Header Ads

Header ADS

Test and Final Examination || Bengali - 4 || WB 10th Bengali Model Bengali Questions Paper Test and Final Examination , WBBSE Madhyamik Question Paper , WB 10th Bengali Suggestions

Test and Final  Examination || Bengali - 4  || WB 10th Bengali Model  Bengali Questions Paper  Test and Final  Examination , WBBSE Madhyamik Question Paper  , WB 10th  Bengali Suggestions  

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ .. দশম শ্রেনীর বাংলা  নমুনা প্রশ্নপত্র ( Test and Final  Examination ) 

Test and Final  Examination || Bengali - 1 || WB 10th Bengali Model  Bengali Questions Paper  Test and Final  Examination , WBBSE Madhyamik Question Paper  , WB 10th  Bengali Suggestions    পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ .. দশম শ্রেনীর বাংলা  নমুনা প্রশ্নপত্র ( Test and Final  Examination )



TAG: madhyamik,Suggestions,Test Exam,Bengali,Class X,বাংলা,
Link: madhyamik-bangla-model-questions-paper-summative-test-final-suggestions 

পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা দপ্তরের  নমুনা প্রশ্নপত্র (Model or Sample  Bengali Questions Paper in PDF) সমাধান সহ ডাউনলোড করো মধ্য বিভাগের সকল বিভাগের নমুনা প্রশ্নপত্র (Model or Sample Bengali  Questions Paper)  তাদের সমাধান পেতে আমাদের Website   দেখো  ছাত্র-ছাত্রীরা এই সব নমুনা প্রশ্ন পত্র গুলি  (Model or Sample Bengali  Questions Paper)  Download  করে সেগুলি অভ্যাসের মাধ্যমে তাদের পরীক্ষার ফল আরো ভালো করতে পারে  এই নমুনা প্রশ্নপত্রগুলি ছাত্রছাত্রীদের বিদ্যালয়  বিভিন্ন প্রতিযোগিতামূলক  পরীক্ষার জন্য সঠিক ভাবে প্রস্তুতি নিতে সাহায্য করবে  আমরা মধ্য বিভাগের সকল শ্রেনীর বিষয়ভিত্তিক প্রশ্ন ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য প্রদান করবো  নতুন নতুন প্রশ্ন পেতে নিয়মিত আমাদের Website  টি  follow  করো  

Madhyamik Test and Final Model sample Questions 

 বাংলা 

Set- 4

Madhyamik Test Paper ( Model Questions ) 

MODEL QUESTION SET 4

 

১) সঠিক উত্তরটি বেছে নাওঃ                        ১×১৭ =১৭

. দেশের কিছু হবে না”-এই বলে কে বেড়াতে চলে যান?

() তপনের ছোটো মামা

() তপনের মেসোমশাই

() তপনের মেজো কাকু

() তপনের বাবা

.একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হয়া বেজে উঠেছিল, ”কাকে কেন্দ্র করে এই হলো?

() উন্মাদ পাগল

() ছদ্মবেশী পুলিশ

() রূপসী বাইজি

() বিরাগী সন্ন্যাসী

.এতকাল নদেরচাদ গর্ব অনুভব করিয়াছে” — কীসের জন্য গর্ব ?

() নূতন রং করা ব্রিজটির জন্য

() দায়িত্বপ্রাপ্ত স্টেশনটির জন্য

() দেশের জন্য

() নির্জীব নদীটির জন্য

. কত খ্রিস্টাব্দে পাবলো নেরুদা সাহিত্যে 'নোবেল পুরস্কারে ভূষিত হন?

() ১৯৭০ খ্রিস্টাব্দে

() ১৯৭১ খ্রিস্টাব্দে

() ১৯৭২ খ্রিস্টাব্দে

() ১৯৭৩ খ্রিস্টাব্দে

. সৃষ্টিকর্তা আফ্রিকাকে যার নিবিড় পাহারায় বেঁধেছিলেন, তা হল

() সাম্রাজ্যবাদীদের

() সমুদ্রের

() বন্যজন্তুর

() বনস্পতির

. 'হৈমবতীসুত' বলতে যাঁকে বোঝানো হয়েছে, তিনি হলেন

() লক্ষণ

() কার্তিকেয়

() মেঘনাদ

() অর্জুন

. পারিভাষিক বাংলা শব্দ নেই, এমন একটি ইংরেজি শব্দ হল

() চেয়ার

() টেবিল

() প্যারাডাইক্লোরোবেনজিন

 () কাপ

. Sensitive Person-এর বাংলা অর্থ হওয়া উচিত

() অভিমানী

() উত্তেজনাপ্রবণ ব্যক্তি

() উত্তেজিত ব্যক্তি

() ব্যথাপ্রবণ ব্যক্তি

. 'বাবু কুইল ড্রাইভার্স'-বলতেন

() লর্ড বেন্টিংক

() লর্ড কার্জন

() লর্ড ওয়েলেসলি

() লর্ড বেইলি

.১০ বিভক্তি অনুসর্গ এই দুইয়েরই বহুল ব্যবহার ঘটে

() অধিকরণ কর্ম কারকে

() অধিকরণ নিমিত্ত কারকে

() করণ অধিকারণ কারকে

() করণ অপাদান কারকে

.১১ স্বাধীন প্রয়োগ নেই

() অনুসর্গের

() বিভক্তির

() পদের

() শব্দের

.১২সিংহাসন'—কোন কর্মধারয় সমাসের উদাহরণ?

