Header Ads

Header ADS

5th Semester History Suggestions || CBCS System || Calcutta University || History Suggestions

History  Suggestion for Fifth Semester of Calcutta University under CBCS System 

History  Suggestions( BA General )  with Answer 

ইতিহাস সাজেশন 










Semester 5 History Suggestions 



Semester 5 ( History)

 

রচনাধর্মী প্রশ্নোত্তর (প্রশ্নমান ১০)

 

১) ফ্রান্সে কেন সন্ত্রাসের রাজত্বের উদ্ভব হয়েছিল ? এর সাফল্য বিচার কর। করবে ?

২)  ১৭৮৯ সালের ফরাসী বিপ্লবের জন্য তুমি দার্শনিকদের ভূমিকা কিভাবে ব্যক্ত

৩)  ফরাসী সংবিধান সভার (১৭৮৯-৯১) কার্যাবলীর বিবরণ দাও।

৪) ফরাসী বিপ্লবে অভিজাত বিদ্রোহের প্রভাব কতখানি তা আলোচনা কর।

৫) ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের সামাজিক ও আর্থিক অবস্থা বর্ণনা কর।

৬) নেপোলিয়ন বোনাপার্টের আভ্যন্তরীণ সংস্কার সমূহের আলোচনা কর। সংস্কারগুলিতে ফরাসী বিপ্লবের আদর্শ কতটা প্রতিফলিত হয়েছিল ?

৭)  ‘স্পেনীয় ক্ষত’ বলতে তুমি কী বোঝ? ইহা কীভাবে নেপোলিয়নের ভাগ্যকে প্রভাবিত করে? পতনের জন্য এই ব্যবস্থা

৮) মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কি বোঝ ? নেপোলিয়নের কতখানি দায়ী ছিল? অথবা, মহাদেশীয় অবরোধ প্রথা ব্যর্থ হয় কেন ?

৯) নেপোলিয়ানের পতনকে তুমিকীভাবে ব্যাখ্যা করবে?

১০) . ঊনবিংশ শতাব্দীতে সমাজতন্ত্রবাদ সম্পর্কে কী জান? সমাজতন্ত্রবাদের মূল আদর্শগুলি কী কী? অথবা, ঊনবিংশ শতকের ইউরোপে সমাজতান্ত্রিক আন্দোলনের সম্প্রসারণের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।

১১. ভিয়েনা সম্মেলনের কার্যাবলীর উপর নিবন্ধ রচনা কর।

১২. শিল্প বিপ্লবের আর্থ-সামাজিক ফলাফল আলোচনা কর।

১৩. মেটারনিক ব্যবস্থা বলিতে কী বোঝ? সমসাময়িক ইউরোপে এই ব্যবস্থা কতদূর সফল হয়েছিল? ১৪. শক্তি সমবায় বলিতে কী বোঝ ? ইহা কী ব্যর্থ হয়েছিল?

(১৫) ১৮৩০ সালের জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল গুলি আলোচনা

১৬. ১৮৩০ সালে ফরাসী জুলাই বিপ্লবের ঐতিহাসিক তাৎপর্য বিশ্লেষণ কর।

১৭ ) জুলাই বিপ্লব ও ফেব্রুয়ারি বিপ্লবের তুলনামূলক আলোচনা করো।

১৮. ফ্রান্স ও ইউরোপে ১৮৪৮ সালের বিপ্লবের প্রভাব আলোচনা কর।

১৯. ফ্রান্সের বাইরে ইউরোপের অন্যান্য অঞ্চলে জুলাই বিপ্লবের প্রভাব আলোচনা করো। বুর্জোয়া রাজতন্ত্র কাকে বলে?

(২০) ফ্রান্সের ফেব্রুয়ারী বিপ্লব (১৮৪৮) এর কারণ ও ফলাফল আলোচনা কর। ১৮৪৮ খ্রীষ্টাব্দকে বিপ্লবের বৎসর বলা হয় কেন ?

২১)  ইতালির ঐক্যসাধনে ক্যাভুরের ভূমিকার উপর একটি নিবন্ধ রচনা কর।

২২. ১৮৭০ এর পর ইউরোপে দুটি সশস্ত্র শিবিরের উদ্ভব কীভাবে ঘটেছিল আলোচনা কর।

২৩. কংগ্রেস অব বার্লিনের শর্তগুলির সমালোচনামূলক আলোচনা কর। অথবা, তুমি কি মনে কর যে ১৮৭৮ সালের বার্লিন কংগ্রেস নিকট প্রাচ্য সমস্যার সমাধান করতে পেরেছিল ?

২৪) বিসমার্ক কিভাবে জার্মানীকে একটি ঐক্যবদ্ধ রাষ্ট্রে পরিণত করেন।  অথবা ১৮৬২ খ্রিস্টাব্দ থেকে ১৮৭০ খ্রিস্টাব্দের মধ্যে জার্মানীর ঐক্য আন্দোলনের স্তরগুলির বিবরণ দাও।

২৫. ১৮৭১ খ্রীষ্টাব্দ থেকে ১৮৯০ খ্রীষ্টাব্দের মধ্যে বিসমার্কের পররাষ্ট্র নীতির মূল সূত্রগুলি উদাহরণ সহযোগে ব্যাখ্যা কর।

২৬. ক্রিমিয়ার যুদ্ধের কারণ আলোচনা কর। এর ফলাফল কী হয়েছিল?

