Header Ads

Header ADS

Geography(General)- Population Geography- Suggestions -Part-6 -Answer প্রশ্নঃ জনসংখ্যাধিক্য ও জনতার সঙ্গে সম্পর্কিত সমস্যাগুলি সংক্ষেপে ব্যাখ্যা কর। প্রশ্নঃ ভারতে কী কী ধরণের পরিযান প্রায়শ: ঘটে থাকে ? প্রশ্নঃ অনুন্নত দেশের সাথে জনসংখ্যা বৃদ্ধি কীভাবে সম্পর্কিত ? Suggestion for 6th Semester of Calcutta University under CBCS System


Calcutta University || CBCS System || All Semester Suggestions 

 Geography(General)-  Population Geography- Suggestions -Part-6 -Answer 

প্রশ্নঃ   জনসংখ্যাধিক্য ও জনতার সঙ্গে সম্পর্কিত সমস্যাগুলি সংক্ষেপে ব্যাখ্যা কর।

প্রশ্নঃ  ভারতে কী কী ধরণের পরিযান প্রায়শ: ঘটে থাকে ?

প্রশ্নঃ  অনুন্নত দেশের সাথে জনসংখ্যা বৃদ্ধি কীভাবে সম্পর্কিত ?

 Suggestion for 6th  Semester of Calcutta University under CBCS System 

Population Geography 

 

Calcutta University || CBCS System || All Semester Suggestions    Geography(General)-  Population Geography Suggestions -Part-4 -Answer    Suggestion for 6th  Semester of Calcutta University under CBCS System   Population Geography


কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূগোল  সাজেশন ( উত্তরসহ ) 

BA ( General  6th Semester ) 


🌸🌹🌹🌸//////*******///////🌼🌺🌿🌿

 আরো দেখো ....

Calcutta University  6th  Semester Suggestions || All Subjects  ( with Answer )

Ø  Compulsory Bengali (LCC-2 )

👉 দেখো 

Ø  ব্যবহারিক বাংলা( SEC-B1)

👉 দেখো 

Ø  Bangla -বাংলা (DSE Paper)

👉 দেখো 

Ø  ইতিহাস ( History )  

👉 দেখো 

Ø  ভূগোল -Geography

👉 দেখো 

Ø  দর্শন -Philosophy

👉দেখো  

Ø  শিক্ষাবিজ্ঞান- Education

👉 দেখো 

Ø  সমাজ বিজ্ঞান -Sociology

👉 দেখো 

Ø  Physical Education

👉  দেখো  

 

 🌸🌹🌹🌸//////*******///////🌼🌺🌿🌿


 

6th  Semester Geography(General)  Suggestions ( 2020 ) Calcutta University

Population Geography (General) - 6th Semester

জনসংখ্যা ভূগোল

 Population Geography  

////////🌸🌸🌸🌸🌸🌸🌸//////////

প্রশ্নঃ  ভারতে কী কী ধরণের পরিযান প্রায়শ: ঘটে থাকে?

////////🌷🌷🌷🌷🌷🌷🌷//////////

 

উত্তরঃ 

ভারতবর্ষ একটি বৈচিত্র্যপূর্ণ দেশ। ফলে জনবসতির, জনসংখ্যার বৈচিত্র্যতাও যথেষ্ট দেখা যায়। ফলে বিভিন্ন কারণে বিভিন্ন ধরণের পরিযান দেখা যায়। যথা— বিবাহ, কর্মসংস্থান, বিভিন্ন রাজনৈতিক কারণে ভারতবর্ষে— 

(১) গ্রাম থেকে শহরে, 

(২) শহর থেকে শহরে, 

(৩) গ্রাম থেকে গ্রামে, 

(৪) শহর থেকে গ্রামে পরিযান দেখা যায়। 

ভারতবর্ষ থেকে প্রতিবছর কর্মসংস্থান ও উচ্চশিক্ষা তথা গবেষণার জন্য অনেক মানুষ মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা, আমেরিকার দেশগুলিতে আন্তর্জাতিক বা বহির্মুখী পরিযান করে। আবার নেপাল, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা থেকে প্রতিবছর বহু মানুষের বেআইনি অনুপ্রবেশ ঘটে ভারতে। ভারতের সর্বত্রই আবার কর্মসংস্থানজনিত মূলতঃ গ্রামাঞ্চল থেকে শহরের অভিমুখে দৈনিক পরিব্রাজন, স্বল্পমেয়াদি পরিব্রাজন বা দীর্ঘমেয়াদী পরিব্রাজন করে থাকে। 

তাছাড়া ভারতবর্ষে পশ্চিমবঙ্গে, ঝাড়খণ্ডে, ছত্তিশগড়ে, গোর্খাল্যান্ড, কামতাপুরী, মাওবাদী সমস্যা, তেলেঙ্গানা সমস্যা ইত্যাদি রাজনৈতিক কারণে আন্তদেশীয় বা আন্তরাজ্য পরিমান দেখা যায়।



=======@@@@@======

 ==========================


🌸🌹🌹🌸//////*******///////🌼🌺🌿🌿

আরো দেখো ....


