Header Ads

Header ADS

Suggestion(2) for 6th Semester of Calcutta University under CBCS System Compulsory Bengali Suggestions( BA General ) with Answer

Compulsory Bengali (  আবশ্যিক বাংলা )   Suggestion for 6th  Semester of Calcutta University under CBCS System Compulsory Bengali Suggestions( BA General ) with Answer

Compulsory Bengali (  আবশ্যিক বাংলা )   Suggestion for 6th  Semester of Calcutta University under CBCS System Compulsory Bengali Suggestions( BA General ) with Answer

BA 6th Semester Compulsory Bengali Suggestions(BA 6TH SEMESTER আবশ্যিক বাংলা সাজেশন ) –  প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই BA 6th Semester Compulsory Bengali Suggestions(BA 6TH SEMESTER আবশ্যিক বাংলা সাজেশন ) Answer গুলি আগামী  BA 6TH SEMESTER আবশ্যিক বাংলা সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা BA 6TH SEMESTER আবশ্যিক বাংলা পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেনতারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারেন। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভবনা আছে।


//// Main Topic ////


*********************************

অতিসংক্ষিপ্ত প্রশ্নবলি: 


১। উনিশ শতকের প্রথমার্ধে বাংলা সাময়িকপত্রের উদ্ভব ও বিকাশের ধারাটি অসিত কুমার বন্দ্যোপাধ্যায় ক’টি ভাগে ভাগ করেছেন? কী কী?


উত্তর : তিনটি ভাগে।


ক. ১ম পর্ব : ‘দিগদর্শন' ‘সমাচার চন্দ্রিকা', খ. ২য় পর্ব : ‘সম্বাদ তিমির নাশকত


‘সংবাদ প্রভাকর', গ. ৩য় পর্ব : ‘জ্ঞানান্বেষণ' - ‘তত্ত্ববোধিনী'।


২। হিকি সম্পাদিত ইংরেজি ভাষার বাংলা খবর কোন্ পত্রিকায় প্রকাশিত হত?


উত্তর : 'Bengal Gadget' (১৭৮০)। 


৩। অনেকের মতে কোন্ পত্রিকাটি বাংলা প্রথম সাপ্তাহিক পত্রিকা?


উত্তর : ‘বাঙ্গাল গেজেটি।


৪। ‘বাঙ্গাল গেজেটি’ যে প্রথম সাপ্তাহিক পত্রিকা এই মতবাদীদের যুক্তি কি?


উত্তর : ‘সমাচার দর্পণ' প্রকাশিত হয় ১৮১৮ খ্রীষ্টাব্দের মে মাসে। আর 'বাঙ্গাল গেজেটি, ‘সমাচার দর্পণ’-এর প্রকাশের কয়েকদিন আগে প্রকাশিত বলে ‘বাঙ্গাল গেজেটি প্রথম সাপ্তাহিক পত্রিকা।


৫। ভারতবর্ষে প্রথম সংবাদপত্র কোন্‌টি? উত্তর : হিকি সম্পাদিত ‘বেঙ্গল গেজেট’ ভারতের প্রথম মুদ্রিত ইংরেজী সংবাদপত্র।


৬। 'বেঙ্গল গেজেট-এর প্রকাশ কাল কী ছিলো? উত্তর : ১৭৮০ খ্রীষ্টাব্দ।


৭। 'বেঙ্গল গেজেট -এর পর যে সংবাদপত্র প্রকাশিত হয়েছিল তার নাম কর।


উত্তর : ইণ্ডিয়া গেজেট', 'ক্যালকাটা গেজেট, ‘হরকরা' ইত্যাদি।


৮। বাংলা সাময়িকপত্রের অগ্রদূত কে?


উত্তর ঃ ‘দিগ্‌দর্শন’।


৯। “দিগ্‌দর্শনের সম্পাদক কে ছিলেন?


উত্তর : জোশুয়া মার্শম্যানের পুত্র ক্লার্ক মার্শম্যান।


১০। 'দিগ্‌দর্শন' পত্রিকার প্রকাশকাল কত?

