Header Ads

Header ADS

Compulsory Bengali ( ছোটলোক - ছোট গল্প ) ব্যখ্যামূলক ( মান - ১০ ) ( আবশ্যিক বাংলা ) System Compulsory Bengali Suggestions( BA General ) with Answer

Compulsory Bengali  ( Part - 2 ) (  আবশ্যিক বাংলা )   Suggestion for 6th  Semester of Calcutta University under CBCS System Compulsory Bengali Suggestions( BA General ) with Answer

ছোটলোক Compulsory Bengali  ( ছোট গল্প ) (  আবশ্যিক বাংলা )   System Compulsory Bengali Suggestions( BA General ) with Answer

BA 6th Semester Compulsory Bengali Suggestions(BA 6TH SEMESTER আবশ্যিক বাংলা সাজেশন ) –  প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই BA 6th Semester Compulsory Bengali Suggestions(BA 6TH SEMESTER আবশ্যিক বাংলা সাজেশন ) Answer গুলি আগামী  BA 6TH SEMESTER আবশ্যিক বাংলা সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা BA 6TH SEMESTER আবশ্যিক বাংলা পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারেন। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভবনা আছে।

*******************************


 সম্পূর্ন বাংলা সাজেশন পেতে নীচে  click  করো 

BA  6th Semester  বাংলা সাজেশন


 

ছোট গল্প 

ব্যখ্যামূলক ( মান - ১০ ) 

ছোটলোক 


প্রশ্ন : ছোটলোক গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো। [অথবা] ছোটলোক গল্পটি বিশ্লেষণ করে দেখাও যে গল্পটির নামকরণ যথার্থ।


উত্তর : কোনো সৃষ্টিশীল রচনার নামকরণের ক্ষেত্রে লেখকরা নির্দিষ্ট কোনো নিয়ম মানেন না। তেমন কোনো লিখিত তাত্ত্বিক পদ্ধতিও নেই। বেশ কিছু গল্প, উপন্যাস, নাটক, কবিতা ইত্যাদির নাম বিশ্লেষণে নামকরণ বিষয়ে কিছু সূত্র মিলেছে। লেখকরা নামকরণের ক্ষেত্রে কখনো বিশেষ ঘটনা, কোনো বিশেষ চরিত্র বা নায়ক-নায়িকাকে প্রাধান্য দেন। কখনো আবার ব্যাখ্যামূলক, কখনো বা আঙ্গিক নির্ভর নামকরণ করে থাকেন তাদের রচনায়। বস্তুত ব্যঞ্জনাধর্মী নামই বেশি হৃদয়গ্রাহী, মননরসসিক্ত।


আলোচ্য গল্পের ‘ছোটলোক' নামে মেলে লেখক বনফুলের বিষয় নির্বাচনের স্বকীয়তা। তারাশঙ্করের মতো বনফুলও চরিত্র নির্ভর বা ব্যক্তির কথা মনে করে গল্পের বিষয় নির্বাচন করেন। 'ছোটলোক' নামটি চরিত্রকেন্দ্রিক কিন্তু সরাসরি ব্যক্তি নামে চিহ্নিত নয়। বরং এহেন নামকরণে মেলে স্বভাবের ব্যঞ্জনা। উল্লেখ পাওয়া যায় বুর্জোয়া সমাজের বিভক্ত শ্রেণি বৈষম্যর। এমন নামকরণ গভীরতর ব্যাঞ্জনারই। আপাতদৃষ্টিতে ছোটলোক বলতে বোঝায় অশিক্ষিত, উৎপীড়িত, সর্বহারা, হতদরিদ্র শ্রমজীবী মানুষ যাদের পরিশ্রমের ফসল ঘরে তুলে আরাম বিলাসে জীবন কাটায় উচ্চবিত্ত বুর্জোয়া সম্প্রদায়ের মানুষ। সমাজের অশিক্ষিত, উৎপীড়িত, শোষিত, সর্বহারা শ্রমজীবী মানুষরা উচ্চশ্রেণির মানুষের কাছে ছোটলোক হিসেবেই চিহ্নিত। আলোচ্য গল্পে রাঘব সরকারের কাছে রিকশা শ্রমিকটিও তাই। এই হিসাবে বলাই চলে গল্পটির নাম ছোটলোক যথার্থ। তবে গল্পটি বিশ্লেষণে এই বিষয়ে সিদ্ধান্ত টানা অনুচিত।

 সম্পূর্ন বাংলা সাজেশন পেতে নীচে  click  করো 

BA  6th Semester  বাংলা সাজেশন

 

আলোচ্য ছোটলোক গল্পে টানা কাহিনী বা পুরোনো কোনো জোরালো ঘটনা নেই। অতি সামান্য একটি ঘটনাই গল্পটির কাহিনীবস্তু। চেহারায় ও স্বভাবে ভিন্ন শ্রেণির ব্যক্তিত্ব সম্পন্ন সাধারণ মানুষ রাঘব সরকার। তিনি পরোপকারী হলেও নিজে কখনো অন্যের সাহায্য নেন না। পোশাক সাদাসিধে, শরীরের পরিপাটিও তেমন চোখে পড়ে না। তিনি সহিষ্ণু এবং আদর্শবাদী একজন ব্যক্তি। এক প্রখর দুপুরে এই মানুষটি রাস্তা দিয়ে হাঁটছিলেন আর তাকে অনুসরণ করছিল শীর্ণ চেহারার এক রিকশাওয়লা। রিকশাওয়ালাদের স্বভাব এমনই খদ্দের পাওয়ার আশায় তারা এভাবেই অনুরোধ ও অনুসরণ করে। এখানেও রিকশাওয়ালাকে দেখি রাঘব সরকারকে অনুসরণ করতে। রাঘব বাবু অন্যের কাঁধে চড়াটা অন্যায় ও পাপকাজ বলে মনে করেন। কিন্তু নাছোড় রিক্সাওয়ালাকে দেখে একসময় তার মনে দয়া হয়। শিবতলা পৌঁছাতে তাকে ছ'টি পয়সায় ভাড়া করে। কিন্তু রিক্সাওয়ালার শত অনুরোধেও তিনি রিকশায় ওঠেন না বরং রিকশাওয়ালাকে তার পিছু পিছু শিবতলা পর্যন্ত নিয়ে যান। কথামতো তাকে ছটি পয়সা দিতে গেলে সেই পয়সা নিতে প্রবল আপত্তি জানায় রিকশাওয়ালা। রাঘববাবু রিকশায় ওঠেনইনি তাই ভাড়া নিতে নারাজ রিকশা শ্রমিক। রাঘব বাবুর স্বভাব অনুযায়ী এটা হল দয়ার দান। কিন্তু রিকশাওয়ালা তো ভিখারি নয়, খেটে খাওয়া মেহনতি মানুষ।


