ENVIRONMENTAL Studies online exam || CU Online Examination || EVS Under CBCS || স্নাতক পরিবেশ বিদ্যা || Part -2
ENVIRONMENTAL Studies online exam || CU Online Examination || EVS Under CBCS ||
পরিবেশ বিদ্যা
Online পরীক্ষা দেওয়ার জন্য এখানে ক্লিক করুন >> 👉👉👉 Online Exam
EVS Part - (2)
EVS Part – 2
1. অম্ল বৃষ্টির কারন হল- উঃ- সালফার ডাই অক্সাইড
2. ডেসিবেল কিসের একক ? উঃ- শব্দের তীব্রতা ।
3. ম্যনগ্রোভ অরন্য দেখতে পাওয়া যায় কোথায় ? উঃ- সুন্দর বনে ।
4. ‘এল-নিনো’ নীচের কোনটির সঙ্গে সম্পর্ক যুক্ত ? – নিম্ন চাপ
5. গ্লোবাল ওয়ার্মিং এর প্রধান কারন হল- উঃ- বায়ু দূষন ।
6. পশ্চিম বঙ্গের ভূ-গর্ভস্থ জলের দুষনের কারন - উঃ- আর্সেনিক
7. ‘চিপকো আন্দোলন ‘ কোন অঞ্চলে শুরু হয়ে ছিলো ? উঃ- উত্তরপ্রদেশ ।
8. সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত ? উঃ- কেরলায় ।
9. স্মগ কী ? - উঃ- কুয়াশা ও ধোঁয়া ।
10. পৃথিবীতে প্রথম প্রানের সৃষ্টি কোথায় ঘটে ? উঃ- জলে ।
11. ‘এজেন্ডা -২১’ কোথায় আলোচিত হয়েছিলো ? উঃ- রিও-ডি -জেনেরিও ।
12. ফ্লাই অ্যাশ এর প্রধান উৎস হল- উঃ- তাপবিদ্যৎ কেন্দ্র ।
13. ভারতবর্ষে সবুজ বিপ্লবের প্রনেতা - উঃ- ডঃ M S Swaminathan .
14. একটি নাইট্রোজেন স্থিতিকারী ব্যাক্টেরিয়ার নাম লেখো । উঃ-রাইজোবিয়াম ।
15. পৃথিবীতে মহাদেশ গুলি সৃষ্টি হয়েছিলো কী থেকে ? উঃ-প্যানজিয়া ।
16. জিমকরবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ? উঃ- উত্তরাখন্ডে ।
17. ভারত বর্ষে ব্যাঘ্র প্রকল্প চালু হয় - উঃ- ১৯৭৩ সালে ।
18. ভূমিকম্পের মাত্রা মাপার যন্ত্রের নাম কী ? উঃ- রিখটার স্কেল
19. পৃথিবীর অ্যালবেডোর পরিমান কত ? উঃ-৩৪ %
20. “The Origin of Species “ বইটির লেখক কে ? উঃ- চার্লস ডারউইন ।
21. ওজোন স্তর ক্ষয়ের প্রধান কারন কী ? উঃ- CFC ( ক্লোরোফ্লুরো কার্বন )
22. বিংশ শতকের পূর্বে কোন প্রকার শক্তির উৎস ব্যবহার হয়নি ? উঃ-পারমানবিক ।
23. ভারতবর্ষে পাওয়া যায়না এমন একটি জন্ত হল- উঃ- জিরাফ ।
24. বিশ্ব-উষ্ণায়নের প্রধান কারন কী ? উঃ- গ্রীন হাউস গ্যাসের বৃদ্ধি ।
25. ম্যালেরিয়া রোগের জন্য দায়ী অনুজীবটি কী ? – প্রোটোজোয়া ( প্লাসমোডিয়াম ভাইভক্স )
26. গঙ্গা অ্যাকশন প্ল্যান কবে শুরু হয় ? উঃ ১৯৮৫ সালে ।
27. কোন আন্তর্জাতিক চুক্তিতে গ্রীনফাউস গ্যাস ৫% কমিয়ে আনার কথা বলা হয়েছে ? উঃ মন্ট্রিল প্রোটোকল।
28. পৃথিবীর স্থলভাগকে কী বলা হয় ? উঃলিথোস্ফিয়ার ।
29. পৃথিবীর জীবমন্ডলকে কী বলা হয় ? উঃ বায়োস্ফিয়ার ।
30. পৃথিবীর জলভাগকে কি বলা হয় ? উঃ হাইড্রোস্ফিয়ার ।
31. Hotspot কথাটি প্রথম ব্যাবহার করেন উঃ- নরম্যান মেয়ারস ।
32. ‘সবুজ বিপ্লব ‘ কিসের সঙ্গে যুক্ত ? উঃ কৃষি ।
33. ‘ওজোন স্তর’ ভূ- পৃষ্ট থেকে কত উপরে অবস্থিত ? উঃ ৩০ কিমি ।
34. ডেঙ্গু-রোগের বাহক কোন জীব ? উঃ এডিস মশা ।
35. ম্যালেরিয়া রোগের বাহক কোন মশা ? উঃ স্ত্রী অ্যানোফিলিস মশা ।
36. পৃথিবী দিবস বা বসুন্ধরা দিবস (
Earth Day ) কবে পালিত হয় ? উঃ ২২ শে এপ্রিল ।
37. বিশ্ব ওজোন দিবস পালন করা হয় - উঃ- ১৬ ই সেপ্টেম্বর ।
38. সাইলেন্ট স্প্রিং বইটি লিখেছেন - উঃ- রিচেল কারসন ।
39. অরন্যের অধিকার আইন বইটি লিখেছেন - উঃ- মহাশ্বেতা দেবী ।
40. আরন্যক বইটি লিখেছেন - উঃ- বিভূতিভূষন বন্দ্যোপাধ্যয ।
41. জিম করবেট National Park কোথায় অবস্থিত
? উঃ- উত্তরাখন্ডে ।
42. পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত ? -
উঃ- 0.05 mg/L
43. ভূগর্ভস্থ জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা
কত ? - 0.01 mg/L
44. ভারতে জীববৈচিত্র আইন প্রচলন হয় - উঃ- ২০০২ সালে ।
45. ভারতে অরন্য আইন প্রচলন হয় - উঃ- ১৮৭৬ সালে ।
👇👇👇নিজে নিজে পরীক্ষা দাও 👇👇👇
বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় ।
তাই এই সবের কথা মাথায় রেখে আমরা বাংলার শিক্ষা e-Portal এর সাহায্যে সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে Online Exam Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো ।
এখানে মাধ্যমিকের , মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ , উচ্চ-মাধ্যমিক এর ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর ) বাংলা , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত , ইতিহাস , , স্নাতক ( জেনারেল ) কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education , প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে ।
No comments