উত্তর : ৩রা এপ্রিল, ১৮১৮।


১১। 'দিগ্‌দর্শন’ কী ধরনের পত্রিকা?

উত্তর : মাসিক পত্রিকা।


১২। 'দিগদর্শন' কোথা থেকে প্রকাশিত হয়?

উত্তর : শ্রীরামপুর মিশন।


১৩। 'দিগদর্শন'-এ কাদের উদ্দেশ্যে নানা উপদেশ প্রকাশ পেত?

উত্তর : ‘যুবালোক'।


১৪। 'দিগদর্শন' পত্রিকার দু'জন রচয়িতার নাম লেখো। 

উত্তর : গঙ্গাকিশোর ভট্টাচার্য, জয়গোপাল তর্কালঙ্কার।


১৫। 'সমাচার দর্পণ'-এর প্রকাশক কে?

উত্তর ঃ শ্রীরামপুর মিশনের ইংরেজ পারিরা। 


১৬। 'সমাচারদর্পণ'-এর সংবাদ রচনায় কোন্ বাঙালি পণ্ডিতের বিশেষ হাত ছিল?

উত্তর : জয়গোপাল তর্কালংকারের।


১৭। 'সমাচার দর্পণ' কত সালে প্রকাশিত হয়?

উত্তর : ২৩ মে, >b > b ।


১৮। 'সমাচার দর্পণ' পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর : জে. সি. মার্শম্যান।


১৯। 'সমাচার দর্পণ' পত্রিকার ধরনটি কী?

উত্তর : সাপ্তাহিক।


২০। 'সমাচার দর্পণ' পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয়?

উত্তর : শ্রীরামপুর মিশন থেকে।


২১। 'সমাচার দর্পণ' পত্রিকাটির মূল্য কত ছিল?

উত্তর : ৩৭ পয়সা।


২২। 'সমাচার দর্পণ' পত্রিকাটির পৃষ্ঠাসংখ্যা কত ছিল?

উত্তর : ৪।


২৩। 'সমাচার দর্পণ'-এ প্রকাশিত প্রথম সংখ্যার যে-কোনো দুটি বিভাগের নাম লেখো।

উত্তর : সরকারি আদেশ, জন্ম-মৃত্যু-বিবাহ সংবাদ।


২৪। 'সমাচার দর্পণ' পত্রিকার হিন্দু রক্ষণশীল ভাবনার সঙ্গে কার প্রগতিশীল মতামতের বিরোধ সৃষ্টি হয় ?

উত্তর : রামমোহন রায়-এর।


২৫। বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি?

উত্তর : সংবাদ প্রভাকর'।


২৬। 'সংবাদ প্রভাকর' কবে প্রথম প্রকাশিত হয়?

উত্তর : ২৮ জানুয়ারি, ১৮৩১।


২৭। 'সংবাদ প্রভাকর' পত্রিকাটির সম্পাদক কে ছিলেন?

উত্তর : ঈশ্বরচন্দ্র গুপ্ত।


২৮। সেকালের বাংলা সাহিত্যের সঙ্গে কোন্ পত্রিকা জড়িত ছিল?

উত্তর : ‘সংবাদ প্রভাকর'।


২৯। 'সংবাদ প্রভাকর' পত্রিকাটির ধরন কেমন ছিল?

উত্তর : প্রথমে সাপ্তাহিক, তারপর বারত্রয়িক ও পরে দৈনিক পত্ররূপে এটি প্রকাশ পেত।


 ৩০। 'সংবাদ প্রভাকর' পত্রিকাটি প্রকাশে ঈশ্বরগুপ্তের সহায়ক কে ছিলেন?

উত্তর : পাথুরিয়াঘাটার গোপীমোহন ঠাকুরের পৌত্র যোগেন্দ্রমোহন ঠাকুর।


৩১। 'সংবাদ প্রভাকর' পত্রিকাটি প্রকাশের কত বছর পর যোগেন্দ্রমোহন ঠাকুরের মৃত্যু হয়?

