Compulsory Bengali ( অন্তসলীলা - ছোট গল্প ) ব্যাখ্যামূলক প্রশ্ন ( আবশ্যিক বাংলা ) Suggestion for 6th Semester of Calcutta University under CBCS System Compulsory Bengali Suggestions( BA General ) with Answer
Compulsory Bengali ( অন্তসলীলা - ছোট গল্প ) ব্যাখ্যামূলক প্রশ্ন ( আবশ্যিক বাংলা ) Suggestion for 6th Semester of Calcutta University under CBCS System Compulsory Bengali Suggestions( BA General ) with Answer
BA 6th Semester Compulsory Bengali Suggestions(BA 6TH SEMESTER আবশ্যিক বাংলা সাজেশন ) – প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই BA 6th Semester Compulsory Bengali Suggestions(BA 6TH SEMESTER আবশ্যিক বাংলা সাজেশন ) Answer গুলি আগামী BA 6TH SEMESTER আবশ্যিক বাংলা সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা BA 6TH SEMESTER আবশ্যিক বাংলা পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারেন। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভবনা আছে।
*******************************
সম্পূর্ন বাংলা সাজেশন পেতে নীচে click করো
BA 6th Semester বাংলা সাজেশন
ছোট গল্প
অন্তসলীলা
ব্যাখ্যামূলক প্রশ্ন (প্রতিটির মান ১০)
প্রশ্ন : অন্তঃসলিলা গল্পে একজন লেখিকার জীবনের যে জীবন সংগ্রামের কথা বলা হয়েছে তা নিজের ভাষায় বর্ণনা করো।
[অথবা] ‘এই মধ্যবিত্ত সংগ্রামের আড়ালেই কি বয়ে চলেছে লেখিকার জীবনের অন্তঃসলিলা প্রাণের প্রবাহ!'— অন্তঃসলিলা গল্পের প্রেক্ষাপটে ব্যাখ্যা করো।
উত্তর : অন্তঃসলিলা গল্পটি সাবিত্রী রায়ের ‘নূতন কিছু নয়’ গল্প সংকলনের অন্তর্গত। ১৯৫২ সালের ডিসেম্বর মাসে বইটি প্রকাশিত হয়। বইয়ের উৎসর্গে লেখিকা লিখেছেন, ‘১৯৪৩ সালের আকালে যারা প্রাণ হারালো তাদের স্মরণে।' অর্থাৎ উৎসর্গের মধ্যে দিয়েই লেখিকার মনের চিন্তার তরঙ্গের অভিমুখের একটা সুস্পষ্ট ধারণা পাওয়া যায়।
গত শতাব্দীর ষাট-সত্তরের দশকের বাংলা সাহিত্যের ধারায় ঘটনা ও চরিত্রগুলি ছিল প্রধানত শ্রমিক-কৃষক-সাধারণ অথবা নিম্নমধ্যবিত্ত সংসারের সঙ্গে জড়িত, যার ভাষা সমকালীন রাজনৈতিক সংঘর্ষ ও কঠোর শ্রমের বর্ণনার উপযুক্ত কঠোর, মোহমুক্ত বাস্তব ও বেশ সোজাসাপটা। লেখিকা সাবিত্রী রায় সেই ধারাকেই অনুসরণ করেছেন।
‘নূতন কিছু নয়’ বইটির গল্পগুলি মন্বন্তরের নিদারুণ পরিপ্রেক্ষিতে রচিত। স্বভাবতই কঠোর নিষ্ঠুর পৃথিবীর ছায়া পড়েছে প্রতিটি গল্পে। অন্তঃসলিলা গল্পের নায়িকা শকুন্তলা একজন গৃহবধু। তার স্বামী একটি কলেজে পড়ায়। কিন্তু তার সেই সামান্য বেতনে সচ্ছলভাবে সংসার চলে না। সাতটি ভাড়াটে সম্বলিত কলকাতার একটি ছোটো গলির মধ্যে অস্বাস্থ্যকর স্যাঁতসেঁতে এককামরার ঘরের মধ্যে দেওর, শাশুড়ি দুই মেয়ে ও অন্যান্যদের নিয়ে টানাটানির সংসার। দারিদ্র্য ও যৌথ সংসারের চাপে তার লেখার মতো আলাদা খাতা বা পাতা জোটে না। ঘরসংসার সামলে, অসুস্থ মেয়ের দেখভাল করে যদি সময় মেলে তো সেই বিরতিতে দুই এক কলম লিখে ফেলা। সেই খাতার মধ্যে বাজারের হিসেব থেকে মেয়ের পড়া অবধি সবই আছে। এখানে-ওখানে ছড়ান রয়েছে লেখাটা' অর্থাৎ শকুন্তলাদেবী সবদিক সামলে যখনই একটু ফুরসত পেয়েছেন, তার ফাঁকেই তৈরি করেছেন তার এই সাহিত্যকর্ম। আর এই লিখতে গিয়ে তাকে বিদ্রুপ শুনতে হয়েছে প্রতিপদে। কখনো সেই বিদ্রুপ এসেছে ঘরের মধ্যে থেকে, কাপড়ের পার্টিশনের ওপার থেকে বা কখনো সমালোচনা 7 ^ 2 করেছেন তথাকথিত লেখকসমাজ। আর বুক বেঁধে সহ্য করে গেছেন কর্কশ কথাগুলি। যেমন ‘ছেলেপুলের মায়ের কি আর দিনরাত কলম নিয়ে বসে থাকলে চলে?’ বা ‘বিদ্বান ছেলের বিদুষী বৌ।' তার আশপাশের মানুষগুলির কাছে প্রতিদিন বেঁচে থাকা হল দিনগত পাপক্ষয়। কিন্তু শকুন্তলার তা নয়। সে দেখতে পায় নারী স্বাধীনতার মুক্তির স্বাদ। সংসার তাকে গ্রাস করে নিলেও দারিদ্র্য ও নিঃসঙ্গতা তাকে বিমুখ করেনি। তার মধ্যে থেকেই সে খুঁজে পেয়েছে তার বেঁচে থাকার জীবনীশক্তি। শকুন্তলা দেবীর অতি দরিদ্র সংসারের করুণ ছবিটা ছড়িয়ে আছে সংসারের সর্বত্র। তার মধ্যেই সে কাটাচ্ছে অতি নিঃসঙ্গ, অনাদরের জীবন। তার সাহিত্যকর্ম প্রতিপদেই উপহাসের বিষয়। অভাব-অনটনের সংসারে সবদিক ঠিকভাবে ম্যানেজ করার মাঝেই তার সাহিত্যরচনা। এ শুধু লেখিকার রচনা নয় – তার খণ্ডীকৃত সাধনার ও জীবনের প্রতিফলন।
অসুস্থ শিশু ঘরে। গরীবের সংসারে তার ঠিকসময়ে ডাক্তার দেখানো হয়ে ওঠে না। কিন্তু তার মধ্যেও শকুন্তলাদেবীর দায়িত্ববোধের কোনো অভাব চোখে পড়ে না। সে তার দেওরকে খেতে দেওয়া হোক, বা শাশুড়ির খাবার তৈরি করাই হোক। কিন্তু তার এই দায়িত্ববোধও কোথাও যেন পরিবারের কাছে কোনো সম্মান পায় না। না-হলে ঘরে একজন অপরিচিত লোকের সামনেও পর্দার আড়ালের মানুষগুলি তাদের কর্কশ কথাগুলি জানাতে দ্বিধাবোধ করে না। যেন তাদের চাপা হিংসার বহিঃপ্রকাশ। যা কালিমায় ছায়াচ্ছন্ন করে ফেলে শকুন্তলাদেবীর মুখখানা। কিন্তু যার কাছে লেখাটা একটা সামাজিক দায়িত্ব ও কর্তব্য তাকে আটকায় কোন্ জন। তার প্রাণ কাঁদে অ-দেখা কর্মীর প্রাণের মমতায়। তাই শকুন্তলাদেবীর আশপাশের ছবিটা সাদা-কালো হলেও তার সাহিত্যসৃষ্টি কখনোই সাদা-কালো নয়। সাদা, কালো, লাল বিভিন্ন রংয়ের সমারোহ। এ যেন মধ্যবিত্ত সংগ্রামের আড়ালেই বয়ে চলেছে লেখিকার জীবনের অন্তঃসলিলা প্রাণের প্রবাহ।
********************************
বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় ।
তাই এই সবের কথা মাথায় রেখে আমরা বাংলার শিক্ষা e-Portal এর সাহায্যে সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে Online Exam Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো ।
এখানে মাধ্যমিকের , মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ , উচ্চ-মাধ্যমিক এর ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর ) বাংলা , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত , ইতিহাস , , স্নাতক ( জেনারেল ) কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education , প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে ।
Calcutta University Under CBCS ( system ) , Semester (II) Education General , BA 2nd Semester ( Education General ) Suggestions . HS Education suggestion , উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান ,
No comments