কিছু গুরুত্ত্বপূর্ণ প্রবাদবাক্য || 50 Popular Proverb
কিছু গুরুত্ত্বপূর্ণ প্রবাদবাক্য
Some
Important Proverb
1) যতক্ষণ শ্বাস, ততকক্ষণ আঁশ।
While there is life, there is hope.
2) অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু।
A friend in need is a friend in deed.
3) ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি।
A guilty mind is always suspicious
4) অল্পবিদ্যা ভয়ংকরী।
A little learning is a dangerous thing
5) পাগলে কী না বলে, ছাগলে কী না খায়।
A mad man and a animal have no difference.
6) চোরে শোনে না ধর্মের কাহিনী ।
A rogue is deaf to all good .
7) জ্ঞানীরা স্বল্পভাষী হয়।
A wise man does not talk very much
8) বার মাসে তের পার্বণ।
A succession of festivities all the year round.
9) ফলেই বৃক্ষের পরিচয় ।
A tree is known by its fruit .
10) যেমন গাছ, তার তেমনি ফল।
As is the tree, so is the fruit
11) রক্তের টান বড় টান।
Blood is thicker than water.
12) অতি যত্নে মরণফাঁদ।
Care killed the cat
13) আয় বুঝে ব্যয় করা।
Cut your coat according to your cloth.
Spend within your means.
14) গাইতে গাইতে গায়েন
Practice makes a man perfect
15) টাকায় টাকা আনে
Money begets money
16) ঘুঘু দেখেছ, ফাঁদ দেখ নি
You must not see things with half an eye
17) চেনা বামুনের পৈতার দরকার হয় না
Good wine needs no bush
18) চোখের আড়াল হলেই মনের আড়াল হয়
Out of sight, out of mind
19) চোর পালালে বুদ্ধি বাড়ে
To lock the stable when the mare is stolen
20) চোরা না শোনে ধর্মের কাহিনী
The devil would not listen to the scriptures
21)চোরে চোরে মাসতুত ভাই
Birds of a feather flock together
22) এক মাঘে শীত যায় না
One swallow does not make a summer
23) এক হাতে তালি বাজে না
It takes two to make a quarrel
24) কত ধানে কত চাল বুঝবে
you will know now what’s what
25) কারো পৌষ মাস কারো সর্বনাশ
What is sport to the cat is death to the rat
26) কান টানলে মাথা আসে
Given the one, the other will follow
27) অতি চালাকের গলায় দড়ি
Too much cunning over reaches itself
28) অতি লোভে তাতি নষ্ট
Grasp all,lose all
29) ভাবিয়া করিও কাজ
Look before you leap
30) অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
Too many cooks spoil the broth
31) অতি ভক্তি চোরের লক্ষণ
Too much courtesy, too much craft
32) অভাবে স্বভাব নষ্ট
Necessity knows no law
33) আপনি বাঁচলে বাপের নাম
Self preservation is the first law of nature
34) অহিংসা পরম ধর্ম
Non-violence is a supreme virtue
35) অসারের তর্জন গর্জনই সার
Empty vessels sound much
36) আয় বুঝে ব্যয় কর
Cut your coat according to your cloth
37) আসলের চেয়ে সুদ মিষ্টি
Interest is sweeter than principal
38) যেমন কর্ম তেমন ফল
As you sow, so you reap
39) সততাই সর্বোৎকৃষ্ট পন্থা
Honesty is the best policy
40) সব ভাল তার শেষ ভাল যার
All’s well that ends well
41) দশের লার্ঠি একের বোঝা
Many a little makes a mickle
42) বিপদ কখনো একা আসে না
Misfortune never comes alone
43) নাই মামার চেয়ে কানা মামা ভাল
Something is better than nothing
44) মৃত্যু বলে কয়ে আসে না
Death keeps no calendar.
45) রতনে রতন চেনে ।
Diamond cuts diamond .
46) ছেড়ে দে মা কেঁদে বাঁচি।
Don’t nag me, and leave me in peace.
47) গাছে কাঁঠাল গোঁফে তেল দিওনা ।
don’t be sure of a thing until it is yours.
48) চক চক করলেই সোনা হয় না ।
Don’t judge a book by its cover .
all that glitters is not gold.
49) বিন্দু বিন্দু জলে সিন্ধু হয়
Drops of water make ocean.
50) বলা সহজ, করা কঠিন ।
Easier said than done .
It is easy to say but difficult to do.
No comments