Madhyamik Physical Science || মাধ্যমিক ভৌত বিজ্ঞান || গ্যাসের আচারন || মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন || Madhyamik Physical Science Suggestions
গ্যাসের আচরণ
প্রদত্ত কোনটি চাপের SI একক- `Nm-2\`
স্থির তাপমাত্তায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্তে ঘনত্ব ও চাপের সম্পর্কটি `P\propto\{d}`
স্থির তাপমাত্তায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করা হলে, গ্যাসটির আয়তন-অর্ধেক হবে
চার্লসের সূত্তের v-t লেখচিত্ত তাপমাত্তা (\degcএককে )ছেদ করে-273
303k উষ্ণতা সেলসিয়াস স্কেলে কত-30\`degc`
অ্যাভোগাড্রো সূত্তের গাণিতিক রূপ (পদগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত ) হল-`v\propto\{n}`
PV=nRT সমীকরণে কোন রাশিটি স্থির-`R`,
কোন ক্ষেত্তে আদর্শ গ্যাসের লেখচিত্ত সরল রৈখিক নয়-`V\ বনাম P`
কোন শর্তে সমস্ত বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে- নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায়
একটি বাস্তব গ্যাস কোন তাপমাত্তা থেকে আদর্শ গ্যাসের সূত্ত মেনে চলে- বয়েল উষ্ণতা
STP -তে 2.24L অধিকার করে-4.4g`{\co}_\{2}`
PV=RT সমীকরণে SI পদ্ধতিতে PV-এর একক হল- `Jmol-1\ `
বয়েলের সূত্তের লেখচিত্তের প্রকৃতি হল-সমপরাবৃত্ত
ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান- -459.4`\degf\`
R (সর্বজনীন গ্যাস ধ্রুবক) -এর CGS মান-`8.314\times{\{10}}^\{7}`
27°c উষ্ণতার পরম স্কেলে মান হবে-`300k\ \ `
SATP বলতে যে উষ্ণতা বোঝায় তার মান নিকটতম পূর্ণসংখ্যায়-298k
11.2 L কোনো আদর্শ গ্যাসের জন্য STP-তে PVএর মান- `0.5\ RT\ `
গতিতত্ত্ব অনুযায়ী গ্যাসের অনুগুলি-\ বিন্দুভর সম্পন্ন
গ্যাস অনুর গড়বেগ C এবং পরম উষ্ণতা T হলে- `C\ \propto\sqrt\{T}`
গ্যাসীয় অনুর গড় গতিগুলি- পরম উষ্ণতার সমানুপাতিক
এক মোল পরিমাণ আদর্শ গ্যাসের গতিশক্তির মান- `\frac{3}{\2}RT`
আদর্শ গ্যাসের অনুগুলি গতিহীন হয় যে উষ্ণতার তা হলে- 0 K
একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোলসংখ্যা-` \frac{\P}{\RT}`
একটি গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির প্রধান কারন- অ্যান্তরানবিক আকর্ষণ এবং সসীম আয়তন
আরো দেখোঃ
পরিবেশের জন্য ভাবনা Click here
গ্যাসের আচরন Click here
রাসায়নিক গননা Click here
আলো ( Light ) click here
প্রবাহী তড়িৎ ( Current Electricity ) Click here
অন্যান্য বিষয়ের সাজেশন
<< Madhyamik Life Science Suggestions >>
<< Madhyamik Physical Science Suggestions >>
Madhyamik History Suggestions
Madhyamik Geography Suggestions
Madhyamik Mathematics Suggestions
Madhyamik Bengali Suggestions
Madhyamik English Suggestions
সমস্ত শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষা 2022 (Madhyamik 2022 / WB Madhyamik 2022 / MP Exam 2022/ West Bengal Board of Secondary Education – WBBSE Madhyamik Exam 2022 / Madhyamik Class 10th / Class X / Madhyamik Pariksha 2022 ) এবং বিভিন্ন চাকরির (WBCS, WBSSC, RAIL, PSC, DEFENCE , WBP , Group-D ) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Banglarshiksa.in এর পক্ষ থেকে মাধ্যমিক (দশম শ্রেণী) ভৌতবিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন // class 10 physical science suggestion 2022 // physical science suggestion for madhyamik 2022 // class 10 physical science question answer 2022 //wbbse class 10 physical science question paper (Madhyamik Physical Science Suggestion / West Bengal Board of Secondary Education – WBBSE Physical Science Suggestion / Madhyamik Class 10th Physical Science Suggestion 2022 / Class X Physical Science Suggestion / Madhyamik Pariksha Physical Science Suggestion / Physical Science Madhyamik Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Madhyamik Physical Science Suggestion 2022 FREE PDF Download)
দেওয়ার চেষ্টা করা হল , আশাকরি এগুলি ছাত্রছাত্রীদের কাজে লাগবে । ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষা 2022 / দশম শ্রেণী ভৌতবিজ্ঞান পরীক্ষা 2022 প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2022 / পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2022 / madhyamik physical science suggestion 2022 pdf , /class 10 physical science question answer in bengali pdf// মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2022 pdf //ভৌতবিজ্ঞান ও পরিবেশ class 10 // দশম শ্রেণী ভৌতবিজ্ঞান সাজেশন 2022 (Madhyamik Physical Science Suggestion 2022 / West Bengal Board of Secondary Education – WBBSE Physical Science Suggestion 2022 / Madhyamik Class 10th Physical Science Suggestion 2022 / Class X Physical Science Suggestion 2022 / Madhyamik Pariksha Physical Science Suggestion 2022 / Madhyamik Physical Science Exam Guide 2022 / Madhyamik Physical Science MCQ , Short , Descriptive Type Question and Answer 2022 / Madhyamik Physical Science Suggestion 2022 FREE PDF Download) সফল হবে। ছাত্রছাত্রীদের যদি অন্য কিছুর প্রয়োজন হয় তারা যেন অবশ্যই আমাদের নীচের বক্সে কমেন্ট করে জানায় ।
বর্তমান শিক্ষা ব্যবস্থায় ভৌত বিজ্ঞান একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET প্রভৃতি ক্ষেত্রে ভৌত বিজ্ঞান একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় ।
তাই এই সবের কথা মাথায় রেখে আমরা বাংলার শিক্ষা e-Portal এর সাহায্যে সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে Online Exam Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো ।
এখানে মাধ্যমিকের , মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ , উচ্চ-মাধ্যমিক এর ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর ) বাংলা , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত , ইতিহাস , , স্নাতক ( জেনারেল ) কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education , প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে ।
No comments