Test and Final Examination || History - 1 || WB 10th History Model History Questions Paper Test and Final Examination , WBBSE Madhyamik Question Paper , WB 10th History Suggestions পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ .. দশম শ্রেনীর ইতিহাস নমুনা প্রশ্নপত্র ( Test and Final Examination )
Test and Final Examination || History - 1 || WB 10th History Model History Questions Paper Test and Final Examination , WBBSE Madhyamik Question Paper , WB 10th History Suggestions
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ .. দশম শ্রেনীর ইতিহাস নমুনা প্রশ্নপত্র ( Test and Final Examination )
পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা দপ্তরের নমুনা প্রশ্নপত্র (Model or Sample History Questions Paper in PDF) সমাধান সহ ডাউনলোড করো মধ্য বিভাগের সকল বিভাগের নমুনা প্রশ্নপত্র (Model or Sample Bengali Questions Paper) ও তাদের সমাধান পেতে আমাদের Website দেখো । ছাত্র-ছাত্রীরা এই সব নমুনা প্রশ্ন পত্র গুলি (Model or Sample History Questions Paper) Download করে সেগুলি অভ্যাসের মাধ্যমে তাদের পরীক্ষার ফল আরো ভালো করতে পারে । এই নমুনা প্রশ্নপত্রগুলি ছাত্রছাত্রীদের বিদ্যালয় ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সঠিক ভাবে প্রস্তুতি নিতে সাহায্য করবে । আমরা মধ্য বিভাগের সকল শ্রেনীর বিষয়ভিত্তিক প্রশ্ন ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য প্রদান করবো । নতুন নতুন প্রশ্ন পেতে নিয়মিত আমাদের Website টি follow করো ।
Madhyamik Test and Final Model sample Questions
বাংলা
Set- 4
Madhyamik Test Paper ( Model Questions )
MODEL QUESTION SET – ১
(বিভাগ – ক )
১ ) সঠিক উত্তরটি নির্বাচন করো।
১.১ বাইশ গজের খেলা' বলা হয়
(ক) ফুটবলকে
(খ) রাগবিকে
(গ) ক্রিকেটকে
(ঘ) সকারকে
১.২ বঙ্গদর্শন পত্রিকার প্রথম প্রকাশ ঘটে—
(ক) 1865 খ্রিস্টাব্দে
(খ) 1870 খ্রিস্টাব্দে
(গ) 1872 খ্রিস্টাব্দে
(ঘ) 1875 খ্রিস্টাব্দে
১.৩ বামাবোধিনী পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক ছিলেন—
(ক) উমেশচন্দ্র দত্ত
(খ) শিশিরকুমার ঘোষ
(গ) সন্তোষকুমার দত্ত
(খ) দ্বারকানাথ বিদ্যাভূষ
১.৪ ব্রহ্মানন্দ' উপাধিতে ভূষিত হন
(ক) রাজনারায়ণ বসু
(খ) আনন্দমোহন বসু
(গ) কেশবচন্দ্র সেন
(ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর
১.৫ হিন্দুমেলার পূর্বনাম ছিল
(ক) বসন্ত মেলা
(খ) বৈশাখী মেলা
(গ) চৈত্র মেলা
(ঘ) ফাগুন মেলা
১.৬ 1878-এর অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়—
(ক) দুটি স্তরে
