Header Ads

Header ADS

Test and Final Examination || Bengali - 3 || WB 10th Bengali Model Bengali Questions Paper Test and Final Examination , WBBSE Madhyamik Question Paper , WB 10th Bengali Suggestions

Test and Final  Examination || Bengali - 3 || WB 10th Bengali Model  Bengali Questions Paper  Test and Final  Examination , WBBSE Madhyamik Question Paper  , WB 10th  Bengali Suggestions  

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ .. দশম শ্রেনীর বাংলা  নমুনা প্রশ্নপত্র ( Test and Final  Examination ) 

Test and Final  Examination || Bengali - 1 || WB 10th Bengali Model  Bengali Questions Paper  Test and Final  Examination , WBBSE Madhyamik Question Paper  , WB 10th  Bengali Suggestions    পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ .. দশম শ্রেনীর বাংলা  নমুনা প্রশ্নপত্র ( Test and Final  Examination )



TAG: madhyamik,Suggestions,Test Exam,Bengali,Class X,বাংলা,
Link: madhyamik-bangla-model-questions-paper-summative-test-final-suggestions 

পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা দপ্তরের  নমুনা প্রশ্নপত্র (Model or Sample  Bengali Questions Paper in PDF) সমাধান সহ ডাউনলোড করো মধ্য বিভাগের সকল বিভাগের নমুনা প্রশ্নপত্র (Model or Sample Bengali  Questions Paper)  তাদের সমাধান পেতে আমাদের Website   দেখো  ছাত্র-ছাত্রীরা এই সব নমুনা প্রশ্ন পত্র গুলি  (Model or Sample Bengali  Questions Paper)  Download  করে সেগুলি অভ্যাসের মাধ্যমে তাদের পরীক্ষার ফল আরো ভালো করতে পারে  এই নমুনা প্রশ্নপত্রগুলি ছাত্রছাত্রীদের বিদ্যালয়  বিভিন্ন প্রতিযোগিতামূলক  পরীক্ষার জন্য সঠিক ভাবে প্রস্তুতি নিতে সাহায্য করবে  আমরা মধ্য বিভাগের সকল শ্রেনীর বিষয়ভিত্তিক প্রশ্ন ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য প্রদান করবো  নতুন নতুন প্রশ্ন পেতে নিয়মিত আমাদের Website  টি  follow  করো  

Madhyamik Test and Final Model sample Questions 

 বাংলা 

Set- 2 

Madhyamik Test Paper ( Model Questions ) 

MODEL QUESTION SET -3

 

১) সঠিক উত্তরটি বেছে নাও   ×১৭=১৭

 

.বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়খুব হয়েছে হরি, এই বার সরে পড়ো।”—সেদিন হরি সেজেছিল

() বাইজি

() পাগল

(গ) পুলিশ

(ঘ) বিরাগী

. মূলঅদল বদল' গল্পটি কোন্ ভাষায় লেখা?

() গুজরাতি

() মারাঠি

() পাঞ্জাবি

() অসমিয়া

 

. নদেরচাঁদের বয়স কত?

() পঞ্চাশ বছর

() চল্লিশ বছর

() ত্রিশ বছর

() পঁয়তাল্লিশ বছর

 

. কোনটি শঙ্খ ঘোষের লেখা কাব্যগ্রন্থ?

() সোনার তরী

() বনলতা সেন

() মা নিষাদ

() জলই পাষাণ হয়ে গেছে

 

.কাঁপিল লঙ্কা, কাঁপিল জলধি !”—এমন ঘটনা ঘটার কারণ

() রাক্ষস বাহিনীর পদচারণা

() কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গ

() মেঘনাদের ধনুকের টংকার

() রাবণের রণসজ্জা

 

.প্রলয়োল্লাস' কবিতাটি নজরুলের কোন্ কাব্যগ্রন্থ থেকে গৃহীত?

