Header Ads

Header ADS

উচ্চ-মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ( SA-1 ) ( Higher Secondary ) HS Political ScienceSuggestion 2022

উচ্চ-মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন  ( Higher Secondary ) HS Political ScienceSuggestion 2022

উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২২

 SA type Questions ||  ছোট প্রশ্ন 

উচ্চ-মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন  ( Higher Secondary ) HS Political ScienceSuggestion 2022

HS Political ScienceSuggestion / উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন  ঃ  পশ্চিমবঙ্গ উচ্চ-মাধ্যমিক পরীক্ষার  এর link  নীচে দেওয়া হল –

এই  WBCHSE পর্ষদের  ( West Bengal Higher secondary (12th Class ) Political Science Suggestions ) HS  পরীক্ষায় এই উচ্চ-মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ( West Bengal Higher secondary (12th Class ) Political Science Suggestions থেকে প্রায় ৯০ % MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর গুলি পশ্চিমবঙ্গ উচ্চ-মাধ্যমিক পরীক্ষায়   ( HS  Exam )  পড়ার সম্ভবনা রয়েছে । তোমরা যারা দ্বাদশ শ্রেণির উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২২ – Banglar Shiksa - HS Political ScienceSuggestion 2022 খুঁজে চলেছো, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারো। উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা তে এই সাজেশন বা প্রশ্ন  (Banglar Shiksa - HS Political ScienceSuggestion 2022 – উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2022) গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

 

  উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২২ – Banglar Shiksa  ওয়েবসাটের  তরফে - HS Political ScienceSuggestion 2022 নিচে দেওয়া হয়েছে।

 

West Bengal Higher Secondary Political ScienceSuggestion 2022 WBCHSE Class 12th | ( Banglar Shiksa )- HS Political ScienceSuggestion 2022 | পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2022

 

পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই  অনেক অধ্যাবসায়ের প্রয়োজন  । কিন্তু এই পড়াশোনার সঙ্গে সঙ্গে যদি তোমরা উপযুক্ত ও সঠিক guide  পাও তাহলে পরীক্ষায় তোমাদের ভালো ফল করতে কেউ আটকাতে পারবেনা ।

তাই আমরা আমাদের website www.banglarshiksa.in  এর মাধ্যমে সমস্ত রকমের পরীক্ষার তথ্য ও গুরুত্বপূর্ন সাজেশন প্রদান করতে উদ্যোগী হয়েছি ।

 

1. ‘আধা-বিচারবিভাগীয়' কাজ কাকে বলে ? 

> আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের কিছু বিচার সংক্রান্ত কাজও রয়েছে, যেমন—বিচারপতিদের নিয়োগ, দণ্ডাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তির শাস্তি হ্রাস ইত্যাদি; এগুলিকে আধা-বিচার বিভাগীয় কাজ বলে।


2. আংশিক ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলতে কী বোঝায় ? 

> আংশিক ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলতে বিচার বিভাগের স্বতন্ত্র ও স্বাধীনতা এবং কর্মপদ্ধতির স্বতন্ত্রীকরণকে বোঝায়।


3. বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভরশীল?

» বিচারকের যোগ্যতা, নিয়োগপদ্ধতি, কার্যকাল, বিচারকদের পদচ্যুতি, উপযুক্ত বেতন ও ভাতা এবং বিচার বিভাগের স্বতন্ত্রীকরণের ওপর বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা নির্ভর করে।


4 শাসন বিভাগের অরাজনৈতিক অংশ কী নামে পরিচিত হয় ? 

> শাসন বিভাগের অরাজনৈতিক অংশ আমলা নামে পরিচিত হয়।


5. সরকারের নীতিকে বাস্তবে রূপায়িত করে কারা ?

> শাসন বিভাগের অরাজনৈতিক অংশ বা আমলারা। 


6. শাসন বিভাগের কোন্ অংশ সরকারের নীতি নির্ধারণ করে ?

> শাসন বিভাগের রাজনৈতিক অংশ সরকারের নীতি নির্ধারণ করে। 


7. বিশেষ কোনো ব্যক্তি বা ব্যক্তি-সংসদের হাতে শাসন ক্ষমতা কেন্দ্রীভূত থাকলে, তাকে কী ধরনের শাসন ব্যবস্থা বলা হয় ?

> একে একক পরিচালকবিশিষ্ট শাসনব্যবস্থা বলা হয়।


 ৪. নামসর্বস্ব ও প্রকৃত শাসকের মধ্যে পার্থক্য কোন্ ধরনের শাসনব্যবস্থায় দেখা যায় ?

> এই ধরনের পার্থক্য সংসদীয় শাসনব্যবস্থায় দেখা যায়।


9. বর্তমানে অধিকাংশ রাষ্ট্রবিজ্ঞানী কোন শাসন ব্যবস্থাকে শ্রেষ্ঠ বলে মনে করেন?