(খ) তিনটি স্তরে
(গ) চারটি স্তরে
(ঘ) পাঁচটি স্তরে
১.৭ 'দ্য ব্লু মিউটিনি' গ্রন্থের লেখক ছিলেন—
(ক) ব্লেয়ার কিং
(খ) টনি ব্লেয়ার
(গ) মাইকেল মধুসূদন দত্ত
(ঘ) জেমস লং
১.৮ সিপাহি বিদ্রোহে যোগদানকারী মহিলা বিদ্রোহী ছিলেন—
(ক) রানি দুর্গাবতী
(খ) রানি লক্ষ্মীবাই
(গ) রানি অহল্যা
(ধ) রানি রাসমণি
১.৯ বর্তমান ভারত রচনা করেন
(ক) স্বামী বিবেকানন্দ।
(খ) কেশবচন্দ্র সেন
(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর
১.১০ ভারতে 'হাফটোন পদ্ধতি প্রবর্তন করেন-
(ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরি
(খ) পঞ্চানন কর্মকার
(গ) সুকুমার রায়
(ঘ) চার্লস উইলকিনস
১.১১ 'বসু বিজ্ঞান মন্দির' প্রতিষ্ঠা করেন—
(ক) সত্যেন্দ্রনাথ বসু
(খ) চন্দ্রমুখী বসু
(গ) জগদীশচন্দ্র বসু
(ঘ) আনন্দমোহন বসু
১.১২ একা আন্দোলন' নেতা ছিলেন—
(ক) বাবা রামচন্দ্র
(খ) মাদারি পাশি
(গ) সর্দার বল্লভভাই প্যাটেল
(ঘ) এন জি রল্যা
১.১৩ ভারতে ছাপাখানায় প্রথম মে দিবস পালিত হয়
(ক) 1920 খ্রিস্টাব্দে
(খ) 1921 খ্রিস্টাব্দে
(গ) 1922 খ্রিস্টাব্দে
(ঘ) 1923 খ্রিস্টাব্দে
১.১৪ মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়
(ক) 1928 খ্রিস্টাব্দে
(খ) 1929 খ্রিস্টাব্দে
(গ) 1930 খ্রিস্টাব্দে
(ঘ) 1931 খ্রিস্টাব্দে
১.১৫ ভারতে প্রতিষ্ঠিত প্রথম ট্রেড ইউনিয়নটি ছিল—
(ক) INTUC
(খ) কলকাতা লেবার ইউনিয়ন
(গ) WPP
(ঘ) মাদ্রাজ লেবার ইউনিয়ন
১.১৬ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় 'লক্ষ্মীভাণ্ডার' গড়ে তোলেন—
(ক) আনন্দমোহন বসু
(খ) সতীশচন্দ্র মুখোপাধ্যায়
(গ) সরলা দেবী চৌধুরানি
(ঘ) গিরিজা সুন্দরী দেবী
১.১৭ যুবকদের আন্দোলন বলা হয়
(ক) অসহযোগ আন্দোলন-কে
(খ) আইন অমান্য আন্দোলন-কে
(গ) ভারত ছাড়ো আন্দোলন-কে
(ঘ) তেভাগা আন্দোলন-কে
১.১৮ 'হরিজন' কথাটি প্রথম ব্যবহার করেন
(ক) জ্যোতিবা ফুলে
(খ) নারায়ণ গুরু
(গ) গান্ধিজি
(ঘ) ভীমরাও আম্বেদকর
১.১৯ স্বাধীন ভারতের প্রথম সেনা প্রধান ছিলেন
(ক) জয়ন্তনাথ চৌধুরি
(খ) জয়ন্তনারায়ণ চৌধুরি
(গ) সুকুমার সেন
(ঘ) সুকুমার মুখোপাধ্যায়
১.২০ রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল
(ক) 1947 খ্রিস্টাব্দে
(খ) 1950 খ্রিস্টাব্দে
(গ) 1953 খ্রিস্টাব্দে
(খ) 1956 খ্রিস্টাব্দে
(বিভাগ – খ )
২) যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে) ১x১৬=১৬
(প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে )
উপবিভাগ-২.১
একটি বাক্যে উত্তর দাও:
২.১.১ দি অ্যানালস পত্রিকার সম্পাদক কে বা কারা ছিলেন?
২.১.২ নীলদর্পণ নাটকটি কে বাংলায় অনুবাদ করেন?
2.1.3 কোন্ বাঙালি ডাক্তার প্রথম শব ব্যবচ্ছেদ করে দেখান?