 🌸🌹🌹🌸//////*******///////🌼🌺🌿🌿


===========================

////////🌸🌸🌸🌸🌸🌸🌸//////////

প্রশ্নঃ  অনুন্নত দেশের সাথে জনসংখ্যা বৃদ্ধি কীভাবে সম্পর্কিত ?

////////🌷🌷🌷🌷🌷🌷🌷//////////

উত্তরঃ 

আফ্রিকা মহাদেশ সহ বিশ্বের বিভিন্ন অনুন্নত দেশগুলিতে আজ সবচেয়ে বড় সমস্যা হল অনিয়ন্ত্রিত হারে জনসংখ্যা বৃদ্ধি। মূলতঃ এই সকল দেশগুলিতে অনুন্নতির সবচেয়ে বড় কারণ হল শিক্ষার অভাব। দেশগুলিতে শিক্ষার বিস্তারের অভাবে প্রযুক্তিগত উন্নয়ন যেমন একাধারে এই দেশগুলিতে সম্পদ নিষ্কাশনের বড় বাধা, যা দেশগুলির অর্থনৈতিক উন্নয়নকে স্তব্ধ করে দেয়, তেমনই চিকিৎসা ব্যবস্থার তেমন উন্নয়ন সাধন হয়নি। ফলে এই সকল দেশগুলিতে শিশু মৃত্যুর হার যেমন: অত্যাধিক বেশি, তেমনিই শিক্ষার অভাবে জন্মবৃদ্ধির হারও অনেক বেশি। ফলস্বরূপ জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। কিন্তু অনিয়ন্ত্রিত জনসংখ্যা বৃদ্ধির কারণে বেকারত্ব ব্যাপকভাবে বৃদ্ধি পায়, ফলে অসামাজিক ক্রিয়াকলাপ দ্রুত বৃদ্ধি পায়। নির্দিষ্ট অত্যাধুনিক জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় জনসংখ্যা বৃদ্ধি এখানের অন্যতম সমস্যা হয়ে দাঁড়ায়, ফলে দেশগুলির মাথাপিছু আয় অভ্যন্ত কম, যা দেশগুলির উন্নয়নের হার কমিয়ে দেয়। কৃষিক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি, সেচ ব্যবস্থা, সার, উন্নত ফলনশীল বীজের ব্যবহার কম হওয়ায় ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা অনুযায়ী কৃষি উৎপাদন না হওয়ায়, দেশগুলির বেশিরভাগ মানুষ বিশেষ করে মহিলারা অপুষ্টির শিকার হয়। ফলে শিশু মৃত্যুর সাথে সাথে মানুষের মৃত্যুর হারও বেশি। ফলে জনসংখ্যা বৃদ্ধির সাথে এইসকল দেশগুলির অনুন্নতির সম্পর্ক যথেষ্ট এবং অনুন্নতি ও জনসংখ্যা বৃদ্ধিও সম্পর্কিত।

////////🌸🌸🌸🌸🌸🌸🌸//////////

প্রশ্নঃ   জনসংখ্যাধিক্য ও জনতার সঙ্গে সম্পর্কিত সমস্যাগুলি সংক্ষেপে ব্যাখ্যা কর।

////////🌷🌷🌷🌷🌷🌷🌷//////////


উত্তরঃ  

(ক) বাসস্থানের সংকট সৃষ্টি করে, 

(খ) মানুষ জমির অনুপাত কাম্য জনসংখ্যা অপেক্ষা বেশী হয়। 

(গ) শ্রমশক্তি উদ্বৃত্ত হওয়ার ফলে ছদ্ম বেকারত্বের সৃষ্টি . 

