Header Ads

Header ADS

Geography Mock Test || ভূগোল মক টেস্ট ।। ভারতের প্রাকৃতিক পরিবেশ || Madhyamik Geography Mock Test ||

 

Geography Mock Test || ভূগোল মক টেস্ট ।। ভারতের প্রাকৃতিক পরিবেশ || Madhyamik Geography Mock Test ||

মাধ্যমিক ভূগোল Online Practice  Set  

বিষয় - ভারতের প্রাকৃতিক পরিবেশ 

1.   ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কী?

2.   ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল একই সঙ্গে দুটি রাজ্যের রাজধানী?

3.   ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

4.   ভারতের সর্বোচ্চ গিরিখাত কোনটি?

5.   ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কী?

6.   নাঙ্গা পর্বত কোথায় অবস্থিত?

7.   ভারতের দক্ষিণতম পর্বতটির নাম কী?

8.   শিবালিক পর্বতশ্রেণি কোথায় অবস্থিত?

9.   ভারতের সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

10.            ‘তাল’ কথার অর্থ কী?

11.            পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কী?

12.            পশ্চিমঘাট ও নীলগিরির কোন ফাঁকটি রয়েছে?

13.            ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি?

14.            পাঞ্জাবে নীচু প্লাবনভূমিকে স্থানীয় ভাষায় কী বলা হয়?

15.            রাজস্থানের মরু অঞ্চলের পশ্চিমাংশে কী নামে পরিচিত?

16.            কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্টিকারী হ্রদগুলিকে কী বলে?

17.            নর্মদা নদীতে সৃষ্ট উল্লেখযোগ্য জলপ্রপাতটির নাম কী?

18.            ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী?

19.            ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি?

20.            ভারতের দীর্ঘতম নদী বাঁধটির নাম কী?

21.            ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? সেটি কোন রাজ্যে অবস্থিত?

22.            ভারতের বৃহত্তম পশ্চিমবাহিনী নদীর নাম লেখো।

23.            দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কী?

24.            কেরলার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কী বলে?

25.            ঝাড়খন্ড ও পশিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো।

26.            ‘বাড়ির ছাদে জল ধরে রাখা কর্মসূচি’ বা ‘Rain Water Harvesting Programme’ কোন রাজ্যে নেওয়া হয়েছে?

27.            ভারতের কোন জায়গায় বছরে দুবার বৃষ্টিপাত হয়?

28.            প্রধানত কোন বায়ুপ্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে?

29.            ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ?

30.            কৃষ্ণ মৃত্তিকা কোন রাজ্যে দেখা যায়?

31.            পাঞ্জাব সমভূমির পলিমাটির নাম কী?

32.            পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত?

33.            পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমভূমিতে প্রধানত কী ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়?

34.            ভারতে কোন সময়ের পশ্চিমি ঝঞ্জার প্রাদর্ভাব দেখা যায়?

35.            তৈল রাসায়নিক শিল্পে প্রয়োজনীয় দুটি কাঁচামালের নাম লেখো।

36.            ভারতের একটি চিরহরিৎ অরণ্য অঞ্চলের নাম লেখো।

37.            ভারতের বনভূমির শতকরা পরিমাণ কত?

38.            সুন্দরলাল বহুগুণা কোন পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত?

39.            সুন্দরবনে কোন ধরনের অরণ্য দেখা যায়?

40.            ভারতে কোন ধরনের অরণ্য সবচেয়ে বেশি দেখা যায়?

41.            পাইন, ফার কী ধরনের উদ্ভিদ ?

42.            ভারতে কোন অরণ্যে সিংহ পাওয়া যায়?

43.            ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়?

44.            কোন ফসলকে ‘সোনালি তন্তু’ বলে?

45.            যে শস্য জনু-জুলাই মাসে বপন এবং নভেম্বর-ডিসেম্বর মাসে তোলা হয় তাকে কি শস্য বলে?

46.            ভারতে উৎপাদিত দুটি পানীয় ফসলের নাম লেখো?

47.             ভারতের একটি জায়িদ ফসলের নাম লেখো।

48.            কোন বন্দরের মাধ্যমে সবচেয়ে বেশি চা রপ্তানি করা হয়?

49.            ভারতের গম গবেষণাগারটি কোথায় অবস্থিত?

50.            ভারতের ‘সিলিকন ভ্যালি’ কাকে বলা হয়?

51.            ভারতের বৃহত্তম প্রট্রোরসায়ন শিল্পকেন্দ্রটি কোথায় অবস্থিত?

52.            ভারতে উপকূলে স্থাপিত একমাত্র ইস্পাতকেন্দ্র কোনটি?

53.            ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র কোনটি?

54.            পশ্চিমবঙ্গের দুটি কার্পাস বয়ন শিল্পকেন্দ্রের নাম লেখো।

55.            পশ্চিমবঙ্গের প্রধান তথ্যপ্রযুক্তি শিল্পাঞ্চল কোথায় গড়ে উঠেছে?

56.              একটি কৃষিভিত্তিক ও বনভিত্তিক শিল্পের উদাহরণ দাও।

57.            SAIL- এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

58.            ভারতে মহানগরের সংখ্যা কয়টি?

59.            ভারতের কোন রাজ্যে মোট জনসংখ্যা সবচেয়ে বেশি?

60.             ভারতের একটি শুল্কমুক্ত  বন্দরের নাম লেখো।

61.            ভারতে নারী-পুরুষের অনুপাত কত?(২০১১ সাল অনুযায়ী)

62.            ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি?

63.            কোন শহরকে ‘ভারতের প্রবেশদ্বার’ বলা হয়?

64.            ভারতের পশ্চিম উপকূলে তিনটি গুরুত্বপূর্ণ বন্দরের নাম লেখো।

65.            ভারতের বৃহত্তম বন্দরের নাম লেখো।

66.            ভারতের কোন সমভূমি অঞ্চলে উষ্ণতার প্রসর সবচেয়ে বেশি?


Set - 1 

Practice শুরু করার জন্য start quiz  বটনে click করুন 


প্রত্যেক প্রশ্নের জন্য সময় 15 সেকেন্ড সময় পাওয়া যাবে

ভারতের প্রাকৃতিক পরিবেশ (Set - 1)
Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

No comments

Featured Post

Semester 2 History Suggestions - Questions Set-1 -স্নাতক ইতিহাস || History General Semester 2 - || History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System

   History  Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System  History   Suggestions( BA General )  with Answer  Semester...

Powered by Blogger.