Education Suggestion for 3rd Semester of Calcutta University under CBCS System Education Suggestions( BA General ) with Answer
Education Suggestion for 3rd Semester of Calcutta University under CBCS System
Education Suggestions( BA General ) with Answer
BA ( General 3rd Semester )
3rd Semester Education Suggestions ( 2020 ) Calcutta University
Education
অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী ( মান – ২ )
১) প্রাথমিক গোষ্ঠী বা মুখ্য গোষ্ঠী: যখন সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক প্রত্যক্ষ এবং গভীর হয় এবং মুখোমুখি সম্পর্কের পরিপ্রেক্ষিতে অন্তরঙ্গ 'আমরা' অনুভূতির প্রকাশ পায়, তখন তাকে প্রাথমিক গোষ্ঠী বলে। যেমন - পরিবার।
২) সামাজিক স্তরবিন্যাস বলতে কী বোঝো ?
উঃ
সামাজিক স্তরবিন্যাস হল এমন একটি চিরন্তন , সার্বজনীন এবং আবষ্যিক সামাজিক পরিস্থিতি , যার মধ্যে
দিয়ে মানুষের সম্পত্তি , মর্যাদা ও ক্ষমতার
পার্থক্য চিহ্নিত হয় এবং মানবিক সম্পর্কের গতি প্রকৃতি নির্ধারিত হয় ।
৩) সামাজিক পরিবর্তনের কারনগুলি লেখো
উঃ মূল্যবোধের পরিবর্তনঃ শিক্ষার প্রভাবে মানুষের মধ্যে মূল্যবোধ বৃদ্ধি
পায় । এর ফলে মানুষের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার পরিবর্তন আসে। সেই সামজিক মূল্যবোধের
ব্যপক পরিবর্তন দেখাযায় ।
২)
জ্ঞানার্জনের স্পৃহাঃ মানুষের জ্ঞানার্জনের স্পৃহা বৃদ্ধির ফলে মানুষ
শিক্ষার উদ্দেশ্যে দেশের বাইরে বহু সময় অতিবাহিত করছে ফলে সেই সব দেশের সঙ্গে
নিজের দেশের একটা মিশ্রে সংস্কৃতির সৃষ্টি হচ্ছে । এর ফলে সমাজের কৃষ্টিগত ও সংস্কৃতিগত
পরিবর্তন হচ্ছে ।
৪) সামাজিকরনের বৈশিষ্টগুলি
লেখো ।
উঃ ১) আর্জিত বৈশিষ্টঃ শিশু জন্মের পর থেকে তার পারিপার্শ্বিক পরিবেশ ও
সমাজ থেকে বিভিন্ন সামাজিক নিয়মনীতি ও আচারবিধি শেখে । এবং সে ধিরে
ধিরে সামাজিক পরিবেশে নিজেকে মানিতে তোলে ।
২)
শিশুর সর্বাঙ্গীণ বিকাশঃ সমাজের বিভিন্ন
উপাদান যেমন ব্যক্তি , উপাদান ও শক্তি শিশুকে সামাজিক জীব হিসাবে গড়ে তুলতে
সাহায্যকরে । শিশুর মধ্যে থাকা তার অভ্যন্তরীন শক্তি সুপ্ত অবস্থ্য থাকে । সামাজিক
পরিবেশে সেগুলি ধিরে ধিরে বিকশিত হতে থাকে । যার ফলে শিশু ধিরে ধিরে সমাজের অঙ্গরুপে
নিজেকে বিকশিত করতে সক্ষম হয় ।
৫) সামাজিক যোগাযোগে সংবাদপত্রের যেকোন দুটি সুবিধা আলোচনা কর ।
উঃ
১) আগ্রহ সৃষ্টি ঃ প্রত্যক্ষভাবে মানুষের মধ্যে আগ্রহ জাগিয়ে তুলতে সংবাদপত্র
এক কার্যকারী মাধ্যম । বিশ্বের বিভিন্ন বিষয় সম্পর্কে নানা ধরনের তথ্য শিক্ষার্থীর
কাছে উপস্থাপন করার মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে জানার আগ্রহ বৃদ্ধি করে ।
২)
জনমত গঠনঃ সমাজের ভালো ও মন্দ সব ধরনের খবর সংবাদ পত্রের মাধ্যমে জনগনের সামনে
তুলে ধরা যায় । কোনো বিষয়ের ভালো বা মন্দের দিকে জনমত গড়ে উঠতে পারে ।
বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় ।
তাই এই সবের কথা মাথায় রেখে আমরা বাংলার শিক্ষা e-Portal এর সাহায্যে সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে Online Exam Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো ।
এখানে মাধ্যমিকের , মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ , উচ্চ-মাধ্যমিক এর ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর ) বাংলা , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত , ইতিহাস , , স্নাতক ( জেনারেল ) কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education , প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে ।
Calcutta University Under CBCS ( system ) , Semester (II) Education General , BA 2nd Semester ( Education General ) Suggestions .
No comments