Compulsory Bengali ৪র্থ সেমিস্টার (পর্ব-১১) প্রশ্ন : রোমান্সধর্মী উপন্যাস কাকে বলে? একটি রোমান্সধর্মী উপন্যাস সম্পর্কে আলোচনা কর। - সাহিত্যের রূপভেদ -( আবশ্যিক বাংলা ) Suggestion for 4th Semester of Calcutta University under CBCS System Compulsory Bengali Suggestions( BA General ) with Answer
Compulsory Bengali ৪র্থ সেমিস্টার (পর্ব-১১) - সাহিত্যের রূপভেদ -( আবশ্যিক বাংলা ) Suggestion for 4th Semester of Calcutta University under CBCS System Compulsory Bengali Suggestions( BA General ) with Answer
BA 6th Semester Compulsory Bengali Suggestions(BA 4TH SEMESTER আবশ্যিক বাংলা সাজেশন ) – প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই BA 4th Semester Compulsory Bengali Suggestions(BA 4TH SEMESTER আবশ্যিক বাংলা সাজেশন ) Answer গুলি আগামী BA 4TH SEMESTER আবশ্যিক বাংলা সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা BA 4TH SEMESTER আবশ্যিক বাংলা পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারেন। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভবনা আছে।
*******************************
মডিউল -২
🌸🌹🌸🌹🌷🌺🌻
সাহিত্যের রূপভেদ
ব্যাখ্যামূলক / রচনাধর্মী প্রশ্নঃ
প্রশ্ন : রোমান্সধর্মী উপন্যাস কাকে বলে? একটি রোমান্সধর্মী উপন্যাস সম্পর্কে আলোচনা কর।
উত্তর : সংজ্ঞা : যে উপন্যাসে মানব জীবনকে কাল্পনিক নানা উপাদানে বর্ণাঢ্য করে প্রকাশ করা হয়, তাকে রোমান্সধর্মী উপন্যাস বলে। সাহিত্যক্ষেত্রে এই জাতীয় উপন্যাসের বিশেষ একটি স্থান আছে। কল্পনার অবাধ প্রকাশের সুযোগ বেশী থাকায় লেখকরা এই ধরনের উপন্যাস রচনায় বেশী আগ্রহী। এই ধরনের উপন্যাসে কল্পনাশ্রিত রোমান্সের উপাদান বেশী। রোমান্সের মধ্যে কল্পনার আতিশয্য থাকলেও তার উৎস কিন্তু বাস্তবলোকে। বাস্তবতার সূত্র ধরেই কাহিনী গ্রন্থনা করা হয় এবং তার মধ্যে মিশিয়ে দেওয়া হয় নানা কল্পনার বৈচিত্র্য। রোমান্সধর্মী উপন্যাসে থাকে ভাবোচ্ছ্বাসের অবাধ লীলা, বাস্তবতা সেখানে মাঝে মাঝে বিদ্যুৎ দীপ্তির মত ঝিলিক দেয়। এই জাতীয় উপন্যাস অতীত ও আধুনিক উভয় যুগকে অবলম্বন করেই রচিত হতে পারে; তবে আধুনিক যুগে পদে পদে আছে বাস্তবতার কঠোর আঘাত, তাই এ যুগকে এড়িয়ে অতীত যুগের চিত্রণেই রোমান্সধর্মী উপন্যাস সার্থকতা লাভ করে।
বৈশিষ্ট্য : ড. শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় রোমান্সধর্মী উপন্যাসের বৈশিষ্ট্য সম্পর্কে সঙ্গতরূপে বলেছেন, “সূর্যালোকদীপ্ত অতি পরিচিত বর্তমান অপেক্ষা কুহেলিকাচ্ছন্ন অপরিচিত অতীতের দিকেই ইহার স্বাভাবিক প্রবণতা। অতীতের বিচিত্র বেশভূষা আচার ব্যবহার, অতীতের আকাশ বাতাসে লঘু মেঘখণ্ডের মতো বা যে অতিপ্রাকৃত বিশ্বাস ও অতিপ্রাকৃত কল্পনা ভাসিয়া বেড়ায় রোমান্স লেখক সেগুলিকেই ফুটাইয়া তুলিতে যত্ন করেন।” রোমান্সধর্মী উপন্যাস এই কারণেই অধিকাংশ ক্ষেত্রে ইতিহাসাশ্রয়ী। আধুনিক যুগ জীবন অবলম্বনেও এই জাতীয় উপন্যাস. রচিত হয়। সেখানেই লেখক আধুনিক জীবন সমস্যা ও যন্ত্রণাকে এড়িয়ে কল্পিত প্রেমবিলাসের চিত্রাঙ্কনেই সচেষ্ট থাকেন। আধুনিক জীবনের অন্ন বস্ত্রের সমস্যা, রাজনৈতিক সমস্যা, সমাজ সমস্যা, আর্থিক সমস্যা, দুর্নীতি সমস্যা, হিংসা হানাহানির সমস্যা প্রভৃতি সব কিছুই এড়িয়ে গিয়ে লেখক সেখানে নরনারীর প্রেমলীলার এক কল্পিত স্বর্গরাজ্য সৃষ্টি করেন।
