Header Ads

Header ADS

Madhyamik Life Science || মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন || বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ

Madhyamik Life Science || মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 
অধ্যায় - ১ 

বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ  







বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ  

গুরুত্বপুর্ন ছোটপ্রশ্ন - (মান -১) 

ছোট প্রশ্ন 
জীবন বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ন ছোট-প্রশ্ন 

জীবনবিজ্ঞান
বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ  

বংশগতির একক হল-
জিন

মটর গাছের প্রজনন পরীক্ষা ব্যবহার করে কোন বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেন?-
গ্রেগর জোহান মেন্ডেল

মেন্ডেলের একসংকর ক্রসের F2 জনুর জিনোটাইপিক আনুপাত হল-
1:2:1

মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হল-
কুঞ্চিত বীজ

নীচের কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো-কান্ডের দৈর্ঘ্য – 
খর্ব, পরিণত বীজের আকার- কুঞ্চিত 
প্রদত্ত কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো- বীজপত্রের বর্ণ-
হলুদ

প্রদত্ত কোন দুটির জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত- হলুদ ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো-
rrYY ও rrYy

দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ন করা হলে F1 জনুতে সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে-
50%

কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জনোটাইপ শনাক্ত করো-
BbRr,BBRr

একটি সংকর দীর্ঘ (Tt) মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ খর্ব (tt) মটর গাছের পরাগমিলনে যে বীজ পাওয়া যাবে তার থেকে উৎপন্ন মটর গাছগুলি হবে-
50% দীর্ঘ 50% খর্ব

একটি সংকর লম্বা (Tt) মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ লম্বা (TT) মটর গাছের সংকরায়ন করা হলে F1 জনুতে লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা- 
100%

YyRr জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়?
-4

RRYY জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্বাচন করো-
এক ধরনের 

Bbrr জিনোটাইপযুক্ত গিনিপিক থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়?-
2

প্রদত্ত ক্রসগুলির মধ্যে কোনটি টেস্ট ক্রস?- 
Tt×tt

মেন্ডেলের এক সংকরায়ণের F2 জনুর ফিনোটাইপিক অনুপাতটি হল-
3:1 **

কোন ক্ষেত্রে মেন্ডেলের একসংকর জননে অপত্য জনুতে ফনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত একই হয়?-
অসম্পূর্ন প্রকটতা 

অসম্পূর্ন প্রকটতা দেখা যায় কোথায়?- Mirabilis jalapa, অথবা, অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় যে ফুলে তা হল- 
সন্ধ্যামালতী  **

কোনটি মেন্ডেল সূত্রের ব্যতিক্রম নয়?- 
প্রচ্ছন্নতা

অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে একসংকরায়ণ পরীক্ষায় F2 জনুতে অনুপাত কী হতে পারে?
-1:2:1 **

মানুষের ক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য-
44A+XXY **



একজন স্বাভাবিক মহিলার ক্রোমোজোম হল-
X

মানুষের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম হল-
XX-XY

একজন মহিলার ক্ষেত্রে ক্রোমোজোম হল-
44A-XX **

একজন স্বাভাবিক মহিলার জনন কোশের ক্রোমোজোম সংখ্যা- 
(22A+x) **

একজন পুরুষ ও মহিলার বিবাহে পুত্রসন্তান ও কন্যাসন্তান হওয়ার সম্ভবনা-
1:1

ডিম্বাণু কোন প্রকার শুক্রাণু দ্বারা নিষিক্ত হলে কন্যাসন্তান হয়?- 
22A+x

প্রদত্ত কোনটি মানুষের শুক্রাণুকে সূচিত করে-
44A+XY

একটি ক্রোমোজোমে উপস্থিত জিনগুলির একসঙ্গে সঞ্চারিত হওয়ার প্রবণতাকে বলে-
লিংকেজ

থ্যালাসেমিয়া রোগের লক্ষণ- 
রক্তাল্পতা **

থ্যালাসেমিয়া রোগীদের দেহে যে ধাতু জমা হয় সেটি হল- 
লোহা

পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভবনা কত?-
25% **

অটোজোমাল ক্রোমোজোমেরঘটিত রোগটি হল- 
থ্যালাসেমিয়া  **

মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা  নিয়ন্ত্রণ হয় না?-
হিমোফিলিয়া

হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার স্বাভাবিক পিতার কন্যা সন্তানের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা হল-
0% **

হিমোফিলিয়ায় আক্রান্ত পিতা ও স্বাভাবিক মাতার স্বাভাবিক পুত্র সন্তান জন্মানোন সম্ভাবনা হল-
100%

একজন হিমোফিলিক পুরুষ এবং বাহক মহিলার বিয়ে হলে তাদের সন্তানরা হবে-\frac{\mathbf{1}}{2} হিমোফিলিক 
হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কী কী হতে পারে তা নীচেরগুলি থেকে নির্বাচন করো- 
H।।h,H। 

রয়েল ডিজিজ মানে পরিচিত রোগটি হল-
হিমোফিলিয়া  **

স্বাভাবিক পিতা ও বর্ণান্ধ মাতার স্বাভাবিক পুত্রসন্তান জন্মানোর সম্ভাবনা হল-0%
একজন বর্ণান্ধ বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের সন্তানদের ক্ষেত্রে কোনটি সঠিক?-
সকল কন্যা স্বাভাবিক **
  



