Header Ads

Header ADS

Compulsory Bengali ( রেকর্ড - ছোট গল্প ) বোধমূলক প্রশ্ন ( আবশ্যিক বাংলা ) Suggestion for 6th Semester of Calcutta University under CBCS System Compulsory Bengali Suggestions( BA General ) with Answer

Compulsory Bengali   ( রেকর্ড - ছোট গল্প  ) বোধমূলক  প্রশ্ন  (  আবশ্যিক বাংলা )   Suggestion for 6th  Semester of Calcutta University under CBCS System Compulsory Bengali Suggestions( BA General ) with Answer

ছোটলোক Compulsory Bengali  ( ছোট গল্প ) (  আবশ্যিক বাংলা )   System Compulsory Bengali Suggestions( BA General ) with Answer

BA 6th Semester Compulsory Bengali Suggestions(BA 6TH SEMESTER আবশ্যিক বাংলা সাজেশন ) –  প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই BA 6th Semester Compulsory Bengali Suggestions(BA 6TH SEMESTER আবশ্যিক বাংলা সাজেশন ) Answer গুলি আগামী  BA 6TH SEMESTER আবশ্যিক বাংলা সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা BA 6TH SEMESTER আবশ্যিক বাংলা পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারেন। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভবনা আছে।

*******************************

 সম্পূর্ন বাংলা সাজেশন পেতে নীচে  click  করো 

BA  6th Semester  বাংলা সাজেশন 


 

ছোট গল্প 


রেকর্ড 


বোধমূলক প্রশ্ন (প্রতিটির মান ৫)

প্রশ্ন ঃ 'দেশে দেশে কালে কালে এ সুর এক কোন্ সুরের কথা বলা হয়েছে? দেশে-দেশে কালে-কালে এই সুরকে এক বলার তাৎপর্য কি?

উত্তর : নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ‘রেকর্ড’ গল্প থেকে প্রশ্নোক্ত অংশটি নেওয়া হয়েছে। লেখক চোরাবাজারে একটি বুকসে কিনতে গিয়ে একটি রেকর্ডের দোকান থেকে অদ্ভুত সুর ভেসে আসতে শোনেন। সেই অদ্ভুত সুরে তার রক্তে দোলা লাগে। এখানে সেই রেকর্ডের অদ্ভুত সুরের কথা বলা হয়েছে।

অজানা ভাষা তাকে এতটাই উদ্বুদ্ধ করে যে তিনি রেকর্ডটি বাড়িতে কিনে আনেন। তিনি এবং তাঁর স্ত্রী কেউই মূল সুরটি চিনে উঠতে পারেন না। কখনো তাদের মনে হয় ব্রহ্মপুত্রের গর্জন, কখনো মনে হচ্ছে পাহাড় ভেঙে নেমে আসা নদীর স্রোত, কখনো আবার হাতির গর্জন, সার্কাসে খাঁচায় বন্দি ক্লান্ত বাঘের তীক্ষ্ণ আওয়াজ, আবার কখনো সাঁওতালী দলের নাগরা টিকারার সুর। তাদের মিউজিকে ডক্টরেট করা এক বান্ধবী এসেও এই সুরের কোনো হদিস দিতে পারেনি। অবশেষে এক ভূ-পর্যটক তাদের জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিপর্যস্ত সময়ে কয়েকজন গায়কের সম্মিলিত চেষ্টায় এই সুরটি সৃষ্টি হয়েছিল। শিল্পীরা হিটলারের সেনার হাতে প্রাণ দিলেও সুরটি থেকে গেছে। ব্যক্তি অনুভূতি কিভাবে সার্বিকতার রূপ লাভ করে। তা এই গল্পে দেখানো হয়েছে। এখানেই প্রমাণিত হয়েছে ‘দেশে-দেশে কালে-কালে এ সুর এক।


প্রশ্ন : ‘এ রেকর্ড কেউ নিশ্চিহ্ন করতে পারেনি। কেউ পারবে না।' গল্পটি কোন্ প্রেক্ষিতে লেখা? কথাগুলি কে বলেছেন? বিষয়টি ব্যক্ত করো। 

উত্তর : আলোচ্য ‘রেকর্ড’ গল্পটি নাৎসী যুদ্ধের বীভৎসতার পরিপ্রেক্ষিতে লেখা।প্রশ্নে উল্লেখিত কথাগুলি বলেছেন লেখক স্বয়ং । পরিচিত এক বাজারে লেখক একটি বুক সেল্ফ কিনতে গিয়ে পেলেন একটি দুষ্প্রাপ্য রেকর্ড। বাড়িতে ফিরে লেখক ও তাঁর স্ত্রী রেকর্ড শুনতে গিয়ে অবাক হন। সুরের কিছুই বুঝতে পারেন না। এক অদ্ভুত মিশ্রিত সুর ছিল সেই রেকর্ডে। রেকর্ডের সুরের রহস্য উদ্ঘাটনে পাশ্চাত্য সঙ্গীতে ডক্টরেট করা আইভিকে ডাকা হল কিন্তু তিনি বিশেষ আলোকপাত করতে পারলেন না। অবশেষে সুরের রহস্য উদ্ঘাটন করলেন একজন ভূ-পর্যটক। তিনি জানিয়েছেন, এটি ইউরোপের এক শহরের মুক্তিযুদ্ধের গান। হিটলারের গোয়েন্দারা প্রত্যেক শিল্পীকে হত্যা করেছিল। ধ্বংস করেছিল সব রেকর্ড। কোনোভাবে তার একটি পৌঁছেছে লেখকের হাতে। সব শুনে লেখক বলেছেন হিটলারের দল শিল্পীদের হত্যা করলেও শেষ করতে পারেনি রেকর্ডকে। মুক্তিযোদ্ধাদের সুর মিশে গেছে কলকাতার ছাত্রদলের শোভাযাত্রার সুরের সঙ্গে। সেইজন্যই লেখক বলেছেন এই রেকর্ডের সুর কেউ নিশ্চিহ্ন করতে পারবে না।