২.১.৪ নেহরু-লিয়াকত চুক্তি করে স্বাক্ষরিত হয়? ঠিক বা ভুল নির্ণয় করো:
উপৰিভাগ-২.২
২.২.১ দি অ্যানালস পত্রিকার জনক ছিলেন জি এম ট্রেভেলিয়ান।
২.২.২ বাংলায় ফরাজি আন্দোলনে নেতৃত্ব দেন দুদুমিঞা।
২.২.৩ ভারতে প্রকাশিত প্রথম সাম্যবাদী পত্রিকাটি ছিল দ্য সোশ্যালিস্ট।
২.২.৪ “সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি ।
উপবিভাগ-২.৩
'ক'-স্তম্ভের সঙ্গে 'খ'-স্তম্ভ মেলাও:
‘ক’ স্তম্ভ |
‘খ’স্তম্ভ |
(২.৩.১ )ফিলিপ স্প্র্যাট
|
(1)অক্ষয়কুমার দত্ত
|
2.৩.2তত্ত্ববোধিনী পত্রিকা
|
(2)মাতঙ্গিনি হাজরা
|
২.৩.৩ হরি সিং
|
৩) মিরাট ষড়যন্ত্র মামলা
|
2.৩.8 গান্ধি বুড়ি
|
(8)কাশ্মীরের রাজা
|
উপবিভাগ-২-৪
প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো:
2.4.1 তমলুক
২.৪.২ মহীশুর
২.৪.৩ বারদৌলি
২.৪.৪ ব্যারাকপুর
উপবিভাগ-২.৫
নীচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:
২.৫.১ বিবৃতিঃ নারীকে বলা হয় অর্ধেক আকাশ।।
ব্যাখ্যা-১: সমাজে নারী ও পুরুষের সমানাধিকার আছে বলে।
ব্যাখ্যা-২ মানবসমাজে অর্ধেক নর ও অর্ধেক নারী।
ব্যাখ্যা-৩: নারীরা সমাজে পুরুষের মতো সমান স্বাধীনতা ভোগ করে বলে ।
২.৫.২ বিবৃতি: গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি 1884 খ্রিস্টাব্দ নাগাদ বন্ধ হয়ে যায়।
ব্যাখ্যা-১: ব্রিটিশ সরকার বলপূর্বক এর প্রকাশনা বন্ধ করে দেয়।
ব্যাখ্যা-২: এই পত্রিকার সম্পাদক ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন।
ব্যাখ্যা-৩: নানা কারণে এই পত্রিকার কর্মচারীরা কাজ ছেড়ে অন্যত্র চলে যায়।
২.৫.৩ বিবৃতি: ভারতীয়রা সাইমন কমিশন প্রত্যাখ্যান করে।
ব্যাখ্যা-১: এই কমিশনে কোনো ভারতীয় সদস্যকে নেওয়া হয়নি।
ব্যাখ্যা-২: এই কমিশনের প্রধান জন সাইমন ছিলেন ভারতবিদ্বেষী ।
ব্যাখ্যা-৩: এই কমিশনে দেশভাগের কথা বলা হয়েছিল।
2.৫.৪ বিবৃতিঃ বল্লভভাই প্যাটেলকে বলা হয় ভারতের লৌহমানব।
ব্যাখ্যা-১: তিনি শারীরিকভাবে দারুণ সক্ষম ছিলেন।
ব্যাখ্যা-২: লৌহের মতো তাঁর শরীর ছিল দৃঢ় ও ঋজু।
ব্যাখ্যা-৩: তাঁর বলিষ্ঠ নীতির দরুন দেশীয় রাজ্যগুলি ভারতভুক্ত হয়।
(বিভাগ -গ )
দুটি অথবা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো ১১টি) :
৩.১ নিম্নবর্গীয় ইতিহাসচর্চা বলতে কী বোঝো?
৩.২ কোন সময়কে, কেন বঙ্গদর্শনের যুগ বলা হয়?
