Header Ads

Header ADS

মৃত্তিকাক্ষয় কাকে বলে? মৃত্তিকাক্ষয়ের কারণগুলি আলোচনা করো।। মাধ্যমিক ।।ভূগোল।। Geography।। Question and Answer

 ভূগোল ।। Geography ।। প্রশ্নোত্তর আলোচনা 
মাধ্যমিক ভূগোল সাজেশন 
মৃত্তিকাক্ষয় কাকে বলে? মৃত্তিকাক্ষয়ের কারণগুলি আলোচনা করো। 

মৃত্তিকাক্ষয় কাকে বলে? মৃত্তিকাক্ষয়ের কারণগুলি আলোচনা করো।। মাধ্যমিক ।।ভূগোল।। Geography।। Question and Answer🌷মৃত্তিকাক্ষয়🌷

প্রকৃতিকভাবে ও মানুষের কাজকর্মের জন্য যখন উপরিস্তরের মাটি শিথিল ও আলগা হয়ে অন্যত্র অপসারিত হয় কিংবা উর্বরশক্তি বিনষ্ট হয় তখন তাকে মৃত্তিকাক্ষয় বা ভূমিক্ষয় বলে। ভারতের প্রায় 25 শতাংশ জমি ভূমিক্ষয়ের কবলে পড়েছে।

🌹 মৃত্তিকাক্ষয়ের কারণসমূহ🌹

প্রাকৃতিক কারণসমূহ 

1. জলপ্রবাহ দ্বারা ভূমিক্ষয়: বৃষ্টিপাত খুব বেশি হলে ভূপৃষ্ঠীয় জলপ্রবাহ তীব্র হয় ও নিম্নচাল বরাবর গড়িয়ে যেতে থাকে এবং উপরিস্তরের মাটিকে ক্ষয় করে, একে বলে জলপ্রবাহ ক্ষয় । তিনটি পদ্ধতিতে এই ক্ষয় হয়। যথা—
[A] স্তর বা চাদর ক্ষয় : যখন ভারী ও একটানা বৃষ্টিপাত হয়, তখন মাটি স্তরে স্তরে ক্ষয়ীভূত ও অপসারিত হয়, একে মৃত্তিকার স্তর ক্ষয় বা চাদর বলে। কর্দমাক্ত তরল মাটি চাদরের মতো অপসারিত হয় বলে, একে স্তর বা চাদর ক্ষয়-ও বলে। 
[B] নালী ক্ষয়: বৃষ্টির জলের প্রভাবে মাটিতে সরু, লম্বা, অগভীর গর্ত বা নালীর সৃষ্টি হলে, তাকে নালী ক্ষয় বলে। 
মৃত্তিকাক্ষয় কাকে বলে? মৃত্তিকাক্ষয়ের কারণগুলি আলোচনা করো।। মাধ্যমিক ।।ভূগোল।। Geography।। Question and Answer


[C] খোয়াই ক্ষয় বা খাত ক্ষয়: এই ছোটো নালীগুলি আরও ক্ষয়প্রাপ্ত হয়ে চওড়া ও গভীরতাযুক্ত আকারে বড়ো হলে তাকে খাত ক্ষয় বা খোয়াই ক্ষয় বলে। পশ্চিমবঙ্গের বীরভূমের শান্তিনিকেতনের কাছে এই রকম খাতক্ষয় দেখতে পাওয়া যায় ।

মৃত্তিকাক্ষয় কাকে বলে? মৃত্তিকাক্ষয়ের কারণগুলি আলোচনা করো।। মাধ্যমিক ।।ভূগোল।। Geography।। Question and Answer

 

2. বায়ুপ্রবাহের দ্বারা ভূমিক্ষয়: সাধারণত উদ্ভিদশূন্য মরু অঞ্চলে শিথিল ও কোমল সূক্ষ্ম মাটি এবং বালুকণা বায়ুপ্রবাহের ফলে একস্থান থেকে অন্যত্র উড়ে যায়। এতে মাটি ও এর ওপরের জৈব ও অজৈব উপকরণ নষ্ট ও অপসারিত হয়ে যায়, একে বায়ুপ্রবাহ দ্বারা ভূমিক্ষয় বলে। রাজস্থানের মরু অঞ্চলে ও উপকূলবর্তী অঞ্চলে (যেমন— পশ্চিমবঙ্গের কাঁথিতে) এভাবে মৃত্তিকাক্ষয় হয়। 

3. সমুদ্রতরঙ্গ দ্বারা ভূমিক্ষয়: সমুদ্রতরঙ্গ দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়। বঙ্গোপসাগর ও আরব সাগরের তীরবর্তী উপকূলীয় অঞ্চলে এভাবেই মাটি ক্ষয় হয়। উপকূলবর্তী স্থানে ক্রমাগত কোমল ও শিথিল মৃত্তিকাকণা স্তরে স্তরে 

