Header Ads

Header ADS

Life Science Suggestions || Madhyamik Like Science Suggestions || জীবন বিজ্ঞান সাজেশন

Madhyamik Life Science || মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 
অধ্যায় - ১ 

জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়






জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়   

গুরুত্বপুর্ন ছোটপ্রশ্ন - (মান -১) 

ছোট প্রশ্ন 
জীবন বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ন ছোট-প্রশ্ন 
জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়   
1. আলোক অভিমুখে ক্ল্যামাইডোমোনাসের চলনকে কী বলে ?
2. টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে এবং কম উষ্ণতায় বুজে যায়- এটি কী ধরনের চলন ?
3. সূর্যাস্তের পর তেঁতুল গাছের পাতাগুলি মুদে যায়- এটি কী ধরনের চলন ?
4. উদ্ভিদের ট্যাকটিক চলনের একটি উদাহরণ দাও।
5. একটি প্রাকৃতিক উদ্ভিদ হরমোনের নাম লেখো ।
6. উদ্ভিদের অগ্রমুকুলের প্র্যাধান্য বা অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রনকারী হরমোনের নাম লেখো।
7. অক্সিন হরমোনের একটি উৎস লেখো।
8. একটি কৃত্রিম উদ্ভিদ হরমোনের সম্পূর্ণ রাসায়নিক নাম লেখো।
9. একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোনের নাম লেখো।
10. পিউরিন জাতীয় বা নাইট্রোজেনযুক্ত ক্ষারীয় উদ্ভিদ হরমোন কোনটি ?
11. একটি নাইট্রোজেনবীহিন প্রাকৃতিক আম্লিক উদ্ভিদ হরমোনের নাম লেখো।
12. কোন উদ্ভিদ হরমোনের বৃদ্ধি প্রতিরোধী বলে ?
13. মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা কোন উদ্ভিদ হরমোনের কাজ ?
14. কোন হরমোন বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে ? 
15. উদ্ভিদ হরমোন প্রয়োগ করে নিষেক ছাড়াই বীজহীন ফল উৎপাদন করার প্রক্রিয়াকে কী বলে ?
16. আপেল, নাসপাতি প্রভৃতি ফলের আকার বৃদ্ধিতে সাহায্য করা কোন উদ্ভিদ হরমোন?
17. কোশের সাইটোপ্লাজমের বিভাজন নিয়ন্ত্রণকারী হরমোনের নাম লেখো।
18. NAA-এর পুরো নাম লেখো। 
19. IBA-এর পুরো নাম লেখো।
20. IPA-এর পুরো নাম লেখো।
21. IAA-এর পুরো নাম কী?
22. 2,4D-এর পুরো নাম কী?
23. জরা রোধ করে এমন একটি উদ্ভিদ হরমোনের নাম লেখো। 
অথবা, উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত করে কোন হরমোন?
অথবা, পত্রমোচন বিলম্বিত করে কোন হরমোন ?
অথবা, বিচ্ছিন্ন পাতার ক্লোরোফিন বিনষ্টকরণ প্রতিরোধ করে কোন হরমোন ?
24. কোন গ্রন্থিকে ‘মাস্টার গ্ল্যান্ড’ বা ‘প্রভুগ্রন্থি’ বলা হয়?
25. মানবদেহে অবস্থিত একটি মিশ্রগন্থির উদাহরণ দাও।
26. সুপ্রারেনাল গ্রন্থি কোনটি?
অথবা, বৃক্কের ওপর কোন আন্তঃক্ষরা গ্রন্থি অবস্থিত ?
27. ADH-এর অপর নাম কী?
28. ADH- এর ক্ষরণস্থল উল্লেখ করো।
29. কোন আন্তঃক্ষরা গ্রন্থি থেকে ACTH নিঃসৃত হয়?
30. LH-এর সম্পূর্ণ নাম লেখো।
31. ICSH-এর পুরো নাম লেখো।
32. সম্পূর্ণ নাম লেখো- ADH।
33. TSH-এর পুরো নাম লেখো।
34. ACTH-এর সম্পূর্ণ নাম লেখো।
35. GTH-এর সম্পূর্ণ নাম লেখো।
36. BMR নিয়ন্ত্রণকারী হরমোনের নাম লেখো।
37. STH- এর পুরো নাম লেখো।
38. থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ও হরমোন ক্ষরণের উদ্দীপনা প্রদান করে কোন হরমোন ?
39. আপৎকালীন হরমোনটির নাম লেখো।
40. ভয় পেলে বুক ধড়পড় করার সঙ্গে কোন হরমোনটির সম্পর্ক রয়েছে ?
41. মানবদেহের অ্যাড্রিনালিন কোথা থেকে নিঃসৃত হয় ?
42. ইনসুলিন হরমোনটি কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয় ?
43. রক্তশর্করা নিয়ন্ত্রণকারী অগ্ন্যাশয় ক্ষরিত হরমোনের নাম লেখো।
44. উদবেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি করে কোন হরমোন?
45. গলগন্ড বা গয়টার রোগের কারণ কী?
46. ইনসুলিন হরমোনের বিপরীত হরমোনের নাম লেখো।