৩.৩ ‘হুতোম প্যাঁচার নকশা' গ্রন্থটির মূল বৈশিষ্ট্য কী?
৩.৪ উনিশ শতকে বাংলার নবজাগরণ বলতে কী বোঝো?
৩.৫ ভারতীয় অরণ্য আইন কী?
৩.৬ তিন কাঠিয়া প্রথা কী?
৩.৭ ভারতসভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?
৩.৮ ভারতমাতা চিত্রটির বর্ণনা করো।
৩.৯ বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?
৩.১০ রবীন্দ্রনাথের বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল।
৩.১১ কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠনের উদ্দেশ্য কী ছিল?
৩.১২ ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?
৩.১৩ সরলাদেবী চৌধুরানি কী কারণে স্মরণীয়?
৩.১৪ বি.ভি. দল প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল ?
৩.১৫ ভারতভুক্তি দলিল কী?
৩.১৬ দেশীয় রাজ্য বলতে কী বোঝো?
(বিভাগ – ঘ )
৪ সাত-আটটি বাক্যে যে-কোনো ছ-টি প্রশ্নের উত্তর দাও: (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে) 8×6=24
উপবিভাগ : ঘ. ১
৪.১ নতুন সামাজিক ইতিহাসচর্চার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
৪.২ বাংলায় নারীমুক্তি আন্দোলনে বামাবোধিনী পত্রিকার গুরুত্ব আলোচনা করো।
উপবিভাগ : ঘ. ২
৪.৩ সাঁওতাল বিদ্রোহের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো।
8.8 নীল বিদ্রোহে বাংলার শিক্ষিত মধ্যবিত্ত সমাজের ভূমিকা কী ছিল?
উপবিভাগ : ঘ.৩
৪.৫ বাংলায় ছাপাখানার ব্যবসায় ইউ এন রায় অ্যান্ড সন্স-এর অবদান কী?
৪.৬ টাকা লেখো। জাতীয় শিক্ষা পরিষদ ।
উপৰিভাগ : ঘ.৪
৪.৭ ভারতছাড়ো আন্দোলনে ছাত্র সমাজের অবদান কী ছিল?
৪.৮ জাতীয়তাবাদ প্রসারে দীপালি সংঘ কী ভূমিকা পালন করেছিল?
(বিভাগ – ঙ)
৫ পনেরো-ষোলোটি বাক্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৮x১=৮
৫১ রাজা রামমোহন রায়কে বাংলার নবজাগরণের অগ্রদূত বলা হয় কেন?
৫.২ মহাবিদ্রোহের প্রকৃতি আলোচনা করো।
৫.৩ ভারতে দলিত রাজনীতি উদ্ভবের কারণ কী ছিল? এ বিষয়ে আম্বেদকর ও গান্ধিজির মধ্যে দ্বন্দ্ব সম্পর্কে কী জান? ৩+৫
আরো দেখতে -
WBBSE /Madhyamik Class 10 Model or Sample history Questions Paper
Download West Bengal Primary School Model or Sample History Questions Paper in PDF with Solutions . Also get All Subject Sample History Questions Paper for All Subject Like History Model or Sample Questions Paper , English Model or Sample Questions Paper etc. Student must Download and Practice this Model or Sample Questions Paper to get Better marks in Their Examination . This will Help the student to prepare properly for many Academic exam and Competitive Like WBBSE /Madhyamik Education , CBCS , JNV etc. We provided different Model or Sample Questions Set for Class X and its Available to Download in PDF Format . All Questions Paper have been Prepare as per latest academic Syllabus of Class 10
West Bengal Board of Secondary Education, Kolkata Board Class 10th of Madhyamik or Secondary (STD-10) students can download WB 10th History Model Questions Paper for 1st language, 2nd language, 3rd language with all other subjects of Mathematics, Social Studies, EVS, General Science with regular and vocational course solved question paper with important questions for all Bengali medium, English medium, and Urdu medium students to the academic year of .
No comments