Activity Task - Physical Science
Activity Task (Physical Science )
Official Website থেকে Activity Task , Download করার জন্য নীচের Link এ ক্লিক করুন
Model Activity Task
অন্য সকল বিষয়ের উত্তরের জন্য নীচের Click করো
Physical Science ( ভৌত বিজ্ঞান )
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
দশম শ্রেণি
ভৌতবিজ্ঞান
১. ঠিক উত্তর নির্বাচন করো :. ১×৩=৩
১.১ আধানের SI একক হলো –
(ক) ওহম
(গ) ভোল্ট
(খ) অ্যাম্পিয়ার
(ঘ) কুলম্ব।
১.২ ধাতব পরিবাহীর রোধ ও সময় স্থির রেখে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ প্রাথমিকের –
(ক) দ্বিগুণ হবে
(খ) চারগুণ হবে
(গ) ছয়গুণ হবে
(ঘ) আটগুণ হবে।
১.৩ গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময় গলিত অবস্থার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহণ করে –
(ক) ইলেকট্রন
(গ) শুধু অ্যানায়ন
(খ) শুধু ক্যাটায়ন
(ঘ) ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়েই।
২. নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো :১×৩=৩
২.১ স্থির উষ্ণতায় নাইট্রোজেন সাপেক্ষে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব হাইড্রোজেন সাপেক্ষে উক্ত গ্যাসের বাষ্প ঘনত্বের চেয়ে বেশি। সত্য
২.২ ধাতুর তড়িৎ পরিবহণের ক্ষমতা তড়িৎ বিশ্লেষ্যের গলিত অবস্থার তড়িৎ পরিবাহিতার চেয়ে কম। মিথ্যা
২.৩ কপার সালফেটের জলীয় দ্রবণকে কপার তড়িদ্বার দিয়ে তড়িৎ বিশ্লেষণ করা হলে ভ্রবণে কিউপ্রিক আয়নের গাঢ়ত্ব একই থাকে। সত্য
৩. সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ লেখচিত্রের সাহায্যে ওহমের সূত্রটিকে প্রকাশ করো।
উত্তরঃ-
ওহমের সূত্রের গাণিতিক রূপ V = IR এখন বিভব-প্রভেদ V কে ভুজ ও ওই সময় পরিবাহী ও তড়িৎ প্রবাহ মাত্রা I কে কোটি ধরে লেখচিত্র অঙ্কন করলে মূলবিন্দুগামী সরলরেখার পাওয়া যায়।
৩.২ ইলেকট্রিক ফিউজ কীভাবে কাজ করে?
৩.২ ইলেকট্রিক ফিউজ কীভাবে কাজ করে?
উত্তরঃ- ইলেকট্রিক ফিউজ এর কার্যনীতি:- ইলেকট্রিক ফিউজ কে বৈদ্যুতিক লাইনের লাইভ তারের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয় । ফিউজ তারের গলনাঙ্ক কম এবং রোধ বেশি হওয়ায় তারটি একটি নির্দিষ্ট মনের বেশি প্রবাহ মাত্রা সহ্য করতে পারেনা । কোনো কারণে বৈদ্যুতিক লাইনে তড়িৎ প্রবাহ হঠাৎ খুব বেড়ে গেলে বা লাইনে শট সার্কিট হলে ফিউজ তারটি গলে গিয়ে তড়িৎ প্রবাহ ছিন্ন করে দেয় । ফলে দুর্ঘটনা ঘটতে পারে না৩.৩ একটি বাল্বের গায়ে লেখা আছে 220V 100W এর অর্থ ব্যাখ্যা করো।
উত্তরঃ- আমরা জানি,
P = I . V
100 = I (200)
I = 100/200 = 0.5
এখন,
V = I . R
220 = 0.5 (R)
R = 220/0.5
So, R = 440 ohm
৩.৪ একটি তীব্র ও একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের সংকেত লেখো।
উত্তরঃ- মৃদু তড়িৎ বিশ্লেষ্য- কার্বনিক অ্যাসিড (H2CO3), অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ইত্যাদিমৃদু- জল ( H2O)
তীব্র তড়িৎ বিশ্লেষ্য- হাইড্রোক্লোরিক অ্যাসিড(HCl) , সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রক্সাইড ইত্যাদি
৪. নীচের প্রশ্ন দুটির উত্তর দাও :. 2x8=8
৪.১ শক্তির নিত্যতা সূত্ররূপে লেঞ্জের সূত্রের ব্যাখ্যা দাও।
উত্তরঃ- শক্তির নিত্যতা সূত্ররূপে লেঞ্জের সূত্রের ব্যাখ্যা :
লেঞ্জের সূত্রানুযায়ী, তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ এমন হয় যেন এই আবিষ্ট তড়িৎচালক বল বর্তনীতে তড়িৎপ্রবাহ সৃষ্টির কারণকে বাধা দিতে পারে । অর্থাৎ কুণ্ডলীর কাছে চুম্বক নিয়ে যেতে গেলে আবিষ্ট তড়িৎচালক বল এই গতিকে বাধা বলের দেবে আবার চুম্বককে দূরে নিয়ে যেতে গেলেও গতিকে বাধা দেবে ফলে চুম্বক বা কুণ্ডলী যে-কোনো একটিকে আপেক্ষিকভাবে গতিশীল করতে হলে এই বাধা বলের বিরুদ্ধে কার্য করতে হবে। এই কার্যই তড়িৎচালক বল আবিষ্ট করবে এবং শক্তির সংরক্ষণ নীতি বজায় রাখবে । এইভাবে আমরা শক্তির নিত্যতা সূত্ররূপে লেঞ্জের সূত্রকে ব্যাখ্যা করতে পারি।
উত্তরঃ- বিক্রিয়ার সমিত সমীকরণ :
Zn + H₂SO₄ = ZnSO₄ + H
65.5 2
2 gm H₂ প্রস্তুত করতে = 65.5 g জিঙ্ক প্রয়োজন
1 gm H₂ প্রস্তুত করতে = 65.5265.52 g জিঙ্ক প্রয়োজন
5 gm H₂ প্রস্তুত করতে = 65.52×565.52×5 g জিঙ্ক প্রয়োজন
= 163.75 গ্রাম জিঙ্ক প্রয়োজন
ধরি, 5 gm H₂ প্রস্তুত করতে 50% বিশুদ্ধতার x gm জিঙ্ক প্রয়োজন
∴ x gm জিঙ্কের মধ্যে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ x×50100=x2x×50100=x2 gm
∴ x2=163.75x2=163.75
বা, x=163.75×2x=163.75×2
∴ x=327.5x=327.5
∴ 50% বিশুদ্ধতার 327.5 গ্রাম জিঙ্ক প্রয়োজন হবে |
Madhyamik Suggestion || মাধ্যমিক ভূগোল সাজেশন ।| সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর ( মান-২ )
Madhyamik History Suggestion || মাধ্যমিক ইতিহাস সাজেশন ।| সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর ( মান-২ )
বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় ।
তাই এই সবের কথা মাথায় রেখে আমরা বাংলার শিক্ষা e-Portal এর সাহায্যে সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে Online Exam Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো ।
এখানে মাধ্যমিকের , মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ , উচ্চ-মাধ্যমিক এর ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর ) বাংলা , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত , ইতিহাস , , স্নাতক ( জেনারেল ) কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education , প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে ।
No comments