উত্তর : দেড় বছর পর।


৩২। যোগেন্দ্রনাথের বাড়িতে একটি যন্ত্রালয় স্থাপিত করে 'সংবাদ প্রভাকর' পত্রিকাটি প্রাথমিকভাবে প্রকাশিত হত। 

(ক) যন্ত্রালয়টির নাম কী ছিল?

(খ) কত সাল পর্যন্ত এই যন্ত্রালয়ের সাহায্যে পত্রিকাটি প্রকাশ পায় ?


উত্তর : ক. ‘প্রভাকর যন্ত্রালয়'।

খ. ১৮৩২, ২৫ মে।


৩৩। 'সংবাদ প্রভাকর' পত্রিকাটির বারত্রয়িক প্রকাশে কারা সহায়তা করেছিলেন?

উত্তর : বাবু কানাইলাল ঠাকুর ও বাবু গোপালচন্দ্র ঠাকুর।


৩৪। 'কালেজীয় কবিতা যুদ্ধ কী ছিল?

উত্তর : দীনবন্ধু মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং দ্বারকানাথ অধিকারী যথাক্রমে হিন্দু-হুগলী ও কৃষ্ণনগর কলেজের তিন কৃতি ছাত্র প্রভাকরের পাতায় কবিতার মাধ্যমে যে বাদানুবাদের সৃষ্টি করেছিলেন তাই ‘কালেজীয় কবিতা যুদ্ধ নামে পরিচিত।


৩৫। তত্ত্ববোধিনী সভা কবে প্রথম প্রতিষ্ঠা হয়? উত্তর : ১৭৬১ শকের ২১ আশ্বিন, রবিবার।



৩৬। তত্ত্ববোধিনী সভার কী উদ্দেশ ছিল?

উত্তর : “ব্রাহ্ম সমাজ যাহাতে স্থানে স্থানে স্থাপিত হয়, এবং যে রূপেতে সর্বোৎকৃষ্ট পরম ধর্ম্ম বেদাত্ত প্রতিপাদ্য ব্রহ্মবিদ্যার প্রচার হয়, তাহার সাধন” ছিল সভাটির উদ্দেশ্য।


৩৭। 'তত্ত্ববোধিনী পত্রিকা' কোন্ সভার মুখপত্র ছিল?

উত্তর : তত্ত্ববোধিনী সভা।


৩৮। তত্ত্ববোধিনী সভা পত্রিকাটি কত সালে প্রথম প্রকাশিত হয়?

উত্তর : ১৮৪৩ খ্রীষ্টাব্দের ১৬ অগাস্ট।


৩৯। তত্ত্ববোধিনী সভা পত্রিকাটির পরিচালক ও সম্পাদকের নাম লেখো।

উত্তর ঃ পরিচালক – মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, সম্পাদক- অক্ষয়কুমার দত্ত। 


৪০। তত্ত্ববোধিনী সভা পত্রিকাটির মূল লক্ষ্য কী ছিল?

উত্তর : তত্ত্ববোধিনী সভায় আলোচিত বক্তব্য সদস্য ও সাধারণের কাছে পৌঁছে দেওয় ছিল পত্রিকাটির মূল লক্ষ্য।


৪১। অক্ষয়কুমার দত্ত কত বছর তত্ত্ববোধিনী সভা পত্রিকাটি পরিচালনা করেন?

উত্তর : বারো বছর – ১৮৪৩ থেকে ১৮৫৫ খ্রীঃ।


৪২। তত্ত্ববোধিনী সভা পত্রিকার সম্পাদক কারা ছিলেন?

উত্তর : 

ক. অক্ষয়কুমার 

খ. নবীনচন্দ্র 

গ. সত্যেন্দ্রনাথ ঠাকুর ১৮৫৯ - ১৮৬২,

ঘ. অযোধ্যানাথ

ঙ. হেমচন্দ্র 

চ. দ্বিজেন্দ্রনাথ

ছ. রবীন্দ্রনাথ ঠাকুর - ১৯১০ - ১৯১৫,

জ. ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর ১৯১৫ - ১৯৩২।


৪৩। তত্ত্ববোধিনী সভা পত্রিকাটি কত বছর চালু ছিল?

