Header Ads

Header ADS

বি.এ . শিক্ষাবিজ্ঞান সাজেশন-[Part-11] || নারী শিক্ষা ( Woman Education ) || Paper - DSE-B2 প্রশ্ন- --- || Education Suggestions For 6th Semester (DSE-B2)

 BA General Education Suggestions || বি.এ.  শিক্ষা বিজ্ঞান সাজেশন || Education DSE-B Paper  || 6th Semester Suggestions  CBCS System || All University Suggestions || Education Syllabus  

বি.এ . শিক্ষাবিজ্ঞান সাজেশন-[Part-11] || নারী শিক্ষা (  Woman Education ) || Paper - DSE-B2
 প্রশ্ন- ভক্তবৎসলম কমিটি (১৯৬৩) (Bhakta Batsalam Committee) || Education Suggestions For 6th Semester (DSE-B2) 
 



===========================
আরো দেখোঃ 
Q1- 
Q2- 
===========================


============================
নারী শিক্ষা (  Woman Education ) 
===========================

B.A. Education Suggestions with Answer ( শিক্ষাবিজ্ঞান সাজেশন উত্তর সহ ) 

===============================
**********************************

প্রশ্নঃ- ভক্তবৎসলম কমিটি (১৯৬৩) (Bhakta Batsalam Committee)


**********************************

উত্তর

🌹  ----🌹
ভক্তবৎসলম কমিটি (১৯৬৩) (Bhakta Batsalam Committee)

>>>(Committee to look into the cause for lack of public support particular in rural areas for girls education and to enlist public cooperation):

        মহিলা শিক্ষার ব্যাপারে জনগণের অনীহার কারণ কি, বিশেষ করে গ্রামাঞ্চলে এবং কি ভাবে জনগণের সহযোগিতা পাওয়া যায় তা নির্ধারণ করার ব্যাপারে কমিটি।

    জাতীয় মহিলা শিক্ষা পর্ষদ ১৯৬৩ সালের একটি মিটিং-এ ঠিক করে যে মহিলা শিক্ষার অগ্রগতির জন্য সাধারণ জনগণের সহযোগিতা কিভাবে পাওয়া যেতে পারে এ ব্যাপারে একটি ছোট কমিটি গঠন করা হবে। সেই মত, মাদ্রাজের তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী এম. ভক্তবৎসলমের সভাপতিত্বে কমিটি প্রথমেই মস্তবা করে যে নারী শিক্ষার অগ্রগতির জন্য শিক্ষিত ও তথ্যাভিজ্ঞ জনগণের সহযোগিতা একান্ত প্রয়োজন। এ ব্যাপারে সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে এক যুগ্ম দায়িত্বের মনোভাব গড়ে তুলতে হবে। রাজ্যের দায়িত্ব

মহিলা শিক্ষার প্রসারের স্বপক্ষে জনমত গড়ে তোলার জন্য কমিটি নিম্নলিখিত নির্দেশগুলি দিয়েছে • বিদ্যালয়ের উন্নতির জন্য আলোচনা সভার আয়োজন

🔶 সেমিনার, বেতার আলোচনা, পুস্তিকা প্রকাশ

🔶 ছাত্রী সংখ্যা বৃদ্ধি করার জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া

🔶 মেয়েদের শিক্ষা ক্ষেত্রে যে সব বেসরকারি সংস্থা, অথবা কল্যাণকর সংস্থাগুলি নিযুক্ত আছে তাদের সাহায্য ও উৎসাহ দেওয়া

🔶মহিলা শিক্ষা ব্যবস্থার জনপ্রিয়তা বৃদ্ধি— মেয়েদের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য কমিটি নিম্নলিখিত সুপারিশগুলি করেছিল।

🔶শুধু বিদ্যালয়গুলির উন্নতিই নয়, রাজ্যের উচিত আরো বেশি সংখ্যায় বিদ্যালয় প্রতিষ্ঠা করা, । বিশেষ করে পাহাড়ী ও দূরবর্তী অঞ্চলে। এমনকি জনসংখ্যা যদি ৩০০ রও কম হয় তবুও সেই জায়গায় বিদ্যালয় প্রতিষ্ঠিত করতে হবে। ৫ মাইলের মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা প্রয়োজন। গ্রামাঞ্চলে প্রাক-প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনেরও সুপারিশ করা হয়।