 > বর্তমানে অধিকাংশ রাষ্ট্রবিজ্ঞানী একক পরিচালকবিশিষ্ট শাসনব্যবস্থাকে শ্রেষ্ঠ বলে মনে করেন।


10. শাসন বিভাগের দুটি অর্থ সংক্রান্ত কাজের উল্লেখ করো।

> শাসন বিভাগের দুটি অর্থ সংক্রান্ত কাজ হল—

>.কর ধার্য করে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা।

> সরকার পরিচালনার যাবতীয় ব্যয় নির্বাহ করা।


11. শাসন বিভাগের দুটি আইন সংক্রান্ত কাজের উল্লেখ করো।

 > শাসন বিভাগের অন্যতম দুটি আইন সংক্রান্ত কাজ হল—

>আইনসভার অধিবেশন আহ্বান করা, স্থগিত রাখা এবং প্রয়োজনে আইনসভার নিম্নকক্ষ ভেঙে দেওয়া।

>অস্থায়ী জরুরি আইন প্রণয়ন করা।


12. শাসন বিভাগের বিচার সংক্রান্ত যে-কোনো একটি কাজের উল্লেখ করো।

> শাসন বিভাগের একটি বিচার সংক্রান্ত কাজ হল— বিচারবিভাগ কর্তৃক দণ্ডিত ব্যক্তিকে ক্ষমা প্রদর্শন বা দণ্ড হ্রাসের ব্যবস্থা করা।


13. শাসন বিভাগের বিচার সংক্রান্ত কাজকে কী ধরনের কাজ বলা হয় ? 

> শাসন বিভাগের বিচার সংক্রান্ত কাজকে আধা-বিচার বিভাগীয় কাজ বলা হয়। 


14. শাসন বিভাগের দুটি পররাষ্ট্র সংক্রান্ত কাজের উল্লেখ করো।

> শাসন বিভাগের দুটি পররাষ্ট্র সংক্রান্ত কাজ হল— 

ক)  বৈদেশিক রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন

খ) বৈদেশিক নীতি নির্ধারণ করা।


15. শাসন বিভাগের দুটি প্রতিরক্ষা সংক্রান্ত কাজের উল্লেখ করো।

 > শাসন বিভাগের দুটি প্রতিরক্ষা সংক্রান্ত কাজ হল—


১)  দেশের স্বাধীনতা, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করা।

২)  প্রয়োজনে যুদ্ধ ঘোষণা করা।


16. আইনসভা প্রণীত মূল আইনের ফাঁকগুলি পুরণের জন্য উপআইন প্রণয়নের ক্ষমতা কার ওপর ন্যস্ত হয় ?

 » উপআইন প্রণয়নের ক্ষমতা শাসন বিভাগের ওপর ন্যস্ত হয়। 


17. আইনসভা ক-টি কক্ষবিশিষ্ট হতে পারে ?

> আইনসভা এককক্ষ বা দ্বিকক্ষবিশিষ্ট হতে পারে।


18. আধুনিককালে পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রের আইনসভা ক-টি কক্ষবিশিষ্ট হয়ে থাকে? 

> আধুনিককালে পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট হয়ে থাকে।


19. যুক্তরাষ্ট্রে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা অপরিহার্য বলে

বিবেচিত হয় কেন ? > যুক্তরাষ্ট্রে একদিকে জাতীয় ঐক্য, অপরদিকে আঞ্চলিক ঐক্যের সমন্বয়সাধন হয় বলে যুক্তরাষ্ট্রে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা অপরিহার্য হয়ে থাকে।


20. দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার গঠন অগণতান্ত্রিক বলে অভিযোগ করা হয় কেন?

> উচ্চকক্ষ সাধারণত ধনী, রক্ষণশীল ও মনোনীত ব্যক্তিদের নিয়ে গঠিত হয় বলে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার গঠন অগণতান্ত্রিক বলে অভিযোগ করা হয়। 


21. “উচ্চকক্ষের বিলোপ না ঘটিয়ে এর গঠন গণতন্ত্র সম্মত করতে পারলে সংশোধনকারী কক্ষ হিসেবে এটি জনগণের কল্যাণে নিয়োজিত থাকতে পারবে” এটি কার অভিমত ? 

>> এই অভিমতটি ম্যারিয়টের।



22. সরকারের কোন্ বিভাগ দেশের সংবিধান সংশোধনের ক্ষমতা ভোগ করে ? 

>> সরকারের আইনবিভাগ দেশের সংবিধান সংশোধনের ক্ষমতা ভোগ করে।


23. সরকারের বাজেট অনুমোদন করার ক্ষমতা কার ওপর ন্যস্ত হয় ?

>> সরকারের বাজেট অনুমোদন করার ক্ষমতা আইনসভার ওপর ন্যস্ত হয়।


24. আইনসভার প্রধান কাজ কী ?

> আইনসভার প্রধান কাজ হল আইন প্রণয়ন করা।


25. ব্রিটেনের সর্বোচ্চ আপিল আদালত কোনটি ? 