47. GTH হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়?
48. টেস্টোস্টেরনের উৎস কী?
49. শুক্রাণু উৎপাদনে সাহায্যকারী হরমোনটির নাম লেখো।
50. পরিণত স্ত্রীদেহের ডিম্বাশয়ের পীতগ্রন্থি থেকে ক্ষরিত হরমোনটির নাম কী?
51. ইস্টোজেন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয় ?
52. স্ত্রীলোকের গৌণ যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম লেখো।
53. স্ত্রীদেহের করপাস লুটিয়ামের বৃদ্ধি ঘটানো ও প্রোজেস্টেরন হরমোন ক্ষরণের উদ্দীপনা প্রদান করে কোন হরমোন ?
54. দেহে কোন হরমোনের অভাবে ডায়বেটিস ইনপিডিয়া হয়?
55. ডায়াবেটিস মেলিটাস কী? 
56. ডায়াবেটিস ইনসিপিডাস কাকে বলে?
57. থাইরক্সিনের কম ক্ষরণে শিশুদের ও বড়োদের কী কী রোগ হয় ?
58. কোন তন্ত্র প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের কার্যের মধ্যে সমন্বয় সাধন করে? 
59. স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত এককের নাম কী ?
60. গ্যাংলিয়ন কীভাবে গঠিত হয় ?
61. স্নায়ুকোশের কোন অংশ কোশদেহের থেকে স্নায়ুস্পন্দন পরবর্তী স্নায়ুকোশে পৌঁছাতে সাহায্য করে ?
62. স্নায়ুকোশের কোন অংশ পূর্ববর্তী স্নায়ুকোশ থেকে স্নায়ুস্পন্দন গ্রহন করে কোশদেহে প্রেরণ করে?
63. কোন রাসায়নিক পদার্থ স্নায়ুস্পন্দনকে এক নিউরোন থেকে আপর নিউরোনে প্রবাহিত করে?
64. স্নায়ুকোশের স্বল্প দৈর্ঘ্যের প্রবর্ধকের নাম লেখো।
65. মায়েলিন আবরণীর একটি কাজ লেখো।
66. সোয়ান কোশ কোথায় থাকে?
67. র‍্যানভিয়ারের পর্ব কোথায় থাকে?
68. সাইন্যাপস- এর একটি কাজ লেখো।
69. একটি নিউরোট্রান্সমিটারের নাম লেখো।
70. একটি বহির্বাহী স্নায়ুর নাম লেখো।
71. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র প্রধানত কোন কোন অংশ নিয়ে গঠিত?
72. মেনিনজেসের অবস্থান বিবৃত করো।
73. দশম করোটীয় স্নায়ুর নাম লেখো।
74. সুষুম্নাকান্ডের কেন্দ্রীয় গহ্বরে অবস্থিত তরলকে কী বলে?
75. মানুষের সুষুম্নীয় স্নায়ুর সংখ্যা কত জোড়া ?
76. গুরুমস্তিষ্কের গোলার্ধ গুলি যে আংশ দ্বারা যুক্ত তার নাম লেখো।
77. লঘুমস্তিষ্কের গোলার্ধ গুলি যে আংশ দ্বারা যুক্ত তার নাম লেখো।
78. নিউরোলিন কী ?
79. CSF- এর পুরো নাম কী?
80. CSF- এর আবস্থান বিবৃত করো।
81. একটি সরল প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও।
82. প্রতিবর্ত পথের উদাহরণ কী কী?
83. শিশুর হাঁটতে শেখা – কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়া ?
84. সুস্বাদু খাদ্যের দর্শনে লালাক্ষরণ কী জাতীয় প্রতিবর্ত ক্রিয়া ?
85. গাড়ির সামনে হঠাৎ কেউ এসে পড়লে চালকের সজোরে ব্রেক কষা- এটি কী ধরনের প্রতিবর্ত ক্রিয়া ?
86. মানবচক্ষুতে অক্ষিগোলকের লেন্সের একটি কাজ উল্লেখ করো ।
87. মানবচক্ষুতে তারারন্ধ্রের কাজ কী?
88. অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বতী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কী?
89. অন্ধবিন্দু কী?
90. রেটিনা কোথায় দেখা যায়।
91. অচ্ছোদপটল বা করনিয়া কোন অঙ্গে পাওয়া যায়?
92. স্কেরা কোন অঙ্গে পাওয়া যায়?
93. মানবচক্ষুতে অচ্ছোদপটল বা করনিয়ার কাজ কী?
94. মায়োপিয়ার ক্ষেত্রে কোন ধরনের লেন্সের ব্যবহার ত্রুটি দূর হয়? অথবা, চোখের কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল চশমা ব্যবহার করা হয়?
95. প্রেসবায়োপিয়ায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? 
96. চোখের কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধন এর জন্য উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়? অথবা, হাইপারমেট্রেপিয়ার ক্ষেত্রে কী ধরনের চশমা ব্যবহার করা হয়?
97. অ্যামিবার গমনাঙ্গের নাম কী?
98. মাছের গমনে সাহায্যকারী পেশীর নাম লেখো।




