BA General Physical Education Suggestions [Part-1] || ( Physical Education ) || প্রশ্ন:- জনসন বাস্কেটবল নৈপুন্যতার অভীক্ষা (Johnson Basketball Ability Test)|| Physical Education Suggestions For 6th Semester (DSE-B2)
BA General Physical Education Suggestions || বি.এ. Physical Education সাজেশন || Education DSE-B Paper || 6th Semester Suggestions CBCS System || All University Suggestions || Education Syllabus
BA General Physical Education Suggestions [Part-1] || ( Physical Education ) ||
প্রশ্ন:- জনসন বাস্কেটবল নৈপুন্যতার অভীক্ষা (Johnson Basketball Ability Test)|| Physical Education Suggestions For 6th Semester (DSE-B2)
===========================
আরো দেখোঃ
Q1-
Q2-
===========================
============================
( Physical Education )
===========================
B.A. Physical Education Suggestions with Answer ( Physical Education সাজেশন উত্তর সহ )
===============================
**********************************
প্রশ্নঃ-জনসন বাস্কেটবল নৈপুন্যতার অভীক্ষা (Johnson Basketball Ability Test)
**********************************
উত্তরঃ
🌹 ----🌹
জনসন বাস্কেটবল নৈপুন্যতার অভীক্ষা (Johnson Basketball Ability Test)
জনসন বাস্কেটবল খেলার নৈপুণ্যতা পরিমাপ করার জন্য দুটি অভীক্ষা প্রস্তাবিত করেন, যথা
🔶 (ক) বাস্কেটবল দক্ষতার অভীক্ষা (Basketball Ability Test) এবং
🔶 (খ) সম্ভাব্য বাস্কেটবল দক্ষতার অভীক্ষা (Potential Basketball Ability)।
নিম্নে বাস্কেটবল দক্ষতার অভীক্ষা বর্ণিত হলঃ
বাস্কেটবল দক্ষতার অভীক্ষা তিনটি পরীক্ষা নিয়ে গঠিত যথা—
(1) মাঠে গোলের দ্রুততার পরীক্ষা (Field goal speed test),
(2) নির্ভুলতার জন্য বাস্কেটবল ছোঁড়া (Basketball throw for accuracy),
(3) ড্রিবল (Dribble)।
উদ্দেশ্যঃ বাস্কেটবল খেলার দক্ষতার পরিমাপ
বৈধতাঃ 0.88
বিশ্বাসযোগ্যতা ঃ 0.89।
পদ্ধতিঃ
(i) মাঠের গোলের দ্রুততার পরীক্ষা : খেলোয়াড়কে বাস্কেটবল মাঠে নিজের সুবিধামত দাঁড়াতে বলতে হবে এবং 30 সেকেন্ড সময়ে বাস্কেটের জন্য বলকে ছুঁড়তে বলতে হবে। প্রতিটি বাস্কেটের জন্য এক পয়েন্ট করে দেওয়া হবে। 30 সেকেন্ড সময়ের মধ্যে মোট বাস্কেটের সংখ্যাকে স্কোর বলে ধরা হবে।
(ii) নির্ভুলতার জন্য বাস্কেটবল ছোঁড়াঃ চিত্রের ন্যায় দেওয়ালে বিভিন্ন আকৃতির আয়তক্ষেত্র অঙ্কিত থাকবে। সব থেকে বড় আয়তক্ষেত্রটি মেঝে থেকে 14 ইঞ্চি উপরে থাকবে যা লম্বায় 60 ইঞ্চি ও চওড়ায় 40 ইঞ্চি হবে। এর ভিতরে যথাক্রমে 40’’ x 25’’ ও 20’’ x10’’ দুটি আয়তক্ষেত্র থাকবে।
40 ফিট দুরত্ব থেকে হুক পাস বা বেসবল পাসের মাধ্যমে। আয়তক্ষেত্রে বল নিক্ষেপ করতে হবে। ভিতরের আয়তক্ষেত্রে বল লাগলে 3 পয়েন্ট, মাঝের আয়তক্ষেত্রে বল লাগলে 2 পয়েন্ট এবং বাইরের দিকের আয়তক্ষেত্রে বল লাগলে 1 পয়েন্ট দিতে হবে। 10 টি সুযোগের মধ্যে মোট প্রাপ্ত পয়েন্ট স্কোর হিসাবে ধরা হবে।
(iii) ড্রিবল :
উপরে বর্ণিত চিত্রের ন্যায় 4টি বাধাকে পরস্পর 6 ফুট দুরে এমনভাবে প্রতিস্থাপন করতে হবে, যাতে শুরুর রেখা থেকে প্রথম বাধার দূরত্ব 12 ফুট হয়। শুরুর রেখা 6 ফুট দৈর্ঘ্য হবে। শুরুর রেখার এক প্রান্ত থেকে ড্রিবল করে চিত্রে প্রদর্শিত পথ বরাবর 4 টি বাধাকে অতিক্রম করে পুনরায় শুরুর রেখার অপর প্রান্তে ফিরে আসতে হবে। 30 সেকেন্ড সময়ের মধ্যে যতগুলি অঞ্চল অতিক্রম করবে সেটাই হবে প্রাপ্ত স্কোর। এই অভীক্ষায় তিনটি পরীক্ষায় প্রাপ্ত নম্বর যোগ করে মোট প্রাপ্ত নম্বর নির্ধারণ করা হবে।
===============================
**********************************
===========================
আরো দেখোঃ (Sports Skill Test )
Q3- . ব্র্যাডির ভলিবল অভীক্ষা ( Brady Volleyball Test ) 👉 View Answer
Q4 - Lockhart and McPherson Badminton Skill Test
===========================
TAG:- 6th semester,BA 6th Semester,BA general, Physical Education -DSE-B2,BA Physical Education Suggestions,
তথ্য সংগ্রহঃ BA-6th-Semester-DSE-B-2-Physical-Suggestions
Calcutta University Under CBCS ( system ) , Semester (VI) Physical Education General Paper DSE-B2 , BA 6th Semester ( Physical Education General ) Suggestions . BA Physical Education suggestion , CBCS Physical Education Suggestions
No comments