Madhyamik History Suggestion 2021 || মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২১ ।| সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর ( মান-২ ) || History Suggestion 2021 ||
Madhyamik Suggestion 2021 || মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২১ ।| সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর ( মান-২ ) ||
Part - 1
HISTORY(Marks -2)
v
তিন
আইন কী
?
ব্রাহ্মসমাজের
আন্দোলনের ফলে ১৮৭২ সালে
ব্রিটিশ সরকার বাল্যবিবাহ, বহুবিবাহ প্রভৃতি সামাজিক কুসংস্কার গুলি নিষিদ্ধ করে
এবং বিধবাবিবাহ ও অসবর্ণ বিবাহকে
স্বীকৃতি দেয়। যে আইনের মাধ্যমে
ব্রিটিশ সরকার এই ঘোষণা জারি
করে তাকে তিন আইন
বলে ।
v
নীলদর্পণ
নাটক কে রচনা করেন? এই নাটকের ইংরেজি অনুবাদ কে করেছিলেন?
উত্তর
:নীলদর্পণ নাটকটি রচনা করেন দীনবন্ধু
মিত্র। নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন
দত্ত।
v
নব্য
বেদান্ত বাদ কি?
Ans. স্বামী
বিবেকানন্দ প্রাচীন অদ্বৈত বেদান্ত দর্শনের নিজস্ব ব্যাখ্যা দেন যা নব্য
বেদান্ত বাদ নামে পরিচিত।
এই ব্যাখ্যায় তিনি বলেন যে
সর্বত্রই ব্রহ্মের উপস্থিতি রয়েছে। জীবের সেবা করাই হল
ঈশ্বরের সেবা করা ।
v
“শ্রীরামপুর
ত্রয়ী” নামে কারা কেন পরিচিত ছিলেন
?
Ans: উইলিয়াম
কেরি, জোশুয়া মার্শম্যান ও উইলিয়াম ওয়ার্ড
এই তিন খ্রিস্টান মিশনারিকে
একত্রে ” শ্রীরামপুর ত্রয়ী ” বলা হয় |শ্রীরামপুর
কলেজ কে কেন্দ্র করে
এই তিনজন পাশ্চাত্য শিক্ষার প্রসার করেছিলেন বলে এদেরকে একত্রে
শ্রীরামপুর ত্রয়ী বলা হয় ।
v
উডের
ডেসপ্যাচ কী ?
Ans: বোর্ড
অফ কন্ট্রোল সভাপতি চার্লস উড 1854খ্রিস্টাব্দে শিক্ষা বিষয়ক একটি নির্দেশনামা প্রকাশ
করেন উডের ডেসপ্যাচ নামে
পরিচিত। এতে যেসব সুপারিশ
করা হয় তা হল
-
১.
একটি পৃথক শিক্ষা দপ্তর
গঠন, ২.কলকাতা, বোম্বাই
মাদ্রাজে একটি করে বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠা ৩. উচ্চশিক্ষায়় ইংরেজি
ভাষার গুরুত্বব বৃদ্ধি ৪. শিক্ষক প্রশিক্ষণের
ব্যবস্থা ইত্যাদি
v
হাজী
মহম্মদ মহসিন কে ছিলেন ?
Ans.হাজী
মহম্মদ মহসীন ছিলেন একজন শিক্ষাব্রতী সমাজসেবক
ও দানবীর। ঊনিশ শতকে বাংলার
মুসলিম সমাজে শিক্ষার প্রসার, জনকল্যাণ প্রভৃতি ক্ষেত্রে তাঁর অসামান্য অবদান
রয়েছে।
v
প্রাচ্য
ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব বলতে কী বোঝ?
Ans: 1813 খ্রিস্টাব্দে
সনদ আইনের দ্বারা ব্রিটিশ সরকার ভারতে জনশিক্ষার জন্য প্রতি বছর
এক লক্ষ টাকা ব্যয়
করার কথা ঘোষণা করে
|সেই মোতাবেক জনশিক্ষা নীতি নির্ধারণের উদ্দেশ্যে
1823 খ্রিস্টাব্দে জনশিক্ষা কমিটি গঠিত হয় |কিন্তু
প্রাচ্য না পাশ্চাত্য শিক্ষার
জন্য এই অর্থ ব্যয়
হবে তা নিয়ে জনশিক্ষা
কমিটির সদস্যরা দুটি দলে বিভক্ত
হলে যে দ্বন্দ্বের সৃষ্টি
হয়, তা প্রাচ্য ও
পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব নামে পরিচিত |
v
প্রাচ্যবাদী
বা ওরিয়েন্টালিস্ট কাদের বলা হয়?
