Header Ads

Header ADS

ENVIRONMENTAL Studies online exam || CU Online Examination || EVS Under CBCS || স্নাতক পরিবেশ বিদ্যা ||

 ENVIRONMENTAL Studies online exam || CU Online Examination || EVS Under CBCS || 

পরিবেশ বিদ্যা


ENVIRONMENTAL Studies online exam || CU Online Examination || EVS Under CBCS || স্নাতক পরিবেশ বিদ্যা ||


Online পরীক্ষা দেওয়ার জন্য এখানে ক্লিক করুন >> 👉👉👉  Online Exam 


EVS Chapter (1)

 

Ø    বাতাসে কোন গ্যাসের পরিমান সবচেয়ে বেশি ?

 -  উঃ – নাইট্রোজেন ।

Ø  বাতাসে নাইট্রোজেন গ্যাসের পরিমান কত ? 

 - 78.08 %   

Ø বাতাসে অক্সিজেন গ্যাসের পরিমান কত ? 

 - 20.60 %  

Ø বাতাসে কার্বনডাই অক্সাইডের পরিমান কত ?

  - ০.০০৩ %  

Ø বাতাসে অক্সিজেনের প্রধান উৎস কী ? 

 - সবুজ উদ্ভিদের দ্বারা করা সালকশংশ্লেষ ।

Ø প্রধান গ্রীন হাউস গ্যস কোনটি ?        

উঃ- কার্বন – ডাই অক্সাইড ।

Ø বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় ?    

উঃ- 5 ই জুন ।

Ø বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় ?         

উঃ- 7 ই এপ্রিল ।

Ø বিশ্ব AIDS দিবস কবে ?   

উঃ- 1st  December .

Ø বিশ্ব- ক্যানসার দিবস কবে পালন করা হয় ?           

উঃ-  4th   February

Ø কাকে প্রকৃতির বৃক্ক বলা হয় ?  -         

উঃ-  জলাভুমিকে ।

Ø বায়ু মন্ডলের কোন স্তরে  ওজোন স্তর  দেখতে পাওয়া যায় ? -    

উঃ- স্টাটোস্ফিয়ার ।

Ø ওজোন স্তর সূর্য থেকে আসা কোন ক্ষতিকারক রশ্মি শোষন করে ?     

উঃ- অতিবেগুনী রশ্মি ।

Ø  কোন স্তরকে পৃথিবীর রক্ষাকবচ বলা হয় ?   

উঃ- ওজোন স্তর ।

Ø ওজোন স্তরের সর্বাধিক ক্ষতি করে কোনটি ?          

উঃ-  CFC (  ক্লোরোফ্লুরো কার্বন )

Ø ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় কোন এককের দ্বারা ? -   

উঃ- ডবসন একক ।

Ø CFC এর ব্যবসায়ীক নাম কী ?   

উঃ- ফ্রেয়ন ।

Ø ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে বায়ুমন্ডলের কোন স্তরে ? 

স্টাটোস্ফিয়ার ।

Ø ভূপাল গ্যাস দুর্ঘটনাটি কত সালে হয়েছিলো ?         

উঃ- 1984 সালে ।

Ø ভূপাল গ্যাস দূর্ঘটনার জন্য কোন গ্যাস লিক হয়েছিলো ? 

উঃ- MIC  ( মিথাইল আইসোসায়ানেট )

Ø মন্ট্রিল প্রোটোকোল যে জন্য হয়েছিলো -      

উঃ- ওজোন স্তরের ক্ষয় নিবারনের জন্য ।

Ø কত সালে মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিলো ?          

উঃ- 1987 সালে । কানাডায়

Ø মন্ট্রিল প্রোটোকল কতসালে হয়েছিলো ?      

উঃ- 1992 সালে

Ø বসুন্ধরা সন্মেলন কোথায় হয়েছিলো ? 

উঃ- ব্রাজিলের রিও-ডি-জেনেরিও তে ।

Ø বাতাসে ভাসমান সুক্ষ্ম ধুলি কনা গুলি কী নামে পরিচিত ?         

উঃ- SPM ( সাসপেন্ডেট পার্টিকুলেট ম্যাটার ) ।

Ø বাতাসের SPM মাপতে ব্যবহার করা হয় -     

উঃ- হাই ভলিউম স্যাম্পলার ।

Ø ফুলের রেনুর ফলে কোন রোগ হয় ? -          

উঃ- আল্যার্জী বা হাঁপানি 

Ø পারদ দূষনের ফলে মানব দেহে কোন রোগ হয় ?   

