Header Ads

Header ADS

Geography Madhyamik Suggestion 2022 || মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২২

  Madhyamik Suggestion 2022 ||  মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২২  ।|  অতি সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর ( মান-১ ) ||   

 


Madhyamik Geography Suggestion 2022 | মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২২ : West Bengal Madhyamik Geography Suggestion 2022 | পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২২ প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই Madhyamik Geography Suggestion 2022 – মাধ্যমিক  ভূগোল সাজেশন ২০২২ MCQ, সংক্ষিপ্তঅতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর  গুলি আগামী West Bengal Madhyamik Geography Examination 2022 – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল 2022 সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।  আপনারা যারা মাধ্যমিক দশম শ্রেণীর পরীক্ষার জন্য Madhyamik Geography Suggestion 2022 |  মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২২ খুঁজে চলেছেনতারা নিচে দেওয়া Madhyamik Geography Suggestion 2022 – মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২২ প্রশ্ন  উত্তর গুলো ভালো করে পড়তে পারেন। West Bengal Madhyamik Geography 2022 পরীক্ষা তে এই কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি। 

 প্রাকৃতিক ভূগোল 

ভারতের প্রাকৃতিক পরিবেশ

 

1.ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

2. ভারতের সর্বোচ্চ গিরিখাত কোনটি?

3. ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কী?

4. নাঙ্গা পর্বত কোথায় অবস্থিত?

5. ভারতের দক্ষিণতম পর্বতটির নাম কী?

6. শিবালিক পর্বতশ্রেণি কোথায় অবস্থিত?

7. ভারতের সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

8. ‘তাল’ কথার অর্থ কী?

9. পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কী?

10. পশ্চিমঘাট ও নীলগিরির কোন ফাঁকটি রয়েছে?

11. ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি?

12. পাঞ্জাবে নীচু প্লাবনভূমিকে স্থানীয় ভাষায় কী বলা হয়?

13. রাজস্থানের মরু অঞ্চলের পশ্চিমাংশে কী নামে পরিচিত?

14. কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্টিকারী হ্রদগুলিকে কী বলে?

15. নর্মদা নদীতে সৃষ্ট উল্লেখযোগ্য জলপ্রপাতটির নাম কী?

16. ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী?

17. ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি?

18. ভারতের দীর্ঘতম নদী বাঁধটির নাম কী?

19. ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? সেটি কোন রাজ্যে অবস্থিত?

20. ভারতের বৃহত্তম পশ্চিমবাহিনী নদীর নাম লেখো।

21. দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কী?

22. কেরলার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কী বলে?

23. ঝাড়খন্ড ও পশিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো।

24. ‘বাড়ির ছাদে জল ধরে রাখা কর্মসূচি’ বা ‘Rain Water Harvesting Programme’ কোন রাজ্যে নেওয়া হয়েছে?

25. ভারতের কোন জায়গায় বছরে দুবার বৃষ্টিপাত হয়?

26. প্রধানত কোন বায়ুপ্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে?

27. ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ?

28. কৃষ্ণ মৃত্তিকা কোন রাজ্যে দেখা যায়?

29. পাঞ্জাব সমভূমির পলিমাটির নাম কী?

30. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত?

31. পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমভূমিতে প্রধানত কী ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়?

32. ভারতে কোন সময়ের পশ্চিমি ঝঞ্জার প্রাদর্ভাব দেখা যায়?

33. তৈল রাসায়নিক শিল্পে প্রয়োজনীয় দুটি কাঁচামালের নাম লেখো।

34. ভারতের একটি চিরহরিৎ অরণ্য অঞ্চলের নাম লেখো।

35. ভারতের বনভূমির শতকরা পরিমাণ কত?

36. সুন্দরলাল বহুগুণা কোন পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত?

37. সুন্দরবনে কোন ধরনের অরণ্য দেখা যায়?

38. ভারতে কোন ধরনের অরণ্য সবচেয়ে বেশি দেখা যায়?

39. পাইন, ফার কী ধরনের উদ্ভিদ ?