Ans: 1813 খ্রিস্টাব্দে
সনদ আইনে ভারতীয় জনশিক্ষার
জন্য ব্রিটিশ সরকারের বরাদ্দ বার্ষিক এক লক্ষ টাকা
যারা দেশীয় ভাষা,সাহিত্য – সংস্কৃতি
প্রভৃতি খাতে ব্যয় করতে
চেয়েছিলেন তাদের প্রাচ্যবাদী বলা হয় |কোলব্রুক,
উইলসন, এইচ. টি. প্রিন্সেপ
প্রমুখরা ছিলেন এঁদের মধ্যে উল্লেখযোগ্য ।
v
চুঁইয়ে
পড়া নীতি বা Downward Filtration
Theory কী?
Ans: লর্ড
উইলিয়াম বেন্টিঙ্কের আমলে তাঁর জনশিক্ষা
কমিটির সভাপতি টমাস ব্যাবিংটন মেকলে
এক প্রস্তাবে বলেন যে, জল
যেভাবে উঁচু থেকে নীচের
দিকে ছড়িয়ে পড়ে, ঠিক সেইভাবে ভারতে
উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে
পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটলে তা ক্রমশ
সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে |মেকলের এই নীতি চুঁইয়ে পড়া
নীতি নামে পরিচিত |
v
লালন
ফকির কেন স্মরণীয়?
উত্তর
: লালন ফকির : লালন ফকির ছিলেন
বাউল সাধনার একজন গুরু। তিনি
ছিলেন শ্রেষ্ঠ বাউল গায়ক। দুই
হাজার গান রচনা করেন
তিনি। তাঁর মর্মস্পর্শী গানগুলি
মানবজীবনের রহস্য আদর্শ ও মানবতাবাদী দৃষ্টিভঙ্গি
প্রচার করে।
v
উইলিয়াম
কেরি কে ছিলেন?
উত্তর
: শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশনের পাদরি ছিলেন উইলিয়াম কেরি। তিনি শ্রীরামপুরে একটি
ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরে এই বিদ্যালয়টি
কলেজে পরিণত হয়।
v
রামকৃষ্ণের
সর্বধর্ম সমম্বয় কী ?
ঊনিশ
শতকে বাংলায় যখন হিন্দুধর্ম নানা
কুসংস্কার ও গোঁড়ামির বেড়াজালে
আবদ্ধ এবং ধর্মীয় আন্দোলন
যখন নানা মত ও
পথের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে, তখন শ্রী শ্রীরামকৃষ্ণ
পরমহংসদেব সর্বধর্ম সমন্বয়ের আদর্শ তুলে ধরে হিন্দুসমাজকে
এক নতুন পথের সন্ধান
দেন
v
আইন
করে কে বিধবা-বিবাহ প্রচলন করেন ?
উত্তর:-
১৮৫৬ খ্রিস্টাব্দে তদানীন্তন বড়লাট লর্ড ডালহৌসি বিদ্যাসাগরকে
সমর্থন করে হিন্দু বিধবা-বিবাহ আইন প্রণয়ন করলেও
১৮৫৬ সালের ২৬শে জুলাই ঐ
আইনে স্বাক্ষর করে তা বিধিবদ্ধ
করেন পরবর্তী বড়লাট লর্ড ক্যানিং
v
প্রশ্ন:- কোলকাতা
এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:-
১৭৮৪ খ্রিস্টাব্দে কোলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় ।
v
প্রশ্ন:-
আত্মীয় সভা কত খ্রিস্টাব্দে এবং কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:-
১৮১৫ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়
আত্মীয় সভার প্রতিষ্ঠা করেন
।
v
প্রশ্ন:-
হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:-
১৮১৭ খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়
।
**** যদি কোন ভুল থেকে থাকে তবে তা Typing mistake এর জন্য । আমাদের comment করে জানান আমরা তা সংশোধন করে দেবার চেষ্টা করবো ****
বর্তমান মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় ভূগোল একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় ।
তাই এই সবের কথা মাথায় রেখে আমরা বাংলার শিক্ষা e-Portal এর সাহায্যে সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে Online Exam Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো ।
এখানে মাধ্যমিকের , মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ , উচ্চ-মাধ্যমিক এর ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর ) বাংলা , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত , ইতিহাস , , স্নাতক ( জেনারেল ) কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education , প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে ।
মাধ্যমিক ইতিহাস , ইতিহাস সাজেশন 2021 , Madhymik History Suggestion 2021 ,
madhyamik history suggestion 2021 in english, madhyamik suggestion 2021, মাধ্যমিক সাজেশন 2021 ইতিহাস , madhyamik suggestion 2021 , মাধ্যমিক সাজেশন 2020 ইতিহাস , উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর 2021, মাধ্যমিক সাজেশন 2021, madhyamik suggestion 2021 pdf free download
No comments