রাঘব বাবুর উপেক্ষা আর অবজ্ঞার ছটি পয়সা না নিয়ে রিকশাওয়ালা তার পথে আড়াল হয়ে যায়। কাহিনী এটুকুই। গল্পটির গঠন খেয়াল করার মতো। কাহিনীর প্রথম থেকে শেষের আগে পর্যন্ত রাঘব সরকার গতি সৃষ্টিতে সচল থেকেছে কিন্তু শেষ পর্যন্ত পরাজিত হয়েছে রিকশাওয়ালার কাছে। আসলে লেখকের মূল লক্ষ্যই হল এই রিকশাওয়ালা 


আলোচ্য গল্পে উল্লেখিত চরিত্র দুটি দুই শ্রেণির আশ্রিত সমাজ মানুষ। তাদের বাঁচার ক্ষেত্র ও লক্ষ্য আলাদা। রাঘব সরকার বুর্জোয়া শ্রেণির আর রিকশা শ্রমিক সর্বহারা শ্রেণির। গল্পের অন্যতম চরিত্র রাঘব সরকারের পরনে সাধারণ পোশাক ও শতচ্ছিন্ন জুতো। পোশাক আসাকে বড়লোক না হলেও তার চরিত্র আঁকা হয়েছে বড় মাপের মানুষ হিসাবে। রাঘব সরকার-এর চরিত্রে মানবতাবোধ ও বুর্জোয়া মানসিকতার প্রকাশ ঘটেছে একসাথে। অন্যদিকে রিকশাওয়ালা শ্রমজীবী, অতি সাধারণ কিন্তু আত্মসচেতন মানুষ। সে কর্মঠপুরুষ, শ্রম দিয়ে দিনযাপন করে, প্রাণধারণের জন্য উপার্জন করে কিন্তু ভিক্ষা করে না। তাই বিনা শ্রমে রাঘব সরকারের ভাড়ার পয়সা নেওয়াটা তার কাছে ভিক্ষা নেওয়ার সামীল। এখানে সে যেন একজন সাধারণ রিকশা শ্রমিক নয়, বরং এযাবৎকাল শোষিত শ্রমিকদের প্রতিনিধি। ‘আমি কারও কাছ থেকে ভিক্ষা নিই না’ রিকশাওয়ালার এই বক্তব্যের মধ্যেই তীব্র প্রতিবাদ শানিত হয়েছে।

 সম্পূর্ন বাংলা সাজেশন পেতে নীচে  click  করো 

BA  6th Semester  বাংলা সাজেশন

 

রাঘব সরকারের উন্নত মাথা আজ অবনমিত, অসম্মানিত একজন রিকশা শ্রমিকের কাছে। রিকশা শ্রমিকের ব্যবহারে আছে গভীর শ্লেষ, তাতে রাঘব হয়ে যায় ব্যক্তিত্বে ছোট মাপের মানুষ, রিকশা শ্রমিক সেখানে মর্যাদাপূর্ণ। পাঠকমনে এই প্রশ্নই জাগ্রত করে যে সে কি আক্ষরিক অর্থেই ছোলোক? নাকি আমরা ছোটলোক বলে যাদের সংজ্ঞায়িত করি তারাই মনের দিক থেকে কতটা উচ্চমার্গের মানুষ। এই তাৎপর্যে গল্পটি শ্লেষধর্মী ও শিল্প সার্থকতাপূর্ণ। সার্বিক বিশ্লেষণে বলা যায় গল্পটির নাম 'ছোটলোক’ যথার্থ ও সঠিক।


********************************







**** যদি কোন ভুল থেকে থাকে তবে তা   Typing mistake এর জন্য ।   আমাদের  comment   করে জানান  আমরা তা সংশোধন করে দেবার চেষ্টা করবো ****

বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক  বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET  প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় । 

তাই এই সবের কথা মাথায় রেখে আমরা  বাংলার শিক্ষা  e-Portal  এর সাহায্যে   সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে  Online Exam   Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো । 

এখানে মাধ্যমিকের মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ  , উচ্চ-মাধ্যমিক এর   ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর  ) বাংলা  , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত ,  ইতিহাস ,  , স্নাতক ( জেনারেল )  কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education ,  প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online  পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে । 

Calcutta University  Under CBCS ( system ) , Semester (II) Education General  , BA 2nd Semester ( Education General ) Suggestions . HS Education suggestion , উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান ,  

 


No comments

Featured Post

Semester 2 History Suggestions - Questions Set-1 -স্নাতক ইতিহাস || History General Semester 2 - || History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System

   History  Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System  History   Suggestions( BA General )  with Answer  Semester...

Powered by Blogger.