আরো প্রশ্নের জন্য ঃ 
অভিব্যক্তি ও অভিযোজন  Click here
জীব জগতের নিয়ন্ত্রণ ও সারাপ্রদান Click here

Madhyamik Life Science Suggestion 2022 | মাধ্যমিক জীবন বিজ্ঞান  সাজেশন ২০২২ : West Bengal Madhyamik Life Science Suggestion 2022 | পশ্চিমবঙ্গ মাধ্যমিক জীবন বিজ্ঞান  সাজেশন ২০২২ প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই Madhyamik Life Science Suggestion 2022  মাধ্যমিক  জীবন বিজ্ঞান  সাজেশন ২০২২ MCQ, সংক্ষিপ্তঅতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর  গুলি আগামী West Bengal Madhyamik Life Science Examination 2022  পশ্চিমবঙ্গ মাধ্যমিক জীবন বিজ্ঞান  2022 সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।  আপনারা যারা মাধ্যমিক দশম শ্রেণীর পরীক্ষার জন্য Madhyamik Life Science Suggestion 2022 |  মাধ্যমিক জীবন বিজ্ঞান  সাজেশন ২০২২ খুঁজে চলেছেনতারা নিচে দেওয়া Madhyamik Life Science Suggestion 2022  মাধ্যমিক জীবন বিজ্ঞান  সাজেশন ২০২২ প্রশ্ন  উত্তর গুলো ভালো করে পড়তে পারেন। West Bengal Madhyamik Life Science 2022 পরীক্ষা তে এই কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।


**** যদি কোন ভুল থেকে থাকে তবে তা   Typing mistake এর জন্য ।   আমাদের  comment   করে জানান  আমরা তা সংশোধন করে দেবার চেষ্টা করবো ****

বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক  বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET  প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় । 

তাই এই সবের কথা মাথায় রেখে আমরা  বাংলার শিক্ষা  e-Portal  এর সাহায্যে   সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে  Online Exam   Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো । 

এখানে মাধ্যমিকের মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ  , উচ্চ-মাধ্যমিক এর   ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর  ) বাংলা  , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত ,  ইতিহাস ,  , স্নাতক ( জেনারেল )  কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education ,  প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online  পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে ।

madhyamik suggestion 2022 life science,madhyamik suggestion 2022 pdf download,madhyamik suggestion 2021 pdf free download,madhyamik suggestion 2022 history,madhyamik suggestion 2022 mathematics,madhyamik suggestion 2022 physical science,madhyamik suggestion 2022 with answer,madhyamik suggestion 2022 bengali,madhyamik Life Science suggestion 2022,madhyamik Life Science suggestion 2022,madhyamik Life Science syllabus,madhyamik Life Science question answer,Life Science suggestion 2022 madhyamik,madhyamik Life Science notes,2022 madhyamik Life Science question and answer

West Bengal Madhyamik  Life Science Suggestion 2022 Download. WBBSE Madhyamik Life Science short question suggestion 2022 . Madhyamik Life Science Suggestion 2022  download. Madhyamik Question Paper  Life Science. WB Madhyamik 2022 Life Science suggestion and important questions. Madhyamik Suggestion 2022 pdf.পশ্চিমবঙ্গ মাধ্যমিক  জীবন বিজ্ঞান  পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড। মাধ্যমিক জীবন বিজ্ঞান  পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন।

মাধ্যমিক জীবন বিজ্ঞান  সাজেশন 2022 pdf



Madhyamik Life Science Suggestion 2022 | মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২২ : West Bengal Madhyamik Life Science Suggestion 2022 | পশ্চিমবঙ্গ মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২২ প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই Madhyamik Life Science Suggestion 2022 – মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২২ MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর গুলি আগামী West Bengal Madhyamik Life Science Examination 2022 – পশ্চিমবঙ্গ মাধ্যমিক জীবন বিজ্ঞান 2022 সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা মাধ্যমিক দশম শ্রেণীর পরীক্ষার জন্য Madhyamik Life Science Suggestion 2022 | মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২২ খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া Madhyamik Life Science Suggestion 2022 – মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২২ প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারেন। West Bengal Madhyamik Life Science 2022 পরীক্ষা তে এই কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

No comments

Featured Post

Semester 2 History Suggestions - Questions Set-1 -স্নাতক ইতিহাস || History General Semester 2 - || History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System

   History  Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System  History   Suggestions( BA General )  with Answer  Semester...

Powered by Blogger.