> ব্রিটেনের সর্বোচ্চ আপিল আদালত হল আইনসভার উচ্চকক্ষ—লর্ডসভা।


26. ভারতের আইনসভা যে বিচার সংক্রান্ত কিছু কাজ করে, তার একটি উদাহরণ দাও।

 >> ভারতের আইনসভার উভয়কক্ষ রাষ্ট্রপতিকে দেশদ্রোহিতা বা অন্য কোনো গুরুতর অপরাধের জন্য অভিযুক্ত করে তার বিচার করতে পারে।


27. আইনসভার শাসন সংক্রান্ত কাজ বলতে কী বোঝায়? > আইনসভার শাসন সংক্রান্ত কাজ বলতে শাসন বিভাগের। তদারকি করা ও শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা বোঝায়।


28. কী ধরনের আইনসভায় সকল শ্রেণির স্বার্থ। ও সংখ্যালঘু সম্প্রদায়ের যথোপযুক্ত প্রতিনিধিত্বের ব্যবস্থা করা সম্ভব হয় ?

>  দ্বিকক্ষবিশিষ্ট আইনসভায় সকল শ্রেণির স্বার্থ ও সংখ্যালঘু সম্প্রদায়ের যথোপযুক্ত প্রতিনিধিত্বের ব্যবস্থা করা সম্ভব হয়।


29. সুইটজারল্যান্ডের শাসন পরিষদের সাত সদস্যকে কে নির্বাচিত করে ?

>> সুইটজারল্যান্ডের শাসন পরিষদের সাত সদস্যকে আইনসভা নির্বাচিত করে।


 30. আইনসভার সদস্যদের আচরণের বিচার হয় কোথায় ?

>> আইনসভার সদস্যদের আচরণের বিচার হয় আইন


সভাতেই। 31. বর্তমান গণতান্ত্রিক রাষ্ট্রগুলিতে আইনসভার প্রাধান্য হ্রাসের অন্যতম প্রধান কারণ কী?

 > বর্তমান গণতান্ত্রিক রাষ্ট্রগুলিতে আইনসভার প্রাধান্য হ্রাসের অন্যতম প্রধান কারণ হল শাসন বিভাগের প্রাধান্য প্রতিষ্ঠা।


32. অধ্যাপক ডাইসি 'আইনসভার সার্বভৌমত্ব তত্ত্ব' প্রচার করে কী দেখিয়েছেন ?

>> অধ্যাপক ডাইসি দেখিয়েছেন যে, দেশের আইনসভাই


শাসন সংক্রান্ত ব্যাপারে শেষ কথা বলার অধিকারী। 33. অধ্যাপক ল্যাস্কির মতে, বিচারকদের কীভাবে নিয়োগ

 করা উচিত ?

> ল্যাস্কির মতে, বিচারকদের নিয়ে গঠিত একটি স্থায়ী কমিটির সম্মতিসাপেক্ষে বিচারকদের নিয়োগ করা উচিত।


34. বিচারকদের স্বাধীনতা ও নিরপেক্ষতার জন্য বিচারকদের কার্যকাল কী ধরনের হওয়া উচিত ?

> বিচারকদের স্বাধীনতা ও নিরপেক্ষতার জন্য বিচারকদের কার্যকালের মেয়াদের স্থায়িত্ব থাকা উচিত।


35. বিচারকদের নিয়োগপদ্ধতির মধ্যে কোন্ পদ্ধতিটি বর্তমানে কাম্য বলে বিবেচিত হয় ? 

>> বিচারকদের নিয়োগপদ্ধতির মধ্যে শাসন বিভাগ দ্বারা নিয়োগের পদ্ধতি বর্তমানে কাম্য বলে বিবেচিত হয়।


36. সুষ্ঠু ও নিরপেক্ষভাবে বিচারকার্য সম্পাদনের জন্য কী ধরনের ব্যক্তিদের বিচারপতি পদে নিয়োগ করা উচিত ?

> সুষ্ঠু ও নিরপেক্ষভাবে বিচারকার্য সম্পাদনের জন্য দলীয় রাজনীতির ঊর্ধ্বে সৎ, সাহসী ও যথার্থ আইনজ ব্যক্তিদের বিচারপতি পদে নিয়োগ করা উচিত। 


37. আইনসভা দ্বারা বিচারক নিয়োগের পদ্ধতি অনুসৃত হয় এমন দুটি স্থানের নাম করো। 

> © মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে ও সুইটজার ল্যান্ডের যুক্তরাষ্ট্রীয় আদালতে আইনসভা দ্বারা বিচারপতি নিয়োগের পদ্ধতি অনুসৃত হয়।


38. কী ধরনের শাসনব্যবস্থায় বিচারবিভাগই হল সংবিধানের অভিভাবক, রক্ষক ও চরম ব্যাখ্যাকর্তা? 

> যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায় বিচারবিভাগই হল সংবিধানের অভিভাবক, রক্ষক ও চরম ব্যাখ্যাকর্তা।


39. বিচারবিভাগের মূল দায়িত্ব কী ?