(২৭) পূর্বাঞ্জলীয় সমস্যা বলতে কী বোঝায়? কোন্ যুদ্ধে তুরস্কের নৌবহর বিধ্বস্ত হয়েছিল?

২৮) ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবন্ডির ভূমিকা পর্যালোচনা কর।

(২৯) ইতালীর ঐক্য আন্দোলনে ম্যাৎসিনির ভূমিকা সম্পর্কে একটি টীকা লেখ।

৩০. ইতালির ঐক্য আন্দোলনে বৈদেশিক শক্তির ভূমিকা আলোচনা কর।

৩১. ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ‘ত্রিশক্তি আঁতাত' গঠনের বিবরণ দাও।

৩২. রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারের সংস্কারগুলির বিবরণ দাও। তাঁকে 'মুক্তিদাতা জান বলা হয় কেন ?

 

৩৩. কোন কোন ঘটনাবলী জার্মানীতে নাৎসীবাদের উত্থানের পক্ষে সহায়ক হয়েছিল ? এর ফলাফল কি হয়েছিল ?

৩৪. লেনিনের 'নতুন অর্থনৈতিক নীতি' সম্পর্কে একটি টীকা লেখ।

৩৫. ১৯১৭ খ্রিঃ রুশ বিপ্লবের কারণগুলি পরীক্ষা কর।

৩৬. ১৯১৭ সালে রুশবিপ্লব সংগঠনে বলশেভিকদের সাফল্যের কারণ আলোচনা কর।

৩৭. প্যারিসের চুক্তি (১৮৫৬ খ্রিঃ) থেকে বার্লিন কংগ্রেস (১৮৭৮ খ্রিঃ) পর্যন্ত পূর্বাঞ্চলীয় সমস্যার ইতিহাস আলোচনা করো। 'বুলগেরীয় নিষ্ঠুরতা' কী?

(৩৮). প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি সংক্ষেপে আলোচনা কর।

(৩৯) প্রথম বিশ্বযুদ্ধ কি অনিবার্য ছিল? এই যুদ্ধে জার্মানীর দায়িত্ব কতখানি?

80. ১৯১৯ খ্রিঃ ভার্সাই সন্ধির মূল শর্তাবলি আলোচনা কর। অথবা, ভার্সাই সন্ধি কী একটি চাপিয়ে দেওয়া শান্তি বলা চলে। ভার্সাই সন্ধি কী একটি জবরদস্তিমূলক সন্ধি? ভার্সাই সন্ধি অনুসারে জার্মানিকে কী হারাতে হয়েছিল?

৪১. প্যারিস শান্তি সম্মেলনের (১৯১৯) কার্যাবলীর সংক্ষিপ্ত বিবরণ দাও। জার্মানির প্রতি মিত্র শক্তির ব্যবহার কী সমর্থনযোগ্য?

৪২. ইংল্যান্ড ও ফ্রান্স কর্তৃক অনুসৃত তোষণনীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতখানি দায়ী ছিল?

 ৪৩. লিগ অব নেশন্‌স-এর গঠন এবং এর প্রধান সংস্থাগুলির কার্যাবলী বর্ণনা করো। বিশ্বে শান্তি ও নিরাপত্তা স্থাপনের জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান স্থাপনের কথা প্রথম কোথায় বলা হয়? অথবা, “জাতিসংঘের সংগঠন”—আলোচনা করো।

(88). জার্মানীতে হিটলারের উত্থান কীভাবে ইউরোপের শক্তিসাম্যকে প্রভাবিত করেছিল ? অথবা, জার্মানীতে হিটলারের উত্থানের কারণ ব্যখ্যা কর।

৪৫) দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি সংক্ষেপে আলোচনা কর।

৪৬) দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটনের জন্য কি হিটলার একাই দায়ী ছিলেন?


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>




উত্তরের জন্য নীচের লিংকে click করো 


**** যদি কোন ভুল থেকে থাকে তবে তা   Typing mistake এর জন্য ।   আমাদের  comment   করে জানান  আমরা তা সংশোধন করে দেবার চেষ্টা করবো ****

বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক  বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET  প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় । 

তাই এই সবের কথা মাথায় রেখে আমরা  বাংলার শিক্ষা  e-Portal  এর সাহায্যে   সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে  Online Exam   Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো । 

এখানে মাধ্যমিকের মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ  , উচ্চ-মাধ্যমিক এর   ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর  ) বাংলা  , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত ,  ইতিহাস ,  , স্নাতক ( জেনারেল )  কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education ,  প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online  পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে । 

Calcutta University  Under CBCS ( system ) , Semester (II) History General  , BA 2nd Semester ( History General ) Suggestions . 

 


No comments

Featured Post

Semester 2 History Suggestions - Questions Set-1 -স্নাতক ইতিহাস || History General Semester 2 - || History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System

   History  Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System  History   Suggestions( BA General )  with Answer  Semester...

Powered by Blogger.