উত্তর : ৮৯ বছর।


৪৪। তত্ত্ববোধিনী সভা পত্রিকাটির সঙ্গে যুক্ত দু’জন গ্রন্থ রচয়িতার নাম লেখো।

উত্তরঃ বিদ্যাসাগর, রাজনারায়ণ বসু।


৪৫। বাংলার প্রথম পূর্ণাঙ্গ সাহিত্যনির্ভর পত্রিকা কোন্‌টি ?

উত্তর : ‘বঙ্গদর্শন'।


৪৬। 'বঙ্গদর্শন' পত্রিকাটির প্রকাশসাল লেখো।

উত্তর : ১৮৭২ খ্রিস্টাব্দে।


৪৭। 'বঙ্গদর্শন' পত্রিকাটি প্রথম কে সম্পাদনা করেন?

উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।


৪৮। যে সমস্ত বিষয়ে ‘বঙ্গদর্শন' পত্রিকাটি আলোচনা করত, সেগুলি কী?

উত্তর : সাহিত্য, ইতিহাস, দর্শন, ব্যঙ্গাত্মক রচনা, ধর্মতত্ত্ব, গ্রন্থ সমালোচনা ইত্যাদি।


৪৯। 'বঙ্গদর্শন' পত্রিকাটির সঙ্গে যুক্ত যে-কোনো চারজন সাহিত্যিকের নাম লেখো।

উত্তর : হরপ্রসাদ শাস্ত্রী, কালীপ্রসন্ন সিংহ, চন্দ্রনাথ বসু, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়।


 ৫০। 'বঙ্গদর্শন-এ প্রকাশিত দুটি কবিতার নাম লেখো।

উত্তর ঃ যতীন সেনগুপ্ত রচিত ‘উইলোপোতা’, কালিদাস রায় রচিত ‘ক্রৌঞ্চমিথুন'।


৫১। 'বঙ্গদর্শন' পত্রিকাটিতে প্রকাশিত দুটি প্রবন্ধের নাম লেখো। 

উত্তর : মোহিতলাল মজুমদার রচিত ‘শ্রীকান্তের শরৎচন্দ্র'। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ‘সাহিত্যের তাৎপর্য'।


৫২। 'বঙ্গদর্শন' পত্রিকাটিতে প্রকাশিত একটি বিভাগ ‘মণিমঞ্জুষা'। বিভাগটির বিষয় কী ছিল?

উত্তর : প্রচলিত ও অপ্রচলিত কবিতার মুদ্রণ ও পুনর্মুদ্রণ হত ‘মণিমঞ্জুষা' বিভাগে।


৫৩। 'বঙ্গদর্শন' পত্রিকাটিতে প্রকাশিত বঙ্কিমচন্দ্রের যে-কোনো দুটি উপন্যাসের নাম লেখো।

উত্তর : ‘কৃষ্ণকান্তের উইল’, ‘বিষবৃক্ষ'।


 ৫৪। 'বঙ্গদর্শন' পত্রিকাটিতে প্রকাশিত ইতিহাস বিষয়ক দুটি রচনার নাম লেখো।

উত্তর : অক্ষয়কুমার মৈত্রেয় রচিত 'বাঙ্গালার ইতিহাস'। রামেন্দ্রসুন্দর ত্রিবেদী রচিত ‘রাষ্ট্র ও নেশন'।


৫৫। বঙ্কিমচন্দ্রের সম্পাদনায় ‘বঙ্গদর্শন' পত্রিকার কটি সংখ্যা প্রকাশ পায়।

উত্তর : 


৫৬। বঙ্কিমচন্দ্র ছাড়া কারা বিভিন্ন সময় 'বঙ্গদর্শন' পত্রিকাটির সম্পাদনার ভার গ্রহণ করেন?

উত্তর:

 (ক) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়,

(খ) শ্রীশচন্দ্র মজুমদার,

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর,

(ঘ) মোহিতলাল মজুমদার,

(ঙ) সত্যজিৎ চৌধুরী।


৫৭। 'ভারতী' কী জাতীয় পত্রিকা ছিল?

