Header Ads

Header ADS

Bengali Suggestion CBCS for Third Semester of Calcutta University under CBCS System CU Bengali Suggestions( BA General ) with Answer (Part - 2)

  Elective Bengali  Suggestion for Third  Semester of Calcutta University under CBCS System 

Elective Bengali Suggestions( BA General )  with Answer 




Part - 2 


কলিকাতা বিশ্ববিদ্যালয়ের Elective Bengali সাজেশন ( উত্তরসহ ) 

BA ( General  3rd Semester ) 

১ )  ইউনিকোড কাকে বলে ? 

উঃ - ইউনিকোড একটি আন্তর্জাতিক বর্ণ সংকেত নির্ধারণি ব্যবস্থা। সকল ভাষাকে একটি সার্বজনীন মানদন্ডে নিয়ে আসা ছিল ইউনিকোডের মূল লক্ষ্য। ইউনিকোড বিশ্বের প্রতিটি ভাষার প্রতিটি বর্ণর জন্য একটি করে নম্বর প্রদান করে ফলে কম্পিউটারে একটি ভাষা অন্য একটি ভাষার সাথে সংঘর্ষ হয় না।

২) ব্লার্ব কী ? 

উঃ ব্লার্ব হল কোন পুস্তক , চলচিত্র বা দ্রব্যের সংক্ষিপ্ত প্রচার বিজ্ঞাপন । 

৩) পি.ও.ডি কাকে বলে ? 

উঃ সাধারণত বাক্য গঠিত হয় এক বা একাধিক শব্দ দিয়ে। আর বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দই হচ্ছে এক একটি (POD) পদ . 

৪) আই.এস.এস.এন ( ISSN )  কোথায় ব্যবহত হয় ? 

উঃ পুস্তক প্রকাশনার ক্ষেত্রে । 

৫) এন্ড নোট কাকে বলে ? 

উঃ এন্ডনোট একটি Computer Software  যার সাহায্যে , কোন গ্রন্থপঞ্জীর সঠিক পরিকাঠামো ও  প্রুফ সংশোধন করা যায় । 

৬) বিবিলগ্রাফি কাকে বলে ?  

উঃ বিবিলগ্রাফি বা গ্রন্থপঞ্জী হল এমন একটি বিজ্ঞানসম্মত সুসংহত তালিকা যা বই, পাণ্ডুলিপি ও অন্যান্য প্রকাশনাসমূহকে এর মধ্যে অন্তর্ভুক্ত করে। এর মাধ্যমে কোন প্রকাশনার লেখক, শিরোনাম, প্রকাশক, প্রকাশনার স্থান, প্রকাশনার তারিখ, মূল্য, পৃষ্ঠাসংখ্যাসহ অন্যান্য তথ্য জানা যায়। এই বিজ্ঞানসম্মত তালিকা পুস্তক, পাণ্ডুলিপিসহ অন্যান্য পাঠোপকরণের পরিচয় সম্পর্কে সম্পূর্ণ বা আংশিক বিবরণী প্রদান করে। তাই একে বইপত্রের জীবনচরিত বা জীবনীকোষও বলা যায়।

৭) পেপার ব্যাক কি ?

উঃ  পেপারব্যাক, সফটকভার অথবা সফটব্যাক নামেও পরিচিত। পেপারব্যাক মোটা কাগজ অথবা কাগজের বোর্ড সাধারণত আঠা  ব্যবহার করে বই বাঁধাই করা হয়। বেশিরভাগ উপন্যাস এবং পুরনো বইয়ের পুনর্মুদ্রণে পেপারব্যাক সংস্করণ হিসাবে প্রকাশ করা হয় । 

৮ )  ISBN  এর পূর্ণরুপটি কী ? 

উঃ ISBN : The International Standard Book Number 

৯) ইনডিজাইন কোন দেশে প্রথম সৃষ্টি হয় ? 

উঃ  UK ( United kingdom )  

১০) কারসার কী ? 

