Header Ads

Header ADS

History Online Test || Madhyamik Suggestion 2021 || মাধ্যমিক ইতিহাস || ইতিহাস সাজেশন ২০২১

 ( ষষ্ঠ অধ্যায়) বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন : বৈশিষ্ট্য ও পর্যালোচনা


 



 Online Quiz Practice 

Quiz  শুরু করার জন্য  Start Quiz  এ click করো 



প্রত্যেক প্রশ্নের জন্য সময় 15 সেকেন্ড সময় পাওয়া যাবে

( ষষ্ঠ অধ্যায়) বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন - বৈশিষ্ট্য ও পর্যালোচনা
Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

বহুৰিকল্পভিত্তিক প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-১)

 

১। ব্রিটিশ শাসনে সর্বাপেক্ষা শোষিত শ্রেণি ছিল

(ক) কৃষক শ্রেণি (খ) জমিদার শ্রেণি (গ) মধ্যবিত্ত শ্রেণি (ঘ) মুসলিম শ্রেণি

ans. (ক) কৃষক শ্রেণি 

২। সারা ভারত ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির সাধারণ সম্পাদক ছিলেন

(ক) হেমন্তকুমার সরকার (খ) নরেশচন্দ্র গুপ্ত (গ) নজরুল ইসলাম (ঘ) আর এস নিম্বকার

ans. (ঘ) আর এস নিম্বকার


৩। বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের সূচনা হয়।

(ক) ১৯১০ খ্রিস্টাব্দে (খ) ১৯০৫ খ্রিস্টাব্দে (গ) ১৯০৭ খ্রিস্টাব্দে (ঘ) ১৯১১ খ্রিস্টাব্দে

ans. (খ) ১৯০৫ খ্রিস্টাব্দে

 

৪। বারদৌলি সত্যাগ্রহের প্রধান নেতা ছিলেন

(ক) মিঠুবেন প্যাটেল (খ) বল্লভভাই প্যাটেল (গ) দয়ালজি মেহতা (ঘ) মনিবেন প্যাটেল

ans. (খ) বল্লভভাই প্যাটেল


| মাদারি পাশি কোন্ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ?

(ক) শ্ৰমিক (খ) রেল শ্রমিক (গ) বারদৌলি (ঘ) একা আন্দোলন

ans. (ঘ) একা আন্দোলন

৬। জৌনপুর ও প্রতাপগড় জেলায় কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।

(ক) বিনয় সিং পথিক (খ) বাবা রামচন্দ্র (গ) বীরেন্দ্র শাসমল (ঘ) সোমেশ্বর প্রসাদ চৌধুরী

ans. (খ) বাবা রামচন্দ্র

৭। মীরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়

(ক) ১৯২০ খ্রিস্টাব্দে (খ) ১৯২৯ খ্রিস্টাব্দে (গ) ১৯২৮ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৩০ খ্রিস্টাব্দে

ans. (খ) ১৯২৯ খ্রিস্টাব্দে

 

৮। ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়।

(ক) ১৯২০ খ্রিস্টাব্দে (খ) ১৯৩০ খ্রিস্টাব্দে (গ) ১৯৪২ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৪০ খ্রিস্টাব্দে

ans. (গ) ১৯৪২ খ্রিস্টাব্দে

৯। একা আন্দোলন শুরু হয়

(ক) অযোধ্যাতে (খ) বিহারে (গ) বাংলাতে (ঘ) গুজরাটে

ans. (ক) অযোধ্যাতে

 