 সম্পূর্ন বাংলা সাজেশন পেতে নীচে  click  করো 

BA  6th Semester  বাংলা সাজেশন


প্রশ্ন : 'রেকর্ড' গল্পে লেখক চোরাবাজারের যে পরিচয় দিয়েছেন তা লেখো।

উত্তর : আলোচ্য ‘রেকর্ড’ গল্পের শুরুতেই দেখি লেখক চোরাবাজারে গেছেন কম দামে একটি বুক সেল্ফ কিনতে। চোরাবাজার বা সেকেন্ড হ্যান্ড মার্কেট। – লেখক এই বাজারের চিত্র এঁকেছেন তার গল্পে। লোকেরা এই বাজারে যায় তাদের পছন্দের জিনিস কম দামে কিনতে। এই বাজারে নতুন পুরানো প্রচুর সস্তার জুতো, ইলেকট্রিক হিটার, তাপ্পি মারা স্টোভ, লাল হয়ে যাওয়া দশ বারো আনা সেরের চিংড়ি মাছ পাওয়া যায়। এখানে লটারি খেলাও হয়। এক আনা পয়সা দিয়ে কাঁটা ঘোরালে ছোটো ছোটো বিস্কুট মেলে। আর কপাল ভালো থাকলে মিলতে পারে একটি চন্দন সাবান। এছাড়াও এখানে খোঁজ করলে মিয়ে যায় নানা দুষ্প্রাপ্য সামগ্রী। লেখক যেমন একটি রেকর্ড পেয়েছিলেন, নাৎসী আন্দোলনের মুক্তিযোদ্ধাদের গাওয়া।



প্রশ্ন : 'সেদিন মাঝ রাতে আমার ঘুম ভাঙল।' – কার ঘুম ভাঙল? কেন? তিনি কি উপলব্ধি করলেন?

উত্তর : ‘রেকর্ড’ গল্প থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। সেদিন মাঝরাতে লেখকের ঘুম ভাঙল। তিনি মাঝরাতে জল খেতে উঠেছিলেন। তিনি শুনতে পেলেন একটি বাঘ ডাকছে। রাতের ঘুমন্ত কলকাতার উপর দিয়ে তরঙ্গে তরঙ্গে একটা গভীর ধ্বনি বয়ে যাচ্ছে। আর্ত অথচ ভয়ঙ্কর, ক্লান্ত অথচ ক্রুদ্ধ। লেখকের বাড়ির সরল রেখায় দুটো বড়ো রাস্তার ওপারে মার্কাস স্কোয়ারে একটি সার্কাসের তাঁবু পড়েছে। সেখান থেকেই আসছে বাঘের ডাক। সেই সময় বাঘের ডাক শুনে লেখকের মনে পড়ল সেই বিদেশী রেকর্ডটির কথা। কারণ রেকর্ডের সুরের সঙ্গে এই বাঘের ডাকের সুরের কোথায় একটা মিল খুঁজে পেলেন তিনি। কিন্তু ঠিক ধরতে পারলেন না। পাম গাছ, রাতের তারা, টুকরো মেঘ সবই কেঁপে কেঁপে উঠতে থাকল রাতের বাঘের ডাকে। লেখক এমনটাই উপলব্ধি করলেন।


********************************

 





**** যদি কোন ভুল থেকে থাকে তবে তা   Typing mistake এর জন্য ।   আমাদের  comment   করে জানান  আমরা তা সংশোধন করে দেবার চেষ্টা করবো ****

বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক  বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET  প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় । 

তাই এই সবের কথা মাথায় রেখে আমরা  বাংলার শিক্ষা  e-Portal  এর সাহায্যে   সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে  Online Exam   Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো । 

এখানে মাধ্যমিকের মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ  , উচ্চ-মাধ্যমিক এর   ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর  ) বাংলা  , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত ,  ইতিহাস ,  , স্নাতক ( জেনারেল )  কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education ,  প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online  পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে । 

Calcutta University  Under CBCS ( system ) , Semester (II) Education General  , BA 2nd Semester ( Education General ) Suggestions . HS Education suggestion , উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান ,  

 


No comments

Featured Post

Semester 2 History Suggestions - Questions Set-1 -স্নাতক ইতিহাস || History General Semester 2 - || History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System

   History  Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System  History   Suggestions( BA General )  with Answer  Semester...

Powered by Blogger.