মানুষের জনন কোশে অটোজোম ও অ্যালাজোমের সংখ্যা যথাক্রমে- 22,1;
মানবদেহের মাইটোসিস কোশ বিভাজনে সদ্য সৃষ্ট অপত্য কোশের প্রতিটি ক্রোমোজোম কটি DNA অণু কুন্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো-1;
প্রকরণ সৃষ্টির মাধ্যমে জৈব অভিব্যক্তির পথ সুগম করে- যৌন জনন
দুটি গ্যামেটের মিলনকে বলে- নিষেক **
অযৌন জনন সম্পন্নকারী একটি প্রণী হল- অ্যামিবা **
বহুবিভাজন দেখা যায়- প্লাসমোডিয়ামে **
গেমিউল গঠনের মাধ্যমে বংশবিস্তার করে- স্পঞ্জ
খর্বধাবকের মাধ্যমে অঙ্গজ বংশবিস্তার যে উদ্ভিদ সেটি হল- কচুরিপানা **
কোরকোদগমের দ্বারা জনন সম্পন্ন করে যে জীব তা হল- হাইড্রা **
জোড়কলম একবীজপত্রী উদ্ভিদে হয় না। কারণ- ক্যাম্বিয়াম থাকে না 
যৌন জনন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক?- যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য
প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে না যে প্রকার জননে ,তা হল- যৌন জনন **
সুস্পষ্ট জনুক্রম দেখা যায় যে উদ্ভিদটিতে তা হল- মস
দীর্ঘ সুপদশায় আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে তুমি প্রদত্ত কোন পদ্ধতির সাহায্য নেবে?- মাইক্রোপ্রোপাগেশন । অথবা, দ্রুত রোগযুক্ত অসংখ্য উদ্ভিদ উৎপাদনে তুমি কোন পদ্ধতি অবলম্বন করে উদ্ভিদ সংখ্যা বৃদ্ধি করবে?- মাইক্রোপ্রোপাগেশন **
যে পাণীটি নিষেক ব্যতীত স্ত্রীজননকোশ থেকে অপুংজনি বা পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয় তা হল- পুরুষ মৌমাছি বা ড্রোন **
অর্ধবায়ব কান্ডের দ্বারা অঙ্গজ জনন করে এমন একটি উদ্ভিদ হল- কচুরিপানা
পত্রজ মুকুল দ্বারা  বংশবিস্তার করে- পাথরকুচি **
স্বপরাগযোগের ক্ষেত্রে নীচের যে বাক্যটি সঠিক নয় সেটি হল- একই প্রজাতির দুটি উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ ঘটে
সপুষ্পক উদ্ভিদের সস্য হল- 3n
সপুষ্পক উদ্ভিদের ডিম্বক নিষেকের পরে পরিণত হয়- বীজ **
প্রদত্ত কোনটি দ্বিনিষের প্রক্রিয়ায় উৎপন্ন হয়-সস্য
একটি পক্ষীপরাগী ফুল হল- শিমুল **
পতঙ্গের মাধ্যমে ইতর পরাগযোগ ঘটে- আম গাছে **
প্রদত্ত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো- পরাগরেণুর অপচয় বেশি হয়
অ্যানিমোফিলিতে বাহক হল- বায়ু
মানুষের মুখ্য বৃদ্ধিকাল বলা হয়- বয়ঃসন্ধিকে **
কোন বয়সকালকে ‘ঝঞ্জাবিক্ষুব্ধকাল’ বলে?- বয়ঃসন্ধিকাল **
মানব পরিস্ফুরণের যে দশায় স্বাভাবিকভাবেই স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি দুর্বল হতে থাকে ও মস্তিষ্কের আয়তন কমে, তা হল- বার্ধক্য
জনন অঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফূরণের- বয়ঃসন্ধি দশায় 
মানব বিকাশের যে দশায় হরমোনের প্রভাবে গৌণ যৌন লক্ষণ প্রকাশিত হয় সেটি হল- বয়ঃসন্ধি **
কোন গ্রন্থিকে ‘বার্ধক্যের জৈব ঘড়ি’ (Late Biological Clock) বলে?- থাইমাস  



আরো প্রশ্নের জন্য ঃ 
অভিব্যক্তি ও অভিযোজন  Click here
জীব জগতের নিয়ন্ত্রণ ও সারাপ্রদান Click here




**** যদি কোন ভুল থেকে থাকে তবে তা   Typing mistake এর জন্য ।   আমাদের  comment   করে জানান  আমরা তা সংশোধন করে দেবার চেষ্টা করবো ****

বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক  বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET  প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় । 

তাই এই সবের কথা মাথায় রেখে আমরা  বাংলার শিক্ষা  e-Portal  এর সাহায্যে   সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে  Online Exam   Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো । 

এখানে মাধ্যমিকের মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ  , উচ্চ-মাধ্যমিক এর   ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর  ) বাংলা  , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত ,  ইতিহাস ,  , স্নাতক ( জেনারেল )  কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education ,  প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online  পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে ।


No comments

Featured Post

Semester 2 History Suggestions - Questions Set-1 -স্নাতক ইতিহাস || History General Semester 2 - || History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System

   History  Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System  History   Suggestions( BA General )  with Answer  Semester...

Powered by Blogger.