🔶 বিদ্যালয় ভবনগুলিরও উন্নতি করা অত্যন্ত প্রয়োজন।

    বিদ্যালয়ের বিভিন্ন কাজকর্ম, শিক্ষামূলক কাজগুলি শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করে তুলতে হবে। মহিলা শিক্ষক নিয়োগের ব্যাপারে বিশেষ পদক্ষেপ নিতে হবে। শিক্ষিকার সংখ্যা যথেষ্ট নয় বলে কমিটি আরও বেশি শিক্ষিকা নিয়োগ করার সুপারিশ করে। প্রাথমিক বিদ্যালয়গুলিতে বেশি সংখ্যায় শিক্ষিকা নিযুক্ত করলে পিতামাতাদেরও ভরসা বাড়বে, বিশেষ করে যে বিদ্যালয়ে সহশিক্ষার ব্যবস্থা আছে। মহিলা শিক্ষিকাদের বেতনের সাথে বিশেষ ভাতার ব্যবস্থা করতে হবে, বিশেষ করে যারা প্রত্যন্ত স্থানে চাকুরী করেন এবং গ্রামাঞ্চলে থাকেন। প্রয়োজন হলে শিক্ষিকাদের আংশিক সময়ের জন্য নিয়োগ করা যেতে পারে এবং চাকুরীতে নিয়োগের ব্যাপারে বয়সের ঊর্ধ্বসীমা শিথিল করা প্রয়োজন, যদি দরকার হয়।

🔶 যতদূর সম্ভব মহিলা শিক্ষকদের তাদের গৃহের নিকটবর্তী স্থানে অবস্থিত বিদ্যালয়ে নিয়োগ করা দরকার। 
🔶  ভবিষ্যত শিক্ষিকাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার, এর জন্য ট্রেনিং কলেজ স্থাপন করা দরকার এবং এই কলেজগুলিতে ছাত্রী আবাসও থাকা প্রয়োজন।

🔶 মহিলা শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য পরিদর্শন ব্যবস্থার উন্নতি করা দরকার, পরিদর্শকরা স্থানীয় পরিস্থিতির সম্বন্ধে ওয়াকিবহাল থাকবেন এবং প্রয়োজন হলে অর্থনৈতিক উন্নয়নের পরামর্শ দেবেন। আরো বেশি সংখ্যায় মেয়েদের বিদ্যালয়ে আনার জন্য মহিলা পরিদর্শকের সংখ্যা বাড়াতে হবে। একটি স্বতন্ত্র আধিকারিক নিয়োগ করতে হবে। আঞ্চলিক সংস্থাগুলিকে আরো বেশি দায়িত্ব দিলে নারী শিক্ষার অগ্রগতি সম্ভব।

🔶 সমাজ শিক্ষার প্রসারের জন্য বয়স্ক মহিলা শিক্ষার ব্যবস্থা করা প্রয়োজন এবং সাক্ষরতা কর্মসূচী গ্রহণ করা উচিত। এ ব্যাপারে রাজ্য সরকারের শিক্ষা বিভাগ প্রয়োজনীয় প্রশাসনিক দায়িত্ব নেবে। কেন্দ্রীয় সরকারের দায়িত্ব---

🔶 কেন্দ্রীয় সরকার প্রাথমিক শিক্ষার প্রসারের জন্য নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করবে। 

🔶 মহিলা শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা।

🔶  বিনা ব্যয়ে বই, খাতা ও পোশাক বিলির ব্যবস্থা করা। শিক্ষিকাদের জন্য হস্টেল ও কোয়ার্টার্সে থাকার ব্যবস্থা করা।

🔶  মাধ্যমিক স্তরের জন্য কমিটি বলে যে কেন্দ্রীয় সরকার মেয়েদের জন্য পৃথক বিদ্যালয়ের ব্যবস্থা করবে। বই, খাতা, পোয়াক ইত্যাদি বিনা খরচে বিলি করার ব্যবস্থা করবে এবং বেশি সংখ্যা শিক্ষিকা নিয়োগ করবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিং তার উন্নতি সাধন, কেয়োর সাহায্যে



    🔶    ---


===============================
**********************************


===========================
আরো দেখোঃ 
Q1- 
Q2- 
===========================





TAG:- 6th semester,BA 6th Semester,BA general,Education -DSE-B2,BA Education Suggestions,

তথ্য সংগ্রহঃ BA-6th-Semester-DSE-B-2-Education-Suggestions

Calcutta University  Under CBCS ( system ) , Semester (VI) Education General Paper DSE-B2  , BA 6th Semester ( Education  General ) Suggestions . BA Education suggestion , CBCS Education  Suggestions

No comments

Featured Post

Semester 2 History Suggestions - Questions Set-1 -স্নাতক ইতিহাস || History General Semester 2 - || History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System

   History  Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System  History   Suggestions( BA General )  with Answer  Semester...

Powered by Blogger.