() বিষের বাঁশি

() অগ্নিবীণা

() সর্বহারা

() সাম্যবাদী

. ছেলেবেলায় লেখা দারোগাবাবুর কলম গোঁজা ছিল

() জামার পকেটে

() পায়ের মোজায়

() চুলের খোঁপায়

() কাঁধের ব্যাগে।

. বুকে কলম ফুটে মৃত্যু হয়েছিল যে লেখকের, তিনি হলেন

() অন্নদাশঙ্কর রায়

() সুভাষ মুখোপাধ্যায়

() শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

() ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়

 

. আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেনএগুলি হল

() ছন্দ, অলঙ্কার যতি

() শব্দ, পদ ধাতু

() অভিধা, লক্ষণা বাঞ্ছনা

() সন্ধি, সমাস কারণ

 

.১০শিক্ষক ছাত্রটিকে গান শেখাচ্ছেন।”— নিম্নরেখ পদটি কোন প্রকারের কর্তার উদাহরণ?

() ব্যতিহার কর্তা

() নিরপেক্ষ কর্তা

() সমধাতুজ কর্তা

() প্রযোজক কর্তা

 

.১১ অনুসর্গ --

() স্বাধীনভাবে বসে বিভক্তির মতো কাজ করে

 () শব্দের সঙ্গে মিশে বিভক্তির মতো কাজ করে

 () শব্দের পূর্বে বসে বিভক্তির মতো কাজ করে

() বিভক্তির সঙ্গে মিশে উপসর্গ তৈরি করে

 

.১২ যে সমাসে সমস্যমান পদগুলির কোনোটির অর্থ প্রাধান্য না পেয়ে নতুন অর্থ প্রকাশ করে, তাকে বলে

() তৎপুরুষ সমাস

() কর্মধারয় সমাস

() বহুব্রীহি সমাস

() দ্বন্দ্ব সমাস

 

.১৩ পূর্বপদ উপমেয় পরপদ উপমান হলে, তা হবে

() উপমান কর্মধারয় সমাস

() উপমিত কর্মধারয় সমাস

() রূপক কর্মধারয় সমাস

() সাধারণ কর্মধারয় সমাস

 

.১৪ একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে

() যৌগিক বাক্যে

() জটিল বাক্যে

() সরল বাক্যে

() মিশ্র বাক্যে

 

.১৫আত্মসমর্পণ করো কিংবা মৃত্যুবরণ করো।”—এটি কোন শ্রেণির বাক্য?

() মিশ্র বাক্য

() যৌগিক বাক্য

() জটিল বাক্য

() সরল বাক্য

 

.১৬ যে বাচ্যে ক্রিয়া অর্থের দিক থেকে প্রাধান্য পায়, তাকে বলে

() কর্তৃবাচ্য

() কর্মবাচ্য

() ভাববাচ্য

() কর্মকর্তৃবাচ্য

 

.১৭সে গাছ তো কাটা হয়ে গেছে।”—এটি কোন বাচ্যের উদাহরণ?

() কর্তৃবাচ্য

() কর্মবাচ্য

() ভাববাচ্য

() কর্মকর্তৃবাচ্য

 

২) কমবেশি ২০টি শব্দের মধ্যে উত্তর লেখো:

 

. যে-কোনো ৪টি প্রশ্নের উত্তর দাও:

.. তপনের লেখা প্রথম গল্পের বিষয়বস্তু কী ছিল?

..বকশিশ? চেঁচিয়ে ওঠে ভবতোষ।”—কত বকশিশ পাওয়া যেতে পারে বলে ভবতোষের মনে হয়েছিল?

..যাঁকে খুঁজছেন তাঁর কালচারের কথাটা একবার ভেবে দেখুন।”—উদ্দিষ্ট ব্যক্তি কাকে খুঁজছেন?

..ইসাবের মেজাজ চড়ে গেল”—মেজাজ চড়ার কারণ কী?

..নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদেরচাঁদ দিতে পারে।”—কৈফিয়তটি কী?

 

. যে-কোনো ৪টি প্রশ্নের উত্তর দাও:

.. আমাদের যেহেতু আর কোনো পথ নেই, তাই এখন একমাত্র করণীয় কী?

..শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে”—কীভাবে?

২.২.৩জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে”-এই প্রলয়ে কারা অস্তিত্ব-সংকটে পড়বে?

..তথা কন্যা থাকে সর্বক্ষণ”–কন্যা কোথায় সর্বক্ষণ থাকে?

..গানের বর্ম আজ পরেছি গায়ে। আজ কবির গানের বর্ম প্রয়োজন কেন?

 

. যে-কোনো ৩টি প্রশ্নের উত্তর দাও:

.. লেখক একদিন কলম ভুলে অফিস গেলে কী সমস্যায় পড়েন?

.. লেখক বাঙালি না হয়ে প্রাচীন সুমেরিয়ান বা ফিনিসিয়ান হলে কী হত?

..এই দোষ থেকে মুক্ত না-হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না।”—কোন দোষের কথা বলা হয়েছে?

..স্থান বিশেষে পারিভাষিক শব্দ বাদ দেওয়া চলে।"- এমন বাদ দেওয়ার একটি উদাহরণ দাও।

 

. যে-কোনো ৮টি প্রশ্নের উত্তর দাওঃ ১× =

২.৪.১  তির্যক বিভক্তি কাকে বলে?

..বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা।”- নিম্নরেখ পদটির কারক বিভক্তি নির্ণয় করো।

২.৪.৩  “পঞ্চকন্যা পাইলা চেতন।”— নিম্নরেখ পদটির ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো।

.. দ্বিগু সমাস সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের একটি বৈসাদৃশ্য দেখাও।

.. কোন সমাসে পূর্বপদের বিভক্তি বা অনুসর্গ চিহ্ন সমস্ত পদে লুপ্ত

.. কোন্ বাক্যে আদেশ, উপদেশ, অনুরোধের প্রকাশ ঘটে? হয়?

..তপনের নতুন মেসোমশাই একজন লেখক।”—জটিল বাক্যে পরিবর্তন করো।

..তার হাতের লেখা পড়া যায় না।ইতিবাচক বাক্যে পরিবর্তন করো।

..এমন কথা মুখে আনতে নেই।”—কর্তৃবাচ্যে পরিবর্তন করো।

২.৪.১০  কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে পরিবর্তনের একটি পদ্ধতি উল্লেখ করো।

 

৩)  প্রসঙ্গ নির্দেশ-সহ কমবেশি ৬০টি শব্দে উত্তর দাও :

. যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ

..আপনি কি ভগবানের চেয়েও বড়ো।”- বক্তা কে? তিনি কাকে, কেন একথা বলেছেন?

..ওদের তখন বুকের ধুকপুকুনি বন্ধ হবার জোগাড়” – ওরা কারা? তাদের এমন পরিস্থিতি হবার কারণ কী?+ . যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

..এসো যুগাস্তের কবি”-যুগান্তের কবির কাছে কী প্রার্থনা করা হয়েছে?

৩.২.২এই কি সাজে আমারে” – বক্তা কে? কোন্ কাজ করা তাঁকে সাজে না?

 

৪)  কমবেশি ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

.তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন।”—তপনের এমন মনে হওয়ার কারণ বিশ্লেষণ করো।

.রামদাস মুচকিয়া একটু হাসিয়া কহিল, বাবুজি, সব কথা বলার দুঃখ আছে।”—রামদাসের এমন উক্তির কারণ কী? রামদাসের কথার উত্তরে 'বাবুজি' আর কী বলেছিলেন?

