Geography(General)- Population Geography Suggestions -Part-3 -Answer প্রশ্নঃ=> শহর থেকে গ্রামে পরিব্রাজনের কারণ কী কী, প্রশ্নঃ=> অধিক জনসংখ্যার বা জনাধিক্যের | Over Population] বৈশিষ্ট্যগুলি কী? অথবা, জনাধিক্যের কুফলগুলি আলোচনা কর। Suggestion for 6th Semester of Calcutta University under CBCS System
Calcutta University || CBCS System || All Semester Suggestions
Geography(General)- Population Geography Suggestions -Part-3 -Answer
Suggestion for 6th Semester of Calcutta University under CBCS System
Population Geography
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূগোল সাজেশন ( উত্তরসহ )
BA ( General 6th Semester )
🌸🌹🌹🌸//////*******///////🌼🌺🌿🌿
আরো দেখো ....
🌸🌹🌹🌸//////*******///////🌼🌺🌿🌿
6th Semester Geography(General) Suggestions ( 2020 ) Calcutta University
Population Geography (General) - 6th Semester
জনসংখ্যা ভূগোল
Population Geography
////////🌸🌸🌸🌸🌸🌸🌸//////////
প্রশ্নঃ=> অধিক জনসংখ্যার বা জনাধিক্যের | Over Population] বৈশিষ্ট্যগুলি কী? অথবা, জনাধিক্যের কুফলগুলি আলোচনা কর।
////////🌷🌷🌷🌷🌷🌷🌷//////////
উত্তর👉👉
বৈশিষ্ট্য ঃ
(১) জনাধিক্য অবস্থার সৃষ্টি হলে অর্থাৎ সম্পদ ও মানুষের এই সামঞ্জস্যহীন অনুপাত দারিদ্র ও বিভিন্ন আর্থ-সামাজিক প্রতিরোধের সৃষ্টি করে।
(২) মানুষ জমির অনুপাত কাম্য জনসংখ্যা অপেক্ষা বেশী হয়।
(৩) শ্রমশক্তি উদ্বৃত্ত হওয়ার ফলে ছদ্ম বেকারত্বের সৃষ্টি হয়।
(৪) কার্যকর জমির উপর চাপ বাড়ে, অতিরিক্ত ব্যবহারের ফলে জমির অবক্ষয়ের সম্ভাবনা থেকেই যায়।
(৫) জমির বহন ক্ষমতায় জনসংখ্যা বেশী হলে বাসস্থান, জল, পয়ঃপ্রনালীর উপর চাপ পড়ে।
(৬) শিক্ষার সুযোগ কমতে থাকে, ফলে প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশের দূষণ অনিবার্য হয়ে ওঠে।
(৭) জন প্রতি সম্পদ প্রাপ্তি হ্রাস পায় এবং জীবনযাত্রার মান ক্রমেই নিম্নমুখী হয়। (৮) Law of diminishing return-বিধি এক্ষেত্রে কার্যকর হতে দেখা যায়।
=======@@@@@======
==========================
🌸🌹🌹🌸//////*******///////🌼🌺🌿🌿
আরো দেখো ....
🌸🌹🌹🌸//////*******///////🌼🌺🌿🌿
////////🌸🌸🌸🌸🌸🌸🌸//////////
প্রশ্নঃ=> শহর থেকে গ্রামে পরিব্রাজনের কারণ কী কী
////////🌷🌷🌷🌷🌷🌷🌷//////////
উত্তর👉👉
শহর থেকে গ্রামে পরিব্রাজন (Urban to Rural migration) অনেকসময় শহরের মানুষ জন গ্রামাঞলে পরিব্রাজন করে থাকে বিভিন্ন কারণে। ভারতে প্রায় ১০% ১১% মানুষ এ ধরনের পরিব্রাজন করে থাকে। এই ধরনের পরিব্রাজনের কারণগুলি হল—
১) বৈবাহিক সূত্রে স্ত্রীর পতিগৃহে যাত্রার কারণে,
২) চাকরী থেকে অবসর নেওয়ার পর গ্রামের (দেশের বাড়ী) বাড়ীতে থেকে অবসরযাপন,
৩) উচ্চশিক্ষার শেষে গুরুজনদের কাজে প্রতিজ্ঞা রক্ষার জন্য,
৪) গ্রামাঞ্চলে সেবামূলক কাজকর্মে নিযুক্ত হওয়ার কারণে,
৫) কোয়াক ডাক্তারদের গ্রামে আয়ের সুযোগ বেশী,
৬) ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের জন্য,
৭) শহরের দূষিত আবহাওয়া থেকে মুক্তি পাওয়ার জন্য,
৮) যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতার কারণে,
৯) সামাজিক মর্যাদা বৃদ্ধির উদ্দেশ্যে পরিব্রাজন,
১০) রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য।
=======@@@@@======
🌸🌹🌹🌸//////*******///////🌼🌺🌿🌿
আরো দেখো ....
🌸🌹🌹🌸//////*******///////🌼🌺🌿🌿
TAG:- 6th semester, BA 6th Semester, BA general, Geography(General) ,BA Geography(General) Suggestions,
তথ্য সংগ্রহঃ BA-6th-Semester-6-Geography-General-Suggestions
Calcutta University Under CBCS ( system ) , Semester (VI) Geography(General) General Paper DSE-B2 , BA 6th Semester ( Geography(General) General ) Suggestions . BA Geography(General) suggestion , CBCS Geography(General) Suggestions
বাকি প্রশ্নের উত্তর শীঘ্রই Publish করা হবে
**** যদি কোন ভুল থেকে থাকে তবে তা Typing mistake এর জন্য । আমাদের comment করে জানান আমরা তা সংশোধন করে দেবার চেষ্টা করবো ****
বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় ।
তাই এই সবের কথা মাথায় রেখে আমরা বাংলার শিক্ষা e-Portal এর সাহায্যে সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে Online Exam Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো ।
এখানে মাধ্যমিকের , মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ , উচ্চ-মাধ্যমিক এর ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর ) বাংলা , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত , ইতিহাস , , স্নাতক ( জেনারেল ) কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education , প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে ।
Calcutta University Under CBCS ( system ) , Semester (II) Geography(General) General , BA 6th Semester ( Geography(General) General ) Suggestions .
No comments