উঃ কারসর একটি কম্পিউটারের টেক্সট নির্দেশক । যার সাহায্যে কম্পিঊটারের মাউসের অবস্থা বোঝা যায় । এবং কোন কিছু Select  বা  Action  করা যায় । 

১১ ) জিজ্ঞাসা শব্দটির যুক্তাক্ষরটি  বিভাজিত করে লেখো । 

উঃ জ্ঞ = জ + ঞ

১২) পেজমেকার ও মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে একটি পার্থক্য লেখো । 

উঃ পেজমেকারের দ্বারা ম্যাগাজিন , বুকলেট কভারপেজ সহজে তৈরি করা যায় কিন্তু কোন গানিতিক , গ্রাফ বা চার্ট এর ব্যবহার সহজে করা যায় না । 

কিন্তু  MS Word  এর দ্বারা কোন গানিতিক তথ্য বা হিসাব সহজে উপাস্থাপন করা যায় । 

১৩) ফ্লাইলিফ কী ? 

উঃ কোন পুস্তকের প্রথমে  বা শেষে যে ফাঁকা সাদা  পৃষ্ঠা থাকে , তাকে ফ্লাইলিফ বলে । 

১৪) নির্ঘন্ট ( Index )  কী ? 

উ ঃ বইয়ে উল্লেখিত ব্যক্তি, স্থান, বিশেষ শব্দ, বিষয়, ঐতিহাসিক ঘটনা ইত্যাদির পৃষ্ঠা সংখ্যাসহ যে সূচী বইয়ের শেষে থাকে তাকে নির্ঘন্ট বলে। নির্ঘন্ট বর্ণানুক্রমে সাজানো হয়ে থাকে। নির্ঘন্টের মাধ্যমে পাঠক বইয়ে আলোচ্য বিষয় সহজে খুঁজে নিতে পারেনবা Index  বলে ।

১৫) গ্রন্থের একাধিক সংস্করন ও একাধিক মুদ্রনের মধ্যে পার্থক্য লেখো । 

উঃ গ্রন্থের একাধিক সংস্করন বলতে বোঝায় ওই গ্রন্থের একাধিক বার সংশোধিত করা পূনঃমুদ্রন ।

গ্রন্থের একাধিক মুদ্রন বলতে বোঝায় ঐ গ্রন্থের একাধিক প্রতিলিপি ( Copy ) প্রস্তুত করা ।  

১৬) গ্রন্থ পঞ্জীর তৈরি যে কোন একটি কারন লেখো । 

উঃ অনুসন্ধিৎসুকে গ্রন্থ, ডকুমেন্ট বা কোন প্রবন্ধে প্রকাশিত জ্ঞান সম্পর্কে সন্ধান দেয়াই গ্রন্থপঞ্জীর  প্রাথমিক ও প্রধান উদ্দেশ্য। একজন গবেষককে তাঁর উদ্দীষ্ট বিষয়ে কি কি প্রকাশনা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তা অবগত ও সনাক্ত করতে সাহায্য করে গ্রন্থপঞ্জী । 

১৭ ) বইয়ের স্পাইন বলতে কী বোঝ ? 

উঃ বইয়ের তিনদিক খোলা রেখে যে দিকে বইয়ের পাতাগুলো আটকিয়ে রাখা হয়, সেই দিকটিকে স্পাইন বলে। স্পাইনকে বইয়ের মেরুদণ্ড বলা যেতে পারে। স্পাইনে বইয়ের নাম, উপশিরোনাম, লেখক, প্রকাশকের নাম বা প্রতীক ইত্যাদি থাকতে পারে। লাইব্রেরিতে শেলফের তাকে সাজানো বই বের করার জন্য স্পাইন প্রয়োজনীয় ভূমিকা রাখে।

এই অংশটিতে বই এবং লেখকের নাম লেখা থাকে বলে একে দপ্তরীর শিরোনাম (Binders Title) বলেও ডাকা হয়।

 

No comments

Featured Post

Semester 2 History Suggestions - Questions Set-1 -স্নাতক ইতিহাস || History General Semester 2 - || History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System

   History  Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System  History   Suggestions( BA General )  with Answer  Semester...

Powered by Blogger.