উত্তর : মাসিক।


৫৮। 'ভারতী' পত্রিকাটি প্রকাশে কে উৎসাহ দেন?

উত্তর : জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর।


৫৯। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত একটি মাসিক পত্রিকার নাম কর।

উত্তর : ‘ভারতী' পত্রিকা।


৬০। 'ভারতী' প্রকাশকালে পত্রিকাটির সম্পাদক কে ছিলেন?

উত্তর : দ্বিজেন্দ্রনাথ ঠাকুর।


৬১। 'ভারতী' পত্রিকাটির প্রথম প্রকাশ করে হয়?

উত্তর : ১৮৭৭ খ্রিস্টাব্দে।


৬২। 'ভারতী' পত্রিকাটির নামকরণ কে করেন?

উত্তর : দ্বিজেন্দ্রনাথ ঠাকুর।


৬৩। 'ভারতী' পত্রিকাকে কেন্দ্র করে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে কোন্ আসর গড়ে ওঠে?

উত্তর : ‘ভারতীর আসর'।


৬৪। 'ভারতী' পত্রিকাটির জীবৎকালটি নির্দেশ করো।

উত্তর : ১৮৭৭-১৯২৬ খ্রিস্টাব্দ।


৬৫। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর কত বছর 'ভারতী' সম্পাদনার ভার গ্রহণ করেন?

উত্তর : প্রথম সাত বছর।


৬৬। এর পর কারা ‘ভারতী’ সম্পাদনার ভার গ্রহণ করেছিলেন?

উত্তর ঃ 

(ক) স্বর্ণকুমারী দেবী,

 (খ) হিরন্ময়ী দেবী, 

(গ) সরলা দেবী,

 (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর,

(ঙ) মণিলাল গঙ্গোপাধ্যায়, 

(চ) সৌরীন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রমুখ।


৬৭। সমকালের মহিলা সাহিত্যিকরা যারা 'ভারতী' পত্রিকাটির সঙ্গে যুক্ত ছিলেন, এমন দু'জনের নাম লেখো।

উত্তর : গিরিবালা দেবী, গিরীন্দ্রমোহিনী দাসী।


৬৮। রবীন্দ্রনাথ ঠাকুরের যে সমস্ত রচনা 'ভারতী' পত্রিকাটিতে প্রকাশিত হয়, তার দুটি উল্লেখ করো।

উত্তর : ক.‘মেঘনাদবধ কাব্য’-এর সমালোচনা।


খ. ‘য়ুরোপ প্রবাসীর পত্র'।

৬৯। 'ভারতী' পত্রিকায় প্রকাশিত অবনীন্দ্রনাথ ঠাকুরের যে-কোনো একটি রচনার নাম লেখো।

উত্তর : ‘আলোর ফুলকী'।


৭০। 'ভারতী' পত্রিকায় রবীন্দ্রনাথের কোন্ উপন্যাসটি প্রকাশিত হয়েছিল?

উত্তর : ‘করুণা' নামে উপন্যাসটি।


৭১। ‘ভারতী’র সঙ্গে কোন্ পত্রিকাটি পরে যুক্ত হয়েছিল?

উত্তর : ‘বালক’ পত্রিকাটি।


৭২। 'ভারতী' পত্রিকায় রবীন্দ্রনাথের কোন্ ছোটগল্পগুলি প্রকাশিত হয়েছিল?

উত্তর : ‘দুর্বুদ্ধি’, ‘যজ্ঞেশ্বরের যজ্ঞ’, ‘উলুখড়ের বিপদ’, ‘প্রতিবেশিনী' প্রভৃতি।


৭৩। ‘পরিচয়’ পত্রিকায় সম্পাদক কে ছিলেন?