মনুষ্যসৃষ্ট কারণসমূহ: 

1. অনিয়ন্ত্রিত বৃক্ষচ্ছেদন: উত্তরোত্তর জনসংখ্যা বৃদ্ধি, বনভূমিকে চাষযোগ্য জমিতে রূপান্তরকরণ, জনবসতির বৃদ্ধি প্রভৃতি কারণে বহু অরণ্য অনিয়ন্ত্রিতভাবে ও অবিবেচনাপ্রসূত উপায়ে কেটে ফেলা হচ্ছে। যার ফলস্বরূপ উদ্ভিদের শিকড় উৎপাটন মৃত্তিকাক্ষয়কে ত্বরান্বিত করছে। 

2. পশুচারণ: অনিয়ন্ত্রিত ও অবৈজ্ঞানিক পদ্ধতিতে পশুচারণে তৃণভূমির ক্রমাগত তৃণহীনতা মৃত্তিকাক্ষয়ের অন্যতম কারণ। পার্বত্য অঞ্চলে পশুচারণ মৃত্তিকাক্ষয়ের অন্যতম কারণ। 

3. অবৈজ্ঞানিক উপায়ে কৃষিকার্য: অনিয়ন্ত্রিত ও অবৈজ্ঞানিক পদ্ধতিতে জল
পার্বত্য অঞ্চলে স্থানান্তর কৃষি (ঝুমচাষ) ইত্যাদির প্রভাবে মৃত্তিকাক্ষয়ের সম্মুখীন হচ্ছে। পার্বত্য অঞ্চলে ঝুমচাদ বিশেষভাবে মৃত্তিকাক্ষয় করে থাকে। 

4. ভৌমজলের ব্যবহারে আতিশয্য: ভৌমজল অতিরিক্ত মাত্রায় তুলে নেওয়ার ফলে মৃত্তিকাক্ষয় হয়। 

5. বিবিধ মানবিক ক্রিয়াকলাপ: অবাধে খনিজ সম্পদ আহরণ, রাস্তাঘাট নির্মাণ, বহুমুখী নদী পরিকল্পনার দ্বারা বাঁধ নির্মাণ ইত্যাদি মনুষ্য কার্যাবলি মৃত্তিকাক্ষয়কে ত্বরান্বিত করছে। 

6. জনসংখ্যার চাপ: জনসংখ্যার ক্রমশ বৃদ্ধি ভূমি ব্যবহারে পরিবর্তন আনে। মৃত্তিকা বিভিন্ন দূষক দ্বারা পূর্ণ হয়, যা প্রকারান্তরে মৃত্তিকাক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায়। প্রথাগত কৃষিপদ্ধতি: নিবিড় কৃষি পদ্ধতিতে উচ্চমাত্রায় শস্য চাষের জন্য জমিতে যেসব রাসায়নিক সার, কীটনাশক প্রয়োগ করা হয়, সেগুলির প্রভাবেও মৃত্তিকা ক্ষতির সম্মুখীন হয়।


.....................🌸.....................
.....................🌸.....................


১. মৃত্তিকা কাকে বলে? ভারতে মৃত্তিকার শ্রেণিবিভাগ আলোচনা করো।

২. মৃত্তিকাক্ষয়ের ফকাফল গুলি আলোচনা করো। 

৩. মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি গুলি লেখো। 


বাকি প্রশ্নের উত্তর শীঘ্রই Publish করা হবে 

 

**** যদি কোন ভুল থেকে থাকে তবে তা   Typing mistake এর জন্য    আমাদের  comment   করে জানান  আমরা তা সংশোধন করে দেবার চেষ্টা করবো ****


বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ  আবশ্যিক  বিষয়  সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET  প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয়  

তাই এই সবের কথা মাথায় রেখে আমরা  বাংলার শিক্ষা  e-Portal  এর সাহায্যে   সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর  সকল বিষয়ে  Online Exam   Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো  

এখানে মাধ্যমিকের মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ  , উচ্চ-মাধ্যমিক এর   ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর  ) বাংলা  , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত ,  ইতিহাস ,  , স্নাতক ( জেনারেল )  কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education ,  প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online  পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে । 

Calcutta University  Under CBCS ( system ) , Semester (II) Education General  , BA 2nd Semester ( Education General ) Suggestions . HS Education suggestion , উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান ,  

 


No comments

Featured Post

Semester 2 History Suggestions - Questions Set-1 -স্নাতক ইতিহাস || History General Semester 2 - || History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System

   History  Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System  History   Suggestions( BA General )  with Answer  Semester...

Powered by Blogger.