 > বিচারবিভাগের মূল দায়িত্ব হল দেশের প্রচলিত আইন অনুসারে আইন অমান্যকারীর বিচার করা এবং অপরাধীদের শাস্তি দেওয়া। 


40. সরকারের ক-টি বিভাগ ও কী কী?

 > সরকারের বিভাগ হল তিনটি, যথা—

 ১)  শাসন বিভাগ

২)  আইন বিভাগ ও 

৩)  বিচার বিভাগ।


41. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো?

 > সরকারের তিনটি বিভাগের সম্পূর্ণ স্বাধীনভাবে নিজ নিজ ক্ষমতা প্রয়োগ করার নীতিকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলে।


42. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে দুটি যুক্তির উল্লেখ করো।

 > ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে দুটি যুক্তি হল—ব্যক্তি স্বাধীনতা রক্ষিত হয় এবং কর্মদক্ষতা বৃদ্ধি পায়।


43. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে দুটি যুক্তির উল্লেখ করো।

 > ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে দুটি যুক্তি হল জনকল্যাণকর রাষ্ট্রের অনুপযোগী এবং দায়িত্বহীনতার সম্ভাবনা থাকে।


44. দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার পক্ষে দুটি যুক্তি লেখো। 

» দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার পক্ষে দুটি যুক্তি হল নিম্নকক্ষের স্বৈরাচারিতা রোধ এবং আইন প্রণয়ন করা সম্ভব। সুচিন্তিত


–45. দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার বিপক্ষে দুটি যুক্তি লেখো।

 > দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার বিপক্ষে ? যুক্তি হল অকারণে বিলম্ব ঘটে এবং ব্যয়বহুল।


46. এককক্ষবিশিষ্ট আইনসভার বিপক্ষে দুটি যুক্তি দাও।

> এককক্ষবিশিষ্ট আইনসভার বিপক্ষে দুটি যুক্তি হল— স্বৈরাচারী শাসকের অবস্থিতি এবং জনমতের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।


47. এককক্ষবিশিষ্ট আইনসভার পক্ষে দুটি যুক্তি দাও। 

> এককক্ষবিশিষ্ট আইনসভার পক্ষে দুটি যুক্তি হল—১)  দ্রুত সিদ্ধান্তগ্রহণ করা সম্ভব, ২)  রাষ্ট্রের ব্যয়ভার অনেক কম হয়।


 48. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি ভারতে গৃহীত হয়েছে ?

> ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি ভারতে গৃহীত হয়নি।


49. দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার দুজন সমালোচকের নাম লেখো। 

» দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার দুজন সমালোচকের নাম হল—অধ্যাপক ল্যাস্কি ও বেথাম।


50. দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার দুজন সমর্থকের নাম লেখো।

> দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার দুজন সমর্থকের নাম হল— জে এস মিল এবং লর্ড ব্রাইস।


51. ভারতের রাষ্ট্রপতি কী ধরনের শাসক ?

> ভারতের রাষ্ট্রপতি নামসর্বস্ব শাসক।


52. একজন নির্বাচিত শাসকের উদাহরণ দাও।

» মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হলেন নির্বাচিত শাসক।

 

53. দুটি বহুপরিচালক শাসন বিভাগের উদাহরণ দাও।

> দুটি বহুপরিচালক শাসন বিভাগের উদাহরণ হল— অতীতে এথেন্স ও স্পার্টা।


54. মন্তেস্তু কোন গ্রন্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির আলোচনা করেছেন ? 

> মস্তেস্ক ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির আলোচনা করেছেন 'Spirit of Laws' গ্রন্থে।


55. আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে একক পরিচালক শাসন বিভাগের একটি উদাহরণ দাও।

 > আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে একক পরিচালক শাসন বিভাগের একটি উদাহরণ হল—মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি।


56. “আইনসভার উচ্চকক্ষ স্বৈরাচার প্রতিরোধ করে এবং ব্যক্তিস্বাধীনতা রক্ষা করে -এটি  কার উক্তি ? 

>এটি অধ্যাপক গেটেল-এর উক্তি।


57. সরকারের তিনটি বিভাগের মধ্যে কোন্‌টি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ?

> সরকারের তিনটি বিভাগের মধ্যে আইন বিভাগ সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ।


58. দুটি প্রকৃত শাসকের উদাহরণ দাও।

> দুটি প্রকৃত শাসকের উদাহরণ হল— ভারত এবং ব্রিটেনের মন্ত্রীপরিষদ।


59. “চিরন্তন সতর্কতাই স্বাধীনতার মূল্য এবং সাহসিকতাই স্বাধীনতার মূলমন্ত্র- এটি  কার উক্তি ?

> এটি অধ্যাপক পেরিক্লিসের উক্তি। 


60. দুজন নামসর্বস্ব শাসকের উদাহরণ দাও।

> দুজন নামসর্বস্ব শাসকের উদাহরণ হল—ভারতের রাষ্ট্রপতি এবং ব্রিটেনের রাজা বা রানি।


61.  একজন মনোনীত শাসকের উদাহরণ দাও।

 >একজন মনোনীত শাসকের উদাহরণ  জাপানের রাজা। 


62. “ন্যায়বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কী ভীষণ সেই অন্ধকার।”—এই অভিমতটি কার?

