Header Ads

Header ADS

Madhyamik Life Science || মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন

Madhyamik Life Science || মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 
অধ্যায় - ১ 

জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়





জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়

গুরুত্বপুর্ন ছোটপ্রশ্ন - (মান -১) 

ছোট প্রশ্ন 
জীবন বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ন ছোট-প্রশ্ন 

1.  আলোক অভিমুখে ক্ল্যামাইডোমোনাসের চলনকে কী বলে ? 
    ( উঃ -  ফটোট্যাকটিক ) 
2. একটি প্রাকৃতিক উদ্ভিদ হরমোনের নাম লেখো । 
    ( উঃ -  জিব্বেরেলিন ) 
3. একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোনের নাম লেখো। 
    ( উঃ -  ইথিলিন ) 
4. মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা কোন উদ্ভিদ হরমোনের কাজ ? 
    ( উঃ -   জিব্বেরেলিন ) 
5. কোন হরমোন বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে ?  
    (উঃ -   অক্সিন ) 
6. উদ্ভিদ হরমোন প্রয়োগ করে নিষেক ছাড়াই বীজহীন ফল উৎপাদন করার প্রক্রিয়াকে কী বলে ? 
    ( অক্সিন ) 
7. NAA-এর পুরো নাম লেখো। 
     ( উঃ -   ন্যাপথলিন আসেটিক অ্যাসিড) 
8. IAA-এর পুরো নাম কী? 
    ( উঃ -   ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড ) 
9. 2,4-D-এর পুরো নাম কী? 
    (উঃ -    2-4-  ডাইক্লোর ফেনক্সি আসেটিক অ্যাসিড ) 
    পত্রমোচন বিলম্বিত করে কোন হরমোন ?
     ( জিব্বেরেলিন ) 
10. কোন গ্রন্থিকে ‘মাস্টার গ্ল্যান্ড’ বা ‘প্রভুগ্রন্থি’ বলা হয়? 
    (উঃ -   হাইপোথ্যালামাস ) 

11.  মানবদেহে অবস্থিত একটি মিশ্রগন্থির উদাহরণ দাও। 
    (উঃ -   অগ্নাশয় ) 
    বৃক্কের ওপর কোন আন্তঃক্ষরা গ্রন্থি অবস্থিত ? 
    ( উঃ -   অ্যাড্রিনালিন ) 
12. ADH-এর অপর নাম কী? 
    ( উঃ -   ভেসোপ্রেসিন ) 
13. ICSH-এর পুরো নাম লেখো। 
    ( উঃ -   ইন্টারস্টেশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন ) 
14. ACTH-এর সম্পূর্ণ নাম লেখো। 
    ( উঃ -   অ্যাডিনো কর্টিকো ট্রপিক হরমোন ) 
15. BMR নিয়ন্ত্রণকারী হরমোনের নাম লেখো। 
    ( উঃ -   ADH ) 
16. আপৎকালীন হরমোনটির নাম লেখো। 
    ( উঃ -   অ্যাড্রিনালিন ) 
17. ইনসুলিন হরমোনটি কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয় ? 
    ( উঃ -   অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গাহ্যান্সের আলফা কোশ থেকে ) 
18. গলগন্ড বা গয়টার রোগের কারণ কী? 
    ( উঃ -   TSH  হরমোনের কম ক্ষরন ) 
19. শুক্রাণু উৎপাদনে সাহায্যকারী হরমোনটির নাম লেখো।
     ( উঃ -   টেস্টোস্টেরন ) 
20. ইস্টোজেন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয় ? 
    ( উঃ -   ডিম্বাশয় গ্রন্থী থেকে ) 

আরো প্রশ্নের জন্য নীচের লিঙ্কে ক্লিক করো  



21. স্ত্রীলোকের গৌণ যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম লেখো। 
    (উঃ -   ইস্ট্রোজেন ) 
22. স্নায়ুকোশের স্বল্প দৈর্ঘ্যের প্রবর্ধকের নাম লেখো।
     ( উঃ -   ডেনড্রন ) 
23. সোয়ান কোশ কোথায় থাকে? 
    ( উঃ -   অ্যাক্সনে ) 
24. র‍্যানভিয়ারের পর্ব কোথায় থাকে?
     ( উঃ -    আক্সনে ) 
25. একটি নিউরোট্রান্সমিটারের নাম লেখো। 
    ( উঃ -    অ্যাসিটাইল কোলিন ) 
26. দশম করোটীয় স্নায়ুর নাম লেখো। 
    ( উঃ -    ভেগাস ) 
27. গুরুমস্তিষ্কের গোলার্ধ গুলি যে আংশ দ্বারা যুক্ত তার নাম লেখো। 
    ( উঃ -    করপাস ক্যালোসাম ) 
28. CSF- এর পুরো নাম কী? 
    ( উঃ -    সেরিব্রো স্পাইনাল ফ্লুইড ) 
29. শিশুর হাঁটতে শেখা – কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়া ? 
    ( উঃ -    অভ্যাস জনিত প্রতিবর্ত ক্রিয়া ) 
30. রেটিনা কোথায় দেখা যায়। 
    ( উঃ -   মানব চক্ষুতে ) 
31. অ্যামিবার গমনাঙ্গের নাম কী? 
    ( উঃ -    ক্ষনপদ ) 
32. মাছের গমনে সাহায্যকারী পেশীর নাম লেখো। 
    ( উঃ -    মায়াটাম পেশি ) 


  1. গমনে সক্ষম একটি উদ্ভিদ_________। ( উঃ -    ক্ল্যামাইডোমনাস ) 
  2. ডাবের জলে বা নারিকেলের  তরল সস্যে ______ হরমোন পাওয়া যায়। ( উঃ -    সাইটোকাইনিন ) 
  3. ফ্লেরিজেন হল একটি _______ হরমোন। ( উঃ -    প্রকল্পিত হরমোন ) 
  4. পিটুইটারি গ্রন্থির সুপ্রিম কমান্ডার হল _______।  ( উঃ -    হাইপোথ্যালামাস ) 
  5. আয়োডিনের অভাবে ________ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়। ( উঃ -     TSH ) 
  6. . অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যানসের আলফা  কোশ থেকে _______ হরমোন ক্ষরিত হয়। ( ইনসুলিন ) 


আরো প্রশ্নের জন্য ঃ 
জীবের প্রবাহমানতা  
Click here

অভিব্যক্তি ও অভিযোজন  Click here

জীব জগতের নিয়ন্ত্রণ ও সারাপ্রদান Click here







**** যদি কোন ভুল থেকে থাকে তবে তা   Typing mistake এর জন্য ।   আমাদের  comment   করে জানান  আমরা তা সংশোধন করে দেবার চেষ্টা করবো ****

বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক  বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET  প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় । 

তাই এই সবের কথা মাথায় রেখে আমরা  বাংলার শিক্ষা  e-Portal  এর সাহায্যে   সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে  Online Exam   Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো । 

এখানে মাধ্যমিকের মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ  , উচ্চ-মাধ্যমিক এর   ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর  ) বাংলা  , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত ,  ইতিহাস ,  , স্নাতক ( জেনারেল )  কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education ,  প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online  পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে ।


1 comment:

Featured Post

Semester 2 History Suggestions - Questions Set-1 -স্নাতক ইতিহাস || History General Semester 2 - || History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System

   History  Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System  History   Suggestions( BA General )  with Answer  Semester...

Powered by Blogger.