Header Ads

Header ADS

Compulsory Bengali ( অন্তসলীলা - ছোট গল্প ) বোধমূলক প্রশ্ন (প্রতিটির মান ৫) ( আবশ্যিক বাংলা ) Suggestion for 6th Semester of Calcutta University under CBCS System Compulsory Bengali Suggestions( BA General ) with Answer

Compulsory Bengali   ( অন্তসলীলা - ছোট গল্প  ) বোধমূলক প্রশ্ন (প্রতিটির মান ৫)  (  আবশ্যিক বাংলা )   Suggestion for 6th  Semester of Calcutta University under CBCS System Compulsory Bengali Suggestions( BA General ) with Answer


Compulsory Bengali   ( অন্তসলীলা - ছোট গল্প  ) ব্যাখ্যামূলক প্রশ্ন  (  আবশ্যিক বাংলা )   Suggestion for 6th  Semester of Calcutta University under CBCS System Compulsory Bengali Suggestions( BA General ) with Answer


BA 6th Semester Compulsory Bengali Suggestions(BA 6TH SEMESTER আবশ্যিক বাংলা সাজেশন ) –  প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই BA 6th Semester Compulsory Bengali Suggestions(BA 6TH SEMESTER আবশ্যিক বাংলা সাজেশন ) Answer গুলি আগামী  BA 6TH SEMESTER আবশ্যিক বাংলা সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা BA 6TH SEMESTER আবশ্যিক বাংলা পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারেন। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভবনা আছে।

*******************************

ছোট গল্প 

অন্তসলীলা

বোধমূলক প্রশ্ন (প্রতিটির মান ৫) 


প্রশ্নঃ ১। অন্তঃসলিলা গল্পের শুরুতে কফি হাউসের যে বর্ণনা দেওয়া হয়েছে তা গল্পটি অনুসরণে লেখো।


উত্তর : সাবিত্রী রায় তাঁর অন্তঃসলিলা গল্পের শুরুতে কলকাতার কফি হাউসের বর্ণনা দিয়েছেন। একটি টেবিলকে ঘিরে সাহিত্যপ্রেমী তথা সাহিত্যসেবীদের চলে আড্ডা। এখানেও মিলেছে শিব নারায়ণ ব্যানার্জি, দেবব্রত, রঞ্জন রায় প্রমুখরা। তাদের আলোচ্য বিষয় রাধারাণী থেকে কোন্ গ্রন্থ বেরোচ্ছে এবং শকুন্তলা দেবী নামক নতুন মহিলা লেখিকার উপন্যাস প্রকাশ বিষয়ে। অবজ্ঞা, অবহেলার সুর তাদের গলায় স্পষ্ট। দেবব্রত কোনো যুক্তিতেই তাদের থামাতে পারে না। কফি হাউসের পরিবেশের উল্লেখ রয়েছে গল্পে। বেয়ারাদের ব্যস্ততা। অর্ডার মতো খাবার দেওয়া। টেবিল থেকে কাপ-প্লেট তুলে নিয়ে যাওয়া। কফির সাথে সিগারেটের কড়া গন্ধ। বাষ্পহীন ধোঁয়ার কুণ্ডলী। সবই আছে আর আছে তর্কের জোর ঘূর্ণিপাক। কাচের জানলা দিয়ে দেখা যায় মেঘলা আকাশ। একদম কন্টিনেন্টাল পরিবেশ। কফিহাউসের দেওয়ালে বিহঙ্গ বিহঙ্গীর ছবি। ঘরভর্তি সাজানো চকচকে চেয়ার টেবিল। উর্দিপরা মানুষের ত্রস্ত ছুটোছুটি। একদল চলে যায়, আসে আর এক দল। সেখানকার চেয়ার ফাঁকা থাকে না কখনো। কফিহাউসের অতি চেনা ও পরিচিত ছবি এখানে এঁকেছেন লেখিকা সাবিত্রী রায়।


প্রশ্ন ঃ ২। ‘ঠিকানাটা আবার একটু মিলিয়ে নেয়।'— কে, কার সঙ্গে ঠিকানা মেলায়? সেই ঠিকানার চিত্রটি গল্প অনুসারে লেখো।


উত্তর : গল্পকার সাবিত্রী রায়ের লেখা অন্তঃসলিলা গল্পে রাধারাণি প্রকাশনার প্রকাশক দেবব্রত লেখিকা শকুন্তলাদেবীর ঠিকানাটা মিলিয়ে নেন তাঁর স্বামী প্রফেসর সেনের সঙ্গে। পরের দিন ঠিকানা পকেটে নিয়ে বের হন শকুন্তলার বাড়িতে গিয়ে তার লেখা আনার জন্য। ঘুরতে ঘুরতে সরু একটা আবছা অন্ধকার গলির ভিতরে এসে পড়ে। গলি ধরে এগিয়ে চলেন। একটু অসতর্কে হাঁটলে গায়ের জামা ছোঁওয়া লেগে যায় দুপাশের বাড়ির দেওয়ালে। অসাবধানী পানের পিকের দাগে নানা আকারের চিত্র আঁকা দেওয়ালে। কোথাও আবার সর্দি বসা পাকা কফ লেগে আছে। অবশেষে বাড়ির ঠিকানা খুঁজে পেলেন। এই গলির শেষে বহু পুরানো আমলের স্যাঁতসেঁতে একটা বাড়ির আধা অন্ধকার ঘরে বাস নবীন লেখিকা শকুন্তলা দেবীর।


প্রশ্ন ঃ ৩। 'আধাবয়সী মহিলাদের পরচর্চা খানিকটা কারা? কোথায় ছিলেন তারা? তারা কি চর্চা করছিল? 