আরো দেখোঃ
🔵➤সামাজিক নাটক বলতে কি বোঝ? এর বৈশিষ্ট্য উল্লেখ করো, একটি সার্থক বাংলা সামাজিক নাটক সম্পর্কে আলোচনা করো।
🔵➤গীতিকবিতা বলতে কি বোঝ? গীতিকবিতার লক্ষণ নির্দেশ করে একজন বাঙালি গীতিকবির বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তর দেখো
রোমান্সধর্মী উপন্যাসে লেখকের স্বাধীন কল্পনার অবকাশ আছে। তাই তিনি এর কাহিনীর মধ্যে সহজেই তার মানসকল্পনার অবাধ মুক্তি ঘটাতে পারেন। এখানে তার বাস্তব দায়বদ্ধতার কোন ব্যাপার থাকে না, তিনি চরিত্রগুলির স্বপ্নপূরণে সহায়তা করতে পারেন। ইচ্ছেমত তিনি তার উপন্যাসের চরিত্রগুলিকে নিয়ন্ত্রিত করতে পারেন, অনেক অসম্ভব কার্যও তাদের দিয়ে সম্ভব করিয়ে নিতে পারেন। প্রয়োজনবোধে রহস্যময়তা ও অতিপ্রাকৃতের ধূসর মায়াজাল সৃষ্টি করে চমকের সৃষ্টি করতে পারেন। সামাজিক উপন্যাসে সমাজের কাছে দায়বদ্ধতার রীতি মেনে চলতে হয়, সেক্ষেত্রে সেইরূপ দায়বদ্ধতা নেই বলে তার মানসকল্পনা অবাধে সঞ্চরণ করতে পারে। কারও কাছে কোন কৈফিয়ৎ দেবার অবকাশ থাকে না।
বাংলা রোমান্স আলোচনা : বাংলা রোমান্সধর্মী উপন্যাসের সূত্রপাত বঙ্কিমচন্দ্রের হাতে। তিনি সর্বপ্রথম ইতিহাস অবলম্বনে এক ধরনের উপন্যাস রচনা করেছিলেন। যেগুলি, নামে ঐতিহাসিক হলেও আসলে ঐতিহাসিক উপন্যাস নয়। 'দুর্গেশনন্দিনী', 'চন্দ্রশেখর', 'কপালকুণ্ডলা', ‘দেবী চৌধুরাণী' প্রভৃতি সবই রোমান্সধর্মী উপন্যাস। এদের মধ্যে সবচেয়ে বৈচিত্র্যধর্মী রোমান্সধর্মী উপন্যাস হল 'কপালকুণ্ডলা'। ইতিহাসের কয়েকটি চরিত্র, পারিবারিক জীবনালেখ্য, অতিপ্রাকৃত ঘটনাবলী ও আধ্যাত্মিক উপলব্ধির সংমিশ্রণে এই উপন্যাস রোমান্সধর্মী ভাবকল্পনার এক অনবদ্য সৃষ্টি। নির্জন অরণ্য মধ্যে নবকুমারের পথ হারিয়ে ফেলা, সন্ধ্যার আলোআঁধারি পটভূমিতে সুন্দরী রহস্যময়ী কপালকুণ্ডলার আবির্ভাব ও নবকুমারকে জিজ্ঞাসা, ‘পথিক, তুমি কি পথ হারাইয়াছ?' প্রভৃতি ঘটনাবলী রোমান্সের রঙে অনুরঞ্জিত। তারপর নবকুমার ও কপালকুণ্ডলার কাহিনী যত অগ্রসর হয়েছে, রোমান্সধর্মী আবেশ তত ঘনীভূত হয়েছে। এখানে যেটুকু বাস্তবতা আছে তা একান্তভাবে রোমান্সেরই বাহন। 'কপালকুণ্ডলা'র রোমান্টিক ধর্ম সম্বন্ধে ড. শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের মূল্যায়ন স্মরণীয়। “কপালকুণ্ডলার রোমাণ্টিক আবেষ্টন রচনায় বঙ্কিমচন্দ্র অদ্ভুত প্রতিভার পরিচয় দিয়াছেন। তিনি ইতিহাস ও প্রেমকে যতদূর সম্ভব পশ্চাতে রাখিয়া রোমান্সের এমন একটি উৎস আবিষ্কার করিয়াছেন, যাহা আমাদের বাস্তব জীবনের কঠিন মৃত্তিকা হইতে স্বতঃই উৎসারিত হতে পারে। আমাদের শাস্ত, ধর্মাভিভূত জীবনের উপর যদি কখনও কল্পলোকের আলোকসম্পাত হয়, তবে তাহা প্রবল ধর্মোন্মাদনার দিক হইতেই আসিতে পারে, যুদ্ধের উন্মাদনা বা প্রেমের উচ্ছ্বাস হইতে নহে। এই জন্যই কপালকুণ্ডলার জীবনের উপর যে একটা