উত্তর : কবি সুধীন্দ্রনাথ দত্ত।


৭৪। 'পরিচয়' পত্রিকার প্রকাশকাল।

উত্তর : ১৯৩১ খ্রীষ্টাব্দে।


৭৫। 'পরিচয়' কি ধরনের পত্রিকা ? উত্তর : শুরুতে ত্রৈমাসিক শেষের বছরগুলিতে মাসিক।


৭৬। ‘পরিচয়’-এর উল্লেখযোগ্য লেখকগণ।

উত্তর : বুদ্ধদেব বসু, বিষ্ণু দে, নীরেন্দ্রনাথ রায়, ধূর্জটীপ্রসাদ মুখোপাধ্যায়, সুশোভন সরকার, গোপাল হালদার, হুমায়ুন কবীর, প্রবোধ বাগচী, লীলা রায় প্রভৃতি।


৭৭। 'প্রগতি' কি ধরনের পত্রিকা ?

উত্তর : মাসিক পত্রিকা।


৭৮। 'প্রগতি' পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর : বুদ্ধদেব বসু ও অজিতকুমার দত্ত।


৭৯। 'প্রগতি'র প্রকাশকাল কী ছিলো?

উত্তর : এটি প্রথম প্রকাশিত হয় ১৩১৪ সালে


৮০। 'কল্লোল' পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর : দীনেশরঞ্জন দাশ।


৮১। 'কল্লোল'-এর প্রকাশকাল কী ছিলো?

উত্তর : ১৯২৭ খ্রীষ্টাব্দে, বাঙলা ১৩৩০ সালের বৈশাখ মাসে।


৮২। 'কল্লোল'-এর উল্লেখযোগ্য লেখকগণের নাম উল্লেখ করো।

উত্তর : অচিন্ত্যকুমার সেনগুপ্ত, প্রেমেন্দ্র মিত্র, বুদ্ধদেব বসু, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, নজরুল ইসলাম, মোহিতলাল মজুমদার, জীবনানন্দ দাশ প্রভৃতি।


৮৩। সবুজপত্র' পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর ঃ প্রমথ চৌধুরী।


৮৪। 'সবুজপত্র' কি ধরনের পত্রিকা ?

উত্তর : ‘সবুজপত্র' একটি মাসিক পত্রিকা।


৮৫। 'সবুজপত্র'-এর উল্লেখযোগ্য লেখকগণের নাম উল্লেখ করো।

উত্তর : স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর ও তরুণ লেখক সুনীতিকুমার চট্টোপাধ্যায় এবং অতুলচন্দ্র গুপ্ত প্রমুখ।


৮৬। ‘সবুজপত্র’ পত্রিকায় প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুর এর যে-কোনো একটি রচনার নাম লেখো।

উত্তর : এই পত্রিকার প্রথম সংখ্যা উদ্বোধন করেছিলেন রবীন্দ্রনাথ ‘সবুজের অভিযান' নামক একটি বিখ্যাত কবিতায়। এ কবিতাটি পরে ‘বলাকা' কাব্যে স্থান পেয়েছে।


৮৭। ‘সবুজপত্র' পত্রিকায় প্রকাশিত অতুল গুপ্তেব যে-কোনো একটি রচনার নাম লেখো।

উত্তর : অতুল গুপ্তের ‘কাব্য জিজ্ঞাসা’ নামক গ্রন্থের প্রবন্ধগুলি এই পত্রিকায় প্রকাশিত হয়েছিল।


৮৮। ‘সবুজপত্র' পত্রিকায় প্রকাশিত সুনীতি কুমারের যে-কোনো একটি রচনার নাম লেখো।

উত্তর ঃ সুনীতি কুমারের বাঙলা ভাষাতত্ত্ব সম্বন্ধীয় বাঙলা প্রবন্ধটি ‘সবুজপত্র' পত্রিকার প্রকাশিত হয়। পরে এই প্রবন্ধটি বাঙলা ভাষাতত্ত্বের ভূমিকা গ্রন্থ হিসাবে স্বীকৃত প্রবন্ধ হিসাবে উল্লিখিত হয়েছে।


৮৯। বাঙলা গদ্যরীতিতে ‘সবুজপত্র'- এর উল্লেখযোগ্য অবদান কী ছিল?