উত্তর : শকুন্তলা দেবীর বাড়ি পৌঁছে প্রকাশক দেখতে পান একটিমাত্র ঘর। তার অর্ধেকটা কাপড় টাঙিয়ে পার্টিশন দেওয়া। সেখানে বসে ছিলেন আধাবয়সী রমণীরা। এরা শকুন্তলা দেবীর আত্মীয় ও পড়শি। যদিও গল্পে এদের পরিচয় উল্লেখিত হয়নি। এরা শকুন্তলা দেবীর ভাড়া বাড়ির একমাত্র কামরাটিতে ছিলেন। যদিও প্রকাশক তাদের দেখতে পাননি কেবল গলা শুনেছেন। কারণ তারা ছিল ঘরের কাপড়ের পার্টিশনের অন্য পাড়ে। 

    প্রথমেই তারা রেশনের চাল নিয়ে আলোচনা করছিল। সেই চালে যেমন কাকর, তেমনি পাঁচমিশালী। তাছাড়া বয়সের ভারে এসব কাজ ঠিক করে উঠতে পারেন না। অন্যজন সম্মতি জানিয়ে বলে এ-বয়স সংসার করার নয়, ঠাকুরের আরাধনা করার। একসময় শকুন্তলা দেবীর সমালোচনা করে জানায় - তীক্ষ্ণ কণ্ঠে ছেলেপুলের মায়ের দিনরাত কলম নিয়ে বসে থাকলে - চলে না। এমনও বলতে শোনা যায়, বিদ্বান ছেলের বিদুষী বৌ। ঝাঁঝালো কণ্ঠে এমনও শোনা যায়, মেয়ের কান্নায় আর পারা যাচ্ছে না। মেয়ে জন্মেছে তার রোগই ছাড়ে না। গৃহকর্ত্রী জানান, রান্না শেষে গঙ্গাজল ছিটিয়ে তাকে রান্না চাপাতে হয়। প্রতিবেশী যখন বলেন তবু তো তোমার বৌমা রান্না করে দেয়। তখন অখুশি হয় গৃহকর্ত্রী। লেখার জন্য বৌমার যে রান্নায় মন নেই সে অনুযোগ জানাতেও ভোলেন না। এমনই পরচর্চা আর না চলতে থাকে।


প্রশ্ন : ৪। 'কাথা কাচতে একটু পরে গেলে চলে না?? উত্তরে গৃহকর্ত্রী কি জানালেন? কে বলেছিল?


উত্তর : গৃহস্বামিনীকে কথাগুলি বলেছিলেন পার্শ্ববর্তিনী। আসলে গল্পে এদের কোনো নাম ও পরিচয় দেওয়া নেই। এভাবেই উল্লেখ করা হয়েছে।

    পার্শ্ববর্তিনীর এহেন কথায় গৃহস্বামিনী জানিয়েছেন, না গিয়ে আর উপায় কি? একটু বেলা হতেই ভিড় লেগে যায় কলতলায়। কারণ এই বাড়িতে মোট সাতটি ভাড়াটে থাকে। এই বাড়ির এক একটি ঘর, ভাড়া চল্লিশ টাকা। তাই বৌমার এখুনি না গিয়ে উপায় নেই। বাড়িটি স্যাঁতসেঁতে। সারাদিনেও একটুও রোদ ঢোকে না। এককথায় অস্বাস্থ্যকর পরিবেশে এদের বসবাস। খাওয়া হয়ে গেলে ওখানেই গঙ্গাজল ছিটিয়ে গৃহস্বামিনীর রান্না হবে। তারপর রাতে এখানেই বিছানা হবে সবার শোয়ার। কারণ পরিবারে মানুষ কম নয়। আত্মীয়ের ছেলে মেয়েরাও এখানে থেকে পড়াশুনো করে। এভাবেই জবাব দেয় গৃহস্বামিনী নারী।


********************************

 





**** যদি কোন ভুল থেকে থাকে তবে তা   Typing mistake এর জন্য ।   আমাদের  comment   করে জানান  আমরা তা সংশোধন করে দেবার চেষ্টা করবো ****

বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক  বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET  প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় । 

তাই এই সবের কথা মাথায় রেখে আমরা  বাংলার শিক্ষা  e-Portal  এর সাহায্যে   সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে  Online Exam   Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো । 

এখানে মাধ্যমিকের মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ  , উচ্চ-মাধ্যমিক এর   ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর  ) বাংলা  , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত ,  ইতিহাস ,  , স্নাতক ( জেনারেল )  কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education ,  প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online  পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে । 

Calcutta University  Under CBCS ( system ) , Semester (II) Education General  , BA 2nd Semester ( Education General ) Suggestions . HS Education suggestion , উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান ,  

 


No comments

Featured Post

Semester 2 History Suggestions - Questions Set-1 -স্নাতক ইতিহাস || History General Semester 2 - || History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System

   History  Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System  History   Suggestions( BA General )  with Answer  Semester...

Powered by Blogger.