> প্রশ্নোত্ত অভিমতটি অধ্যাপক লর্ড ব্রাইসের।


63. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি গৃহীত হয়েছে এমন দুটি রাষ্ট্রের নাম উল্লেখ করো। 

>ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি গৃহীত হয়েছে এমন দুটি রাষ্ট্রের নাম হল—মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।


64. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির দুজন প্রবক্তার নাম লেখো।

 > ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির দুজন প্রবক্তার নাম হল—অ্যারিস্টট্ল এবং মস্তেস্কু।


65. কোন্ সময় থেকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রচলন হয় ?

> অ্যারিস্টটলের সময়কাল থেকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রচলন হয়।


66. “বিচারব্যবস্থার অস্তিত্ব ব্যতিরেকে সভ্য রাষ্ট্রের কল্পনা করা যায় না -এ কথা কে বলেছেন ?

???? 


 67. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কী ধরনের পরিচালক ?

> মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি একক পরিচালক।


68. বিচার বিভাগের স্বাধীনতা নির্ভর করে এমন দুটি বিষয়ের উল্লেখ করো।


>> বিচার বিভাগের স্বাধীনতা নির্ভর করে এমন দুটি বিষয় হল–বিচারপতির কার্যকাল ও অপসারণ পদ্ধতি।


69. আইন বিভাগের দুটি কাজ উল্লেখ করো। 

> আইন বিভাগের দুটি কাজ হল—আইন তৈরি করা এবং সংবিধান সংশোধন করা। 


70. উইলোবির মতে সরকারের বিভাগ ক-টি

>> উইলোবির মতে সরকারের বিভাগ পাঁচটি।


71. পূর্ণ ক্ষমতাস্বতন্ত্রীকরণ সম্ভব কী? 

» পূর্ণ ক্ষমতাস্বতন্ত্রীকরণ সম্ভব নয়।



72. “সরকারের উৎকর্ষ বিচারব্যবস্থার উৎকর্ষের ওপর নির্ভর করে 1^ prime prime -5 কথা কে বলেছেন?

এ কথা বলেছেন—লর্ড ব্রাইস।


73. শাসন বিভাগের ক-টি অংশ ও কী কী? 

» শাসন বিভাগের দুটি অংশ—

ক)  রাজনৈতিক এবং\

খ)  অরাজনৈতিক অংশ।


74. দ্বিকক্ষবিশিষ্ট আইনসভাকে বিপরীতগামী ঘোড়া ও ঘোড়ার গাড়ির সঙ্গে তুলনা করেছেন কে?

 > দ্বিকক্ষবিশিষ্ট আইনসভাকে বিপরীতগামী ঘোড়া ও ঘোড়ার গাড়ির সঙ্গে তুলনা করেছেন অধ্যাপক ফ্রাঙ্কেল।


75. “নির্বাচকমণ্ডলীর কাছে সঠিক সংবাদ ও তথ্য তুলে ধরাই আইনসভার প্রধান কাজ এ কথা কে বলেছেন?

 প্রশ্নোক্ত কথাটি বলেছেন—বার্নার্ড ক্লিক।


76. এমন একটি রাষ্ট্রের নাম উল্লেখ করো যেখানে বহুপরিচালক শাসন বিভাগ আছে?

>> সুইটজারল্যান্ডে বহু পরিচালক শাসন বিভাগ আছে। 


77. “বিশ্বের অপর কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির মতো এরকম শক্তিশালী ক্ষমতাসম্পন্ন রাষ্ট্রপ্রধান পরিলক্ষিত হয় না”। — এ কথা বলেছেন কে ?

» প্রশ্নোক্ত কথাটি বলেছেন—অধ্যাপক স্ট্রং।


78. “উচ্চক্ষ নিম্নকক্ষের সঙ্গে একমত হলে তা বাহুল্যমাত্র আর উচ্চকক্ষ নিম্নকক্ষের সঙ্গে যদি একমত না হয়, তবে তা ক্ষতিকর l^ prime prime -q কথা কে বলেছেন ? 

» প্রশ্নোক্ত কথাটি বলেছেন—আবে সিঁয়ে।


79. এমন দুটি বিষয়ের উল্লেখ করো যেগুলির ওপর বিচার বিভাগের উৎকর্ষ নির্ভর করে।

» বিচার বিভাগের উৎকর্ষ নির্ভর করে—বিচারপতির যোগ্যতা, বেতন ও ভাতার ওপর।


80. “আইনসভার দ্বিতীয় পরিষদ হল স্বাধীনতার একটি অপরিহার্য নিরাপত্তা 1^ prime prime -3fefi কার ?