40. ভারতে কোন অরণ্যে সিংহ পাওয়া যায়?

41. ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়?

42. কোন ফসলকে ‘সোনালি তন্তু’ বলে?

43. যে শস্য জনু-জুলাই মাসে বপন এবং নভেম্বর-ডিসেম্বর মাসে তোলা হয় তাকে কি শস্য বলে?

44. ভারতে উৎপাদিত দুটি পানীয় ফসলের নাম লেখো?

45. ভারতের একটি জায়িদ ফসলের নাম লেখো।

46. কোন বন্দরের মাধ্যমে সবচেয়ে বেশি চা রপ্তানি করা হয়?

47. ভারতের গম গবেষণাগারটি কোথায় অবস্থিত?

48. ভারতের ‘সিলিকন ভ্যালি’ কাকে বলা হয়?

49. ভারতের বৃহত্তম প্রট্রোরসায়ন শিল্পকেন্দ্রটি কোথায় অবস্থিত?

50. ভারতে উপকূলে স্থাপিত একমাত্র ইস্পাতকেন্দ্র কোনটি?

 


**** যদি কোন ভুল থেকে থাকে তবে তা   Typing mistake এর জন্য ।   আমাদের  comment   করে জানান  আমরা তা সংশোধন করে দেবার চেষ্টা করবো ****

madhyamik suggestion 2022 life science,madhyamik suggestion 2022 pdf download,madhyamik suggestion 2021 pdf free download,madhyamik suggestion 2022 history,madhyamik suggestion 2022 mathematics,madhyamik suggestion 2022 physical science,madhyamik suggestion 2022 with answer,madhyamik suggestion 2022 bengali,madhyamik geography suggestion 2022,madhyamik geography suggestion 2022,madhyamik geography syllabus,madhyamik geography question answer,geography suggestion 2022 madhyamik,madhyamik geography notes,2022 madhyamik geography question and answer

বর্তমান মাধ্যমিক শিক্ষা  ব্যবস্থায় ভূগোল  একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক  বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET  প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় । 

তাই এই সবের কথা মাথায় রেখে আমরা  বাংলার শিক্ষা  e-Portal  এর সাহায্যে   সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে  Online Exam   Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো । 

এখানে মাধ্যমিকের মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ  , উচ্চ-মাধ্যমিক এর   ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর  ) বাংলা  , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত ,  ইতিহাস ,  , স্নাতক ( জেনারেল )  কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education ,  প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online  পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে । 

মাধ্যমিক ভূগোল , ভূগোল সাজেশন 2021 , Madhymik Suggestion 2021 ,

West Bengal Madhyamik  Geography Suggestion 2022 Download. WBBSE Madhyamik Geography short question suggestion 2022 . Madhyamik Geography Suggestion 2022  download. Madhyamik Question Paper  Geography. WB Madhyamik 2022 Geography suggestion and important questions. Madhyamik Suggestion 2022 pdf.পশ্চিমবঙ্গ মাধ্যমিক  ভূগোল পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড। মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন।

মাধ্যমিক ভূগোল সাজেশন 2022 pdf

Madhyamik Geography Suggestion 2022 | মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২২ : West Bengal Madhyamik Geography Suggestion 2022 | পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২২ প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই Madhyamik Geography Suggestion 2022 – মাধ্যমিক  ভূগোল সাজেশন ২০২২ MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর  গুলি আগামী West Bengal Madhyamik Geography Examination 2022 – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল 2022 সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।  আপনারা যারা মাধ্যমিক দশম শ্রেণীর পরীক্ষার জন্য Madhyamik Geography Suggestion 2022 |  মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২২ খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া Madhyamik Geography Suggestion 2022 – মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২২ প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়তে পারেন। West Bengal Madhyamik Geography 2022 পরীক্ষা তে এই কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি। 

No comments

Featured Post

Semester 2 History Suggestions - Questions Set-1 -স্নাতক ইতিহাস || History General Semester 2 - || History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System

   History  Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System  History   Suggestions( BA General )  with Answer  Semester...

Powered by Blogger.