জীবনবিজ্ঞান
জীবের প্রবাহমানতা
DNA-এর গঠনগত একক হল- নিউক্লিওটাইড
নিউক্লিওটাইড হল- শর্করা+ফসফেট+N2 বেস
DNA অণুর গুয়ানিন -এর পরিপূরক ক্ষার মূলকটি হল- সাইটোসিন
প্রদত্ত কোনটি DNA-এর গঠনগত উপাদান নয়?- ইউরাসিল ক্ষারক
RNA-তে অ্যাডেনিনের পরিপূরক বেসরূপে থাকে- ইউরাসিল
কোশচক্রের যে দশায় DNA সংশ্লেষ ঘটে, সেই দশাটির নাম হল- S
সুপ্তাদশা বা বন্দীদশা বলা হয়- G0 **
ইউক্রোমোটিনের বৈশিষ্ট্য নয়?- ক্রোমোটিনের নিষ্ক্রিয় অংশ
দুটি সমসংস্থ ক্রোমোজোমের খন্ড বিনিময়ের ঘটনাকে বলে- ক্রসিংওভার
যে ক্রোমোজোমের শেষপ্রান্তে সেন্ট্রিমিয়ার থাকে তাকে বলে- টেলোসেন্ট্রিক ক্রোমোজোম **
কোশের প্রোটিন সংশ্লেষের সঙ্গে যুক্ত কোশ অঙ্গাণুটি হল- রাইবোজোম
মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় বেম গঠিত হয়?- মেটাফেজ
মাইটোসিসের যে দশায় সিস্টার ক্রোমাটিড বা অপত্য ক্রোমোজোম দুটি আলাদা হয়ে মেরুর দিকে সরে যায় তা হল- অ্যানাফেজ
মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসকে অবলুপ্ত হতে দেখা যায় ?-প্রোফেজ
মাইটোসিসের যে দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পিনরাবির্ভাব ঘটে তা হল- টেলোফেজ **
মাইটোসিসের যে দশায় ক্রোমোজোমগুলি সুপষ্ট হয় ও গণনা করা যায় তা হল- মেটাফেজ
প্রাণীকোশে মাইটোসিস বিভাজনের সময় বেম গঠিত হয় যে কোশ অঙ্গাণু থেকে সেটি হল- সেন্ট্রিওল
মাইক্রোস্কোপ মাইটোসিস পর্যবেক্ষণের সময় একটি কোশে একক ক্রোমাটিডযুক্ত দুই সারি ক্রোমোজোম দেখা গেল সেটি হল মাইটোসিসের- অ্যানাফেজ দশা
তুমি একটি কোশ বিভাজনের সময় কোনো বেমতন্তু তৈরি হতে দেখলে না, এই ধরনের কোশ বিভাজনকে বলা হয়- অ্যামাইটোসিস **
অ্যামাইটোসিস কোশ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো- ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না
প্রদত্ত কোনটি মিয়োসিসের শনাক্তকারী বৈশিষ্ট্য?- রিকম্বিনেশনের ফলে জিনের আদানপ্রদান ঘটে
মিয়োসিসের তাৎপর্য সংক্রান্ত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা নিরূপন করো- বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে
কোনটি টেরোফেজের বৈশিষ্ট্য নয়?- ইন্টারজোনাল তন্তু গঠন
প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হয়- মিয়োসিস কোশ বিভাজন দ্বারা
মানুষের দেহকোশে ক্রোমোজোম সংখ্যা হল- 23জোড়া **
মানুষের প্রতিটি দেহকোশে অটোজোমের সংখ্যা- 44 **
মানুষের জনন কোশে অটোজোম ও অ্যালাজোমের সংখ্যা যথাক্রমে- 22,1;
মানবদেহের মাইটোসিস কোশ বিভাজনে সদ্য সৃষ্ট অপত্য কোশের প্রতিটি ক্রোমোজোম কটি DNA অণু কুন্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো-1;
প্রকরণ সৃষ্টির মাধ্যমে জৈব অভিব্যক্তির পথ সুগম করে- যৌন জনন
দুটি গ্যামেটের মিলনকে বলে- নিষেক **
অযৌন জনন সম্পন্নকারী একটি প্রণী হল- অ্যামিবা **
বহুবিভাজন দেখা যায়- প্লাসমোডিয়ামে **
গেমিউল গঠনের মাধ্যমে বংশবিস্তার করে- স্পঞ্জ
খর্বধাবকের মাধ্যমে অঙ্গজ বংশবিস্তার যে উদ্ভিদ সেটি হল- কচুরিপানা **
কোরকোদগমের দ্বারা জনন সম্পন্ন করে যে জীব তা হল- হাইড্রা **
জোড়কলম একবীজপত্রী উদ্ভিদে হয় না। কারণ- ক্যাম্বিয়াম থাকে না
যৌন জনন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক?- যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য
প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে না যে প্রকার জননে ,তা হল- যৌন জনন **
সুস্পষ্ট জনুক্রম দেখা যায় যে উদ্ভিদটিতে তা হল- মস
দীর্ঘ সুপদশায় আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে তুমি প্রদত্ত কোন পদ্ধতির সাহায্য নেবে?- মাইক্রোপ্রোপাগেশন । অথবা, দ্রুত রোগযুক্ত অসংখ্য উদ্ভিদ উৎপাদনে তুমি কোন পদ্ধতি অবলম্বন করে উদ্ভিদ সংখ্যা বৃদ্ধি করবে?- মাইক্রোপ্রোপাগেশন **
যে পাণীটি নিষেক ব্যতীত স্ত্রীজননকোশ থেকে অপুংজনি বা পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয় তা হল- পুরুষ মৌমাছি বা ড্রোন **
অর্ধবায়ব কান্ডের দ্বারা অঙ্গজ জনন করে এমন একটি উদ্ভিদ হল- কচুরিপানা
পত্রজ মুকুল দ্বারা বংশবিস্তার করে- পাথরকুচি **
স্বপরাগযোগের ক্ষেত্রে নীচের যে বাক্যটি সঠিক নয় সেটি হল- একই প্রজাতির দুটি উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ ঘটে
সপুষ্পক উদ্ভিদের সস্য হল- 3n
সপুষ্পক উদ্ভিদের ডিম্বক নিষেকের পরে পরিণত হয়- বীজ **
প্রদত্ত কোনটি দ্বিনিষের প্রক্রিয়ায় উৎপন্ন হয়-সস্য
একটি পক্ষীপরাগী ফুল হল- শিমুল **
পতঙ্গের মাধ্যমে ইতর পরাগযোগ ঘটে- আম গাছে **
প্রদত্ত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো- পরাগরেণুর অপচয় বেশি হয়
অ্যানিমোফিলিতে বাহক হল- বায়ু
মানুষের মুখ্য বৃদ্ধিকাল বলা হয়- বয়ঃসন্ধিকে **
কোন বয়সকালকে ‘ঝঞ্জাবিক্ষুব্ধকাল’ বলে?- বয়ঃসন্ধিকাল **
মানব পরিস্ফুরণের যে দশায় স্বাভাবিকভাবেই স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি দুর্বল হতে থাকে ও মস্তিষ্কের আয়তন কমে, তা হল- বার্ধক্য
জনন অঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফূরণের- বয়ঃসন্ধি দশায়
মানব বিকাশের যে দশায় হরমোনের প্রভাবে গৌণ যৌন লক্ষণ প্রকাশিত হয় সেটি হল- বয়ঃসন্ধি **
কোন গ্রন্থিকে ‘বার্ধক্যের জৈব ঘড়ি’ (Late Biological Clock) বলে?- থাইমাস
No comments