» প্রশ্নোক্ত উক্তিটি লর্ড অ্যাকটনের।


81. “আইন বিভাগ ছাড়া সরকারের কল্পনা করা সম্ভব হলেও বিচার বিভাগ ছাড়া সভ্য রাষ্ট্রের কল্পনা করা যায় না এই  কথা কে বলেছেন ?

> এ কথা বলেছেন অধ্যাপক গার্নার।


 82. Government of England গ্রন্থটির রচয়িতা কে ?

> গ্রন্থটির রচয়িতা লাওয়েল।


83. একক পরিচালকবিশিষ্ট শাসন বিভাগের কয়েকটি উদাহরণ দাও।

» একক পরিচালকবিশিষ্ট শাসন বিভাগ হল—হিটলার, নাসের ও মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন বিভাগ।


84. শাসন বিভাগের দুটি কাজের উল্লেখ করো।

> শাসন বিভাগের দুটি কাজ হল— পরীক্ষামূলক ও জনকল্যাণমূলক।


85. এককক্ষৰিশিষ্ট আইনসভার দুজন সমালোচকের নাম লেখো।

» এককক্ষবিশিষ্ট আইনসভার দুজন সমালোচকের নাম হল-ল্যাস্কি ও বেথাম। 


86. Commentaries on the Law of England - গ্রন্থটি কার লেখা ?

 > গ্রন্থটি ব্ল্যাকস্টোন-এর লেখা।


87. বিচার বিভাগের দুটি গুরুত্বপূর্ণ কাজের উল্লেখ করো। 

> বিচার বিভাগের দুটি গুরুত্বপূর্ণ কাজ হল— বিচারকার্য সম্পন্ন করা এবং আইনের ব্যাখ্যা করা।


৪৪. জনগণের প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে বিচারপতি নিয়োগের পদ্ধতিকে একটি নিকৃষ্ট পদ্ধতি বলে

অভিহিত করেছেন কে?

>> জনগণের প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে বিচারপতি নিয়োগের পদ্ধতিকে একটি নিকৃষ্ট পদ্ধতি বলে অভিহিত করেছেন অধ্যাপক ল্যাস্কি।


89. ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা কে? 

> ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা—মস্তেস্কু।


90. “একজনের হাতে সকল ক্ষমতার সমন্বয়কে স্বেচ্ছাচারিতার সংজ্ঞা বলা যেতে পারে।”—এ কথা কেবলেছেন? 

> প্রশ্নোক্ত কথাটি বলেছেন—ম্যাডিসন।


91. গুডনাউ ও জেঙ্কসের মতে, সরকারের বিভাগ কটি  ও কী কী ?

» গুডনাউ ও জেঙ্কসের মতে, সরকারের বিভাগ দুটি— আইন বিভাগ ও শাসন বিভাগ।


92. ভারতে কি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব আছে? 

> ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব নেই।


93. কোনো দেশে পূর্ণক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রয়োগ করা কি সম্ভবপর ?

> কোনো দেশে পূর্ণক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রয়োগ করা। সম্ভবপর নয়।


94. কোন রাষ্ট্রবিজ্ঞানী প্রথম ক্ষমতা স্বতন্ত্রীকরণ সমর্থন করেন ?

> বোদা প্রথম ক্ষমতা স্বতন্ত্রীকরণ সমর্থন করেন। 


95. আইনসভা কত কক্ষবিশিষ্ট হয় ?


> আইনসভা একটি বা দুটি কক্ষবিশিষ্ট হয়। 

96. শাসন বিভাগের মুখ্য কাজ কী?

> শাসন বিভাগের মুখ্য কাজ অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা বজায় রাখা।


97. অর্ডিন্যান্স জারি করতে পারে কোন্ বিভাগ

 > শাসন বিভাগ অর্ডিন্যান্স জারি করতে পারে।


98. কখন শাসন বিভাগ অর্ডিন্যান্স জারি করতে পারে? 

> আইনসভার অধিবেশন যখন বন্ধ থাকে তখন।


99. আইনসভার মুখ্যকাজ কী?

> আইনসভার মুখ্যকাজ আইন প্রণয়ন করা।


100. কোন্‌ বিভাগকে ‘মৌলিক অধিকারের রক্ষক' বলা হয় ?

→ বিচার বিভাগকে ‘মৌলিক অধিকারের রক্ষক’ বলা হয়। 


101. “ রাজত্ব করেন, কিন্তু শাসন করেন না “ তিনি কোন ধরনের শাসক?

» তিনি নামসর্বস্ব শাসক।


102. 'লাল ফিতের বাঁধন' বলতে কী বোঝায় ?

» ‘লাল ফিতের বাঁধন' বলতে বোঝায় সরকারি কাজে দীর্ঘসূত্রিতা।


103. রাষ্ট্রকৃত্যক বা আমলা কাদের বলা হয় ? [উ.মা.-2016]

» শাসনবিভাগের উচ্চপদস্থ স্থায়ী কর্মচারীদের রাষ্ট্রকৃত্যক বা আমলা বলে।


104. ভারতরাষ্ট্রের সাংবিধানিক প্রধান কে?