১০। রাওলাট সত্যাগ্রহের প্রধান কেন্দ্র ছিল

(ক) মাদ্রাজ (খ) বাংলা (গ) বোম্বাই (ঘ) উড়িষ্যা

ans. (গ) বোম্বাই

১১। একা আন্দোলনের নেতৃত্ব দেন।

(ক) মাদারি পাশি (খ) আম্বেদকর (গ) গান্ধীজি (ঘ) বাবা রামচন্দ্র

ans. (ক) মাদারি পাশি

১২। হালিপ্রথা প্রচলিত ছিল

(ক) বারদৌলিতে (খ) বীরভূমে (গ) খেদায় (ঘ) আমেদাবাদে

ans. (ক) বারদৌলিতে

১৩। লাঙলপত্রিকার সম্পাদক ছিলেন

(ক) মুজফফর আহমেদ (খ) কাজী নজরুল ইসলাম (গ) সন্তোষকুমারী গুপ্তা (ঘ) আর এস নিম্বকার

ans. (খ) কাজী নজরুল ইসলাম

১৪। ১৯৪৬ খ্রিস্টাব্দে নৌ-বিদ্রোহ সংঘটিত হয়েছিল।

(ক) বাংলায় (খ) বোম্বাইতে (গ) মাদ্রাজে (ঘ) দিল্লীতে

ans. (খ) বোম্বাইতে

১৫। বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল

(ক) আসামে (খ) বিহারে (গ) মাদ্রাজে (ঘ) গুজরাটে

ans. (ঘ) গুজরাটে

১৬। উত্তরপ্রদেশের কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন

(ক) রাজা রামচন্দ্র (খ) বল্লভভাই প্যাটেল (গ) গান্ধীজি (ঘ) সুভাষচন্দ্র

ans. (ক) রাজা রামচন্দ্র

১৭। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস স্থাপিত হয়।

(ক) ১৯২০ খ্রিস্টাব্দে (খ) ১৯২২ খ্রিস্টাব্দে (গ) ১৯২৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৯২৮ খ্রিস্টাব্দে

ans. (ক) ১৯২০ খ্রিস্টাব্দে

 

১৮। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন

(ক) সতীশচন্দ্র (খ) অজয় মুখার্জী (গ) শ্যামাপ্রসাদ (ঘ) এঁদের কেউ নন

ans. (ক) সতীশচন্দ্র

 

১৯। ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়।

(ক) ভারতে (খ) চিনে (গ) রাশিয়াতে (ঘ) কিউবাতে

ans. (গ) রাশিয়াতে

 

২০। আমাদের শ্রমিক সমস্যাগ্রন্থটির রচয়িতা হলেন।

(ক) সুব্রম্মন্যম আইয়ার (খ) সতীশচন্দ্র মুখোপাধ্যায় (গ) মুজফফর আহমেদ (ঘ) দেওয়ান চমনলাল

ans. (ক) সুব্রম্মন্যম আইয়ার

 

২১। তেভাগা আন্দোলনের একজন নেত্রী হলেন ।

(ক) জয়া ঘোষ (খ) সাবিত্রী পাল (গ) মল্লিকা হালদার (ঘ) সুদীপা সেন

ans. (ক) জয়া ঘোষ

 

২২। বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দেন।

(ক) বল্লভভাই প্যাটেল (খ) গান্ধীজি (গ) নেহরু (ঘ) মাদারি পাশা

ans. (ক) বল্লভভাই প্যাটেল

 

২৩। তেলেঙ্গানা আন্দোলন হয়।

(ক) হায়দ্রাবাদে (খ) বিহারে (গ) উত্তরপ্রদেশে (ঘ) অপ্রদেশে

ans. (ক) হায়দ্রাবাদে

 

২৪। সারা ভারত কিষান কংগ্রেসের সম্পাদক

(খ) পি সি জোশী (গ) আচার্য নরেন্দ্র দেব (ঘ) এস এ ডাঙ্গে

ans. (ক) স্বামী সহজানন্দ সরস্বতী

 

২৫। সবরমতী আশ্রম প্রতিষ্ঠা রেন।

(ক) গান্ধীজি (খ) সুভাষচন্দ্র (গ) নেহরু (ঘ) জিন্না

ans. (ক) গান্ধীজি

 

২৬। স্বরাজ্য দলের সভাপতি ছিলেন

(ক) মতিলাল নেহরু (খ) চিত্তরঞ্জন দাশ (গ) নেতাজি (ঘ) জওহরলাল নেহরু

ans. (ক) মতিলাল নেহরু

 

২৭। যুব কমরেড লিগ কার নেতৃত্বে গড়ে ওঠে?