উঃ- মিনামাটা ।

Ø ক্যাডমিয়াম দুষনের ফলে কোন রোগটি হয় ?        

উঃ- ইটাই ইটাই

Ø সীসা দুষনের ফলে কোন রোগটি হয় ?          

উঃ-  ডিসলক্সিয়া ।

Ø আর্সেনিক দূষনের ফলে কোন রোগ হয় ?  

ব্ল্যাকফুট ডিজিজ ।

Ø সিলিকোসিস রোগের প্রধান কারন হল –       

উঃ-  সিলিকার গুঁড়ো ।

Ø অম্ল- বৃষ্টির জন্য দায়ী গ্যস কোনটি ? – 

সালফার ডাই অক্সাইড , নাইট্রোজেন অক্সাইড ।

Ø জলজ আনুবীক্ষনিক জীবগুলিকে বলে – 

প্লাঙ্কটন ।

Ø   রক্তে কীসের উপস্থিতিতে ‘ Blue Baby ‘  উপসর্গ দেখা যায় ?   

উঃ- মিথিমোগ্লোবিন ।

Ø সাইলেন্ট স্প্রিং বইটির লেখক হলেন -         

উঃ- রিচেল কারসন ।

Ø সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত ?     

উঃ- কেরলার কালাক্কার ।

Ø চিপকো আন্দোলনের কার নেতৃত্বে হয়েছিলো ?      

উঃ- সুন্দরলাল বহুগুনা

Ø নর্মদা বাঁচাও আন্দোলোন কার নেতৃত্বে হয়েছিলো ?          

উঃ- মেধা পাটেকর ।

Ø পৃথিবী থেকে  প্রতি বছর যে পরিমান বনভুমি বিলীন হচ্ছে তার পরিমান -      উঃ- ১৭০ লক্ষ হেক্টর ।

Ø বায়ু মন্ডলের প্রতি ১ কিমি উচ্চতয়া বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায় – 

উঃ- 6.45 ডিগ্রী ।

Ø পৃথিবীতে প্রাপ্ত জলের মধ্যে লবনাক্ত জলের পরিমান -    

উঃ-  97 %

Ø পৃথিবীতে প্রাপ্ত জলের মধ্যে মিষ্টি জলের পরিমান  -        

উঃ- 3 %  ।

Ø সমুদ্রের জলে দ্রবীভূত লবনের পরিমান  গড়ে –     

উঃ-  35 %

Ø বাস্তুতন্ত্রের 10  শতাংশ সূত্রের প্রবক্তা হলেন -         

উঃ- লিন্ডেম্যান ।

Ø ‘ইকোলজি’ কথাটি সর্ব প্রথম ব্যবহার করেন -        

উঃ- আর্নেস্ট হেকেল ।

Ø ‘ইকোসিস্টেম’ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন -    

উঃ- ট্যান্সলে ।

Ø আবর্জনার স্তুপ থেকে কোন গ্যাস নির্গত হয় ? -     

উঃ- মিথেন ।

Ø পৃথিবীতে অপুষ্টিতে ভুগছে এমন লোকের সংখ্যা - 

উঃ- 80  কোটি

Ø বায়ুমন্ডলের উষ্ণতম স্তর কোনটি ?    

উঃ- থার্মোস্ফিয়ার । 


👇👇👇নিজে নিজে পরীক্ষা দাও 👇👇👇




বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক  বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET  প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় । 

তাই এই সবের কথা মাথায় রেখে আমরা  বাংলার শিক্ষা  e-Portal  এর সাহায্যে   সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে  Online Exam   Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো । 

এখানে মাধ্যমিকের মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ  , উচ্চ-মাধ্যমিক এর   ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর  ) বাংলা  , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত ,  ইতিহাস ,  , স্নাতক ( জেনারেল )  কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education ,  প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online  পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে । 

No comments

Featured Post

Semester 2 History Suggestions - Questions Set-1 -স্নাতক ইতিহাস || History General Semester 2 - || History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System

   History  Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System  History   Suggestions( BA General )  with Answer  Semester...

Powered by Blogger.