> ভারতরাষ্ট্রের সাংবিধানিক প্রধান হলেন রাষ্ট্রপতি। 


105. ‘আমলাতন্ত্র' কথাটির অর্থ কী ?

» ‘আমলাতন্ত্র' কথাটির অর্থ টেবিল শাসনব্যবস্থা।


106. ‘ব্যুরোক্রেসি’ শব্দটি কোথা থেকে এসেছে ? 

» ফরাসি শব্দ ‘ব্যুরো’ এবং গ্রিক শব্দ ‘ক্রেটিন’ থেকে ‘ব্যুরোক্রেসি’ শব্দটি এসেছে।

 

107. আমলাতন্ত্রের একটি বৈশিষ্ট্য লেখো।

» স্থায়িত্ব হল আমলাতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।


108. কোন দেশের বিচার বিভাগকে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী বিচার বিভাগ বলা হয় ?

» মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগকে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী বিচার বিভাগ বলা হয়। 


109. বিচার বিভাগের দেওয়া পরামর্শগুলি, আইন বিভাগ বা শাসন বিভাগ কি গ্রহণ করতে বাধ্য ? 

» বিচার বিভাগের দেওয়া পরামর্শগুলি, আইন বিভাগ বা শাসন বিভাগ গ্রহণ করতে বাধ্য নয়। 


110. গণতান্ত্রিক রাষ্ট্রে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার কি প্রয়োজন আছে?

» গণতান্ত্রিক রাষ্ট্রে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার প্রয়োজন আছে।


111. স্থগিতাদেশ জারি করতে পারে কে?

» বিচার বিভাগ স্থগিতাদেশ জারি করতে পারে। 


112. ভারতে সুপ্রিমকোর্টের বিচারপতিরা কত বছর বয়স পর্যন্ত নিজ পদে বহাল থাকেন ? 

> ভারতে সুপ্রিমকোর্টের বিচারপতিরা 65 বছর বয়স পর্যন্ত নিজ পদে বহাল থাকেন।


113. রাজ্যের সর্বোচ্চ বিচারালয় কোনটি ?

> রাজ্যের সর্বোচ্চ বিচারালয় হল হাইকোর্ট।


114. বিচার বিভাগের স্বাধীনতার একটি প্রয়োজনীয়তার উল্লেখ করো।

> গণতন্ত্রের সাফল্যের জন্য বিচার বিভাগের স্বাধীনতা প্রয়োজনীয়।


115. বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার দুটি পদ্ধতির উল্লেখকরো। 

» বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার দুটি পদ্ধতি হল— 

a) বিচারপতিদের নিয়োগ পদ্ধতি, 

b) বিচারপতিদের অপসারণ পদ্ধতি।


116. স্থায়ী প্রশাসক বলতে কী বোঝায় ?

 » স্থায়ী প্রশাসক বলতে শাসন বিভাগের অরাজনৈতিক অংশ—আমলাদের বোঝায়।


117. সরকার ছাড়া কি রাষ্ট্রের কথা ভাবা যায় ? 

> সরকার ছাড়া রাষ্ট্রের কথা ভাবা যায় না, কারণ সরকার


হল রাষ্ট্রের পরিচালকমণ্ডলী।


118. অ্যারিস্টট্ল সরকারের কাজকে ক-টি ভাগে ভাগ করেছেন ?

> অ্যারিস্টট্ল সরকারের কাজকে তিনটি ভাগে ভাগ করেছেন—

a)  সিদ্ধান্তমূলক কাজ

, b) শাসন সংক্রান্ত কাজ

,c) বিচার সংক্রান্ত কাজ।


119. বহুপরিচালক-নির্ভর বা যৌথ শাসকনির্ভর শাসন বিভাগ কাকে বলে? 

> যখন শাসন বিভাগের প্রকৃত ক্ষমতা ক্ষমতাসম্পন্ন বহুজন ব্যক্তির হাতে ন্যস্ত থাকে, তখন তাকে বহুপরিচালক নির্ভর বা যৌথ শাসকনির্ভর শাসন বিভাগ বলা হয়।


120. অর্পিত ক্ষমতাপ্রসূত আইন কাকে বলে?

» অনেকসময় আইনসভা কিছু বিশেষ ক্ষেত্রে আইন প্রণয়নের দায়ভার শাসন বিভাগকে দিয়ে থাকে। এই ক্ষমতাবলে শাসন বিভাগ কর্তৃক প্রণীত আইনকে অর্পিত ক্ষমতাপ্রসূত আইন বলে।


আরো দেখোঃ

উচ্চমাধ্যমিক সাজেশন  ২০২২ || HS Suggestions 2022 || Suggestion 2022

 

আরো দেখোঃ

***************

HS Bengali Suggestions  2022  Click Here

উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন ২০২২  Click Here

****************

আরো দেখোঃ

***************

HS Political Science Suggestions  2022  Click Here

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২২  Click Here

****************

আরো দেখোঃ

***************

HS Education Suggestions  2022  Click Here

উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান সাজেশন ২০২২  Click Here

****************

আরো দেখোঃ

***************

HS History Suggestions  2022  Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস  সাজেশন ২০২২  Click Here

