General Knowledge about Human Body || Unknown fact about Human Body || মানবদেহের অজানা তথ্য || মানব শরীরের সাধারন জ্ঞান
General Knowledge about Human Body ||
Unknown fact about Human Body ||
মানবদেহের অজানা তথ্য || মানব শরীরের সাধারন জ্ঞান
Online Quiz Test
মানবদেহের কিছু অজানা তথ্য
মানবদেহের কিছু তথ্য
প্রতি প্রশ্নের জন্য 20 সেকেন্ড সময় পাওয়া যাবে
Quiz Result
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Percentage:
1.
কোন
ভিটামিন টি মানব দেহে তৈরি হতে পারে ? – ভিটামিন -D
2.
মানব
দেহের কোন অং নিজে থেকে সেরে উঠতে পারেনা ? – দাঁত
3.
মানব
দেহের বৃহত্তম গ্রন্থীর নাম কী ? - যকৃত
4.
মানব
দেহের বৃহত্তম অঙ্গের নাম কি ? – ত্বক
5.
মানব
দেহের বৃহত্তম অস্থির নাম কি ? – ফিমার
6.
মানব
দেহের বৃহত্তম পেশির নাম কি ? – গ্লুটিয়াস ম্যাক্সিমাস ।
7.
মানব
দেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি ? – স্টেপিস
8.
মানুষের
কোন অঙ্গ মৃত্যুর পরও বৃদ্ধি পায় ? – নখ ।
9.
মানুষের
শরীরের কোন অঙ্গে রক্তের সরবরাহ হয় না ? – চোখের কর্নিয়া ।
10. মানুষের চোখের মধ্যে অবস্থিত কোন কোষ অন্ধকারে দেখতে সাহায্য করে ? – রড কোশ ।
11. প্রতি মিনিটে একজন সুস্থ মানুষের শ্বাস-প্রশ্বাসের স্বাভাবিক হার কত ? – ১২-১৬ বার
12. প্রতি মিনিটে একজন সুস্থ মানুষের হৃদ-স্পন্দনের স্বাভাবিক হার কত ? – ৭২ বার
13. একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে হাড়ের সংখ্যা কটি ? – ২০৬ টি
14. মানুষের মাথার খুলি কটি হাড় দিয়ে গঠিত ? – ২৯ টি ।
15. মানুষের দেহের মোট রক্ত-বাহের দৈর্ঘ্য কত ? – ১০০০০০০ কিলোমিটার ।
16. আমাদের দেহে জলের পরিমান কত শতাংশ কমে গেলে আমরা তৃষ্ণা অনুভব করি ? – ১ শতাংশ
17. মানব দেহের সবচেয়ে কঠিনতম অঙ্গ কোনটি ? – দাঁত ।
18. মানুষের মস্তিষ্কে প্রতি সেকেন্ডে কতগুলি রাসায়নিক বিক্রিয়া ঘটে ? – ১০০০০০ টি ।
19. একজন প্রাপ্ত বয়স্ক মানুষের দেহে রক্তের পরিমান কত ? – ৪.৫ – ৫.৫ লিটার ।
20. মানুষের প্রধান রেচন অঙ্গের নাম কি ? – বৃক্ক ( কিডনি )
21. মানুষের প্রতিটি বৃক্কে কতগুলি নেফ্রন থাকে ? – প্রায় ১০ লক্ষ ।
22. মানুষের হৃদপিন্ডের আবরনীর নাম কী ? – পেরিকার্ডিয়াম ।
23. মানুষের মস্তিস্কের আবরনীর নাম কী
? – মেনিনজিস ।
24. মানুষের ফুসফুসের আবরনীর নাম কী ? –
প্লুরা ।
25. মানুষের বৃক্কের আবরনীর নাম কী ? – এপিকার্ডিয়াম ।
26. মানব দেহের কোন কোশ বিভাজিত হতে পারেনা ? – স্নায়ু কোশ ।
27. কোন ক্ষতস্থানে রক জমাট বাঁধতে সাহায্য করে রক্তের কোন কনিকা ? – অনুচক্রিকা ।
28. কিসের উপস্থিতিতে মানুষের রক্ত লাল
রঙের হয় ? – হিমগ্লোবিন ।
29. মানুষের শ্রবনের অনুভুতি জাগায় কোন স্নায়ু ? – অডিটরি স্নায়ু ।
30. মানুষের দর্শনের অনুভুতি জাগায় কোন
স্নায়ু ? - অপটিক স্নায়ু ।
31. মানুষের স্বাদের অনুভুতি জাগায় ক স্নায়ু ? - অ্যালফ্যাকটরি স্নায়ু ।
32. মানবদেহে কোন ভিটামনের অভাবে রাতকানা রোগ হয় ? – ভিটামিন – A ।
33. মানব দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থী নাম কি ? – প্লীহা ।
34. একজন সুস্থ মানুষের ফুসফুসের রঙ কী বর্নের হয় ? – গোলাপী ।
35. মানব দেহের কোন অঙ্গে ৯৯ শতাংশ ক্যালশিয়াম থাকে ? – দাঁতে ।
36. মানব দেহের প্রধান শ্বসন বস্তুর নাম কি ?
