Header Ads

Header ADS

Madhyamik Life Science || Online Life Science Mock Test|| জীবন বিজ্ঞান ও পরিবেশ || Excretion ( রেচন ) || Banglarshiksa.in

 Madhyamik Life Science || Online Life Science  Mock Test|| 

জীবন বিজ্ঞান ও পরিবেশ  

Excretion  ( রেচন ) 

Madhyamik Life Science || Online Life Science  Mock Test|| জীবন বিজ্ঞান ও পরিবেশ || Excretion  ( রেচন ) || Banglarshiksa.in

 পরিক্ষা দেওয়ার জন্য এখানে Click  করো । 👇👇👇👇👇

                                                                        Online Exam 


-                  রেচন ( Excretion )        -

1.    মানুষের প্রধান রেচন অঙ্গের নাম কী ?   বৃক্ক

2.    উদ্ভিদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ হল- গঁদ , রেজিন , ট্যানিন ।

3.    প্রানীদেহের রেচন পদার্থ হল – ইউরিয়া , অ্যামোনিয়া , কিটোন বডি ।

4.    উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ হল -  কুইনাইন , রেসারপিন , নিকোটিন

5.    নেফ্রিডিয়া যে কোন প্রানীর রেচন অঙ্গ ?  - কেঁচো ।

6.    পতঙ্গের রেচন অঙ্গের নাম কি ?  - ম্যালপিজিয়ান নালিকা ।

7.    কোন প্রানির দেহে ফ্লেমকোশ দেখা যায় ?  - ফিতাকৃমি ।

8.    উদ্ভিদের সাদা রঙের তরল রেচন পদার্থ কী নামে পরিচিত ? – তরুক্ষীর ।

9.    উদ্ভিদের একটি কার্বনযুক্ত রেচন পদার্থের নাম হল – ট্যানিন ।

10. কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায় ? – সিঙ্কোনা গাছের ছাল

11. ডাটুরিন কোথা থেকে পাওয়া যায় ?  - ধুতরো গাছের পাতা

12. রেসারপিনের উৎস হল – সিঙ্কোনা গাছের মূল ।

13. উচ্চ-রক্তচাপের ঔষধ হিসাবে কোনটি ব্যবহার করা হয় ?  - রেসারপিন ।

14. কুইনাইন কিসের ঔষধ হিসাবে ব্যবহার করা হয় ? -  ম্যালেরিয়ার ঔষধ ।

15. বৃক্কের গঠনগত ও কার্যগত এককের নাম কী ? -  নেফ্রন ।

16. বৃক্কের আবরনীর নাম কী ?  - এপিকার্ডিয়াম

17. প্রতিটি বৃক্কে কতগুলি  করে নেফ্রন থাকে ?  - প্রায় ১০ লক্ষ ।

18. মানবদেহে উৎপন্ন মুত্র কোথায় এসে জমা হয় ? – মুত্রাশয় ( ইউরিনারি ব্লাডার )

19. একজন প্রাপ্ত-বয়স্ক লোক প্রত্যহ গড়ে কত মুত্র ত্যাগ করে ? – দেড় থেকে দুই লিটার ।

20. হেনলীর লুপ কোথায় দেখতে পাওয়া যায় ?  নেফ্রনের ম্যালপিজিয়ান নালিকায় ।

21. কোন হরমোনের অভাবে বহুমুত্র রোগ হয় ?  -  ADH ( আন্টি ডাইইউরেটিক হরমোন )

22. লেবুতে কোন অ্যাসিড উপস্থিত থাকে ? – সাইট্রিক অ্যাসিড ।

23. তেঁতুলে কোন অ্যাসিড উপস্থিত থাকে ? – টারটারিক অ্যাসিড ।

24. আপেলে কোন অ্যাসিড উপস্থিত থাকে ? – ম্যালিক অ্যাসিড ।

25. মানব দেহের অতিরিক্ত রেচন অঙ্গ হল -  যকৃত , ফুসফুস , ত্বক

26. মানব দেহের কার্বন ঘটিত  রেচন পদার্থের নাম হল-  কার্বন ডাই অক্সাইড ।

27. মানবদেহে থেকে প্রতি ঘন্টায় কত লিটার কার্বনডাই অক্সাইড নির্গত হয় ১৮ – ২০ লিটার

28. কোন চক্রের মাধ্যমে যকৃতে নাইট্রোজেন উৎপন্ন হয় ?  - অরনিথন চক্রের মাধ্যমে ।

29. প্রোটিন বিপাকের ফলে কোন রেচন পদার্থ উৎপন্ন হয় ?  - ইউরিয়া ।

30. বাকল মোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে যে উদ্ভিদ -  পেয়ারা , ইউক্যালিপটাস

  পার্থক্য নির্নয় করঃ

a)    প্রানী রেচন  ও উদ্ভিদ রেচন

b)    বৃক্ক ও নেফ্রন

  সংক্ষিপ্ত উত্তর দাও

a)   উদ্ভিদ এর রেচন পদার্থ ত্যাগের বিভিন্ন পদ্ধতী গুলি আলোচনা করো ।

b)   উদ্ভিদ রেচনের বৈশিষ্ট লেখো ।

c)    রেচন কাকে বলে ? জীবদেহে রেচনের গুরত্ব লেখো ।

d)   উদ্ভিদের নাইট্রোজেন বিহীন ও নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ গুলির সংক্ষিপ্ত বর্ননা দাও ।

e)   তরুক্ষীর কী ? এর অর্থকারী গুরুত্ব লেখো ।

f)    রেচনে যকৃতের ভুমিকা লেখো ।

g)   একটি নেফ্রনের চিত্র অঙ্কন করে নিম্ন-লিখিত অংশ গুলি চিহ্নিত কর।

[ ব্যোওম্যান ক্যাপসুল, হেনলির লুপ , দূর সংবর্ত নালিকা ,ম্যলপিজিয়ান কনিকা ]

h)   নেফ্রন কাকে বলে ? নেফ্রনের গঠন বর্ননা কর । 


👇👇👇   নিজে নিজে পরীক্ষা  দাও     👇👇👇


No comments

Featured Post

Semester 2 History Suggestions - Questions Set-1 -স্নাতক ইতিহাস || History General Semester 2 - || History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System

   History  Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System  History   Suggestions( BA General )  with Answer  Semester...

Powered by Blogger.