****************

আরো দেখোঃ

***************

HS Geography Suggestions  2022  Click Here

উচ্চমাধ্যমিক ভূগোল সাজেশন ২০২২  Click Here

****************

আরো দেখোঃ

***************

HS Sanskrit Suggestions  2022  Click Here

উচ্চমাধ্যমিক সংস্কৃত সাজেশন ২০২২  Click Here

****************

 

Download All HS Suggestions 2022  in PDF  Click Here

More Information : It will also Cover - HS Political Science Suggestions 2022| West Bengal Higher Secondary Political Science Suggestions 2022|| Class 12th Political Science Suggestions || উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২২ ||

 Banglar Shiksha Provided  HS Political Science Suggestions 2022  with 90% Sure Common in West Bengal HS Exam. HS Political Science Suggestions 2022 is made in HS Exam under WBCHSE in New Questions Pattern and also provided WBCHSE 12th  Class Board Exam Suggestive Questions . Here You can Also Download HS Political Science Suggestions  in PDF Format .

 

Content Table

Topic

Description

Subject Name

Political Science

Post Type

Political Science Suggestion 2022

Exam Name

HS ( WBCHSE )

Suggestions Common

90%

 

You can get HS Political Science Suggestions 2022 in PDF Format  which is the  most Important and Approximately 90 % Sure Common In WBCHSE HS Exam. 2022 . HS Political ScienceMCQ ,SA and LA  Suggestions 2022 , HS Political ScienceShort Questions Suggestions 2022  and HS Political ScienceImportant Questions 2022 , HS Political ScienceMCQ Suggestions || পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক  রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড। উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন।

 

Banglar Shiksa দ্বারা তৈরী  HS Political ScienceSuggestion 2022 Download good quality Suggestions for HS 2022 Political ScienceSubject prepared by Expert Political Sciencesubject teachers. Get the WBCHSE HS 2022 Political ScienceSuggestion. উচ্চ মাধ্যমিক 2022 রাষ্ট্রবিজ্ঞান সাজেশন. উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২২, দ্বাদশ শ্রেণীর উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2022. his HS Political ScienceSuggestion 2022 will help you to find out your HS 2022 preparation.

 

 

WBCHSE Higher Secondary Political ScienceSuggestion 2022 ||  উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২২

West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) will organize Higher Secondary (HS) 2022 Examination every year . Like every year Team Banglarshiksa.in  published HS 2022 All subjects suggestion.

     Political Scienceis one of the most scoring subjects on Higher Secondary course. Students, who are currently studying in Class 12th Arts stream and have Political Sciencesubject on their course, they have to seat for WBCHSE HS 2022 Political ScienceBoard Exam.

 

Download to HS Political ScienceSuggestion 2022 PDF Click Here

HS Political ScienceSuggestion 2022 | উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২২

     এই সাজেশন ( HS Political ScienceSuggestion 2022 | উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২২) গুলো উচ্চ মাধ্যমিক  রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা 2022 (HS Political Science 2022 / HS Political ScienceClass 12th / HS Political SciencePariksha 2022 ) এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Banglarshiksa.in  এর পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক (দ্বাদশ শ্রেণী) রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (HS Political ScienceSuggestion 2022 PDF Download / West Bengal Banglar Shiksa - HS Political ScienceSuggestion 2022 / WB HS Class 12th Political ScienceSuggestion 2022) দেওয়া হল । আশা করবো এই সাজেশন ছাত্রছাত্রীদের উপকারে লাগবে ।   ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস  উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2022 ( HS Political ScienceSuggestion 2022 ) দ্বাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2022 (Class 12th  Political ScienceSuggestion 2022 ) - HS Political ScienceSuggestion 2022) সফল হবে।

        তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই পোস্টটি( উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন২০২২ || HS Political Science Suggestions 2022 )  সম্পূর্ন দেখার জন্য । আশা করি তোমাদের মূল্যবান সময় দিয়ে এই পোষ্টটি ( উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন২০২২ || HS Political Science Suggestions 2022 )     পড়ে তোমরা নতুন কিছু শিখতে পেরেছো । যদি তোমাদের অন্য কোনো বিষয়ের কোন রকম Suggestions বা গুরুত্বপূর্ন প্রশ্নের উত্তর এর প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই আমদের  Comment    করে জানাও । আমরা যত শীঘ্র পারবো তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো । অন্য যে কোন বিষয়ের প্রশ্ন বা Suggestion  জানার জন্য আমাদের website  www.banglarshiksa.in follow  করো ।  

 

 

No comments

Featured Post

Semester 2 History Suggestions - Questions Set-1 -স্নাতক ইতিহাস || History General Semester 2 - || History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System

   History  Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System  History   Suggestions( BA General )  with Answer  Semester...

Powered by Blogger.