উত্তর : বাঙলা গদ্যরীতিতে ‘সবুজপত্র’-এর সবচেয়ে বড় অবদান হল চলিত ভাষার প্রতিষ্ঠা ও বিস্তার। প্রকৃতপক্ষে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাঙলা গদ্য সাধুরীতিকে আশ্রয় করে যে রূপ লাভ করেছিল তার স্পষ্ট সমাপ্তি সূচিত হল ‘সবুজপত্র’-এর দ্বারা।


৯০। 'কালি-কলম' পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর : প্রথম বছরে এর সম্পাদক ছিলেন প্রেমেন্দ্র মিত্র, শৈলজানন্দ মুখোপাধ্যায় এবং মুরলীধর বসু। কিন্তু প্রথম বছরের পর প্রেমেন্দ্র মিত্র এবং দ্বিতীয় বছরের পর শৈলজানন্দ মুখোপাধ্যায় সম্পাদনার কাজ থেকে সরে আসেন। তারপর থেকে একা মুরলীধর বসু এই পত্রিকার সম্পাদক ছিলেন


৯১। 'কালিকলম'-এর প্রকাশকাল।

উত্তর : পত্রিকাটি প্রকাশিত হয় ১৩৩৩ সালের (১৯২৬) বৈশাখ মাসে।


৯২। 'কালিকলম' এর উল্লেখযোগ্য লেখকগণের নাম উল্লেখ করো।

উত্তর : অচিন্ত্যকুমার সেনগুপ্ত, প্রেমেন্দ্র মিত্র, বুদ্ধদেব বসু, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, নজরুল ইসলাম, মোহিতলাল মজুমদার, জীবনানন্দ দাশ প্রভৃতি।


৯৩। 'কালিকলম' কি ধরনের পত্রিকা ?

উত্তর : ‘কালি-কলম’ একটি মাসিক পত্রিকা। 'কালি-কলম' পত্রিকাটি ছিল সচিত্র।


 ৯৪। 'কালি-কলম' পত্রিকার নীতি কী ছিল?

উত্তর : ‘কালি-কলম' পত্রিকায় প্রথম বর্ষের পঞ্চম সংখ্যায় প্রেমেন্দ্র মিত্রের পত্রাকারে লেখা এক সাহিত্য আলোচনায় লেখক পত্রিকার নীতি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন “শয়তানের নিন্দা করব না, ভগবানের প্রশংসাও না। আমরা আমাদের না উন্মিলিত দৃষ্টি দিয়ে জীবনের যাত্রা দেখব, আর বলে যাব।”


৯৫। 'কালিকলম'- এ যাদের কবিতা প্রকাশিত হয়েছিল তাদের কয়েকজনের নাম লেখ। 

উত্তর : রবীন্দ্রনাথ থেকে শুরু করে অতুলপ্রসাদ সেনের গান, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, দিনেন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, মোহিতলাল, প্রেমেন্দ্র মিত্র সকলের কবিতা প্রকাশিত হয়েছিল। এই পত্রিকার মাধ্যমে।


৯৬। 'কালিকলম'- এ যে সমস্ত বিভাগ ছিল তাদের নাম লেখ।

উত্তর : ‘কালি-কলম' পত্রিকটিতে ছিল বিভিন্ন বিভাগ।, 'সাহিত্য প্রসঙ্গ’ বিভাগ, ‘মাসিক সাহিত্য' বিভাগ, ‘বিচিত্রা' বিভাগ, এছাড়া ছিল 'চিত্র' বিভাগ, ‘চয়নিকা’ বিভাগ, ‘আর্টের আটচালা’ বিভাগ প্রভৃতি।


৯৭। 'প্রগতি'তে কবিতা ছাপা হতো কোন টাইপে ?

উত্তর : 'প্রগতি'তে কবিতা ছাপা হতো পাইকা টাইপে, অন্যান্য লেখা স্মল পাইকা টাইপে।


৯৮। 'প্রগতি' র প্রথম বর্ষ প্রথম সংখ্যায় কার ছবি ছিল?

উত্তর : ‘প্রগতি'তে প্রথম বর্ষ প্রথম সংখ্যায় ছিল কবি সত্যেন্দ্রনাথ দত্তের ছবি।


৯৯। কোন পত্রিকাতে বিখ্যাত ব্যক্তিদের ছবি ছাপার রেওয়াজ শুরু হয়?