(ঘ) কার্যকরী জমির ওপর চাপ বাড়ে, অতিরিক্ত ব্যবহারের ফলে জমির অবক্ষয়ের সম্ভাবনা থেকেই যায়,

 (৬) জমির বহন ক্ষমতায় জনসংখ্যা বেশী হলে বাসস্থান, জল, পয়ঃপ্রণালীর ওপর চাপ পড়ে,

 (চ) শিক্ষার সুযোগ কমতে থাকে, ফলে প্রাকৃতিক ও সাস্কৃতিক পরিবেশের দূষণ অনিবার্য হয়ে পড়ে

,(ছ) জনপ্রতি সম্পদ প্রাপ্তির হ্রাস পায় জনজীবনের মান ক্রমেই নিম্নমুখী হয়,

 (জ) Law of diminishing return বিধি এক্ষেত্রে কার্যকর হতে দেখা যায়।

জনস্বল্পতার সৃষ্টি হলে — 

১) প্রাকৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যা কম হয়। 

২) শ্রমিকের বা শ্রমশক্তির অভাবে সম্পদ উৎপাদন ব্যাহত হয়। 

৩) সম্পদ উৎপাদন ও জনসংখ্যা বৃদ্ধি খুবই মন্থর গতিতে চলে। 

৪) সম্পদের পূর্ণ ব্যবহার সম্ভব হয় না। 

৫) জনপ্রতি আয় কম হয় কারণ কৃষি ও শিল্পে অনুন্নত।

 ৬) জনসংখ্যা ও সম্পদ সম্পর্কিত লেখচিত্রে রেখাটি স্থানু বা সামান্য উর্দ্বমুখী হয়। উদাহরণ— জনস্বল্পতা বর্তমানে বেশিরভাগ উন্নত দেশগুলিতে দেখা যায়, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সুইডেন, কানাডা ইত্যাদি।

 

=======@@@@@======

 

 আগের Page  ফিরে যাও

 


 

 Semester 6

Geography (General) (Generalসাজেশন ( Part-1 )


===========================

🌸🌹🌹🌸//////*******///////🌼🌺🌿🌿

 আরো দেখো ....

Calcutta University  6th  Semester Suggestions || All Subjects  ( with Answer )

Ø  Compulsory Bengali (LCC-2 )

👉 দেখো 

Ø  ব্যবহারিক বাংলা( SEC-B1)

👉 দেখো 

Ø  Bangla -বাংলা (DSE Paper)

👉 দেখো 

Ø  ইতিহাস ( History )  

👉 দেখো 

Ø  ভূগোল -Geography

👉 দেখো 

Ø  দর্শন -Philosophy

👉দেখো  

Ø  শিক্ষাবিজ্ঞান- Education

👉 দেখো 

Ø  সমাজ বিজ্ঞান -Sociology

👉 দেখো 

Ø  Physical Education

👉  দেখো  

 

 🌸🌹🌹🌸//////*******///////🌼🌺🌿🌿


===========================

TAG:- 6th semester, BA 6th Semester, BA general, Geography(General) ,BA Geography(General) Suggestions,

 

তথ্য সংগ্রহঃ BA-6th-Semester-6-Geography-General-Suggestions

 

Calcutta University  Under CBCS ( system ) , Semester (VI) Geography(General)  General Paper DSE-B2  , BA 6th Semester ( Geography(General)   General ) Suggestions . BA Geography(General)  suggestion , CBCS Geography(General)   Suggestions

 

 

বাকি প্রশ্নের উত্তর শীঘ্রই Publish করা হবে 

 

**** যদি কোন ভুল থেকে থাকে তবে তা   Typing mistake এর জন্য    আমাদের  comment   করে জানান  আমরা তা সংশোধন করে দেবার চেষ্টা করবো ****

 

বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ  আবশ্যিক  বিষয়  সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET  প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয়  

তাই এই সবের কথা মাথায় রেখে আমরা  বাংলার শিক্ষা  e-Portal  এর সাহায্যে   সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর  সকল বিষয়ে  Online Exam   Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো  

এখানে মাধ্যমিকের মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান  পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান  পরিবেশ , মাধ্যমিক ইতিহাস  পরিবেশ , মাধ্যমিক ভূগোল  পরিবেশ  , উচ্চ-মাধ্যমিক এর   ( একাদশ  দ্বাদশ শ্রেনীর  ) বাংলা  , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত ,  ইতিহাস ,  , স্নাতক ( জেনারেল )  কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education ,  প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন  তার যথাযথ উত্তরসহ , এবং Online  পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে  

Calcutta University  Under CBCS ( system ) , Semester (II) Geography(General)  General  , BA 6th Semester ( Geography(General)  General ) Suggestions . 

 

 


No comments

Featured Post

Semester 2 History Suggestions - Questions Set-1 -স্নাতক ইতিহাস || History General Semester 2 - || History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System

   History  Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System  History   Suggestions( BA General )  with Answer  Semester...

Powered by Blogger.