(ক) এস এ ডাঙেগ-এর (খ) মুজফফর আহমেদ-এর (গ) পি সি জোশী-র (ঘ) নিম্বকার-এর

ans. (খ) মুজফফর আহমেদ-এর

 

২৮। সারা ভারত কিষান সভা প্রতিষ্ঠিত হয়।

(ক) ১৯২০ খ্রিস্টাব্দে (খ) ১৯৩০ খ্রিস্টাব্দে (গ) ১৯৩৬ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৩৯ খ্রিস্টাব্দে

ans. (গ) ১৯৩৬ খ্রিস্টাব্দে

 

বিভাগ-খ

 

অতিসংক্ষিপ্ত প্রশ্ন(প্রতিটি প্রশ্নের মান-১)

১। কোথায় পতিদার যুবমণ্ডল গড়ে ওঠে?

ans. বারদৌলিতে

 

২। ১৯২৯ খ্রিস্টাব্দে লাহোর কংগ্রেসে কে সভাপতিত্ব করেন

ans. জওহরলাল নেহরু

 

৩। মুজফফর আহমেদ সম্পাদিত পত্রিকাটির নাম কী?

ans. গণবাণী

 

৪। বীরেন্দ্রনাথ শাসমল কে ছিলেন?

ans. মেদিনীপুরের কৃষক আন্দোলনের একজন নেতা

 

৫। কবেমে দিবসপালন করা হয়?

ans. ১৯২৭ খ্রিস্টাব্দের ১ মে

 

৬। কে র‍্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন?

ans. মানবেন্দ্রনাথ রায়

 

৭। কংগ্রেস কবে প্রথম স্বাধীনতা দিবস পালন করে?

ans. ১৯৩০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি

 

৮। কংগ্রেস কেন একা আন্দোলন থেকে দূরে সরে?

ans. হিংসাত্মক কার্যকলাপ ঘটলে

 

৯। কে অপ্রদেশ রায়তসভা প্রতিষ্ঠা করেন?

ans. এন জি রঙ্গ

 

১০। কার নেতৃত্বে বিহারে কিষানসভা গড়ে ওঠে?

ans. স্বামী সহজানন্দের

 

১১। একা আন্দোলনের দুজন নেতার নাম লেখো।

ans. মাদারি পাশি ও গরীব দাস

 

১২। কংগ্রেসের কোন অধিবেশনে পর্ণ স্বরাজের দাবি গ্রহণ করা হয়?

ans. ১৯২৯ খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনে

 

১৩। গিরনি কামগার ইউনিয়ন কী?

ans. কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত একটি শ্রমিক সংগঠন

 

১৪। মস্কোয় কে শ্রমিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন?

ans. মানবেন্দ্রনাথ রায়

 

১৫। কংগ্রেস সমাজতন্ত্রী দলের দুজন নেতার নাম লেখো।

ans. আচার্য নরেন্দ্র দেব, জয়প্রকাশ নারায়ণ

 

১৬। কে, কবে বাংলা দ্বিখণ্ডিত করেন?

ans. ১৯০৫ খ্রিস্টাব্দে লর্ড কার্জন

 

১৭। ইন্ডিয়ান ইন ট্রানজিশনগ্রন্থটি কে রচনা করেন?

ans. মানবেন্দ্রনাথ রায়

 

১৮। কে, কোথায় প্রথম ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন?

ans. তাসখন্দে, মানবেন্দ্রনাথ রায়

 

১৯। ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে?

ans. লালা লাজপৎ রাই

 

২০। মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম কী ছিল?

ans. নরেন্দ্রনাথ ভট্টাচার্য

 

২১। সর্বভারতীয় কিষান সভার প্রথম সভাপতি কে ছিলেন?

ans. এন জি রঙ্গ

 

২২। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির যুবশাখার নাম কী?

ans. যুব কমরেড লিগ

No comments

Featured Post

Semester 2 History Suggestions - Questions Set-1 -স্নাতক ইতিহাস || History General Semester 2 - || History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System

   History  Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System  History   Suggestions( BA General )  with Answer  Semester...

Powered by Blogger.