- গ্লুকোজ ।
37. গমনের সময় মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে ? – লঘু মস্তিষ্ক ।
38. কানের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে ? – অন্তকর্নের ককলিয়া ।
39. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কটি ? ২৩ জোড়া বা ৪৬ টি ।
40. মানবদেহে অটোজোমের সংখ্যা কটি ? – ২২ জোড়া বা ৪৪ টি ।
41. মানুষের সেক্স ক্রোমোজোমের সংখ্যা কটি ? – ১ জোড়া বা ২ টি ।
42. মানুষের চোখ কত ধরনের আলাদা রঙ চিনতে সক্ষম ? – ১০০০০০০০ টি ।
43. মানুষের সুষম্না স্নায়ুর সংখ্যা কটি ?
- ৩১ জোড়া ।
44. মানুষের করোটি স্নায়ুর সংখ্যা কটি
? – ১২ জোড়া ।
45. কোন রক্তকনিকা মানবদেহকে রোগজীবানুর হাতথেকে রক্ষা করে ? – শ্বেতরক্তকণিকা ।
Ø মানুষের পায়ের থেকে হাতের নখ দ্রুত
বৃদ্ধি পায় ।
Ø পুরুষের চেয়ে মহিলাদের হৃদ-স্পন্দন বেশি ।
Ø মানুষের সম্পুর্ন ঘুমিয়ে পরার জন্য ৭ মিনিট সময়
যথেষ্ট ।
Ø মানুষের মস্তিষ্ক ঘুমন্ত অবস্থাতে বেশি সক্রিয় থাকে ।
Ø মানুষ যে সব স্বপ্ন দেখে তার ৯৯ শতাংশ ই ভুলে যায় ।
Ø মানুষ সমস্ত স্বপ্ন সাদাকালো দেখে ।
Ø একজন প্রাপ্ত-বয়স্কের থেকে একজন শিশুর শরীরে ১০০ টি বেশি হার থাকে ।
Ø একজন ৫ বছরের শিশু দিনে প্রায় ৪৫০ টি প্রশ্ন করে থাকে ।
Ø মানুষের স্নায়ুর গতিবেগ ৪৩২ কিমি / ঘন্টা
Ø একজন মানুষ সারাদিনে প্রায় ৪৮০০ টি কথা বলে থাকে ।
Ø চোখ চেয়ে কখনই হাঁচি দেওয়া সম্ভব নয় ।
Ø মানুষের মুখের মধ্যেই ৫০০- ১০০০ টি ব্যক্টেরিয়া বসবাস করে ।
Ø পুরুষদের চেয়ে মহিলারা পৃথিবীকে আরো দ্বিগুন রঙিন দেখে ।
Ø একজন মানুষ সারা বছরে যে পরিমান লালা নিসঃরন করে তাতে একটি বাথ-টব ভর্তি হতে পারে ।
Ø মানব দেহের মোট রক্তবাহের দৈর্ঘ্য ৬০,০০০ মাইল ।
Ø একজন প্রাপ্ত বয়স্ক মানুষের জিভে প্রায় ২০০০- ৪০০০০ টি স্বাদ-কোরক থাকে ।
Ø পুরুষদের থেকে মেয়েদের স্বাদের অনুভুতি বেশি ।
Ø একজন মানুষের শরীরে প্রায় ৬০০ টি পেশি থাকে ।
Ø মানুষের ত্বকে প্রায় ১০০০ টি প্রজাতির ব্যকটেরিয়া বসবাস করে ।
Ø একজন প্রাপ্ত বয়স্ক মানুষের ফুসফুসের ক্ষেত্রফল প্রায় ৭০ বর্গমিটার যা একটি টেনিস কোর্টের সমান ।
Ø একজন মানুষ দিনে প্রায় ১১০০০ লিটার অক্সিজেন গ্রহন করে ।
Ø মানুষের নাক ও কান মৃত্যু পর্যন্ত বৃদ্ধি পায় ।
Ø মানুষের শরীর থেকে প্রতি ঘন্টায় প্রায় ৬০০০০০ টি কোষ মারা যায় ।
Ø মানুষের ক্ষুদ্রান্ত্রের দৈর্ঘ্য প্রায় ২৩ ফুট ।
Ø একজন মানুষ তার জীবন কালে প্রায় ৩৩ হাজার কেজি খাবার খেয়ে থাকে যা প্রায় ৬ টি পূর্ন বয়স্ক হাতির ওজনের সমান ।
Ø মানুষের চোখ একটি ৫৭৬ মেগাপিক্সেল ক্যামেরার সমান ক্ষমতা সম্পন্ন ।
Ø একজন প্রাপ্ত বয়স্ক মানুষের চামড়ার ওজন ৩-৪ কেজি ।
Ø মানুষের হৃদপিন্ড সারাদিনে প্রায় ১০০০০০ বার স্পন্দিত হয় ।
Valuable information
ReplyDeletethanks for your feedback
Delete