semester 2 History Suggestions - Questions Set-1 -স্নাতক ইতিহাস || History General Semester 2 - || History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System

   History  Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System  History   Suggestions( BA General )  with Answer  Semester...

Powered by Blogger.