উত্তর : বিখ্যাত ব্যক্তিদের ছবি ছাপার রেওয়াজ 'কল্লোল' পত্রিকায় শুরু হয়।


১০০। 'প্রগতি' র উল্লেখযোগ্য লেখকগণ এর নাম লেখ।

উত্তর : অচিন্তকুমার সেনগুপ্ত, অজিতকুমার দত্ত, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, মোহিতলাল মজুমদার, মণীশ ঘটক, অমলেন্দু বসু, জগদীশ গুপ্ত, নজরুল ইসলাম, বিষ্ণু দে, পরিমল রায়, প্রভু গুহঠাকুরতা, প্রিয়ম্বদা দেবী, সুশীলকুমার দে প্রভৃতি।


১০১। 'অভিনব গুপ্ত’ ছদ্মনাম কার ছিল ?

উত্তর : অচিন্ত্যকুমার সেনগুপ্তের।


১০২। 'দেবদত্ত' ছদ্মনাম কার ছিল ?

উত্তর : অজিত দত্ত।


১০৩। 'যুবনাশ্ব' ছদ্মনাম কার ছিল ?

উত্তর : মণীশ ঘটকের।


১০৪। 'বিপ্রদাস মিত্র' ছদ্মনাম কার ছিল ?

উত্তর : বুদ্ধদেব বসুর।


১০৫। 'বীরবল' ছদ্মনাম কার ছিল ?

উত্তর : প্রমথনাথ রায় চৌধুরীর।


১০৬। 'প্রগতি' পত্রিকা কতদিন চলেছিলো?

উত্তর : ‘প্রগতি' পত্রিকার আয়ু মাত্র তিন বছর অর্থাৎ 58 - 109 সাল পর্যন্ত।


 ১০৭। 'কবিতা' কি ধরনের পত্রিকা ?

উত্তর ত্রৈমাসিক পত্রিকা।


১০৮। 'কবিতা' পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর : প্রথম দু’বছর এই পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন বুদ্ধদেব বসু ও প্রেমেন্দ্র মিত্র। সহকারী সম্পাদক ছিলেন তরুণ কবি সমর সেন। দ্বিতীয় বছর প্রেমেন্দ্র মিত্র সরে আসেন এবং যুগ্ম সম্পাদক হন বুদ্ধদেব বসু ও সমর সেন। তৃতীয় বছরের শেষদিকে সমর সেনও সম্পাদনার দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ করেন। তারপর থেকে শেষ পর্যন্ত পত্রিকাটির সম্পাদক ছিলেন বুদ্ধদেব বসু।


১০৯। 'কবিতা' পত্রিকার প্রকাশকাল কী ছিলো?

উত্তর : প্রথম সংখ্যা প্রকাশিত হয় বাঙলা ১৩৪২ সালের (১৯৩৫) আশ্বিন মাসে।


১১০। 'কবিতা' পত্রিকার উল্লেখযোগ্য লেখকগণের নাম লেখ।

উত্তর : জীবনানন্দ দাশ থেকে শুরু করে অজিত দত্ত, অমিয় চক্রবর্তী, বিষ্ণু দে, সমর সেন, সুভাষ মুধোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, তারাশঙ্কর রায়, বাণী রায় প্রমুখ।






*********************************





**** যদি কোন ভুল থেকে থাকে তবে তা   Typing mistake এর জন্য ।   আমাদের  comment   করে জানান  আমরা তা সংশোধন করে দেবার চেষ্টা করবো ****

বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক  বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET  প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় । 

তাই এই সবের কথা মাথায় রেখে আমরা  বাংলার শিক্ষা  e-Portal  এর সাহায্যে   সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে  Online Exam   Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো । 

No comments

Featured Post

Semester 2 History Suggestions - Questions Set-1 -স্নাতক ইতিহাস || History General Semester 2 - || History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System

   History  Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System  History   Suggestions( BA General )  with Answer  Semester...

Powered by Blogger.