() মধ্যপদলোপী কর্মধারয়

() রূপক কর্মধারয়

() উপমিত কর্মধারয়

() উপমান কর্মধারয়

.১৩ প্রধানত অনুসর্গ-যোগে গঠিত কারক হল

 () নিমিত্ত কারক

() অপাদান কারক

() করণ কারক

() অধিকরণ কারক

.১৪ অন্যের পরিচালনায় কাজ করে যে কর্তা

() সহযোগী কর্তা

 () প্রযোজ্য কর্তা

 () প্রযোজক কর্তা

() উহ্য কর্তা

 .১৫বলদ দুধ দেয়, গাভী লাঙল দেয়  —এই বাক্যে কী নেই

() আকাঙ্ক্ষা

() আসত্তি

() যোগ্যতা

() কোনোটিই নয়

.১৬ একটি নিত্য সমাসের দৃষ্টান্ত হল

() বইটই

() প্রশাখা

() আমান্তর

() বীনাপাণি

.১৭বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ষোলোআনাই বজায় আছে”–বাক্যটি হল

() সরল বাক্য

() জটিল বাক্য

() বিস্ময়সূচক বাক্য

() যৌগিক বাক্য

২)  কমবেশি ২০টি শব্দের মধ্যে উত্তর লেখো:

. যে-কোনো ৪টি প্রশ্নের উত্তর দাও:

.. জগদীশবাবু কোন্ কৌশলে হিমালয় থেকে আগত সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিলেন?

.. মামার বাড়িতে কোন উপলক্ষ্যে এসেছে তপন?

.. “... নদেরচাঁদ নূতন সহকারীকে ডাকিয়া বলিল, ”—নতুন সহকারীর সঙ্গে নদেরচাঁদের কী কথা হয়েছিল?

..ইসাবের মনে পড়ল, ”— কী মনে পড়েছিল ইসাবের?

..বাবুজি, ম্যায় নে আপকো তো জরুর কঁহা দেখা”–কে, কাকে একথা বলেছেন?

.. যে-কোনো ৪টি প্রশ্নের উত্তর দাও:

..অসুখী একজন কবিতার কবি অনুবাদকের নাম লেখো। ..মাথায় কত শকুন বা চিল”— শকুন বা চিল' বলে কাদের নির্দেশ করা হয়েছে?

..বিধি মোরে না কর নৈরাশ”-কোন বিষয়ে নিরাশা না করার কথা বলা হয়েছে?

..তোরা সব জয়ধ্বনি কর”—বাক্যবন্ধটি 'প্রলয়োল্লাস' কবিতায় মোট কতবার আছে?

..এল মানুষ ধরার দল" কাদের উদ্দেশ্যে, কেন এমন মন্তব্য ?

. যে-কোনো ৩টি প্রশ্নের উত্তর দাও: ×=

..গুটিকতক ইংরেজি পারিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে”–এই শেখা শব্দগুলি কী কী?

..মনে মনে সেই ফরাসি কবির মতো বলেছি ...”-বলা কথাগুলি কী?

..দোয়াত যে কত রকমের হতে পারে, না দেখলে বিশ্বাস করা শক্ত”- প্রাবন্ধিক কোন্ কোন্ দোয়াতের উদাহরণ দিয়েছেন?

.. বঙ্গীয় সাহিত্য পরিষদ'-এর উদ্যোগে রচিত পরিভাষার ত্রুটি কী ছিল?

. যে-কোনো ৮টি প্রশ্নের উত্তর দাও:

.. একশেষ দ্বন্দ্ব সমাস কী, উদাহরণ সহ লেখো। একটি উদাহরণ লেখো।

.. মিশ্র বাক্য-এর একটি উদাহরন দাও ।

.. উপমান কর্মধারয় উপমিত কর্মধারয় সমাসের একটি পার্থক্য লেখো।

.. না-বাচক বাক্যে রূপান্তর করো। কথাটা ছড়িয়ে পড়ল'

.. দ্বিগু সংখ্যাপূর্বক বহুব্রীহি সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো।

.. সমধাতুজ কর্তার একটি উদাহরণ লেখো।

.. রূপক কর্মধারয় সমাসের প্রধান বৈশিষ্ট্য কী, উদাহরণ-সহ লেখো।

.. 'ক্ষুদ্র শাখা' ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে, সমাসের নাম লেখো।

..আপনি কোথায় যাচ্ছেন?” বাক্যটি ভাববাচ্যে পরিণত করো।

 ..১০খুবই গরিব মানুষ হরিদা, ”— প্রশ্নবাচক বাক্যে পরিণত করো।

৩)  প্রসঙ্গ নির্দেশ-সহ কমবেশি ৬০টি শব্দে উত্তর দাও:

. যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: x=

..এই নদীর মতো এত বড়ো ছিল না।”—এখানে কোন্ নদীর কথা বলা হয়েছে? সেই নদীর রূপ কেমন ছিল? + ..মনে হল দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যাই।”—কার উদ্দেশ্যে এই উক্তি? বক্তার এমন মনোভাবের কারণ কী?

. যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

..দিব্যপুরী সমুদ্র মাঝার-- দিব্যপুরী' বলতে কোন্ পুরী। উক্ত পুরীকে 'দিব্য' বলা হয়েছে কেন?

..আমরা ভিখারি বারোমাস”- 'আমরা' বলতে কারা? 'ভিখারি' শব্দটি প্রয়োগ করে কবি কী বোঝাতে চেয়েছেন।

৪)  কমবেশি ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

. 'জ্ঞানচক্ষু' গল্পের নামকরণটি কতটা সার্থক হয়েছে তোমার ভাষায় আলোচনা করো।

.কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে।”–কে, কাকে একথা বলেছে? উক্তিটির মধ্যে দিয়ে বক্তা-চরিত্রের কোন দিক ফুটে উঠেছে তা লেখো।

৫) কমবেশি ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

.অভিষেক' কাব্যাংশ অবলম্বনে ইন্দ্রজিৎ চরিত্রের বিভিন্ন দিক আলোচনা করো।

.আয় আরো বেঁধে বেঁধে থাকিকাদের প্রতি কবির এই আহ্বান? এই আহ্বানের কারণ ব্যক্ত করো।

৬) কমবেশি ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: +

.প্রীতির সহিত মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয়”–কোন্ শ্রেণির পাঠক সম্পর্কে প্রাবন্ধিকের এই মন্তব্য? এমন মন্তব্য তিনি করেছেন কেন?

.আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা”- এখানে 'আমার' বলতে কে? এক্ষেত্রে তাঁর ফাউন্টেন কেনার অভিজ্ঞতা বর্ণনা করো।

৭) কমবেশি ১২৫টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ

.তোমাদের কাজে আমি লজ্জিত ”–কে, কাদের কাজে লজ্জিত? তাঁর এই লজ্জার কারণ ব্যক্ত করো।

. 'সিরাজদ্দৌলা' নাট্যাংশ অবলম্বনে ঘসেটি বেগম চরিত্রটি বিশ্লেষণ করে দেখাও।

৮) কমবেশি ১৫০টি শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: x = ১০

. 'কোনি' উপন্যাস অবলম্বনে কোনির চারিত্রিক বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো।

.চার বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে।” – প্রজাপতি' সম্পর্কে কী জান? 'প্রজাপতি'-কে ঘিরে ক্ষিতীশ সিংহ লীলাবতী সিংহের পারিবারিক জীবনের কোন ছবি ধরা পড়েছে?

.ফাইট কোনি ফাইট " –বস্তির মেয়ে থেকে সাঁতার চ্যাম্পিয়ন হয়ে উঠতে কোনির ফাইট কতটা সার্থক আলোচনা করো।

৯)  চলিত গদ্যে বঙ্গানুবাদ করো:

It is very difficult to get rid of bad habits. So we should be very careful that we do not get into bad habits in our childhood. Idleness is one such bad habit. Every boy and girl should be diligent. They should consider small idleness as poison. It should be their duty to obey the superiors and carry out their order

১০)  কমবেশি ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ

১০. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।

১০. বিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষক দিবস পালন সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো।

(১১)  কমবেশি ৪০০টি শব্দে যে-কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো:

১১. নিয়মানুবর্তিতা।

১১. মাতৃভাষায় বিজ্ঞানচর্চা।

১১. জাতীয় সংহতি।

১১. সাহিত্য-পাঠের প্রয়োজনীয়তা।


View in PDF Format 👇👇👇



আরো দেখতে - 

WBBSE /Madhyamik Class 10 Model or Sample Bengali Questions Paper 

Download West Bengal Primary School Model or Sample Bengali Questions Paper in PDF with Solutions . Also get All Subject Sample Bengali Questions Paper  for All  Subject Like Bengali Model or Sample Questions Paper , English Model or Sample Questions Paper etc. Student must Download and Practice this Model or Sample Questions Paper to get Better marks in Their Examination . This will Help the student to prepare properly for many Academic exam and Competitive  Like WBBSE /Madhyamik Education , CBCS , JNV etc. We provided different Model or Sample Questions Set for Class X and its Available to Download in PDF Format . All Questions Paper have been Prepare as per latest academic Syllabus of Class 10 


West Bengal Board of Secondary Education, Kolkata Board Class 10th of Madhyamik or Secondary (STD-10) students can download WB 10th Bengali Model Questions Paper   for 1st language, 2nd language, 3rd language with all other subjects of Mathematics, Social Studies, EVS, General Science with regular and vocational course solved question paper with important questions for all Bengali medium, English medium, and Urdu medium students to the academic year of  .

No comments

Featured Post

Semester 2 History Suggestions - Questions Set-1 -স্নাতক ইতিহাস || History General Semester 2 - || History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System

   History  Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System  History   Suggestions( BA General )  with Answer  Semester...

Powered by Blogger.