অসাধারণত্ব আসিয়া পড়িয়াছে, তাহা যান্ত্রিক প্রথার ভীষণতা ও সহজ ধৰ্ম্মপ্রবণতা হইতে উদ্ভূত বলিয়া আমাদের বাস্তব জীবনের সহিত একটা সুসঙ্গতি ও সুসামঞ্জস্য রক্ষা করে। আবার এই উপন্যাসের রোমান্সধর্মী উপাদানগুলি, নির্জন সমুদ্র তীরের অতুলনীয় মহিমা, কাপালিকের নির্ম্মম ধর্ম্মসাধনা কেবলমাত্র একটি বাহ্য বৈচিত্র্যের উপায়মাত্রে পর্যবসিত হয় নাই, ইহারা কপালকুণ্ডলার চরিত্রের উপর একটা গভীর অনপনেয় প্রভাব অঙ্কিত করিয়া অসাধারণ সার্থকতায় ভরিয়া উঠিয়াছে।”
↩ Semester 4
আবশ্যিক বাংলা সাজেশন Click Here
প্রশ্নপত্রের Page যাওয়ার জন্য
👇👇👇👇👇👇
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক/তথ্যমূলক প্রশ্ন (প্রতিটির মান ১)
আরো দেখো 👉 👉
➤প্রাচীন ভারতীয় আর্য ভাষা বলতে কী বোঝ? এর ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তর দেখো
➤বাংলা শব্দভাণ্ডারের বিভিন্ন উপাদান সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। আদিমধ্য ও অন্ত্যমধ্য
➤বাংলা শব্দার্থতত্ত্বের নিয়মগুলি উদাহরণ সহযোগে আলোচনা করো?
➤ধ্বনি পরিবর্তনের নিয়মগুলি বর্ণনা কর।
🔵➤ মহাকাব্যের স্বরূপ বিশ্লেষণ ও শ্রেণিবিভাগ করে ঊনবিংশ শতাব্দীতে রচিত একটি সাহিত্যিক মহাকাব্যের সংক্ষিপ্ত আলোচনা করো।
🔵➤ট্র্যাজেডি কাকে বলে? ট্র্যাজেডির উৎস ও বৈশিষ্ট্য উল্লেখ করে বাংলা সাহিত্যের একটি সার্থক ট্র্যাজেডি নাটক আলোচনা করো।
🔵➤কমেডির সংজ্ঞা ও বৈশিষ্ট্য নির্দেশ করে যে কোনো একটি বাংলা কমেডি সম্পর্কে আলোচনা করো।
🔵➤পৌরাণিক নাটক বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্য উল্লেখ করে একটি সার্থক বাংলা পৌরাণিক নাটক আলোচনা করো।
🔵➤সামাজিক নাটক বলতে কি বোঝ? এর বৈশিষ্ট্য উল্লেখ করো, একটি সার্থক বাংলা সামাজিক নাটক সম্পর্কে আলোচনা করো।
🔵➤ছোটগল্প কাকে বলে? ছোটগল্পের বৈশিষ্ট্য উল্লেখ করে ছোটগল্প ও উপন্যাসের পার্থক্য উল্লেখ করো। উত্তর দেখো
🔵➤রোমান্সধর্মী উপন্যাস কাকে বলে? একটি রোমান্সধর্মী উপন্যাস সম্পর্কে আলোচনা কর।উত্তর দেখো
প্রশ্নপত্রের Page যাওয়ার জন্য
👇👇👇👇👇👇
বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় ।
তাই এই সবের কথা মাথায় রেখে আমরা বাংলার শিক্ষা e-Portal এর সাহায্যে সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে Online Exam Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো ।
এখানে মাধ্যমিকের , মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ , উচ্চ-মাধ্যমিক এর ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর ) বাংলা , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত , ইতিহাস , , স্নাতক ( জেনারেল ) কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education , প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে ।
Calcutta University Under CBCS ( system ) , Semester (II) Education General , BA 2nd Semester ( Education General ) Suggestions . HS Education suggestion , উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান ,
No comments