 

৫)  কমবেশি ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

 .অসুখী একজন' কবিতা অবলম্বনে যুদ্ধের ভয়াবহ চিত্র তুলে ধরো।

.পঞ্চকন্যা পাইলা চেতন।'' পঞ্চকন্যা' কারা? কার চেষ্টায়, কীভাবে 'পঞ্চকন্যা চেতন' লাভ করল?

 

৬)  কমবেশি ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ

. লেখক শ্রীপার্শ্ব ছেলেবেলায় কীভাবে কলম তৈরি করতেন? তাদের লেখার পাত'-এর ব্যবস্থা কেমন ছিল?

.বাংলা ভাষায় বিজ্ঞানচর্চায় এখনও নানা রকম বাধা আছে।”— লেখককে অনুসরণ করে এই বাধাগুলি দূরীকরণের উপায় সম্পর্কে আলোচনা করো।

 

৭) কমবেশি ১২৫টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

.আপনাদের কাছে এই ভিক্ষা যে, আমাকে শুধু এই আশ্বাস দিন”–বক্তা কে? তিনি কাদের কাছে কী আশ্বাস চান? +

.সিরাজদ্দৌলা' নাটক অনুসারে মিরজাফর চরিত্রটি বিশ্লেষণ করো।

 

৮) কমবেশি ১৫০টি শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:

 . 'কোনি' উপন্যাস অবলম্বনে বিচরণ ধর চরিত্রটি আলোচনা করো।

.না। আমি নামব না।”-বক্তার এমন অভিমানের কারণ কী? শেষ পর্যন্ত কী ঘটনা ঘটল?

.দারিদ্রা বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম সাফল্যের আরেক নাম কোনি।”-মন্তব্যটির যথার্থ বিচার করো।

 

৯) চলিত গদ্যে বঙ্গানুবাদ করো:

 

Good books are store houses of knowledge and wisdom. Anyone who has the key can enter these store house and help himself. What is the key? Simply the ability to read. He who can read, can store his mind with the great thought of great thinkers of the world.

 

১০)  কমবেশি ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ

 ১০. প্লাস্টিক প্যাকেট ব্যবহারের ক্ষতিকারক দিক সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

 ১০. সম্প্রতি তোমাদের বিদ্যালয় পত্রিকা প্রকাশিত হয়েছে বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।

 

কমবেশি ৪০০টি শব্দে যে-কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো।

১১. তোমার প্রিয় লেখক

১১. পরিবেশ রক্ষায় অরণ্য

১১. পশ্চিমবঙ্গের পর্যটন কেন্দ্র

১১. শারীরিক মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা


View in PDF Format 👇👇👇



আরো দেখতে - 

WBBSE /Madhyamik Class 10 Model or Sample Bengali Questions Paper 

Download West Bengal Primary School Model or Sample Bengali Questions Paper in PDF with Solutions . Also get All Subject Sample Bengali Questions Paper  for All  Subject Like Bengali Model or Sample Questions Paper , English Model or Sample Questions Paper etc. Student must Download and Practice this Model or Sample Questions Paper to get Better marks in Their Examination . This will Help the student to prepare properly for many Academic exam and Competitive  Like WBBSE /Madhyamik Education , CBCS , JNV etc. We provided different Model or Sample Questions Set for Class X and its Available to Download in PDF Format . All Questions Paper have been Prepare as per latest academic Syllabus of Class 10 


West Bengal Board of Secondary Education, Kolkata Board Class 10th of Madhyamik or Secondary (STD-10) students can download WB 10th Bengali Model Questions Paper   for 1st language, 2nd language, 3rd language with all other subjects of Mathematics, Social Studies, EVS, General Science with regular and vocational course solved question paper with important questions for all Bengali medium, English medium, and Urdu medium students to the academic year of  .

No comments

Featured Post

Semester 2 History Suggestions - Questions Set-1 -স্নাতক ইতিহাস || History General Semester 2 - || History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System

   History  Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System  History   Suggestions( BA General )  with Answer  Semester...

Powered by Blogger.